বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বিমা সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমাটির ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (এপ্রিল-জুন,২১) বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮৯ টাকা। গত বছরের এ সময়ের বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.৫২ টাকা।

চলতি বছরের ৬ মাসে (জানু-জুন,২১) বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫৮ টাকা। গত বছরের এ সময়ের বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.৯২ টাকা।

এই প্রান্তিকে বিমাটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১.০৯ টাকা। যা গত বছরের ৩০ জুন ছিল ১৯.৩৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এস

অগ্নিকান্ড নিয়ে সিঙ্গার বিডির বক্তব্য পেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক

সংগঠিত অগ্নিকান্ড নিয়ে নিজের একটি সুস্পষ্ট বক্তব্য পেশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড।

বৃহস্পতিবার সন্ধ্যায় গণ মাধ্যমকে পাঠানো এক বিঐ্জপ্তিতে কোম্পানিটি নিজেদের বক্তব্য তুলে ধরে।

কোম্পানির বক্তব্যটি হুবহু তুলে ধরা হলো —–

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ সকালে সাভারের ফুলবাড়িয়ায় অবস্থিত সিঙ্গারের একটি অস্থায়ী স্টোরেজ ফ্যাসিলিটিতে আগুন লাগে। এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। ঘটনার সময় ভবনের ভিতরে কেউ উপস্থিত ছিল না এবং কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

যে কোন ধরনের বিভ্রান্তি এড়াতে, আমরা এটা স্পষ্ট করতে চাই যে দুর্ঘটনার স্থানটিতে সিঙ্গারের কোন ফ্যাক্টরি নেই।

/আহমেদ

শেখ কামাল জাতীয় পুরস্কার পেলো ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক :

দেশের সবচেয়ে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন। এক যুগেরও বেশি সময় ধরে ক্রিকেট, ফুটবল, হকিসহ সব ধরনের গ্রামীণ ও ঐতিহ্যবাহী খেলাধুলায় পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে ওয়ালটন গ্রুপ। এরই পরিপ্রেক্ষিতে দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার-২০২১’ পেলো ওয়ালটন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়ালটনসহ ১২ ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, প্রতিষ্ঠান ও ক্রীড়া সাংবাদিককে পুরস্কৃত করা হয়। ‘বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন এবং শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২১ প্রদান’ শীর্ষক ওই অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট মো. নাজমুল হাসান পাপন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আখতার হোসেন, স্বাধীন বাংলা ফুটবল দলের ম্যানেজার তানভীর মাজহার ইসলাম তান্না, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন।

ওয়ালটনের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস) এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। সে সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন।

স্টকমাকেটবিডি.কম/

কাচ রপ্তানি নিয়ে তদন্ত চায় ভারত, আপত্তি বাংলাদেশের

স্টকমার্কেটবিডি ডেস্ক :

উৎপাদনমূল্যের চেয়ে কম মূল্যে স্বচ্ছ কাচ (ফ্লোটিং গ্লাস) রপ্তানি হচ্ছে- এই অভিযোগ তুলে অ্যান্টিডাম্পিং শুল্ক আরোপের জন্য ভারতের তদন্তের বিষয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ। গত বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় বাংলাদেশ এই অবস্থান চূড়ান্ত করেছে। এখন লিখিতভাবে বিষয়টি ভারতের ডিজিটিআর (ডিরেক্টর জেনারেল অব ট্রেড রেমিডিস)কে জানিয়ে দেওয়া হবে।

ভারত তিনটি বাংলাদেশি কোম্পানি- নাসির গ্লাস, পিএইচপি ফ্যামিলি এবং উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছে, বাংলাদেশের এই কোম্পানিগুলো ফ্লোটিং গ্লাস উৎপাদনে যে খরচ হয় তার চেয়ে কম মূল্যে ভারতে গ্লাস রপ্তানি করছে। এ কারণে দেশটির দেশীয় কাচশিল্প ক্ষতির মুখে পড়েছে। আর এই যুক্তি দিয়ে এখন বাংলাদেশের কাচ রপ্তানিতে অ্যান্টিডাম্পিং শুল্ক আরোপ করতে চাইছে ভারত। তার আগে দেশটি বাংলাদেশের কাচ রপ্তানি নিয়ে তদন্তের বিষয়ে গত মাসে একটি নোটিস পাঠিয়েছে। তদন্তের পর ভারত ৫ বছরের জন্য বাংলাদেশি কোম্পানিগুলোর কাচ রপ্তানির ওপর একটি নির্দিষ্ট পরিমাণ শুল্ক আরোপ (অ্যান্টিডাম্পিং) করবে।

সূত্র জানায়, গত মাসে ভারত বাংলাদেশকে জানায় যে, তাদের কাচ নির্মাণ কোম্পানিগুলো বাংলাদেশি কোম্পানিগুলোর বিরুদ্ধে ডাম্পিংয়ের অভিযোগ করেছে। ভারতীয় কোম্পানিগুলোর অভিযোগ- বাংলাদেশ থেকে কম মূল্যে কাচ রপ্তানির কারণে তারা ক্ষতির মুখে পড়েছে। এই অভিযোগ পেয়ে দেশটির ডিজিটিআর বাংলাদেশের ৩ কোম্পানির নাম উল্লেখ করে সম্প্রতি অ্যান্টিডাম্পিং আরোপের বিষয়ে ব্যাখ্যা চেয়ে তদন্তের নোটিস পাঠায় বাণিজ্য মন্ত্রণালয়ে। ৬ আগস্টের মধ্যে এই নোটিসের জবাব দিতে হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের ডাব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা বাংলাদেশের কোম্পানি তিনটির সঙ্গে কথা বলেছি। দেশ থেকে কাচ রপ্তানির পরিমাণ, উৎপাদন ব্যয় প্রভৃতি বিষয়ে তথ্য সংগ্রহ করে দেখেছি, ভারত অ্যান্টিডাম্পিং আরোপের বিষয়ে যে তদন্ত করতে চাইছে সেটি যৌক্তিক নয়। কারণ বিশ্ব বাণিজ্য সংস্থার (ডাব্লিউটিও) বিধি অনুযায়ী অ্যান্টিডাম্পিং আরোপের ক্ষেত্রে যে তিনটি প্রক্রিয়ায় পণ্যের মূল্য নির্ধারণ করা হয় (পণ্যটির অভ্যন্তরীণ বাজারমূল্য, বিদেশে কত মূল্যে রপ্তানি হয় এবং কনস্ট্রাকটেড ভ্যালু-অর্থাৎ পণ্যটির কাঁচামাল, শ্রম খরচ, ট্যাক্স-ভ্যাট সব মিলিয়ে যে উৎপাদন ব্যয় সেটি হিসাবে নেওয়া), এখানে সেই প্রক্রিয়াগুলো অনুসরণ করা হয়নি। তবে তারা কোম্পানিগুলোর কাছে প্রশ্ন পাঠিয়ে নোটিসের যে উত্তর চেয়েছে, সেই উত্তর দেওয়ার জন্য আমরা অনুপ্রাণিত করছি।

নোটিসের বিষয়ে জানতে চাইলে নাছির গ্রুপের হেড অব এক্সপোর্ট ফখরুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অ্যান্টিডাম্পিংয়ের বিষয়ে ভারতের ডিজিটিআর যে নোটিস পাঠিয়েছে, আমরা তার জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে এ জন্য আমরা সময় চেয়েছি। কারণ তারা গত ৬ জুলাই মেইল পাঠিয়ে এক মাসের সময় দিয়ে অনেক প্রশ্নের উত্তর দিতে বলেছে। এরমধ্যে লকডাউনে অফিস-আদালত সব বন্ধ থাকায় প্রক্রিয়াগুলো সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে আমাদের সিদ্ধান্ত হচ্ছে- আমরা ভারতের প্রশ্নের উত্তর দেব। সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ থেকে মাত্র ৩০ লাখ ডলারের ফ্লোটিং গ্লাস রপ্তানি হয় বছরে। এর বেশির ভাগই যায় দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে। এখন বাংলাদেশের কাচ রপ্তানিতে অ্যান্টিডাম্পিং আরোপ হলে সেভেন সিস্টার্সের রাজ্যগুলোতে কাচের দাম বেড়ে যাবে।

এর আগে ইরান এবং মালয়েশিয়া থেকেও ফ্লোটিং গ্লাস আমদানিতে অ্যান্টিডাম্পিং আরোপ করেছে ভারত। এরই মধ্যে বাংলাদেশের পাট, হাইড্রোজেন পার অক্সাইড ও ফিশিং নেট রপ্তানির ওপর অ্যান্টিডাম্পিং শুল্ক আরোপ করেছে ভারত। পাটের ওপর আরোপিত অ্যান্টিডাম্পিংয়ের নির্ধারিত মেয়াদ ৫ বছর পূর্ণ হওয়ার পর এখন দেশটি আবার অ্যান্টিডাম্পিং আরোপের জন্য পর্যালোচনার (সানসেট রিভিউ) নোটিস পাঠিয়েছে। সূত্র : বিডি প্রতিদিন

স্টকমার্কেটবিডি.কম/

৯ ও ১০ আগস্ট ব্যাংকে লেনদেন ১০-৩টা পর্যন্ত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনা ভাইরাসজনিত রোগ বিস্তার রোধে সরকার আরোপিত বিধি-নিষেধের মধ্যে আগামী ৯ ও ১০ আগস্ট ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। অন্যান্য কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়াও বিদ্যমান করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে আগামী ৮ আগস্টও (রোববার) ব্যাংক বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক সার্কুলারে খোলার বিষয়ে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে পরিপালনপূর্বক সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে ব্যাংকের প্রধান কার্যালয়ের অত্যাবশ্যকীয় বিভাগগুলো ব্যাংক স্বীয় বিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক শাখা খোলা রাখতে পারবে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

১.৪৮ কোটি ইউনিট মি. ফান্ড বিক্রি করবে সন্ধানী লাইফ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠান এশিয়ান টাইগার মিউচ্যুয়াল ফান্ডের এক করপোরেট উদ্দোক্তা শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স নামে এই উদ্দোক্তা প্রতিষ্ঠানটির ১ কোটি ৪৮ লাখ ৪৬ হাজার ৩৩০ ইউনিট ফান্ড বিক্রয় করবে। তাদের হাতে মোট ১ কোটি ৬৮ লাখ ৪৬ হাজার ৩৩০ ইউনিট ফান্ড রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/

জিএসপি ফাইন্যান্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান জিএসপি ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের ২য় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৪ আগষ্ট আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে ১০টায় রাজধানীর মতিঝিলে নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় ২০২১ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

সভা শেষে এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভ বিনিয়োগকারীদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় ওরিয়ন ফার্মা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১২৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ফার্মা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৭৫ কোটি ১ লাখ টাকার।

৬১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে জিপিএইচ ইস্পাত কমপ্লেক্স লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- মালেক স্পিনিং মিলসের ৫১ কোটি ৭৫ লাখ, সাইফ পাওয়ারটেকের ৪০ কোটি ৭১ লাখ, বেক্স ফার্মাসিটিক্যালসের ৩৪ কোটি ৬ লাখ, আইএফআইসি ব্যাংকের ৩২ কোটি ৯৮ লাখ, ফুয়াং সিরামিকসের ৩২ কোটি ৮৯ লাখ, বিএটিবিসির ৩২ কোটি ৫১ লাখ, ম্যাকসন স্পিনিং মিলসের ৩২ কোটি ৫১ লাখ ও বেক্স ফার্মাসিটিক্যালস লিমিটেডের ৩২ কোটি ১৮লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. ওরিয়ন ফার্মা
  3. জিপিএইচ ইস্পাত কমপ্লেক্স
  4. মালেক স্পিনিং মিলস
  5. সাইফ পাওয়ারটেক
  6. বেক্স ফার্মাসিটিক্যালস
  7. আইএফআইসি ব্যাংক
  8. ফুয়াং সিরাকিমস
  9. বিএটিবিসি
  10. ম্যাকসন স্পিনিং মিলস লিমিটেড।