দিনশেষে লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৮৭ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৪৬ কোটি ১৩ লাখ টাকার।

৩৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- কেয়া কসমেটিকসের ৩৫ কোটি ৩৮ লাখ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ২১ কোটি ৪০ লাখ, লাফার্জ হোলসিম বিডির ২১ কোটি ৮ লাখ, ন্যাশনাল ফিড মিলসের ১৭ কোটি ১ লাখ, মালেক স্পিনিং মিলসের ১৬ কোটি ৩০ লাখ, বীকন ফার্মার ১৪ কোটি ৬৯ লাখ ও কুইন সাউথ টেক্সটাইল লিমিটেডের ১৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. স্কয়ার ফার্মা
  2. বেক্সিমকো লিমিটেড
  3. ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
  4. কেয়া কসমেটিকস
  5. সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স
  6. লাফার্জ হোলসিম বিডি
  7. ন্যাশনাল ফিড মিলস
  8. মালেক স্পিনিং মিলস
  9. বীকন ফার্মা
  10. কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড।

সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেনও

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের বড় ধরণের উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১০৭.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬১৫০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১৬.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩১৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২২.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২০৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৪০৭ কোটি ৮৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১১৪৮ কোটি ৮ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩০৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৪১টির, আর দর অপরিবর্তিত আছে ২৩টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- স্কয়ার ফার্মা, বেক্সিমকো লিমিটেড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, কেয়া কসমেটিকস, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, লাফার্জ হোলসিম বিডি, ন্যাশনাল ফিড মিলস, মালেক স্পিনিং মিলস, বীকন ফার্মা ও কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৪২.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৮১৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫৭টির, কমেছে ৪২টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৭টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭৮ কোটি ৬৪ লাখ টাকা। । গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছিল ৫৪ কোটি ৬৬ লাখ টাকা। ।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স ও কেয়া কসমেটিকস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস

সাউথইষ্ট ব্যাংকের পরিচালকদের শেয়ার হস্তান্থরের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান সাউথইষ্ট ব্যাংক লিমিটেডের পরিচালক শেয়ার হস্তান্তর করার ঘোষণা দিয়েছেন। টাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটির উদ্দ্যোক্তা পরিচালক আকিকুর রহমান তার ছেলে সাধারণ শেয়ারহোল্ডার মিজানুর রহমানকে ১ লাখ ১ হাজার শেয়ার হস্তান্তর করবেন।

ব্যাংকটির আরেক উদ্দ্যোক্তা পরিচালক আজিম উদ্দিন ও মিসেস দুলুমা আহমেদ যথাক্রমে ৯১,৫৪,২১৮ ও ৮,৪৫,৪৫৪টি শেয়ার হস্তান্তর করবেন।
এছাড়া আরেক উদ্দ্যোক্তা পরিচালক মিসেস ফারজানা আজিম তার ভাই সাধারণ শেয়ারহোল্ডার মামুন আজিমের নিকট হতে ৪৮ লাখ ১০ হাজার ৭২০টি শেয়ার গ্রহণ করবেন।

এই উদ্দ্যোক্তা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার হস্তান্থর করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এস

ফুয়াং ফুডের নতুন চেয়ারম্যান ফিরোজ হাসান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি ফুয়াং ফুড লিমিটেডের নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

মেজর জেনারেল ফিরোজ হাসানকে কোম্পানিটির নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিয়েছে পরিচালনা বোর্ড।

সম্প্রতি অনুষ্ঠিত এক বোর্ড সভায় এই নতুন চেয়ারম্যানকে অনুমোদন দেয় কোম্পানির পরিচালনা বোর্ড। এর আগে তিনি এই কোম্পানির স্বাধীন পরিচালক হিসাবে ছিলেন।

আজ ৩০ জুন থেকে এই নতুন চেয়ারম্যান দ্বায়িত্ব পালন করবেন।

স্টকমার্কেটবিডি.কম/

কঠোর লকডাউনেও চালু থাকবে শেয়ারবাজার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে পরবর্তী ৭ দিনের জন্য কঠোর লকডাউনে যাচ্ছে দেশ। সরকার অবশ্য এটিকে কঠোর বিধিনিষেধ বলছে। এই কঠোর লকডাউনেও চালু থাকবে শেয়ারবাজার।

বুধবার (৩০ জুন) সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে।

প্রজ্ঞাপন অনুসারে কঠোর বিধিনিষেধেও ব্যাংক খোলা থাকবে। আর ব্যাংক খোলা থাকলে যে শেয়ারবাজারও খোলা থাকবে তা আগেই জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তাই সর্বাত্মক লকডাউন বা কঠোর বিধিনিষেধেও শেয়ারবাজারে লেনদেন চালু থাকবে।

তবে কঠোর বিধিনিষেধ চলাকালে শেয়ারবাজারে লেনদেনের সময়সূচি কী হবে তা নির্ভর করবে ব্যাংক লেনদেনের সময়সূচির উপর। এই সময়সূচি এখনো জানা যায়নি।

কঠোর বিধি নিষেধ সংক্রান্ত প্রজ্ঞাপনে ব্যাংকে লেনদেনের সময়সীমা কী হবে তা উল্লেখ করা হয়নি। এটি ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের উপর নির্ভর করছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

আজ বিকালের মধ্যেই বাংলাদেশ ব্যাংক কঠোর বিধিনিষেধ চলাকালীন সময়ে ব্যাংক লেনদেনের সময় চূড়ান্ত করবে।

তবে আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) ব্যাংক হলিডে থাকায় শেয়ারবাজার বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ব্যাংকের কার্যক্রম নিয়ে সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনা মোকাবেলায় আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে এক সপ্তাহের জন্য শুরু হচ্ছে কঠোর লকডাউন। এই সময়ে ব্যাংকের কার্যক্রম নিয়ে সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ ব্যাংক।

বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়াও লকডাউনে সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি সব ধরনের অফিস বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে শিল্প কারখানা খোলা থাকবে। এই সময়ে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। লকডাউনে অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকলেও চালু থাকবে আন্তর্জাতিক ফ্লাইট।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ওরিয়ন ফার্মা ও ওরিয়ন ইনফিউশনের বোর্ড সভা আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ শিল্প খাতের কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেড ও ওরিয়ন ইনফিউশন লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আজ বুধবার আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিগুলোর ২০২১ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩ টা ও সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁয়ে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিগুলোর ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

নর্দার্ণ ইন্স্যুরেন্সের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানিনর্দার্ণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঋণমান ‘এএ+’। আর স্বল্পমেয়াদি ঋণের ঋণমান এসেছে এসটি ১। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং)।

২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/বি

সোনালী লাইফ ইন্স্যুরেন্স ১১ টাকায় লেনদেন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

আইপিও পক্রিয়া শেষে দেশের উভয় শেয়ারবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন আজ বুধবার হতে শুরু হয়েছে। প্রথম দিনেই শেয়ারটি সর্বোচ্চ ১১ টাকায় লেনদেন হতে দেখা গেছে।

এদিন সকাল ১০ টায় এই শেয়ারটি লেনদেন শুরু হয়। বেলা ১০ টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইতে এই শেয়ার সর্বোচ্চ ১১ টাকায় লেনদেন হয়। শুরু থেকে এখন পর্যন্ত শেয়ারটি ১১ টাকাতেই লেনদেন হয়। এসময় পর্যন্ত শেয়ারটির ১১ বার লেনদেন হয়েছে।

এর আগেই বরাদ্দকৃত আইপিও শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসেবে পাঠিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। আজ আনুষ্ঠানিকভাবে এই শেয়ারের লেনদেন শুরু হয়।

স্টকমার্কেটবিডি.কম/