ডিজিটাল ব্যাংকার ‘সাক্ষ্য বহি’ বিল সংসদে উত্থাপন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ডিজিটাল লেনদেনের নথি ও দলিল ‘সাক্ষ্য বহি’ হিসেবে অন্তর্ভুক্ত করে নতুন আইন করতে সংসদে ‘ব্যাংকার সাক্ষ্য বহি বিল-২০২১’ বিল উত্থাপন করা হয়েছে। এতে জেল জরিমানার বিধান রাখা হয়েছে।

সোমবার (১৪ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ‘ব্যাংকার সাক্ষ্য বহি বিল-২০২১’ সংসদে তোলেন। পরে বিলটি এক মাসের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দিতে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

১৮৯১ সালের এ সংক্রান্ত আইন বাতিল করে নতুন আইন করতে বিলটি আনা হয়েছে। বিদ্যমান আইনে ব্যাংকের লেজার বুক, ক্যাশ বুক এগুলোকে সাক্ষ্য বই বলা হয়।
প্রস্তাবিত আইনে ডিজিটাল পদ্ধতিতে যেসব রেকর্ড হবে সেগুলোও ‘সাক্ষ্য বহি’ হিসেবে আইনে বিবেচিত হবে। ব্যাংকগুলোর লেজার বুক, ক্যাশ বুক, লোন ডেসপাস বুক যা আছে- সবই এর অন্তর্ভুক্ত হবে। সূত্র : বাংলা নিউজ২৪

স্টকমার্কেটবিডি.কম/

হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে মূলধন বাড়াতে বিল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন থেকে মিথ্যা তথ্য দিয়ে ঋণ নেওয়ার শাস্তি বাড়ানোর জন্য জাতীয় সংসদে বিল আনা হয়েছে। পাশাপাশি রাষ্ট্রায়াত্ত এই প্রতিষ্ঠানটির অনুমোদিত মুলধন ৯ গুণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে এ বিলে।

সোমবার (১৪ জুন) জাতীয় সংসদে ‘বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স করপোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল- ২০২১’ নামে এই বিলটি উত্থাপন করা হয়েছে। অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বিলটি উত্থাপন করলে তা এক মাসের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিদ্যমান আইনে বলা আছে, করপোরেশনের কাছ থেকে কেউ যদি ঋণ গ্রহণে ইচ্ছাকৃতভাবে মিথ্যা বিবরণী দেন বা জেনেশুনে মিথ্যা বিবরণী ব্যবহার করেন বা করপোরেশনে যে কোনো ধরনের জামানত গ্রহণে প্রবৃত্ত করেন তাহলে দুই বছর কারাদণ্ড, দুই হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

প্রস্তাবিত বিলে সেটা বাড়িয়ে পাঁচবছর কারাদণ্ড এবং পাঁচলাখ টাকা পর্যন্ত জরিমানার প্রস্তাব করা হয়েছে।

এতে বলা হয়েছে করপোরেশনের লিখিত সম্মতি ছাড়া যদি কেউ নাম প্রসপেক্টাসে বা বিজ্ঞাপনে ব্যবহার করেন তাহলে তার জন্য শাস্তি আগে ছয় মাস জেল ও এক হাজার টাকা জরিমানা ছিল। সেখানে প্রস্তাব করা হয়েছে ৬ মাস জেল ও ৫০ হাজার টাকা জরিমানা।

করপোরেশনের মূলধনও বাড়ানোর প্রস্তাব থাকছে খসড়ায়। বিদ্যমান আইনে অনুমোদিত মূলধন ১১০ কোটি আর পরিশোধিত মূলধন ছিল ১১০ কোটি টাকা। প্রস্তাবিত আইনে এক হাজার কোটি টাকা হচ্ছে অনুমোদিত মূলধন আর ৫শ কোটি টাকা পরিশোধিত মূলধনের প্রস্তাব করা হয়েছে। সূত্র : বাংলা নিউজ২৪

স্টকমার্কেটবিডি.কম/

দিনশেষে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১১২ কোটি ৮৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এনআরবিসি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৫৫ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার।

৪৭ কোটি ৩ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লুব-রেফ, ফরচুন সুজ, ন্যাশনাল ফিড মিল, প্রগতি ইন্স্যুরেন্স, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, লঙ্কাবাংলা ফাইন্যান্স ও অরিয়ন ফার্মা লিমিটেড ।

স্টকমার্কেটবিডি.কম/

ব্লক মার্কেটে ৩৪ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ৫৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৮৮ লাখ ৪২ হাজার ৮৫০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৪ কোটি ৪৮ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে পাইওনিয়র ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৯ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

স্কয়ার ফার্মা ৩ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

এশিয়া ইন্স্যুরেন্স ২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্যাংক এশিয়া, বারাকা পাওয়ার, বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, বিবিএস কেবলস, বিডি ফিন্যান্স, বিডি থাই অ্যালুমিনিয়াম, বীকন ফার্মা, সিটি ব্যাংক, ঢাকা ডাইং, ডিবিএইচ, ঢাকা ব্যাংক, ডরিন পাওয়ার, ডাচ-বাংলা ব্যাংক, ই-জেনারেশন, এমারেল্ড অয়েল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, জেনারেশন নেক্সট, গ্লোবাল ইন্স্যুরেন্স, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, ইনডেক্স অ্যাগ্রো, ইসলামী ব্যাংক, কাট্টালি টেক্সটাইল, লুব-রেফ বাংলাদেশ, ম্যাকসন্স স্পিনিং, মালেক স্পিনিং, মুন্নু ফেব্রিক্স, ন্যাশনাল ব্যাংক, ন্যাশনাল ফিড মিল, ন্যাশনাল পলিমার, এনআরবিসি ব্যাংক, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, পূবালী ব্যাংক, কুইন সাউথ টেক্সটাইল, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, রিং শাইন টেক্সটাইল, রানার অটোমোবাইলস, রূপালী ব্যাংক, স্যালভো কেমিক্যাল, সী পার্ল বীচ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, এসকে ট্রিমস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, এসএস স্টিল, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, সামিট পাওয়ার ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

গুগল-অ্যামাজনের পর ভ্যাট নিবন্ধন নিল ফেসবুক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল এবং ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের পর ব্যবসায় নিবন্ধন নম্বর (বিআইএন) বা ভ্যাট নিবন্ধন নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ২৩ মে গুগল এবং ২৭ মে অ্যামাজন এই ভ্যাট নিবন্ধন পায়।

ফেসবুকের তিনটি প্রতিষ্ঠান তাদের আয়ারল্যান্ডের ঠিকানা ব্যবহার করে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটর কাছ থেকে ভ্যাট নিবন্ধন নিয়েছে।

ফেসবুকের পক্ষে নিবন্ধিত তিনটি প্রতিষ্ঠান হচ্ছে- ফেসবুক আয়ারল্যান্ড লিমিটেড, ফেসবুক পেমেন্টস ইন্টারন্যাশনাল এবং ফেসবুক টেকনোলজিস আয়ারল্যান্ড লিমিটেড।

এর আগে এশিয়া প্যাসিফিক পিটিই লিমিটেড নামে ভ্যাট নিবন্ধন নেয় গুগল। অ্যামাজন নিবন্ধিত হয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস ইনকরপোরেশন নামে। বিদেশি প্রতিষ্ঠান হলেও এ দেশে ফেসবুকের পক্ষে ভ্যাট পরামর্শক হিসেবে কাজ করবে প্রাইসওয়াটারহাউসকুপারস বাংলাদেশ।

জানা গেছে, ভ্যাট সেবা পেতে গুগল ও অন্যান্য প্রতিষ্ঠানগুলো ২০১৯ সাল থেকেই চেষ্টা করছিল। ভ্যাট আইন অনুসারে সরাসরি এ সেবা পাওয়ার বিষয়ে তাদের পক্ষ থেকে দাবি ছিল। কিন্তু আইনি জটিলতার কারণে বিদেশি সংস্থাগুলোকে ভ্যাটের সেবা পেতে ভ্যাট এজেন্ট নিয়োগ করতে হয়েছিল।

এ বিষয়ে সংস্থাগুলো এনবিআরকে বেশ কয়েকটি চিঠি দেয়। এতে তারা ভ্যাট দেয়ার বিষয়ে সরাসরি সেবা নিতে আগ্রহ প্রকাশ করেছিল। কিন্তু বাংলাদেশে স্থায়ী অফিস না থাকায় বিষয়টির সুরাহা হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/

‘আয়োডিনযুক্ত লবণ বিল-২০২১’ জাতীয় সংসদে বিল পাস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

প্রাণির খাদ্য তৈরিতে আয়োডিনযুক্ত লবণ ব্যবহারের বিধান রেখে ‘আয়োডিনযুক্ত লবণ বিল-২০২১’ জাতীয় সংসদে পাস হয়েছে। সোমবার শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে বিলের ওপর দেওয়া জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব উত্থাপন করেন বিরোধী দল জাতীয় পার্টি ও বিএনপি’র সংসদ সদস্যরা। তাদের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। এরপর স্পিকার বিলের উপর আনীত সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন।

পাস হওয়া বিলে বলা হয়েছে, একটি জাতীয় লবণ কমিটি থাকবে। এই কমিটি লবণের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, পরিশোধন, আয়োডিনযুক্তকরণ, মজুদ, বিক্রয়, পরিবহন, বাজারজাতকরণ, লবণ কারখানার জন্য আয়োডিন সরবরাহ, আমদানি নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা নীতির বিষয়ে সুপারিশ প্রণয়ন করবে। ১৪ সদস্যের জাতীয় লবণ কমিটিতে শিল্প মন্ত্রণালয়ের সচিব সভাপতি ও বিসিক চেয়ারম্যান সদস্য সচিব হবেন। এই কমিটির নির্দেশনা অনুযায়ী শিল্প মন্ত্রণালয়ের অধীনে আয়োডিনযুক্ত লবণ পর্যবেক্ষণ ও বাস্তবায়ন সেল কার্যক্রমগুলো নজরদারি করবে।

বিলে বলা হয়েছে, সরকার জাতীয় লবণ কমিটির সুপারিশ অনুযায়ী লবণ পরিশোধানাগার আয়োডিনযুক্তকারী কারখানার জন্য আয়োডিনের সরবরাহ নিশ্চিত করবে। বিসিক লবণের উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদনে বিজ্ঞাপন ভিত্তিক কৌশল প্রয়োগ নিরাপদ উৎপাদন পরিশোধন ও অন্যান্য বিষয়ে লবণ উৎপাদনকারী ও পরিশোধনকারীদের প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের ব্যবস্থা করবে। সরকার প্রয়োজনে লবণ গবেষণা ইন্সটিটিউট করতে পারবে। লবণ প্রক্রিয়াজাতকরণে শিল্পাঞ্চল প্রতিষ্ঠার ব্যবস্থা করা হবে।

বিলে মানুষের জন্য ভোজ্য লবণ ও প্রাণি খাদ্য প্রস্তুতে ব্যবহৃত লবণে আয়োডিন না থাকলে সর্বোচ্চ তিন বছরের জেল এবং ১৫ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। তবে খুচরা লবণ বিক্রেতা এই অপরাধে দণ্ডিত হবেন না বলে উল্লেখ করা হয়েছে।

বিলে বলা হয়েছে, লবণ আমদানি, উৎপাদন, গুদামজাত, ভোক্তা পর্যায়ে পাইকারী সরবরাহ, প্রক্রিয়াজাতকরণ পরিশোধন করতে চাইলে এই আইনের অধীন নিবন্ধন করতে হবে। নিবন্ধন না করলে দুই বছরের জেল এবং ১০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। আর প্যাকেট বা লেবেলবিহীন ভোজ্য বা অভোজ্য লবণ বিক্রি করলে দুই বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব করা হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, ভোজ্য লবণে আয়োডিনযুক্তকরণ এবং মানুষ ও অন্যান্য প্রাণির খাদ্য তৈরিতে আয়োডিনযুক্ত লবণ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে দেশের আয়োডিনযুক্ত লবণ খাতের সার্বিক ব্যবস্থাপনার লক্ষ্যে বিদ্যমান আয়োডিন অভাবজনিত রোগ প্রতিরোধ আইন-১৯৮৯ রহিতক্রমে প্রয়োজনীয় সংশোধনপূর্বক যুগোপযোগী করে লবণ বিল-২০২১ বিলটি সংসদে উত্থাপন করা হলো। গত ২০ জানুয়ারি বিলটি সংসদে উত্থাপন করা হয়। সুত্র : কালের কন্ঠ

স্টকমার্কেটবিডি.কম/

এমএল ডায়িংয়ের শেয়ার বিক্রি করবে বেটার লাইফ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এমএল ডায়িং লিমিটেডের এক প্লেসমেন্ট শেয়ারহোল্ডার ৩১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, বেটার লাইফ হসপিটাল নামে কোম্পানিটির প্লেসমেন্ট শেয়ারহোল্ডার ৩১ লাখ ২০ হাজার ৫৫০টি বোনাস শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

কোম্পানিটির পরিচালক রেজানূর রহমান রাজন এই প্লেসমেন্টধারী শেয়ারহোল্ডার বেটার লাইফ হসপিটালের এমডি হিসাবে দ্বায়িত্ব পালন করছেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই শেয়ার হোল্ডার উল্লেখিত পরিমাণ শেয়ার ডিএসইর পাবলিক মার্কেটে বিক্রি করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. বেক্সিমকো লিমিটেড
  2. এনআরবিসি ব্যাংক
  3. পাওনিয়ার ইন্স্যুরেন্স
  4. লূব রেফ বিডি
  5. ফরচুন সুজ
  6. ন্যাশনাল ফিড মিলস
  7. প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
  8. গ্রীণ ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
  9. লংকা বাংলা ফাইন্যান্স
  10. ওরিয়ন ফার্মা লিমিটেড।

উভয় শেয়ারবাজারেই কমেছে লেনদেন ও সূচক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২২.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬,০১৩ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৮.৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৮৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৭২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৭৪০ কোটি ১৬ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২০৬৯ কোটি ৭ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫৮টির, আর দর অপরিবর্তিত আছে ১১টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, এনআরবিসি ব্যাংক, পাওনিয়ার ইন্স্যুরেন্স, লূব রেফ বিডি, ফরচুন সুজ, ন্যাশনাল ফিড মিলস, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, গ্রীণ ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, লংকা বাংলা ফাইন্যান্স ও ওরিয়ন ফার্মা লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬৩.২১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৪৬৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১৯৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৯টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭৯ কোটি ৯২ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ৯০ কোটি ১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড ও কাট্টালী টেক্সটাইল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের লেনদেন চালু মঙ্গলবার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন চালু হবে আগামীকাল ১৫ জুন, মঙ্গলবার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ সোমবার রেকর্ড ডেটের কারণে কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।

এর আগে কোম্পানিটি স্পট মার্কেটে শেয়ার লেনদেন সম্পন্ন করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এস