বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের নাম পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল লিমিটেডের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল সোমবার অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয় কোম্পানিটির পরিচালনা বোর্ড।

কোম্পানিটির নতুন নাম হবে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি। কোম্পানিটির বর্তমান পুরো নাম বাংলাদেশ সাবমেরিন ক্যাবল লিমিটেড।

যথাযথ আইন মেনে কোম্পানির নাম পরিবর্তন করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি। তবে এ ক্ষেত্রে শেয়ারহোল্ডারদেরও সম্মতি নেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

সোনার বাংলা ইন্স্যুরেন্সের ২য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ২১- জুন, ২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতি শেয়ারে আয় হয়েছে ০.৪৬ টাকা । আগের বছর একই সময়ে যা ছিল ০.৫১ টাকা ।

অনিরীক্ষিত আর্থিক এই প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির প্রতি শেয়ারে আয় হয়েছে ১.৮৫ টাকা। যা গত বছর একই সময়ে যা ছিল ১.৭১ টাকা ।

এই প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি মোট সম্পদ দাঁড়িয়েছে ২১.৬০ টাকা । যা গত ২০২০ সালের ৩০ জুন ছিল ছিল ১৯.৬২ টাকা ।

স্টকমার্কেটবিডি.কম/এস