ওয়ালটন হাই-টেকে নবগঠিত বিভাগ উদ্বোধন

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দুটি নবগঠিত বিভাগ উদ্বোধন ও এর লোগো উন্মোচন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শেদ।

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশী মাল্টিন্যাশনাল ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় পণ্য উৎপাদন ও বাজারজাতে প্রতিনিয়ত ইনোভেটিভ আইডিয়া জেনারেট করছেন ওয়ালটনের তরুণ মেধাবী প্রকৌশলীরা। এরই ধারাবাহিকতায় কর্মচঞ্চলতায় নতুন মাত্রা যোগ করতে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে দুটি ডিপার্টমেন্টের নাম পরিবর্তন করা হয়েছে। ডিপার্টমেন্ট দুটির পরিবর্তিত নাম হলো- প্রোডাকশন ম্যানেজমেন্ট এবং কোয়ালিটি ম্যানেজমেন্ট। পুর্বে এই দুই ভিাগের নাম ছিলো যথাক্রমে প্রোডাকশন ও কোয়ালিটি কন্ট্রোল। নবগঠিত এই দুই বিভাগের আওতায় কারখানায় সব ধরনের উৎপাদন এবং উৎপাদিত পণ্যের কোয়ালিটি নিয়ন্ত্রণ ও নিশ্চিত করা হবে।

বুধবার (৮ সেপ্টেম্বর, ২০২১) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ‘ইন্ট্রোডিউসিং সিরিমোনি অব প্রোডাকশন এন্ড কোয়ালিটি ম্যানেজমেন্ট’ শীর্ষক ওই অনুষ্ঠানে যোগ দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভী এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও গোলাম মুর্শেদ। এসময় নবগঠিত বিভাগ দুটি উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও গোলাম মুর্শেদ। পাশাপাশি দুটি বিভাগের অফিসিয়াল লোগো উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলমগীর আলম সরকার, এমদাদুল হক সরকার, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টরস উদয় হাকিম, কর্নেল (অবঃ) শাহাদাত আলম, তানভীর রহমান, তাপস কুমার মজুমদার, নিজাম উদ্দীন মজুমদার, আনিসুর রহমান মল্লিক, ইউসুফ আলী, তাহসিনুল হক, ড. সাখাওয়াত হোসাইন, রবিউল আলম, তোফায়েল আহমেদ, ইয়াসির আল ইমরান, সিরাজুল ইসলাম, মোহসিন সরদার ও আল ইমরান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান।

জানা গেছে, অনুষ্ঠানে প্রোডাকশন ম্যানেজমেন্ট এবং কোয়ালিটি ম্যানেজমেন্ট বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তারা তাদের কর্মকা-ের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। এখন থেকে এই দুই বিভাগের আওতায় কারখানায় যথাক্রমে সব ধরনের উৎপাদন এবং উৎপাদিত পণ্যের কোয়ালিটি নিয়ন্ত্রণ ও নিশ্চিত করা হবে।
এস এম নুরুল আলম রেজভী বলেন, ওয়ালটনের প্রতিটি বিভাগ এবং সেকশন স্বয়ংসম্পূর্ণভাবে কাজ করছে। কাজের পূর্ণ স্বাধীনতা পাচ্ছেন তারা। সম্প্রতি কারখানায় রিসার্স এন্ড ইনোভেশন সেন্টার গঠিত হয়েছে। পাশাপাশি নতুনভাবে এই দুটি বিভাগ গঠন করা হয়েছে। এর উদ্দেশ্য হলো কর্মীদের কাজের মান, পণ্যের মানসহ সব বিষয় সুচারুরূপে পরিচালনা করা। নিশ্চয়ই এই উদ্যেগ ওয়ালটনকে আরো অনেকদূর এগিয়ে যেতে সাহায্য করবে।

গোলাম মুর্শেদ বলেন, উৎপাদন ও ব্র্যান্ডের সঙ্গে আমাদের সবার অ্যাডাপ্টেশন থাকতে হবে। ব্র্যান্ড এবং ক্রেতাদের মধ্যে যোগসূত্র তৈরি করে দিতে হবে আমাদেরই। এ জন্য পণ্য উৎপাদনে শতভাগ কোয়ালিটি নিশ্চিত করতে বদ্ধপরিকর ওয়ালটন। উৎপাদনের মৌলিক বিষয় থেকে শুরু করে ক্রেতাকে বিক্রয়োত্তর সার্ভিস দেয়া পর্যন্ত সর্বোত্র কোয়ালিটি নিশ্চিত করা আমাদের প্রধান টার্গেট। এসব বিষয় বিবেচনায় রেখে পণ্য উৎপাদনে উচ্চ মান সুনিশ্চিত করতে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে সুবিন্যাস্ত করার পরিকল্পনা নিয়েই এই দুই বিভাগ নতুনভাবে সাজানো হয়েছে। আশা করছি এতে কারখানার কার্যক্রম আরো প্রাণবন্ত হয়ে উঠবে। এর মাধ্যমে ওয়ালটনের গ্লোবাল বিজনেস অপারেশন নতুন উচ্চতায় উন্নীত হবে। আর ওয়ালটনের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ডে পরিণত হওয়া। ওই লক্ষ্য পুরণেও সিঁড়ি হিসেবে কাজ করবে এই উদ্যোগ।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শেদের সঙ্গে প্রতিষ্ঠানটির উর্দ্ধতন কর্মকর্তারা।

উল্লেখ্য, দেশেই নিজস্ব কারখানায় আন্তর্জাতিক মানের ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদন করছে ওয়ালটন। উৎপাদিত পণ্য বাজারজাতের মাধ্যমে বিশ্বে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে ওয়ালটন। গাজীপুরের কালিয়াকৈরে প্রায় এক হাজার একরেরও বেশি জায়গাজুড়ে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক কারখানা। এখানে ফ্রিজ, টিভি, এসি, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন, হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্ল্যায়েন্স ও লিফটসহ বিভিন্ন পণ্য তৈরি হচ্ছে।

পাশাপাশি বিভিন্ন পণ্যের গবেষণা ও উন্নয়ন, মান নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক ব্যবসা ইউনিটসহ বিভিন্ন বিভাগ গড়ে তুলেছে ওয়ালটন। দেশের চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক মানের পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করছে ওয়ালটন। সম্প্রতি ইনোভেটিভ পণ্য উৎপাদনের লক্ষ্য নিয়ে রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টার স্থাপন করা হয়েছে কারখানায়। এই সেন্টার নিত্য নতুন ডিজাইন ও বিশেষ ফিচারের পাশাপাশি পণ্য উৎপাদনে প্রযুক্তির সমন্বয় সাধন করবেন তাদের বিস্তৃত গবেষণামূলক কর্মকা-ের মাধ্যমে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

নগদের ৫১ শতাংশ মালিকানা নিবে ডাক বিভাগ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন বলেছেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে অংশীদারত্বের জায়গা থেকে ডাক বিভাগ এবং ‘নগদ’ (থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেড) কর্তৃপক্ষ এখন মালিকানার পর্যায়ে যাওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

দুই পক্ষের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই ডাক বিভাগ ৫১ শতাংশ এবং ‘নগদ’ ৪৯ শতাংশের মালিক হচ্ছে। বিষয়টি এখন রাষ্ট্রের আইন অনুসারে অনুমোদনের অপেক্ষায় আছে।

ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন এক ভিডিও বার্তায় এমন মন্তব্য করেছেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে নগদ। বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. সিরাজ উদ্দিন বলেছেন, ‘নগদ’ ডাক বিভাগের সঙ্গে রাজস্ব আয়ের অংশীদারত্বের ভিত্তিতে পরিচালিত একটি মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা। ‘নগদ’ সব সময়ই ডাক বিভাগের অনুমোদন নিয়েই নতুন ব্যাংক হিসাব খোলে। এটি একটি চলমান প্রক্রিয়া। এই চিঠির কারণে কারও বিভ্রান্ত হওয়ার কোনো অবকাশ নেই।

মো. সিরাজ উদ্দিন আরও বলেন, নগদ আড়াই বছরে যে সফলতা পেয়েছে, তা অনেকের মধ্যে ঈর্ষার জন্ম দিয়েছে, তাই নগদ নিয়ে চক্রান্ত করছেন।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

ডিএসইতে পিই রেশিও বেড়েছে ০.৯১ পয়েন্ট

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৫ থেকে ৯ সেপ্টেম্বর) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ২০.২৫ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ২১.১৬ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.৯১ পয়েন্ট বা ৪.৪৯ শতাংশ বেড়েছে।

ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭.৯৬ পয়েন্টে। এছাড়া, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৩.৪৯ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৫.০১ পয়েন্টে, প্রকৌশল খাতে ১৭.০৭ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ২১.২৭ পয়েন্টে, বিমা খাতে ২২.৬৬ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ২৮.১০ পয়েন্টে, সিমেন্ট খাতে ২৯.৪৪ পয়েন্টে, তথ্যপ্রযুক্তি খাতে ৩১.২৩ পয়েন্টে, বিবিধ খাতে ৩৩.৬১ পয়েন্টে, খাদ্য খাতে ৩৭.৮০ পয়েন্টে, সিরামিক খাতে ৩৮.২৬ পয়েন্টে, বস্ত্র খাতে ৪৭.৯৭ পয়েন্টে, পেপার খাতে ৫২.৪৭ পয়েন্টে, চামড়া খাতে ১৪৫.০৬ পয়েন্টে, আর্থিক খাতে ২৮৭.৮৩ পয়েন্টে, পাট খাতে (-৪৬.২৭) পয়েন্টে এবং ভ্রমণ ও অবকাশ খাতে (-১৩৩৫.৭৬) পয়েন্টে পিই রেশিও অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/

উদ্বোধনের দিনই ২০০ কোটি টাকার আমানত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাধারণ ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামিক ব্যাংকিং কার্যক্রমেও নজর দিয়েছে এনআরবি ব্যাংক। রাজধানীর গুলশানে বৃহস্পতিবার পূর্ণাঙ্গ একটি ইসলামি ব্যাংকিং শাখা চালু করে ব্যাংকটি। এতে প্রথম দিনেই ২০০ কোটি টাকার আমানত রাখেন কয়েকজন বড় গ্রাহক। ইসলামী ব্যাংকিং শাখা ও ব্যাংকটির নতুন প্রধান কার্যালয় উদ্বোধনের সময় এ তথ্য জানান ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান থাতাইয়ামা কবির ও মোহাম্মদ জামিল ইকবাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান খন্দকার আর আমিন, অডিট কমিটির চেয়ারম্যান মো. মতিউর রহমান এবং উপদেষ্টা মো. মুখতার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া সময় স্বল্পতার কারণে অনুষ্ঠান শুরুর আগেই বিদায় নেন এক্সিম ব্যাংক চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) প্রেসিডেন্ট নজরুল ইসলাম মজুমদার।

গুলশান ১নং গোলচত্বর থেকে বাড্ডা লিংক রোডের দিকে যেতে শুরু করলেই হাতের ডান দিকে উদয় সানজ্ ভবনের নিচ তলাতে এনআরবি ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখা এবং একই ভবনের অন্যান্য ফ্লোরজুড়ে রয়েছে এনআরবি ব্যাংকের প্রধান কার্যালয়। বৃহস্পতিবার ব্যাংকটির নতুন প্রধান কার্যালয় ও ইসলামি ব্যাংকিং গুলশান শাখার উদ্বোধন করেন ব্যাংকটির চেয়ারম্যান ও বিশ্বখ্যাত সুগন্ধি আল হারামাইন পারফিউমস-এর চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান।

উদ্বোধনের সময় এনআরবি ব্যাংক চেয়ারম্যান বলেন, মনে সবসময় একটি স্বপ্ন ছিল-ব্যাংকটিকে পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংক করব। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। প্রথমে ঢাকায়, পর্যায়ক্রমে চট্টগ্রামসহ বিভিন্ন বড় শহরে ইসলামি ব্যাংকিং চালু এবং ধীরে ধীরে পুরো ব্যাংকটিকে শরীয়াহভিত্তিক ব্যাংকে রূপান্তরিত করার ইচ্ছা আছে। ব্যাংকের গ্রাহকদের আমানতের সর্বোচ্চ নিরাপত্তা বিধানের জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তাগিদ দেন তিনি। তিনি বলেন, বুধবার ইসলামি শাখা চালুর অনুমোদনের পর বেলা সাড়ে ১২টার মধ্যে প্রায় ২০০ কোটি টাকা আমানত জমা পড়েছে নতুন এই শাখায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত, এনসিসি ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মোনেম, শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক মোহাম্মেদ ইউনুস প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মামুন মাহমুদ শাহ। তিনি বলেন, চতুর্থ প্রজন্মের এই ব্যাংক চালুর পর ৭ বছরে ৪৭টি শাখা ও ৪টি উপশাখা চালু করেছে এনআরবি ব্যাংক। এর মধ্য দিয়ে ব্যাংকিং সেবা গ্রাহকের দোরগোড়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

তৈরি পোশাকে শুল্ক কমাতে মার্কিন সরকারের প্রতি আহবান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশে তৈরি পোশাকের শুল্ক কমানোর বিষয়টি বিবেচনা করার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস, মার্কিন সরকার এবং সংশ্লিষ্ট অংশীজনদের উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এই আহ্বান জানান।

শনিবার (১১ সেপ্টেম্বর) ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

বৈঠকে তৈরি পোশাকশিল্পের কারখানায় নিরাপত্তা এবং শ্রমিকদের কল্যাণের লক্ষ্যে চলমান প্রচেষ্টার পাশাপাশি কীভাবে আরও মার্কিন আমদানিকারকদের বাংলাদেশি তৈরি পোশাক আমদানিতে উৎসাহিত করা যায়, সে বিষয়ে আলোচনা করা হয়। যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসানের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘রানা প্লাজা পরবর্তী সাত বছর: কে কি করছে?’ শিরোনামে অনুষ্ঠিত এই গোলটেবিল বৈঠকে দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ক্রিস্টোফার উইলসন, টেক্সটাইল বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি উইলিয়াম জ্যাকসন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়ার পরিচালক জেনিফার লারসন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড লেবারের পরিচালক মরিন হ্যাগার্ড-সহ যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এছাড়া ম্যাকলার্টি অ্যাসোসিয়েটসের প্রতিনিধি টেরেসিতা শ্যাফার, বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট মিরান আলী, ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি, আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ), ওয়ালমার্ট ও টার্গেটের প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে অংশগ্রহণ করেন।

স্বাগত বক্তব্যে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম বাংলাদেশের অর্থনীতি এবং এর আর্থ-সামাজিক উন্নয়নে তৈরি পোশাকশিল্পের অপরিসীম অবদানের কথা তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শ্রমিকদের কল্যাণ ও শিল্পকে রক্ষা করার জন্য বিশেষত রানা প্লাজার ঘটনার পর থেকে বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগ গ্রহণ করছে।

বাংলাদেশ সরকার এবং বিজিএমইএ’র গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা বক্তব্যে তুলে ধরেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। এর মধ্যে পোশাকশ্রমিকদের কল্যাণে গঠিত আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিল প্রতিষ্ঠা এবং কর্মস্থলের নিরাপত্তা বজায় রাখতে গঠিত ট্রাইপাট্রাইট কন্সালটেটিভ কাউন্সিল বিশেষভাবে উল্লেখযোগ্য।

স্টকমার্কেটবিডি.কম/

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় বিএটিবিসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭০৮ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিএটিবিসি লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৬৩ কোটি ৩৭ লাখ টাকার।

সাইফ পাওয়ারটেক লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির লেনদেন হয়েছে ৩০৩ কোটি ৪৯ লাখ টাকার।

এই তালিকায় থাকা শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো ফার্মার ৩০৩ কোটি ১৬ লাখ, স্কয়ার ফার্মার ২৯১ কোটি ২৭ লাখ, শাহজিবাজার পাওয়ারের ১৫৬ কোটি ২২ লাখ, লাফার্জ হোলসিম বিডির ২৫৭ কোটি ৬৭ লাখ, লংকা বাংলা ফাইন্যান্সের ১৯০ কোটি ১৪ লাখ, ডরিন পাওয়ারের ১৯০ কোটি ১৪ লাখ, সাবমেরিন ক্যাবলসের ১৮৭ কোটি ৫৩ লাখ ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের ১৬০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

সপ্তাহে বাজার মূলধন বেড়েছে সাড়ে ২২ হাজার কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন সাড়ে ২২ হাজার কোটি টাকার বেশি বেড়েছে। এসময় সেখানে সূচকগুলোও বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ১৩ হাজার ৮৮৮ কোটি ১৮ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৪ দিনে হয়েছিল ৮ হাজার ৯৩৬ কোটি ৮৯ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৫৫.৪০ শতাংশ বেড়েছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ২ হাজার ৭৭৭ কোটি ৩৪ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ২৩৪ কোটি ৪২ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ২৪.৩২ শতাংশ বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৭৭.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ২৫৮ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৫০.৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৬৪৭ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ৮৩.৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৯২ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২১০টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির শেয়ার ও ইউনিটের দর। আর ৪টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৬৩ হাজার ৭১৫ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৮৬ হাজার ৩১৮ কোটি টাকা। এই হিসাবে গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন ২২৬০৩ কোটি টাকা বা ৪.০১ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস