সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের সাবস্ক্রিপশনের সময় পরিবর্তন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন চলছে। আগ্রহী বিনিয়োগকারীরা ১১ জুলাই পর্যন্ত এই আইপিও আবেদন জমা দেওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করা হয়েছে। ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।

ব্যাংকটির এই আবেদন জমা নেওয়া শুরু হয়েছে গত সোমবার থেকে। আগামী রবিবার শেয়ারবাজার বন্ধ থাকায় এই আবেদন গ্রহণ শেষ হবে পরের দিন সোমবার (১২ জুলাই)।

আইপিও আবেদনের সাথে এক লটের জন্য ৫০০ শেয়ারের দাম ৫০০০ টাকা করে জমা দিবেন আবেদনকারীরা।

গত ৯ মে অনুষ্ঠিত বিএসইসির ৭৭৩তম কমিশন সভায় ব্যাংকটিকে এই আইপিও অনুমোদন দেয় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সূত্র অনুসারে, অভিহিত মূল্য তথা ১০ টাকা দরে ১০০ কোটি টাকার ১০ কোটি সাধারণ শেয়ার ইস্যু করবে ব্যাংকটি।

শেয়ারবাজার থেকে ব্যাংকটি অর্থ উত্তোলন করে সরকারি সিকিউরিটিজ ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেট ভ্যালু হয়েছে ১৩.১৮ টাকা। আর ওই বছরের ৯ মাসে ইপিএস হয়েছে ০.৯৪ টাকা। যা বিগত ৫ বছরের ভারিত গড় হারে হয়েছে ১.২৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান সেন্ট্রাল ইন্স্যুরেন্সে কোম্পানি লিমিটেডের একজন উদ্দোক্তা শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলহাজ ইউসুফ চৌধুরী নামে এই উদ্যোক্তা তার হাতে থাকা ৪ লাখ ৭৩ হাজার ২১২টি শেয়ার বিক্রয় করবেন। উনার হাতে বিমাটির মোট ৫ লাখ ২৩ হাজার ২১২টি শেয়ার রয়েছে।

ঘোষণা অনুযায়ী ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার চলমান বাজার দরে ডিএসই’র পাবলিক মার্কেটে বিক্রয় করবেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/এস

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; দ্বিতীয় লাফার্জ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১৬২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লাফার্জ হোলসিম বিডি লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৪৭ কোটি ৭১ লাখ টাকার।

২৮ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্স ফার্মা লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ন্যাশনাল ফিড মিলের ২৬ কোটি ৮২ লাখ, কেয়া কসমেটিকসের ২৫ কোটি ৯১ লাখ, লংকা বাংলা ফাইন্যান্সের ২৪ কোটি ৭৭ লাখ, ফুয়াং ফুডসের ২১ কোটি ৯৮ লাখ, মতিন স্পিনিং মিলসের ২১ কোটি ৪৪ লাখ, স্কয়ার ফার্মাসিটিউক্যালসের ২০ কোটি ৫৬ লাখ ও আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৯ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

দুই শেয়ারবাজারেই কমেছে লেনদেন ও সূচক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৯.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬১৭৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩২৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২৩১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৫৭৭ কোটি ৫৬ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৭৮৯ কোটি ৭৪ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৪২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২০৫টির, আর দর অপরিবর্তিত আছে ২৫টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, লাফার্জ হোলসিম বিডি, বেক্স ফার্মা, ন্যাশনাল ফিড মিল, কেয়া কসমেটিকস, লংকা বাংলা ফাইন্যান্স, ফুয়াং ফুডস, মতিন স্পিনিং মিলস, স্কয়ার ফার্মাসিটিউক্যালস ও আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৭২.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৮৮১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৭০টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৭টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭৮ কোটি ৩০ লাখ টাকা। । গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছিল ৮১ কোটি ৫ লাখ টাকা। ।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বিএটিবিসি ও রবি আজিয়াটা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস

ইভ্যালির বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দুদককে চিঠি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

গ্রাহকের কাছ থেকে অর্থ নিয়ে সময়মতো পণ্য সরবরাহ না করাসহ নানা অভিযোগে ইভ্যালির বিরুদ্ধে মামলার সুপারিশ করে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশ ব্যাংকের তদন্তে উঠে আসা আর্থিক অনিয়মগুলো তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকেও (দুদক) পৃথক চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, ‘ইভ্যালি ডটকমের চলতি সম্পদ দিয়ে মাত্র ১৬.১৪ শতাংশ গ্রাহককে পণ্য সরবরাহ করতে পারবে বা অর্থ ফেরত দিতে পারবে। বাকি গ্রাহক এবং মার্চেন্টের পাওনা পরিশোধ করা ওই কম্পানির পক্ষে সম্ভব নয়।

এ ছাড়া গ্রাহক ও মার্চেন্টদের কাছ থেকে নেওয়া ৩৩৮.৬২ কোটি টাকার কোনো হদিস খুঁজে পাওয়া যাচ্ছে না, যা আত্মসাৎ কিংবা অবৈধভাবে অন্যত্র সরিয়ে ফেলার আশঙ্কা রয়েছে।’

এদিকে মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) যৌথ আয়োজনে সদ্য প্রকাশিত ‘ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১’ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জুম অনলাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্যমন্ত্রী বলেন, সদ্যোঘোষিত ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা বিক্রেতা ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণ করবে। এই নির্দেশিকা প্রতিপালনের মাধ্যমে ই-কমার্স খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। ইভ্যালির বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, গ্রাহক ও মার্চেন্টদের স্বার্থ রক্ষায় ইভ্যালির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়। সূত্র জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এরই মধ্যে পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে।

সূত্র জানায়, গ্রাহক ও মার্চেন্টদের কাছ থেকে আগাম নেওয়া ৩৩৮ কোটি টাকা অবৈধভাবে সরিয়ে ফেলার আশঙ্কায় এই ই-কমার্স কম্পানির বিরুদ্ধে মামলা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে গত ৪ জুলাই এ চিঠি দেওয়া হয়। গত মাসে বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া এক পরিদর্শন প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংক জানায়, ইভ্যালির মোট দায় ৪০৭.১৮ কোটি টাকা।

গ্রাহকের কাছ থেকে অগ্রিম বাবদ ২১৩.৯৪ কোটি টাকা এবং মার্চেন্টদের কাছ থেকে ১৮৯.৮৫ কোটি টাকার মালপত্র বাকিতে গ্রহণের পর স্বাভাবিক নিয়মে প্রতিষ্ঠানটির কাছে কমপক্ষে ৪০৩.৮০ কোটি টাকার চলতি সম্পদ থাকার কথা থাকলেও রয়েছে মাত্র ৬৫.১৭ কোটি টাকা।

এর মধ্যে অন্তত পাঁচটি ব্যাংক ইভ্যালিসহ ১১টি ই-কমার্স কম্পানির সঙ্গে কার্ডে লেনদেন থেকে গ্রাহকদের বিরত থাকতে বলেছে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

ডিএসইর নতুন এমডি তারিক আমিন ভূঁইয়া

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অস্ট্রেলিয়া প্রবাসী প্রযুক্তিবিদ তারিক আমিন ভূঁইয়াকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এমডির পদ শূন্য হওয়ার প্রায় ছয় মাস পর নতুন এমডি পাচ্ছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তার নিয়োগে অনুমোদন দেয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

তারিক আমিন ভূঁইয়া হাস্কলাউড বাংলাদেশ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের নির্বাহী চেয়ারম্যান।

এর আগে সানাউল হক এমডি পদ থেকে পদত্যাগ করলে প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা আব্দুল মতিন পাটোয়ারী ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রযুক্তিবিদ তারিক আমিন ভূঁইয়া ফ্রেন্ডশিপ এনজিওর আইটি অ্যাডভাইজার। একই সঙ্গে তিনি হাস্কলাউড পিটিওয়াই লিমিটেড, সিডনির প্রতিষ্ঠাকালীন সিইও এবং সিটিপিও। এ ছাড়া তিনি হাস্কলাউড বিডি লিমিটেডের নির্বাহী চেয়ারম্যান।

এর আগে তিনি ব্র্যাক ব্যাংকের সাবেক সিআইও হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব পালন করেছেন বিকাশের প্রতিষ্ঠাকালীন সিইও হিসেবেও।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

সূচকের উত্থানে চলছে লেনদেন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সূচকের উত্থানে সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে। ডিএসই ও সিএসইসূত্রে এ তথ্য জানা যায়।

এদিন ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেন শুরু হয় ৬ হাজার ১৯৬ পয়েন্ট থেকে। বেলা ১১টা পর্যন্ত লেনদেনে ডিএসইএক্স সূচক ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ২৩৩ পয়েন্টে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৩৩৬ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২২৪৬ পয়েন্টে।

এ পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৫টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৮৫টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১৮ হাজার ৪৪ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/

মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের উদ্দ্যোক্তার সব শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ইন্স্যুরেন্সে লিমিটেডের একজন উদ্দোক্তা হাতে থাকা সব শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মোহাম্মদ আলী আসগর নামে এই উদ্যোক্তা তার হাতে থাকা ২ লাখ ৮৭ হাজার ৩০২টি শেয়ার বিক্রয় করবেন।

ঘোষণা অনুযায়ী ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার চলমান বাজার দরে ডিএসই’র পাবলিক মার্কেটে বিক্রয় করবেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/এস