বিজিআইসির ১২% নগদ লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে বিমাটি।

এ সময়ে বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৫ টাকা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৮.৬৫ টাকা।

বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুলাই। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ জুন।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

ব্লক মার্কেটে লেনদেন ৬৮ কোটি টাকা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ৪৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৫ লাখ ৪৭ হাজার ৪৮১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৮ কোটি ৮৬ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ইস্টার্ন ইন্স্যুরেন্স ১১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ম্যারিকো ৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাডভেন্ট ফার্মা, অগ্রণী ইন্স্যুরেন্স, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বে-লিজিং, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, সিভিও পেট্রোকেমিক্যাল, ডিবিএইচ, ঢাকা ব্যাংক, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, ই-জেনারেশন, ইভিন্স টেক্সটাইল, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, আইডিএলসি ফিন্যান্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, কোহিনুর কেমিক্যাল, কেপিসিএল, ম্যাকসন্স স্পিনিং, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিল, ন্যাশনাল হাউজিং,ন্যাশনাল পলিমার, এনআরবিসি ব্যাংক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, আরএকে সিরামিকস, আরডি ফুড, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রবি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস, সোনালী পেপার, শাহজিবাজার পাওয়ার, এসএস স্টিল, সামিট পাওয়ার ও ইউসিবি।

স্টকমার্কেটবিডি.কম/

এমডি নিয়োগ নিয়ে ডিএসইর অবস্থান জানতে চায় বিএসইসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থপনা পরিচালক (এমডি) নিয়োগ নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অবস্থান জানতে চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির নির্ধারণ করে দেওয়া সময়ের মধ্যে এমডি নিয়োগে ব্যর্থ হওয়ায় ডিএসইকে একটি চিঠি দেয়। এই চিঠিতে ডিএসই কি করতে চায় – তা জানতে চাওয়া হয়।

বিএসইসির মূখপ্রাত্র মোহাম্মদ রেজাউল করিম জানান, ডিএসইর পরিচালনা বোর্ডকে প্রতিষ্ঠানটির এমডি নিয়োগের জন্য ৯০দিন সময় দেওয়া হয়েছিল। এই সময়সীমার মধ্যে তারা এমডি নিয়োগ করতে পারে নাই। ডিএসই পরিচালনা বোর্ডের নিকট এর কারণ জানতে চেয়েছে বিএসইসি।

এ বিষয়ে ডিএসইর ভারপ্রাপ্ত এমডি আব্দুল মতিন পাটোয়ারি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বিএসইসির চিঠির জবাব দেওয়া হবে।

ডিএসইর এমডি পদটি গত ৭ জানুয়ারি হতে শূণ্য রয়েছে। সাবেক এমডি কাজী সানাউল হক পদত্যাগ করায় এই পদটি শূণ্য ঘোষণা করা হয়।

কাজী সানাউল হক গত ৮ অক্টোবর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ পত্র জমা দেন। যা ৭ জানুয়ারি থেকে কার্যকর হয়।

এর পরে গত নভেম্বর মাসে ডিএসই একটি নিযোগ সার্কুলার প্রকাশ করে। এসময় ২১ জন প্রার্থী এই এমডি পদে আবেদন করেন।

এর মধ্যে ছোটো তালিকা করে ৭ জনকে ইন্টারভিউয়ের জন্য আহবান করে ডিএসই। এদের মধ্যে থেকে যাচাই বাছাই করে একজনকে এই পদে নিয়োগের জন্য বিএসইসির নিকট সুপারিশ করলে বিএসইসি তা নাকচ করে দেয়।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

দিনশেষে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৭৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন মোট ১ কোটি ৯৯ লাখ ৩০ হাজার ৯০৪টি শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় স্থানে উঠে আসা প্রাইম ব্যাংক লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৮২ কোটি টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড ৬৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সাইফ পাওয়ারটেকের ৫০ কোটি ২৩ লাখ, এনআরবিসি ব্যাংকের ৪৩ কোটি ৯৫ লাখ, বিএটিবিসির ৪৩ কোটি ৭৫ লাখ, রবি আজিয়াটার ৪০ কোটি ১৩ লাখ, জেবিবি পাওয়ারের ৩৯ কোটি ৬৩ লাখ, ন্যাশনাল ফীড মিলের ৩৮ কোটি ৬৯ লাখ ও এনসিসি ব্যাংক লিমিটেডের ৩৮ কোটি ৪২ লাখ টাকা শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

এফবিসিসিআইয়ের নতুন সভাপতি দায়িত্ব নিচ্ছেন আজ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যবসায়ী- শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র নবনির্বাচিত সভাপতি হিসেবে আজ দায়িত্ব নিচ্ছেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। তার নেতৃত্বাধীন নির্বাচিত পরিচালনা পর্ষদ ২০২১-২৩ দ্বি-বার্ষিক মেয়াদে দায়িত্ব পালন করবে। আগামীকাল বিদায়ী সভাপতি শেখ ফজলে ফাহিম নবনির্বাচিত সভাপতির কাছে দায়িত্ব অর্পণ করবেন বলে জানিয়েছে এফবিসিসিআই।

এর আগে গত ১২ মে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন- এফবিসিসিআই নির্বাচন বোর্ড সংগঠনটির সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি, সহসভাপতি ও পরিচালক পদের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে। এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনটির সাবেক প্রথম সহসভাপতি ও প্লাষ্টিক শিল্পখাতের শীর্ষ প্রতিষ্ঠান বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।

তার সঙ্গে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনটির সাবেক সহসভাপতি, শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ- বিসিআই ও রংপুর চেম্বারের সাবেক সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। এছাড়াও সংগঠনটির এসোসিয়েশন এবং চেম্বার গ্রুপ থেকে ৩ জন করে মোট ৬ জন সহসভাপতি নির্বাচিত হন।

এসোসিয়েশন গ্রুপের তিন সহসভাপতি হলেন ঢাকা চেম্বারের সাবেক সভাপতি এম এ মোমেন, এক্সিম ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ও বারভিডা’র সাবেক সভাপতি হাবিব উল্লাহ ডন ও মুদ্রণশিল্পের শীর্ষ উদ্যোক্তা আমিন হেলালী। চেম্বার গ্রুপের তিন সহসভাপতি হলেন ময়মনসিংহ চেম্বারের সভাপতি ও সড়ক পরিবহন সমিতির সহসভাপতি এবং রয়েল টিউলিপ হোটের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল হক শামিম, মিনিস্টার হাই টেক পার্ক লিমিটেডের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ ও পোশাকশিল্প প্রতিষ্ঠান লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর।

এছাড়াও এফবিসিসিআই’র নতুন পরিচালকরা হলেন এসোসিয়েশন গ্রুপ থেকে এ কে এম সেলিম ওসমান এমপি, ইকবাল হোসেন চৌধুরী জুয়েল, নজরুল ইসলাম মজুমদার, সৈয়দ সাদাত আলমাস কবির, এস এম সফিউজ্জামান, মো. আমিন উল্লাহ, আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ, এ কে এম মনিরুল হক, মোহাম্মাদ মাহবুবুর রহমান পাটোয়ারী, আবু হোসাইন ভুইঁয়া রানা, খোন্দকার এনায়েত উল্লাহ, মোহাম্মদ আলী খোকন, মুনির হোসেন ও আলমগীর শামসুলআলামিন কাজল, আবু মোতালেব, রব্বানী জব্বার, খন্দকার মনিউর রহমান জুয়েল, জামাল উদ্দিন, মুনতাকিম আশরাফ, মীর নিজাম উদ্দিন আহমেদ, রাশেদুল হোসেন চৌধুরী রনি, এম জেআর নাসির মজুমদার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, শফিকুলইসলাম ভরসা, হাফেজ হারুন, ড. ফেরদৌসী বেগম, আমজাদ হোসেন, নিজামউদ্দিন রাজেশ, আসলাম সেরনিয়াবাদ, ড. কাজী এরতেজা হাসান, শাহিন আহমেদ, শমী কায়সার, আবু নাসের ও ড. নাদিয়া বিনতে আমিন।

চেম্বার গ্রুপ থেকে পরিচালকরা হলেন জশোধা জীবন দেবনাথ, প্রীতি চক্রবর্তী, সেরনিয়াবাদ ময়ন উদ্দিন আব্দুল্লাহ, নিজাম উদ্দিন, মোহাম্মদ নুরুন নেওয়াজ, এ এম মাহবুব চৌধুরী, ড. মুনাল মাহবুব, আবুল কাশেম খান, নাজ ফারহানা, কাজী আমিনুল হক, সাইফুল ইসলাম, মো. শামসুজ্জামান, রেজাউল ইসলাম মিলনও তাহমিন আহমেদ।হাসিনা নেওয়াজ, মাসুদুর রহমান মিলন, দিলিপ কুমার আগরাওয়ালা,মাসুদ পারভেজ খান ইমরান, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, রেজাউল করিম রেজনু, গাজী গোলাম আশরিয়া, গোলাম মোহাম্মদ, বিজয় কুমার কেজরিওয়াল, সুজিব রঞ্জন দাস, ইকবাল শাহারিয়ার, আলী হোসেন, শাহ জালাল, মোহাম্মদ বজলুর রহমান, তবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু, মোহাম্মদ রিয়াদ আলী, খায়রুল হুদা চপল, খান আহমেদ শুভ, মুতাসিরুল ইসলাম, এস এম জাহাঙ্গীর আলম মানিক ও হুমায়ূন রশিদ খান পাঠান।

স্টকমার্কেটবিডি.কম/

ব্যাংকাররা দুর্নীতি করলে হবে জরিমানা-মামলা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দুর্নীতির সঙ্গে জড়িত হলে ব্যাংক কর্মকর্তাদের বড় অংকের জরিমানা ও মামলার মুখে পড়তে হবে বলে। ব্যাংক কোম্পানি আইনে যে সংশোধন করা হচ্ছে সেখানে এই বিধান যুক্ত করা হচ্ছে বলে জানা গেছে।

দেশে কার্যরত ব্যাংকগুলোর কার্যক্রম ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’-এর আওতায় পরিচালিত হয়। ব্যাংকের সংখ্যা, সম্পদ, আমানত, ঋণ, লিজ ও বিনিয়োগ বেড়েছে। ফলে বর্তমান আইনের আওতায় সবকিছু নেই। সেজন্য ব্যাংকিং ব্যবসা পরিচালনা, তদারকি, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, দেশের আর্থিক খাতের সুশাসন এবং স্থিতিশীলতার জন্য এই আইনটি সংশোধনের প্রয়োজন ছিল। সেজন্য এই সংশোধনী আনা হয়েছে। বিভিন্ন দেশের ব্যাংক কোম্পানি আইন সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করে সংশোধনীর খসড়া তৈরি করা হয়েছে।

সংশোধিত আইনে গুরুত্বপূর্ণ কতগুলো জিনিস রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতার সংজ্ঞা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা। বর্তমান আইনে এ বিষয়টি পরিষ্কার ছিল না। বর্তমান আইন ১৯৯১ সালের প্রেক্ষিতে করা হয়েছিল। এজন্য নতুন আইনে ইচ্ছেকৃত ঋণ খেলাপি ও তার শাস্তির বিষয়টি পরিষ্কারভাবে বলে দেয়া হয়েছে।

সংশোধিত আইনের খসড়ায় দুর্বল ব্যাংক কোম্পানির সুষ্ঠু ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার সংক্রান্ত নতুন একটি ধারা সংযোজন করা হয়েছে। ব্যাংক কোম্পানির সংকটাপন্ন অবস্থার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টিও রয়েছে। ব্যাংক কোম্পানি পুনর্গঠন ও একত্রীকরণের বিধানও নতুন আইনে আছে।

নতুন আইনে, যদি ব্যাংকের পরিচালক বা অন্য যে কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তাকে বড় জরিমানা দিতে হবে। পাশাপাশি ক্রিমিনাল প্রসিডিংও (ফৌজদারি মামলা) তার বিরুদ্ধে চলছে। এটা আজকের মিটিংয়ে বিশেষভাবে উপস্থাপন করা হয়েছে।

আরো বলা হয়, কারও এক কোটি টাকা জরিমানা হলে সে জরিমানা দিয়ে বেঁচে যেতে পারে, সে যদি ১০ বা ২০ কোটি টাকা আত্মসাৎ করেন সেজন্য পেনাল কোডের আইনও তার জন্য প্রযোজ্য হবে। তার যে জরিমানা হলো, সেটা ক্রিমিনাল প্রসিডিংয়ের জন্য কোনো বাধা হবে না।

গত সোমবার মন্ত্রিসভা বৈঠকে এই ‘ব্যাংক-কোম্পানি (সংশোধন) আইন, ২০২১’-এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

এশিয়া ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১ জুন আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর বাংলামটরে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। গত বছর বিমাটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

একইদিনে চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

 

  1. বেক্সিমকো লিমিটেড
  2. প্রাইম ব্যাংক
  3. লংকা বাংলা ফাইন্যান্স
  4. সাইফ পাওয়ারটেক
  5. এনআরবিসি ব্যাংক
  6. বিএটিবিসি
  7. রবি আজিয়াটা
  8. জেবিবি পাওয়ার
  9. ন্যাশনাল ফীড মিল
  10. এনসিসি ব্যাংক লিমিটেড।

ডিএসইতে লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়ালো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৩.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,৮৭৩ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৮২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২০১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২০৯৯ কোটি ৫ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৭১৯ কোটি ৬৩ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৬৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭৬টির, আর দর অপরিবর্তিত আছে ৫৬টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, প্রাইম ব্যাংক, লংকা বাংলা ফাইন্যান্স, সাইফ পাওয়ারটেক, এনআরবিসি ব্যাংক, বিএটিবিসি, রবি আজিয়াটা, জেবিবি পাওয়ার, ন্যাশনাল ফীড মিল ও এনসিসি ব্যাংক লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৫৮.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৫২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১৩৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১২৭ কোটি ৫৭ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ৬০ কোটি ৭৪ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও এসিআই লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/রিমা