দিনশেষে সূচকের উঠা-নামায় কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের উঠা-নামায় লেনদেন শেষ হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে সামান্য কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৭৩ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৫৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২৭৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৬৪৮ কোটি ৮৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৬৬৮ কোটি ৫১ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৬৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭৪টির, আর দর অপরিবর্তিত আছে ৩৩টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল, আইএফআইসি ব্যাংক, পাওয়ার গ্রিড, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, বীকন ফার্মাসিটিউক্যালস, সাইনপুকুর সিরামিকস, এ্যাক্টিভ ফাইন, সাউথইষ্ট ব্যাংক ও সিলকো ফার্মা লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৮.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ২০১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৪৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫৩ কোটি ৮ লাখ টাকা। । গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছিল ৫৭ কোটি ৭৩ লাখ টাকা। ।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস

হজযাত্রীদের স্মার্ট কার্ডের চালু, থাকবে যেসব সুবিধা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

করোনাকালে সীমিত সংখ্যক হজযাত্রীদের নিয়ে হজের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এবারের হজে অত্যাধুনিক স্মার্ট কার্ডের সাহায্যে সুযোগ-সুবিধা পাবেন হজযাত্রীরা। মক্কার গভর্নর ও সেন্ট্রাল হজ কমিটির প্রধান প্রিন্স খালেদ আল ফয়সালের উপস্থিতিতে প্রথম স্মার্ট কার্ড চালু হয়। প্রথম বারের মতো এবার অত্যাধুনিক প্রযুক্তিতে হজযাত্রীদের সেবা দিতে স্মার্ট কার্ডের ব্যবস্থা করা হয়।

হজের স্মার্ট কার্ডের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে কার্ডধারীর সব তথ্য জানা যাবে। হজের অনুমোদন, হজের স্থানগুলোতে হাজিদের লাগেজ স্থানান্তর, কাবার তাওয়াফ, আরাফা, মিনা ও মুজদালিফায় যাতায়াতের পথ নির্ণয় করা যাবে।

এছাড়াও হজযাত্রীরা স্মার্ট কার্ডে সংযুক্ত লিংকের সাহায্যে সব ধরনের সুবিধা গ্রহণ করতে পারবেন। হাজিরেদ ক্যাম্পে ও হোটেলে প্রবেশ ও গতিবিধি নিয়ন্ত্রণ এবং পরিবহন ব্যবহারের সুবিধাও গ্রহণ করা যাবে।

প্রিন্স খালেদ আল শুমাইসি সিকিউরিটি কন্ট্রোল সেন্টার উদ্বোধন করেন। স্মার্ট কার্ডের মাধ্যমে ১.৬ মিলিয়ন বর্গমিটার নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়াও মক্কায় আগতদের অপেক্ষার সময় ৪৫ থেকে ৭ মিনিট পর্যন্ত কমাবে।

হজযাত্রীদের জন্য এবার তিন হাজার বাসের ব্যবস্থা করা হয়েছে। প্রতি বাসে ২০জন করে চলাচল করবেন। লাল, সবুজ, হলুদ ও নীল চার রঙের ট্র্যাকে বাসগুলো চলবে। এসব ট্র্যাকে করে হাজিদের আবাসনে আনা-নেওয়া করা হবে। হাজিযাত্রীদের সংগঠিত ও পরিচালনা করতে স্মার্ট কার্ডের মাধ্যমে পাওয়া যাবে নানা ধরনের সুযোগ-সুবিধা।

করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে এবার সৌদিতে অবস্থানরত ৬০ হাজার লোক হজ পালন করবেন। স্মার্ট কার্ডের মাধ্যমে সব হাজি গতিবিধি পর্যবেক্ষণ করা হবে। আগামী ৮ জিলহজ (১৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে হজ শুরু হবে। এরপর দিন ৯ জিলহজ হাজিরা আরাফা প্রাঙ্গণে অবস্থান করবেন।

সূত্র : আরব নিউজ

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

বারাকা পতেঙ্গা পাওয়ারের লেনদেন শুরু আগামীকাল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার থেকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কোম্পানির লেনদেন।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা কোম্পানিটির ট্রেডিং কোড- “BPPL” এবং ডিএসইতে কোম্পানি কোড নাম্বার- ১৫৩২৪ নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি কোম্পানিটি আইপিও প্রক্রিয়া সম্পন্ন করে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

পিপলস ইন্স্যুরেন্সের ২য় প্রান্তিকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ১৯ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় বিমাটির ৩০ জুন ২০২১ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বিমাটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএ

সোনালী লাইফের লেনদেন তদন্ত করবে বিএসইসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদন :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্সের অস্বাভাবিক লেনদেন তদন্ত করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি এই শেয়ারের দর অস্বাভাবিকভাবে বেড়েছে। আর লেনদেনের পরিমাণ ছিল অনেক বেশি। এ বিষয়ে কোম্পানির শেয়ার লেনদেন তদন্ত করবে বিএসইসি।

তদন্ত কমর্তকর্তাদের আগামী ১০ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট বিএসইসিতে জমা দিতে বলা হয়েছে।

গণপ্রস্তাবের (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করে সম্প্রতি শেয়ারবাজারে লেনদেন শুরু করে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। তালিকাভুক্তির পর ৮ জুলাই শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি। লভ্যাংশ ঘোষণার পরবর্তী কার্যদিবস হিসেবে গত ১২ জুলাই কোম্পানিটির শেয়ারদর ৪৪০ শতাংশ বেড়ে যায়।

সেদিন ৮৫ হাজার ১০৭ বারে বিমাটির মোট ৭০ লাখ ৭৯ হাজার ৮৭৯টি শেয়ার হাতবদল হয়। যার বাজারমূল্য ৫১ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা।

সেদিন এই শেয়ারের লেনদেন তদন্ত করার জন্য এই নির্দেশনা জারি করে বিএসইসি।

স্টকমার্কেটবিডি.কম/

ফুয়াং সিরামিকসের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের কোম্পানি ফুয়াং সিরামিকস লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

সম্প্রতি এই শেয়ারের দর অস্বাভাবিকভাবে বাড়ছে। এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। সম্প্রতি নোটিস করলে ফুয়াং সিরামিকস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

নেপাল-বাংলাদেশ ব্যাংক ছাড়বে আইএফআইসি ব্যাংক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক লিমিটেড যৌথ মালিকানার ব্যাংক নেপাল-বাংলাদেশ ব্যাংক লিমিটেডে (এনবিবিএল) বিনিয়োগ তুলে নিবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকটির এক বোর্ড সভা এই বিনিয়োগ তুলে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

ব্যাংকটি জানায়, আইএফআইসি ব্যাংক নেপালের এই ব্যাংকের সব শেয়ার ছেড়ে দিবে। এজন্য উপযুক্ত ক্রেতা খুঁজছে ব্যাংকটি। তবে কি পরিমাণ শেয়ার আইএফআইসি ব্যাংকের হাতে রয়েছে তা জানানো হয় নি।

এই বিনিয়োগ তুলে নেওয়ার জন্য ইতিমধ্যে বাংলাদেশ ও নেপালের নিয়ন্ত্রক সংস্থাদের নিকট হতে অনুমোদন পেয়েছে আইএফআইসি ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/

মার্কেন্টাইল ব্যাংকের ২য় প্রান্তিকের বোর্ড সভা ১৯ জুলাই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ১৯ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ব্যাংকটির ৩০ জুন ২০২১ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীতে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় ব্যাংকটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএ

আইডিএলসি ফাইন্যান্সের বোর্ড সভার সময় পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৯ জুলাই আহবান করা হয়েছে। এই বোর্ড সভার সময় পরিবর্তন করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০২১ সালের ৩০ জুন শেষ হওয়া কোম্পানিটির ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৫ টায় রাজধানীতে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বিমাটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই বোর্ড সভাটি সেদিন বেলা ৪ টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

 

আইসিবি ইসলামিক ব্যাংকের শেয়ার প্রতি লোকসান ৩২ পয়সা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় ব্যাংকটি চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল-জুন এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২৩ পয়সা।

এই বছরে জানুয়ারি-জুন এই ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩২ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩২।

৩ জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের দায় মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭.৮৬ টাকা। যা গতবছর ২০২০ সালে ৩০ জুন পর্যন্ত দায় ছিল ১৭.৪৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম