সপ্তাহের প্রথম দিনে লেনদেন ও সূচকের পতন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬,০৩৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৬.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৯৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৯২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২০৬৯ কোটি ৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২৬৬৯ কোটি ২৫ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৯২টির, আর দর অপরিবর্তিত আছে ২১টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা, ফরচুন সুজ, গ্রীন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, লংকা বাংলা ফাইন্যান্স, রিন সাইন টেক্সটাইল, সোনার বাংলা ইন্স্যুরেন্স, লূব রেফ বিডি, পাওনিয়ার ইন্স্যুরেন্স ও প্রগ্রতি ইন্স্যুরেন্স লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬৬.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৫১৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ১৫২টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৩টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৯০ কোটি ১ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ১১৪ কোটি ৬৪ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে কাট্টালী টেক্সটাইল ও জিপিএইচ ইস্পাত লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস

এমএল ডায়িংয়ের ৪২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এমএল ডায়িং লিমিটেডের একজন পরিচালক ৪২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, ফায়েজ কাদের নামে কোম্পানিটির পরিচালক ৪১ লাখ ৮৯ হাজার ৪৫৯টি বোনাস শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

এই পরিচালক কোম্পানিটির প্লেসমেন্টধারী শেয়ারহোল্ডার এস এফ টেক্সটাইল ও সাদমান টেক্সটাইল মিলসের প্রতিনিধিত্ব করছেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালকরা উল্লেখিত পরিমাণ শেয়ার ডিএসইর পাবলিক মার্কেটে বিক্রি করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

সিটি ব্যাংকের উদ্দ্যোক্তার শেয়ার বিক্রি করবে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান সিটি ব্যাংক লিমিটেডের একজন উদ্দোক্তা শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজিজুল হক চৌধুরী হোসেন নামে এই উদ্যোক্তা ৯ লাখ ৪৪ হাজার ১২৮টি শেয়ার বিক্রয় করবেন। তার হাতে ব্যাংকটির মোট ১০ লাখ ৪ হাজার ১২৮টি শেয়ার রয়েছে।

ঘোষণা অনুযায়ী ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার চলমান বাজার দরে ডিএসইর পাবলিক মার্কেটে এসব শেয়ার বিক্রয় করবেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/এস

ট্রাস্ট ব্যাংকের বোর্ড সভার সময় পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক লিমিটেডের বাৎসরিক বোর্ড সভার সময় পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আগামী ১৪ জুন আহবান সন্ধ্যা ৮টায় রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্টে ব্যাংকটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এর আগে বোর্ড সভাটির সময় পৌনে ৩ টায় নির্ধারণ করা হয়েছিল।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে ব্যাংকটি। গত বছর ব্যাংকটি ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

একইদিনে ব্যাংকটির চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

শাহজালাল ব্যাংকের উদ্দ্যোক্তার শেয়ার বিক্রি ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের একজন উদ্দোক্তা শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, আলহাজ তোফাজ্জল হোসেন নামে এই উদ্যোক্তা সাড়ে ৭ লাখ শেয়ার বিক্রয় করবেন। তার হাতে ব্যাংকটির মোট ১ কোটি ৫৬ হাজার ৯৯১টি শেয়ার রয়েছে।

ঘোষণা অনুযায়ী ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে এসব শেয়ার বিক্রয় করবেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/এস

ঢাকা ডায়িংয়ের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ঢাকা ডায়িং এন্ড মেনুফেকচারিং লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২০ জুন আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৬টায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এর আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ প্রদান করেনি।

স্টকমার্কেটবিডি.কম/এস

ভিশন-গো গ্লোবাল ২০৩০ অর্জন করলো ওয়ালটন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ব্র্যান্ড হয়ে উঠার লক্ষ্য নিয়েছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। এই লক্ষ্য অর্জনে ভবিষ্যৎ নেতৃত্ব বাছাইয়ে চলছে ‘ওয়ালটন ফিউচার লিডার্স প্রোগ্রাম (এফএলপি)- ২০২১’। এতে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে চুড়ান্ত পবের্র বিজয়ীরা ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার্স পদে ওয়ালটনে নিয়োগপ্রাপ্ত হবেন। ইতোমধ্যে এই প্রোগ্রামের ৩টি বাছাই রাউন্ড সম্পন্ন হয়েছে।

প্রোগ্রামের চুড়ান্ত রাউন্ড আগামী ২১ জুন রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসে অনুষ্ঠিত হবে বলে জানান উপ-প্রকল্প পরিচালক মাশহারার ভূঁইয়া। তিনি বলেন, ওয়ালটন বিশ্বের অন্যতম সেরা ইলেকট্রনিক্স ব্র্যান্ড হয়ে উঠার টার্গেট নিয়েছে। ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম মুর্শেদ এর নাম দিয়েছেন ‘ভিশন- গো গ্লোবাল ২০৩০’। এই লক্ষ্যের সফল বাস্তবায়নেরর উদ্দেশ্যে ভবিষ্যৎ সৃজনশীল, মেধাবী ও তরুণ নেতৃত্ব বাছাই ও নিয়োগ দিতে ফিউচার লিডার্স প্রোগ্রামের এই উদ্যোগ।

প্রকল্প পরিচালক মো. তানভীর আঞ্জুম জানান, ফিউচার লিডার্স প্রোগ্রামে অংশ গ্রহণে আগ্রহী প্রার্থীদের থেকে গত এপ্রিল ও মে মাস জুড়ে বায়োডাটা বা সিভি গ্রহন করা হয়। ওই সময় ওয়ালটনের মানব সম্পদ বিভাগে সিভি জমা দেয় ২৬ হাজার জন প্রার্থী। তাদের মধ্য থেকে ৩টি রাউন্ডে আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী লিখিত পরিক্ষা, কেস স্ট্যাডি ও গ্রুপ ডিসকাশন, ভাইবা ইত্যাদি প্রক্রিয়ায় দুইশ জন প্রার্থীকে বাছাই করা হয়। তারা ফিউচার লিডার্স প্রোগ্রামের চুড়ান্ত রাউন্ডে অংশ নিবেন। চুড়ান্ত পর্বে ওয়ালটনের ‘ভিশন গো গ্লোবাল ২০৩০’ অর্জনের ভবিষ্যৎ তরুন নেতৃত্ব নির্বাচিত করা হবে।

সূত্রমতে, ‘ভিশন-গো গ্লোবাল ২০৩০’ অর্জনে দীর্ঘ ও স্বল্প মেয়াদি পরিকল্পনার সমন্বয়ে রোডম্যাপ তৈরি করেছে ওয়ালটন। যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ২০২১-২২ অর্থবছরে ওয়ালটন পণ্য রপ্তানি ৩৫ মিলিয়ন মার্কিন ডলার এবং পরের বছর (২০২৩-২০২৪) রপ্তানি ১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার টার্গেট। সেজন্য ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার মতো উন্নত বিশ্বের বাজারে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

নিজস্ব ব্র্যান্ড বিজনেস বাড়ানোর পাশাপাশি ওইএম (অরিজিনাল ইক্যুইপমেন্ট ম্যানফ্যাকচারার) হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের ব্র্যান্ডের নামে পণ্য তৈরির মাধ্যমেও রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ করছে ওয়ালটন। এছাড়া বিশ্বের ৬টি দেশে শাখা অফিস খোলার উদ্যোগ প্রক্রিয়াধীন। বর্তমানে ওয়ালটন পণ্য রপ্তানি হচ্ছে এশিয়া, মধ্যপ্রাচ্য , আফ্রিকা ও ইউরোপের প্রায় ৪০টি দেশে। এর মধ্যে ইউরোপের জার্মানি, পোল্যান্ড, গ্রিস, নেদারল্যান্ডস, স্পেন, ইতালি, রোমানিয়াসহ মোট ১০ টি দেশে রপ্তানি হচ্ছে ওয়ালটন পণ্য।

স্টকমার্কেটবিডি.কম/আর

সীমিত আকারে চালু হলো রি সাইনের উৎপাদন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিন সাইন টেক্সটাইল লিমিটেডের কারখানা সীমিত আকারে চালু করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানায়, আজ রবিবার হতে কারখানার ২৫ শতাংশ চালু করা হবে। এতোদিন কোম্পানিটির কারখানা বন্ধ রাখে পরিচালনা বোর্ড।

বাজার মন্দার কারণে গত ২০১৯ সালের ২৬ অক্টোবর থেকে কোম্পানিটির কারখানা বন্ধ করে দেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/

মূল বাজারে ওটিসির ৪ কোম্পানির লেনদেন শুরু আজ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দেশের উভয় শেয়ারবাজারের মূল মার্কেটে ওভার দ্য কাউন্টারের (ওটিসি) চারটি কোম্পানির শেয়ার লেনদেন আজ রবিবার হতে শুরু হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৪টি হলো, মুন্নু ফেব্রিকস লিমিটেড, তমিজ টেক্সটাইল মিলস লিমিটেড, পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেড ও বাংলাদেশ মনুস্পল পেপার ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড।

ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেট থেকে মূল মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন করতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) উভয় স্টক এক্সচেঞ্জকে জানানো হয়েছে।

এই চারটি কোম্পানি দীর্ঘ দিন হলো ওটিসি মার্কেটে লেনদেন হয়েছে। এই মার্কেটের সকল কোম্পানিকে মূল মার্কেটে ফিরিয়ে আনার উদ্যোগ হিসাবে এসব কোম্পানি আজ থেকে মূল বাজারে লেনদেন করবে।

এর আগে গত বছর ২৬ জুলাই থেকে মূল মার্কেটে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ার শুরু হয়।

স্টকমার্কেটবিডি.কম/আর

এপিএসসিএল বন্ডের কুপন রেট ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আশুগঞ্জ পাওয়ার স্টেশন (এপিএসসিএল) বন্ডের ইউনিটহোল্ডারদের জন্য ৮.৫০ শতাংশ কুপন রেট ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বন্ডটি চলতি বছরের ৫ জানুয়ারি থেকে ৪ জুলাই পর্যন্ত দ্বিতীয় বছরের প্রথমার্ধের জন্য এই কুপন রেট ঘোষণা করে।

বন্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৪ জুলাই।

স্টকমার্কেটবিডি.কম/