দিনশেষে সূচকের বড় উত্থান; বেড়েছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সবগুলো সূচক বেড়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কার্যদিন বুধবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৭.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৯১৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৫.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪৯৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২০.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৪৭৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৩৬৬ কোটি ৩৬ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২২৪৯ কোটি ৩৪ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৯২ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪৯টির, আর দর অপরিবর্তিত আছে ৩২টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, লাফার্জ হোলসিম বিডি, জিপিএইচ ইস্পাত, বেক্স ফার্মা, বিএটিবিসি, ম্যাকসন স্পিনিং মিলস, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, জনতা ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ও লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৫৯.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ১৫৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭০টির, কমেছে ১২৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৬টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৯৯ কোটি ৫২ লাখ টাকা। । গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছিল ৭১ কোটি ৪৪ লাখ টাকা। ।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ন্যাশনাল লাইফ ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস

পর্যটকদের জন্য ১৫৫ দিন পর খুলল সুন্দরবন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

টানা ১৫৫ দিন নিষেধাজ্ঞার পর পর্যটকদের জন্য সুন্দরবনের দুয়ার খুলে দেওয়া হলো। বুধবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হলো সুন্দরবন।
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলাতে ৩ এপ্রিল সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেয় বন বিভাগ।

নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় টানা পাঁচ মাস পাঁচ দিন পর আবারও করমজল, কটকা, কচিখালী, হাড়বাড়িয়া, হিরণ পয়েন্ট, দুবলা ও নীলকমলসহ বিভিন্ন অঞ্চলে পর্যটকরা যেতে শুরু করেছেন। তবে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হলেও স্বাস্থ্যবিধি মেনে সুন্দরবনে যেতে হচ্ছে পর্যটকদের।

প্রতিটি ট্যুরিস্ট লঞ্চে সর্বোচ্চ ৭৫ জন যাত্রী বহন করতে পারবে। একবারে এক-একজন ট্যুর গাইড ২৫ জন করে পর্যটক নিয়ে সুন্দরবনে নামতে পারবে। ট্যুর অপারেটররা করোনা প্রতিরোধে বন বিভাগের এই নির্দেশনা না মানলে কোনো ধরনের শুনানি ছাড়াই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বন বিভাগ।

এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর সুন্দরবনের দুয়ার খোলায় খুশি ট্যুর অপারেটর ও পর্যটকরা। সুন্দরবন কেন্দ্রিক পর্যটন চালু হওয়ায় এই সেক্টরের সঙ্গে জড়িতরা নতুনভাবে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

ডেসকোর সব শেয়ার ছাড়বে বিপিডিবি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি ডেসকোর এক করপোরেট উদ্দোক্তা শেয়ার ছাড়ার ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) নামে এই উদ্দোক্তা কোম্পানিটির ২৬ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৮৩৪টিট শেয়ার হস্থান্তর করবে।এসব শেয়ার ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিকে (ডিপিডিসি) হস্থান্তর করা হবে।

জ্বালানী, শক্তি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রাণালয় ও বিএসইসির অনুমোদন স্বাপেক্ষে এসব শেয়ার হস্থান্তর সম্পন্ন করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/

সূচকের বড় উত্থানে শেয়ারবাজারে লেনদেন চলছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৩৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ১০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৫০০ ও ২৪৭৭ পয়েন্টে রয়েছে।

এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৩৩২ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বুধবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৯৫টির, কমেছে ৩৭টির এবং অপরির্বতিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ার।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১০৭ পয়েন্ট বেড়ে ২০ হাজার ১০৫ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এসময়ের ৯৪টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১১টি কোম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানি শেয়ারের দর।

স্টকমার্কেটবিডি.কম/বি

আলিফ ইন্ডাস্ট্রিজের দর বৃদ্ধির তথ্য নাই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

ই কমার্স ব্যবসায় যাচ্ছে জেনেক্স ইনফোসিস

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেড ই কমার্স ব্যবসা শুরু করতে যাচ্ছে । কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যায় অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানিটি তার সহযোগী প্রতিষ্ঠান (Subsidiary Company) লজিনেক্স লিমিটেড এর মাধ্যমে ই-কমার্স ব্যবসায় লজিস্টিকস সেবা দেবে।

সূত্র অনুসারে, লজিনেক্স লিমিটেডের (Loginex Limited) পরিশোধিত মূলধন ১০ লাখ টাকা। জেনেক্স ইনফোসিস কোম্পানিটির ৭৫ শতাংশ শেয়ার ধারণ করবে।

২০২২ সালের শুরুতেই কোম্পানিটি ব্যবসা শুরু করবে। এই ই কমার্স থেকে কোম্পানিটির প্রতি বছরে ১৫ কোটি টাকা টার্ণওভার বাড়বে আসবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

স্টকমার্কেটবিডি.কম/বি

মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

সাউথ বাংলা ব্যাংকের লভ্যাংশ ঘোষণার দিন নির্ধারণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৭ সেপ্টেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৪ টায় রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে ব্যাংকটি। শেয়ারবাজারে তালিকাভুক্তির পরে এবারই প্রথম লভ্যাংশ ঘোষণা করবে ব্যাংকটি।

স্টকমার্কেটবিডি.কম/এস

ইউনিক্যাপের ২য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ২১- জুন, ২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতি শেয়ারে লোকসান হয়েছে ২৬ পয়সা । আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ১৭ পয়সা ।

অনিরীক্ষিত আর্থিক এই প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির প্রতি শেয়ারে লোকসান হয়েছে ৮৪ পয়সা । যা গত বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৪০ পয়সা ।

এই প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি মোট সম্পদ দাঁড়িয়েছে ৩.২৮ টাকা । যা গত ৩১ ডিসেম্বর ছিল একই সময়ে ছিল ৪.১০ টাকা ।

স্টকমার্কেটবিডি.কম/এস

ইসলামী ইন্স্যুরেন্সের ২য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ২১- জুন, ২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতি শেয়ারে আয় হয়েছে ৬৫ পয়সা । আগের বছর একই সময়ে যা ছিল ৩১ পয়সা ।

অনিরীক্ষিত আর্থিক এই প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির প্রতি শেয়ারে আয় হয়েছে ১ টাকা ৩৪ পয়সা । যা গত বছর একই সময়ে যা ছিল ৭৪ পয়সা ।

এই প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি মোট সম্পদ দাঁড়িয়েছে ১৭.২৬ টাকা । যা গত ৩১ ডিসেম্বর ছিল একই সময়ে ছিল ১৫.৮৯ টাকা ।

স্টকমার্কেটবিডি.কম/এস