‘মেহমানখানা’কে এসবিএসি ব্যাংকের অনুদান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় রাজধানীর লালমাটিয়ায় ‘মেহমানখানা’র মহৎ উদ্যোগ ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে দিতে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

আজ রবিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্ উদ্দীন আহমেদ অনুদানের ছয়টি চেক মেহমানখানার উদ্যোক্তা ও থিয়েটারকর্মী আসমা আক্তার লিজাকে হস্তান্তর করেন।

এসময়ে ব্যাংকের এসভিপি ও কোম্পানি মোঃ মোকাদ্দেস আলী, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের প্রধান মোঃ আসাদুল্লাহিল গালিব, মেহমানখানার স্বেচ্ছাসেবক জ্যোতি প্রমুখ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

আমকে ব্যাপকভাবে বিশ্ববাজারে নিয়ে যেতে চাই: কৃষিমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আমের রপ্তানি বৃদ্ধিতে সর্বাত্মক উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি। তিনি বলেন, দেশের আমকে আমরা ব্যাপকভাবে বিশ্ববাজারে নিয়ে যেতে চাই। সেজন্য, রপ্তানি বাধাসমূহ চিহ্নিত করে তা নিরসনে কাজ চলছে। ইতোমধ্যে, নিরাপদ আমের নিশ্চয়তা দিতে ৩ টি ভ্যাকুয়াম হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের কাজ চলছে। উৎপাদন থেকে শিপমেন্ট পর্যন্ত আম নিরাপদ রাখতে উত্তম কৃষি চর্চা বাস্তবায়ন শুরু হয়েছে। ফাইটোস্যানিটারি সার্টিফিকেট দেয়ার কাজ চলছে। এর ফলে আগামী বছর আম রপ্তানির পরিমাণ অনেক বৃদ্ধি পাবে।

কৃষিমন্ত্রী রবিবার বিকালে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়ালি ‘আম রপ্তানি বৃদ্ধিতে করণীয়’ বিষয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এ বছর আমের ভালো ফলন হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি লকডাউন ও বাজার না থাকায় চাষিরা আম বিক্রিতে হিমশিম খাচ্ছে ও আশানুরূপ দাম পায় নি। সেজন্য, আন্তর্জাতিক বাজারে আরও বেশি যেতে হবে। যাতে করে চাষিরা আশানুরূপ দাম পায় ও আম চাষে আরও আগ্রহী হয়।

ড. রাজ্জাক আরও বলেন, আম বাংলাদেশের একটি উচ্চমূল্যের অর্থকরী ফসল। বর্তমান সরকারের নানামুখী উদ্যোগ, আমের উন্নত জাত ও উৎপাদন প্রযুক্তি উদ্ভাবনের ফলে দেশে প্রতিবছর আমের উৎপাদন বাড়ছে। আম রপ্তানির সম্ভাবনাও অনেক। কিন্তু রপ্তানিতে আমরা অনেক পিছিয়ে আছি। অনেক দেশ বাংলাদেশের চেয়ে কম উৎপাদন করেও রপ্তানিতে এগিয়ে রয়েছে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: মেসবাহুল ইসলাম। সভাটি সঞ্চালনা করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: রুহুল আমিন তালুকদার। এসময় কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সংস্থাপ্রধান, আমচাষি, ব্যবসায়ী, শাকসবজি ও ফল রপ্তানিকারক এবং প্রাণ গ্রুপ, স্কয়ার ফুড, এসিআই, আকিজ ফুড, ব্র্যাক ডেইরিসহ বিভিন্ন প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, দেশে প্রতিবছর আমের উৎপাদন দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ আজ বিশ্বে আম উৎপাদনে ৭ম স্থান অধিকার করেছে। কিন্তু বিভিন্ন দেশে আম রপ্তানি হলেও এর পরিমাণ উৎপাদনের তুলনায় অনেক কম। ২০১৯-২০ সালে দেশে প্রায় ১৫ লাখ টন আম উৎপাদিত হলেও রপ্তানি হয়েছে মাত্র ২৭৯ মেট্রিক টন। যার আর্থিক মূল্য প্রায় ১ হাজার ২০০ মার্কিন ডলার।

২০২০ সালে থাইল্যান্ড সর্বোচ্চ ৭৩৪ মিলিয়ন মার্কিন ডলারের আম রপ্তানি করেছে। বাংলাদেশের প্রতিবেশী ভারত ১৩৭ মিলিয়ন মার্কিন ডলার ও পাকিস্তান ১০১ মিলিয়ন মার্কিন ডলারের আম রপ্তানি করেছে। সেখানে বাংলাদেশ মাত্র ৫০ হাজার ডলারের আম রপ্তানি করেছে।

আম রপ্তানির ক্ষেত্রে মূল সমস্যা হলো উৎপাদনে উত্তম কৃষি চর্চার অভাব, রপ্তানিযোগ্য উন্নতজাতের অভাব, সেলফ লাইফ কম, সংগ্রহোত্তর পর্যায়ে সনাক্তকরণের অভাব, আন্তর্জাতিক মানের প্যাকেজিংয়ের অভাব, ব্র্যান্ডিং ইমেজ সৃষ্টি না হওয়া, রপ্তানি কার্যক্রমে দক্ষতা, সচেতনতা ও প্রশিক্ষণের অভাব প্রভৃতি।

সেজন্য, আম রপ্তানির সম্ভাবনা কাজে লাগানোর জন্য নতুন বাজার অনুসন্ধান, রপ্তানি চাহিদা অনুযায়ী জাত নির্বাচন, ফাইটোস্যানিটারি পদ্ধতি ও আমদানিকারক দেশের উত্তম কৃষি চর্চা মেনে আম উৎপাদন, সার্টিফিকেশন, উন্নত প্যাকিং, বিমান বন্দরে কার্গো ব্যবস্থাপনা প্রভৃতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

যে সব ব্যাংকের শাখা খােলা থাকবে রাত ৮টা পর্যন্ত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় কোরবানির পশুর হাটের নিকটবর্তী ব্যাংকের শাখা বাড়তি সময় পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ঈদের আগের দিন, অর্থাৎ ২০ জুলাই ওই শাখাগুলো রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে বলা হয়েছে।

চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় পশুর হাটগুলোতে স্থাপিত বুথসহ সংশ্লিষ্ট শাখা-উপশাখায় আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় সবোর্চ্চ সতর্কতাসহ যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে।

রবিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় পরিচালিত কোরবানির পশুর হাটগুলোয় প্রচুর ব্যবসায়ীর সমাগম ঘটে। এসব হাটে বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হয়ে থাকে। ফলে হাটগুলোয় আর্থিক লেনদেনের নিরাপত্তার বিষয়টি অতি গুরুত্বপূর্ণ। কোরবানির পশুর হাটগুলোর কাছেই বিভিন্ন ব্যাংকের শাখা নিয়মিত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। হাটগুলোর নিকটবর্তী এসব ব্যাংকের শাখা ব্যবহার করে ব্যবসায়ীরা তাঁদের পশু বিক্রির অর্থ লেনদেনে ব্যাংকের সহায়তা গ্রহণ করতে পারেন। তা ছাড়া পশুর হাটে ব্যাংকের অস্থায়ী বুথ খোলা হলে ব্যবসায়ীরা উক্ত বুথে অর্থ লেনদেনে ব্যাংকের সহায়তা গ্রহণ করতে পারেন।

এমন প্রেক্ষাপটে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কোরবানির পশুর হাটের নিকটবর্তী ব্যাংক শাখা বিশেষ ব্যবস্থায় ১৯ জুলাই পর্যন্ত রাত ৮টা পর্যন্ত চালু রাখা এবং ২০ জুলাই এসব শাখার কার্যক্রম সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে কোরবানির পশুর হাটে স্বীয় বিবেচনায় অস্থায়ী বুথ স্থাপনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এছাড়া এসব শাখায় বাড়তি সময় ও বন্ধের দিনে সেবা চালু রাখলে অতিরিক্ত সময় দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ ভাতা দিতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

বিডি ফাইন্যান্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান বিডি ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের ২য় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৭ জুলাই আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে ৫ টায় রাজধানীর মতিঝিলে নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় ২০১৯ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

সভা শেষে এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভ বিনিয়োগকারীদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স লিমিটেডের ২য় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৮ জুলাই আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে ৪ টায় রাজধানীর গুলশানে নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় ২০১৯ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

সভা শেষে এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভ বিনিয়োগকারীদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

কারিগরি ত্রুটিতে ৮০ মিনিট লেনদেন বন্ধ ডিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কারিগরি ত্রুটির কারণে ৮০ মিনিট বন্ধ ছিল।

রবিবার সকাল ১০টায় দিনের স্বাভাবিক লেনদেন শুরুর পর বেলা ১১টা ১০ মিনিটে হঠাৎ করে সব ধরনের লেনদেন বন্ধ হয়ে যায়। পরে বেলা সাড়ে ১২টায় আবারো লেনদেন চালু হয়। তবে কী ধরনের ত্রুটি হয়েছে, তা ব্যাখ্যা করেনি স্টক এক্সচেঞ্জটি।

পরে ডিএসইতে আজকের লেনদেন শেষ সময় নির্ধারণ করা হয়েছিল বেলা ৩:৩০ মিনিট।

অবশ্য দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন চালু ছিল।

সে সময় ডিএসইর জনসংযোগ কমকর্তা শফিকুর রহমান বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে লেনদেন বন্ধ হয়েছে। তবে কোথায় কী ধরনের ত্রুটি হয়েছে সে বিষয়ে কিছুই জানাতে পারছি না।’

লেনদেন বন্ধ হওয়ার আগে ২০২ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড দর বেড়ে কেনাবেচা হচ্ছিল। দর হারিয়ে কেনাবেচা হচ্ছিল ১৪৮টি এবং দর অপরিবর্তিত ছিল ২১টি।

ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩২২ পয়েন্টে উঠেছিল। লেনদেন হয়েছিল ৫২৯.৮৫ কোটি টাকার শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

‘মিলার ও ব্যবসায়ীদের যোগসাজশেই মোটা চালের দাম বৃদ্ধি’

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অসৎ মিলার ও ব্যবসায়ীদের যোগসাজশেই ভরা মৌসুমে মোটা চালের অস্বাভাবিক দাম বাড়ানো হয়েছে বলে দাবি করেছে খেতমজুর ইউনিয়ন। সংগঠনের পক্ষ থেকে চালের দাম কমাতে অসৎ মিলার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

রবিবার খেতমজুর ইউনিয়নের সভাপতি সাইফুল হক ও সাধারণ সম্পাদক আকবর খান এক বিবৃতিতে ধানের ভরা মৌসুমে মোটা চালসহ চালের দামের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, মিলার ও ব্যবসায়ীদের অসৎ সিন্ডিকেটের যোগসাজসেই স্বেচ্ছাচারীভাবে চালের দাম বাড়ানো হয়েছে।

তারা আরো বলেন, এ বছর বেরো ধানের বাম্পার ফলন হয়েছে। সরকারের কাছে ৩০ লক্ষ মেট্টিক টনের ওপর সংগ্রহ রয়েছে। বাজারে চালের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এই অবস্থায় চালের দাম বাড়ার যৌক্তিক কোনো কারণ নেই।

তারা ক্ষোভের সাথে উল্লেখ করেন ৪৮ থেকে ৫০ টাকার কমে এখন কোনো মোটা চালই নেই। মাত্র এক মাসের ব্যবধানেই কেবল মোটা চালের দামই কেজি প্রতি ৬ থেকে ৮/১০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে গ্রামের গরীবসহ শ্রমজীবী-মেহনতি ও স্বল্প আয়ের মানুষ বড় বিপদে পড়েছে। চালের এই মূল্যবৃদ্ধি তাদের জীবনে গোদের ওপর বিষফোঁড়ার মতো।

বিবৃতিতে বলা হয়, ধানকলের মালিক-ব্যবসায়ী-ফড়িয়ারা মানুষকে রীতিমত জিম্মি করে ফেলেছে। সরকারের কোনো মনিটরিং ও নজরদারী না থাকায় এই দুষ্টচক্র যা খুশী তাই করে চলেছে। এমনিতেই করোনা মহামারীতে শ্রমজীবী- মেহনতি মানুষ জীবন-জীবিকা চরম বিপর্যস্ত। তখন এই বাজার সিন্ডিকেটের দৌরাত্মে তাদের জীবন আরো দুর্বিষহ হয়ে পড়েছে। নেতৃবৃন্দ অনতিবিলম্বে চালের দাম কমিয়ে আনতে কার্যকরি ব্যবস্থা গ্রহণ, অসৎ মিলার ও ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

ইভ্যালিসহ ১০ ই-কমার্সের সঙ্গে লেনদেন স্থগিত করল বিকাশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইভ্যালি, আলেশা মার্ট, ধামাকা শপিং, ই-অরেঞ্জ, সিরাজগঞ্জ শপ, আলাদীনের প্রদীপ, কিউকুম, বুম বুম, আদিয়ান মার্ট ও নিডসের সঙ্গে বিকাশের পেমেন্ট গেটওয়ে সেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

বিকাশের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিকাশ জানায়, গ্রাহক স্বার্থ সুরক্ষায় কয়েকটি মার্চেন্টের জন্য বিকাশের পেমেন্ট গেটওয়ে সেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

ওই মার্চেন্টগুলোর মধ্যে ইভ্যালি ছাড়াও রয়েছে আলেশা মার্ট, ধামাকা শপিং, ই-অরেঞ্জ, সিরাজগঞ্জ শপ, আলাদীনের প্রদীপ, কিউকুম, বুম বুম, আদিয়ান মার্ট ও নিডস। রেগুলেটরি নীতিমালা অনুযায়ী পেমেন্ট ব্যবস্থা বাস্তবায়নের পর পুনরায় বিকাশ পেমেন্ট সেবা চালু করা হবে বলে জানিয়েছে বিকাশ।

গত মাসে বাণিজ্য মন্ত্রণালয়ে দেওয়া এক পরিদর্শন প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংক জানায়, ইভ্যালির মোট দায় ৪০৭.১৮ কোটি টাকা।

গ্রাহকের কাছ থেকে অগ্রিম ২১৩.৯৪ কোটি টাকা এবং মার্চেন্টদের কাছ থেকে ১৮৯.৮৫ কোটি টাকার মালামাল বাকিতে গ্রহণের পর স্বাভাবিক নিয়মে প্রতিষ্ঠানটির কাছে কমপক্ষে ৪০৩.৮০ কোটি টাকার চলতি সম্পদ থাকার কথা থাকলেও রয়েছে মাত্র ৬৫.১৭ কোটি টাকা।

গ্রাহকদের কাছ থেকে ২১৪ কোটি টাকা অগ্রিম গ্রহণ করে পণ্য ডেলিভারি না দেওয়া ও মার্চেন্টদের ১৯০ কোটি টাকা পাওনা ফেরত দেওয়ার বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনকেও নির্দেশ দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

গ্রাহক ও মার্চেন্টদের কাছে ইভ্যালির প্রকৃত দেনা আরো বেশি হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয় গত মাসে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে। এ জন্যই বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দলকে কম্পানির ডাটাবেইসে প্রবেশের অনুমতি দেয়নি কম্পানিটির কর্তৃপক্ষ।

এরপর গত ৯ জুলাই ইভ্যালির বিরুদ্ধে ৩৩৮ কোটি টাকা জালিয়াতি বা আত্মসাতের তদন্ত চলমান থাকায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং তাঁর স্বামী ও কম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

একই কারণে গত শনিবার এই দম্পতির বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেন ঢাকার একটি আদালত। একই সঙ্গে গত ১৪ জুলাই কম্পানিটির গিফট ভাউচার গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়ে নোটিশ জারি করে দেশের কয়েকটি ব্র্যান্ডশপ।
গত ১৫ জুলাই, গ্রাহক ও মার্চেন্টদের সঙ্গে প্রতারণার অভিযোগে ইভ্যালি ডট কমের সদস্যপদ স্থগিত করার উদ্যোগ নেয় ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।

এর আগে পাঁচটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান ইভ্যালির সঙ্গে তাদের সব ধরনের কার্ডভিত্তিক লেনদেন স্থগিত রাখার কথা গ্রাহকদের জানিয়েছে। তারা বলেছে, ইভ্যালিতে লেনদেন ঝুঁকিপূর্ণ, এই নির্দেশনার পর কেউ লেনদেন করলে তার জন্য ব্যাংক দায়ী থাকবে না।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

লেনদেনে শীর্ষে বেক্সিমকো; ২য় এসএস স্টিল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১৫২ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এসএস স্টিল লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৫০ কোটি ৮৩ লাখ টাকার।

৩২ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ফুয়াং সিরাকিমস লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সাইফ পাওয়ারটেকের ৩২ কোটি ৩৩ লাখ, শাইনপুকুর সিরামিকসের ২৭ কোটি ৮৯ লাখ, ফার্ষ্ট বাংলাদেশ ইনকাম ফান্ডের ২৫ কোটি ৫৮ লাখ, লাফার্জ হোলসিম বিডির ২৫ কোটি ৩৭ লাখ, এ্যাক্টিভ ফাইনের ২৪ কোটি ১৮ লাখ, ফরচুন সুজের ২২ কোটি ৫৭ লাখ , পাওয়ার গ্রিড লিমিটেডের ২২ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. এসএস স্টিল
  3. ফুয়াং সিরাকিমস
  4. সাইফ পাওয়ারটেক
  5. শাইনপুকুর সিরামিকস
  6. ফার্ষ্ট বাংলাদেশ ইনকাম ফান্ড
  7. লাফার্জ হোলসিম বিডি
  8. এ্যাক্টিভ ফাইন
  9. ফরচুন সুজ
  10. পাওয়ার গ্রিড লিমিটেড।