বার্জার পেইন্টসের বাৎসরিক বোর্ড সভা স্থগিত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১৭ জুন আহবান করা হয়েছিল। বোর্ড সভাটি স্থগিত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩:৩০টায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বোর্ড সভার নতুন তারিখ ও সময় পরবর্তিতে জানানো হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এর আগের বছর কোম্পানিটি ২৯৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

দিনশেষে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৫৫ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন মোট ১ কোটি ৬৪ লাখ ৫২ হাজার ২৫৩টি শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় স্থানে উঠে আসা লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৭৩ কোটি ৪০ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে ন্যাশনাল পলিমার লিমিটেড ৬৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ন্যাশনাল ফিড মিলের ৬১ কোটি ৪৭ লাখ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৫৮ কোটি ৯৮ লাখ, ইসলামিক ফাইন্যান্স ও ইনভেস্টমেন্টের ৪২ কোটি ৮৮ লাখ, এনআরবিসি ব্যাংকের ৩৯ কোটি ৪৮ লাখ, ফেডারেল ইন্স্যুরেন্সের ৩৮ কোটি ৬৭ লাখ, ডাচ বাংলা ব্যাংকের ৩৭ কোটি ৯৭ লাখ ও ফরচুন সুজ লিমিটেডের ৩৭ কোটি ২৮ লাখ টাকা শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

  1. বেক্সিমকো লিমিটেড
  2. লংকা বাংলা ফাইন্যান্স
  3. ন্যাশনাল পলিমার
  4. ন্যাশনাল ফিড মিল
  5. পাইওনিয়ার ইন্স্যুরেন্স
  6. ইসলামিক ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট
  7. এনআরবিসি ব্যাংক
  8. ফেডারেল ইন্স্যুরেন্স
  9. ডাচ বাংলা ব্যাংক
  10. ফরচুন সুজ লিমিটেড।

ডিএসইতে লেনদেন ২৭’শ কোটি টাকা ছাড়ালো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩১.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬,০৫৫ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৫.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৯৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২০২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৭০০ কোটি ৫৫ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২০৮৩ কোটি ২৮ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৬৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২০৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২৪টির, আর দর অপরিবর্তিত আছে ৩৭টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, লংকা বাংলা ফাইন্যান্স, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল ফিড মিল, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ইসলামিক ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট, এনআরবিসি ব্যাংক, ফেডারেল ইন্স্যুরেন্স, ডাচ বাংলা ব্যাংক ও ফরচুন সুজ লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৮৪.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৫১৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮২টির, কমেছে ৯৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩১টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭৬ কোটি ৫২ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ৮৫ কোটি ৭৭ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে রবি আজিয়াটা ও ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

মোংলা বন্দর কর্তৃপক্ষ বিলে স্থায়ী কমিটির রিপোর্ট চূড়ান্ত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সংসদে উপস্থাপন করতে মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল, ২০২১ এর রিপোর্ট চূড়ান্ত করা হয়েছে।

কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে আজ সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মোঃ মজাহারুল হক প্রধান, মাহফুজুর রহমান এবং মোঃ আছলাম হোসেন সওদাগর সভায় অংশগ্রহণ করেন।

সভায় “মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল” ২০২১ এর ওপর প্রস্তুতকৃত রিপোর্ট নিশ্চিতকরণ এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) এর সার্বিক কর্মকান্ড সম্পর্কে আলোচনা করা হয়।

সভায় ইতোপূর্বে জাতীয় সংসদে উত্থাপিত এবং পরীক্ষা নিরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য কমিটিতে প্রেরিত “মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল, ২০২১” সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের পর বিলটি জাতীয় সংসদে পাসের উদ্দেশ্যে সংশোধিত আকারে সংসদে রিপোর্ট প্রদানের সুপারিশ করা হয়।

সভায় বিআইডব্লিউটিসির আয়-ব্যয়ের বার্ষিক বিবরণী পৃথকভাবে আগামী বৈঠকে উপস্থাপন এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্যে, নিরাপদে এবং দ্রুততম সময়ে যাতায়াতের ব্যবস্থা নিশ্চিতকরণের জন্য কমিটি সুপারিশ করে।
এছাড়া, নদীতে পলিমাটি জমার কারণ বা উৎস উদঘাটনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের আর্থিক সহযোগিতায় দেশি- বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে স্ট্যাডি করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, মোংলা বন্দর কর্তৃপক্ষ এবং বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানদ্বয়, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

এপ্রিলে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন ৬৩ হাজার কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মহামারী করোনাভাইরাসের কারণে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। মোবাইলে আর্থিক সেবা ব্যবহার করে এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ লেনদেন হয়েছে চলতি বছরের এপ্রিলে। এপ্রিলে জুড়ে মোট ৬৩ হাজার ৪৭৮ কোটি টাকার লেনদেন হয়েছে। দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ২,১১৬ কোটি টাকা।

মোবাইল ব্যাংকিং নিয়ে কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে গেল বছরের জুলাই মাসে প্রায় ৬৩ হাজার কোটি টাকা লেনদেন হয়েছিল। ওই মাসে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৩২ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, গত মার্চের তুলনায় এপ্রিলে মোট লেনদেন বেড়েছে ৬.৪ শতাংশ এবং দৈনিক লেনদেন বেড়েছে ১০ শতাংশ। অন্যদিকে ৬ শতাংশ বেড়ে সক্রিয় গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ৩.৬৭ কোটি।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

২০২১-২২ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.১%: বিশ্বব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী অর্থবছরে (২০২১-২২) বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ১ শতাংশ।  মঙ্গলবার প্রকাশিত বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। ৩ জুন বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী অর্থবছরে ৭ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করেছেন। কিন্তু বিশ্বব্যাংক মনে করছে, করোনা পরিস্থিতির কারণে আগামী অর্থবছরে এত প্রবৃদ্ধি হবে না।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, করোনার দ্বিতীয় ধাক্কা ইতিমধ্যে বাংলাদেশের অর্থনীতিতে পড়তে শুরু করেছে। চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তাই আগামী অর্থবছরের ৫ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি কয়েকটি বিষয়ের ওপর নির্ভরশীল বলে মনে করে বিশ্বব্যাংক। এগুলো হলো স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড, নিয়ন্ত্রিত মূল্যস্ফীতি এবং তৈরি পোশাকের রপ্তানি বৃদ্ধি।

এদিকে চলতি বিদায়ী অর্থবছরে (২০২০-২১) জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৬ শতাংশ হতে পারে বলে মনে করছে। এই প্রবৃদ্ধির পূর্বাভাসে কোনো পরিবর্তন আনেনি বিশ্বব্যাংক। গত জানুয়ারি মাসে প্রকাশিত গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস প্রতিবেদনে বিশ্বব্যাংক বলেছিল, এ বছর ১ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। পরে গত মার্চ মাসে প্রকাশিত ‘সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস স্প্রিং ২০২১: সাউথ এশিয়া ভ্যাকসিনেটস’ প্রতিবেদনে এই পূর্বাভাস বাড়িয়ে ৩ দশমিক ৬ শতাংশে উন্নীত করে বিশ্বব্যাংক।

মার্চ মাসের প্রতিবেদনে বিশ্বব্যাংক বলেছিল, বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। অর্থনীতির এই পুনরুদ্ধার ভঙ্গুর এবং করোনার নতুন ঢেউ শঙ্কা তৈরি করছে। অর্থনীতিতে ব্যাপক অনিশ্চয়তা আছে। করোনা মহামারি পরিস্থিতি কোন দিকে যায়, তা যেমন অনিশ্চয়তা সৃষ্টি করেছে। আবার পরিবর্তিত করোনা পরিস্থিতিতে সরকার কী ধরনের নীতি গ্রহণ করতে হয়, তাও আরেক ধরনের অনিশ্চয়তা। করোনার দ্বিতীয় ধাক্কার কারণে রপ্তানি ও প্রবাসী আয় বাধাগ্রস্ত হতে পারে।

গতকাল প্রকাশিত প্রতিবেদনে বিশ্বব্যাংক বলছে, আগামী অর্থবছরে ভারতের জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক ৩ শতাংশ হতে পারে। গত অর্থবছরে (২০২০-২১) ভারতের জিডিপি ৭ দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়েছিল। এ ছাড়া আগামী অর্থবছরে পাকিস্তানে ২ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২১ সালে বিশ্বের গড় প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ৬ শতাংশ। গত ৮০ বছরের মধ্যে মন্দা–পরবর্তী সময়ে এত প্রবৃদ্ধি আর হয়নি। কারণ, বিশ্বের কয়েকটি বড় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। তবে উন্নয়নশীল দেশগুলো এখনো করোনা নিয়ে হিমশিম খাচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/

ইস্টার্ণ ব্যাংকের বোনাস পাঠিয়েছে সিডিবিএল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা দিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ৯ জুন বুধবার এই কোম্পানির লভ্যাংশের শেয়ার বিও (বেনিফিশীয়ারি ওনার্স) হিসাবে জমা হয়েছে।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৭.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

শেয়ারহোল্ডারদের নিজ নিজ ডিপিতে তাদের বিও হিসাব দেখতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

ডিএসইতে প্রথম ঘন্টায় লেনদেন ৮৭২ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন চলছে সূচকের উত্থানের মধ্য দিয়ে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৫.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ৭৮ পয়েন্টে। ডিএসই শরিয়াহ্ সূচক ৭.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১২৯৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২২০৯ পয়েন্টে রয়েছে।

দিনের প্রথম ঘন্টায় লেনদেন হয়েছে ৮৭২ কোটি ১৮ লাখ টাকার।

এই সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫২টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের দর।

এদিকে লেনদেন শুরুর প্রথম ঘন্টা বেলা ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১২৩.৯৮ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৫৫৫ পয়েন্টে অবস্থান করে।

এসময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১৮ কোটি ৭২ লাখ টাকার। এই সময়ে লেনদেন হওয়া ২১০টি শেয়ারের মধ্যে ১৩৬টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৫১টি কোম্পানির দর, আর ২৩টি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

২ কোম্পানির লেনদেন বন্ধ বৃহস্পতিবার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল ১০ জুন, বৃহস্পতিবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি, আলআরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।

এর আগে কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে।

রেকর্ড ডেটের পর আগামী ১৩ জুন থেকে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন চালু হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা