দিনশেষে লেনদেনের শীর্ষে বেক্সিমকো লিমিটেড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১৪৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৯৬ কোটি ৮৯ লাখ টাকার।

৪৯ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ম্যাকসন স্পিনিং মিলস লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ন্যাশনাল ফিড মিলের ৪৮ কোটি ১৯ লাখ, ওরিয়ন ফার্মার ৩২ কোটি ৮৪ লাখ, ড্রাগন সোয়েটারের ৩২ কোটি ৫৪ লাখ, কাট্টালী টেক্সটাইলের ৩১ কোটি ১০ লাখ, ডাচ-বাংলা ব্যাংকের ২৫ কোটি ৩৯ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইলের ২৪ কোটি ২৫ লাখ ও ফরচুন সুজ লিমিটেডের ২২ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

একনেকে ৪১৬৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রায় ৪ হাজার ১৬৬ কোটি ৬১ লাখ টাকা খরচে ১০ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা।

আজ মঙ্গলবার (২২ জুন) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সাতটি নতুন এবং তিনটি সংশোধিত বলে জানান তিনি।

অনুমোদিত প্রকল্পের প্রায় ৪ হাজার ১৬৬ কোটি ৬১ লাখ টাকার মধ্য সরকার দেবে প্রায় ৪ হাজার ১২৫ কোটি ৮২ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪০ কোটি ৭৯ লাখ টাকা।

নতুন প্রকল্পগুলোর মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ‘নোয়াখালী সড়ক বিভাগাধীন ক্ষতিগ্রস্ত কবিরহাট-ছমির মুন্সীরহাট-সোনাইমুড়ী সড়ক (জেড-১৪১০) এবং সেনবাগ-বেগমগঞ্জ গ্যাসফিল্ড-সোনাইমুড়ী সড়ক (জেড-১৪৪৬) উন্নয়ন’ প্রকল্পটি ৩৭১ কোটি ১৬ লাখ টাকা খরচে অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পটি ২০২১ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন মেয়াদে বাস্তবায়ন করা হবে।

স্থানীয় সরকার বিভাগের ‘গোপালগঞ্জ জেলার পল্লী এলাকার নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন’ প্রকল্পটি ২৬১ কোটি ৩৪ লাখ টাকা। প্রকল্পটি ২০২১ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুন মেয়াদে বাস্তবায়ন করা হবে।

স্থানীয় সরকার বিভাগের ‘গাজীপুর সিটি করপোরেশনের জন্য এবং বিভিন্ন অঞ্চলে বাস-ট্রাক টার্মিনাল নির্মাণের নিমিত্তে জমি অধিগ্রহণ’ প্রকল্পটি ৭৮২ কোটি ২৫ লাখ টাকা। প্রকল্পটি ২০২১ সালের জুলাই থেকে ২০২২ সালের জুন মেয়াদে বাস্তবায়ন করা হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ‘সম্পূর্ণ বৃক্ষে উন্নতমানের আগর রেজিন সঞ্চয়ন প্রযুক্তি উদ্ভাবন’ প্রকল্পটি ৬৭ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটি ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর মেয়াদে বাস্তবায়ন করা হবে।

স্থানীয় সরকার বিভাগের ‘গাজীপুর জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পটি ৬৮৫ কোটি ব্যয়ে অনুমোদন দেওয়া হয়েছে। ২০২১ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন মেয়াদে বাস্তবায়ন করা হবে।

স্থানীয় সরকার বিভাগের ‘গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প : জেলা টাঙ্গাইল’ প্রকল্পটি ৮৬৫ কোটি ৬৪ লাখ টাকা খরচে অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পটি ২০২১ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন মেয়াদে বাস্তবায়ন করা হবে।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের ‘রংপুর, নীলফামারী, পীরগঞ্জ শহর ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস বিতরণ পাইপলাইন নেটওয়ার্ক নির্মাণ’ প্রকল্পটি ২৫৮ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটি ২০২১ সালের জুলাই থেকে ২০২৩ সালের ডিসেম্বর মেয়াদে বাস্তবায়ন করা হবে।

সংশোধিত প্রকল্পগুলোর মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ‘সাপোর্ট টু জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক (ঢাকা বাইপাস) পিপিপি’ প্রকল্পটির প্রথম সংশোধন অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটির মূল খরচ ছিল ২৩৬ কোটি ৫০ লাখ টাকা। প্রকল্পটির ৪৩৮ কোটি ২৪ লাখ টাকা খরচ বাড়িয়ে ৬৭৪ কোটি ৭৪ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটি শুরু হয়েছে ২০১৬ সালের মার্চে। শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের জুনে। এখন সময় বাড়িয়ে করা হলো ২০২৪ সালের জুন পর্যন্ত।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর উন্নয়ন (প্রথম পর্যায়)’ প্রকল্পটির প্রথম সংশোধন অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পটির মূল খরচ ৮০৫ কোটি ৮৯ লাখ টাকা। ৯০ কোটি ৬৩ লাখ টাকা বাড়িয়ে এর খরচ ৮৯৬ কোটি ৫২ লাখ টাকা। প্রকল্পটি শুরু হয়েছে ২০১৮ সালের জুলাইয়ে। শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের জুনে। এখন এর মেয়াদ বাড়িয়ে করা হলো ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর উন্নয়ন’ প্রকল্পটির দ্বিতীয় সংশোধন অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটির মূল খরচ ছিল ২৫৬ কোটি ৮৮ লাখ, প্রথম সংশোধনীতে করা হয় কোটি ১২ লাখ এবং দ্বিতীয় সংশোধনীতে ৩৪৬ লাখ ৩২ হাজার টাকা বাড়িয়ে করা হয়েছে ৬৪৮ কোটি ৪৪ লাখ টাকা।

প্রকল্পটি ২০১৫ সালের জুলাইয়ে শুরু হয়েছে। শেষ হওয়ার কথা ছিল ২০১৮ সালের ডিসেম্বরে। এখন তা বাড়িয়ে করা হলো ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

ডিএসইতে লেনদেন ও সূচক দুটোই কমেছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচক কমেছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৯.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬,১০৫ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩০৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২২০৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২০১৭ কোটি ৫৭ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৮৩৫ কোটি ২৫ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৬৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২০৪টির, আর দর অপরিবর্তিত আছে ৩১টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- পাইওনিয়ার ইন্স্যুরেন্স, বেক্সিমকো লিমিটেড, ম্যাকসন স্পিনিং মিলস, ন্যাশনাল ফিড মিল, ওরিয়ন ফার্মা, ড্রাগন সোয়েটার, কাট্টালী টেক্সটাইল, ডাচ-বাংলা ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল ও ফরচুন সুজ লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৫৯৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১৫৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫৬টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১০২ কোটি ৫৬ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ১৫৩ কোটি ৮১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড ও আইসিবি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস

কারখানার মেশিন কিনবে সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ কারখানার জন্য নতুন মেশিন ক্রয় করবে। ইতিমধ্যে এসব মেশিন ক্রয়ের সিদ্ধান্ত অনুমোদন করেছে কোম্পানিটির পরিচালনা বোর্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা যায়, কারখানার জন্য কয়েকটি লাইন লুম মেশিন, নিডল লুম মেশিন, ফিল্ডার কোর্ড, ওয়ার চিলার মেশিন কিনবে কোম্পানিটি। এছাড়া কারখানায় কাচামাল রাখার একটি ওযারহাউজ করবে। এসব খাতে কোম্পানিটির বিনিয়োগ হবে ১৬ কোটি ৮১ লাখ ৫ হাজার টাকা।

কারখানার কার্যক্ষমতা বাড়াতে ও ক্রেতাদের চাহিদার জন্য এসব মেশিন কিনবে কোম্পানিটি। এসব মেশিন সংযোগ হলে কারখানার উৎপাদন ক্ষমতা প্রতি মাসে বাড়বে ১৫০ মেট্রিক টন।

এসব মেশিন কিনতে নিজস্ব তহবিল ছাড়াও ব্যাংকিং সুবিধা নেবে কোম্পানিটির মালিক পক্ষ।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

বাংলাদেশ মনোস্পল পেপারের দর টানা বাড়ছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও প্রকোশনা শিল্প খাতের কোম্পানি বাংলাদেশ মনোস্পল পেপার ম্যানুফেকচারিং লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ১৫ জুন শেয়ার দর ছিল ৫৫ টাকা। আর গতকাল ২২ জুন সর্বশেষ শেয়ারটি ৯৭.২০ টাকায় লেনদেন হয়েছে। এ সময় শেয়ারটির দর টানা বেড়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় বাংলাদেশ মনোস্পল পেপার ম্যানুফেকচারিং লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারের দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এস

পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের নো ডেভিডেন্ট ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পদ্মা লাইফ ইন্স্যুরেন্স লিমেটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।

গত ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত হয়।

বীমাটি বার্ষিক সভার (এজিএম) দিন ঘোষণা করেছে ২৩ আগষ্ট। এ জন্য কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ জুলাই।

চলতি বছরের প্রথম প্রান্তিকে বিমাটি তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪৮ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি

শেয়ারবাজার উন্নয়নে এফবিসিসিআইয়ের সহযোগিতা চায় ডিবিএ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর নব নির্বাচিত সভাপতি জসিম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাত করেছে শেয়ারবাজারের ব্রোকারদের শীর্ষ সংগঠন ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

সংগঠনটির কার্যালয় থেকে পাঠানো এক লিখিত বার্তা মারফত জানা যায় যে, গতকল সোমবার সভাপতি শরীফ আনোয়ার হোসেনের নেতৃত্বে ডিবিএ পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধি দল এফবিসিসিআইর সভাপতি জসিমউদ্দিনের সাথে তার কার্যালয়ে সাক্ষাত করে। সভায় ডিবিএর পক্ষ থেকে এফবিসিসিআইয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছাসহ অভিনন্দন জানানো হয়। বৈঠকে উভয় সংগঠনের প্রতিনিধিদের মধ্যে দেশেরশিল্প, ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিস্থিতির পাশাপাশি শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলাপও মতবিনিময়হয়।

ডিবিএ সভাপতি শরীফ তার বক্তব্যে দেশের শিল্প অর্থনৈতিক বিকাশে শেয়ারবাজারের গুরুত্ব ও ভূমিকার কথা তুলে ধরেন এবং এর উন্নয়ন ও অগ্রগতিতে তার এবং তার সংগঠনের সার্বিক সহযোগীতা কামনা করেন।

তিনি আরও বলেন, শেয়ারবাজারের পাশাপাশি দেশের শিল্প ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন সাধনে ডিবিএ অতীতের ন্যায় ভবিষ্যতেও এফবিসিসিআইর সাথে এক যোগে কাজ করে যাবে। জসিম উদ্দিন ডিবিএর প্রেসিডেন্টসহ সকল প্রতিনিধিদের আন্তরিক ধন্যবাদ জানান এবং শেয়ারবাজারের যে কোন প্রয়োজনে তার এবং তার সংগঠনের পক্ষ থেকে সকল প্রকার সহায়তা প্রদানের আশ্বাস দেন।

সভায় ডিবিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও, ভাইস প্রেসিডেন্ট মো. সাজিদুল ইসলাম, পরিচালক দস্তগীর মো. আদিল, মো.সাইফুদ্দিন, সদ্য বিদায়ী প্রেসিডেন্ট মো. শাকিল রিজভী, এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট এম. এ মোমেনসহ উভয় সংগঠনের আরো সদস্যগণ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

রূপালী ব্যাংকের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান রূপালী ব্যাংক লিমিটেড গত বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

গত ৩১ ডিসেম্বর সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়।

এ সময় ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ০.৪৯ টাকা। একই সময় ব্যাংকটির শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিল ৪৪.১০ টাকা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৮ আগষ্ট। আর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ জুলাই ।

স্টকমার্কেটবিডি.কম/এস