আনোয়ার গ্যালভানাইজিংয়ের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৯ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে ১২ টায় রাজধানীর কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গত বছর কোম্পানিটি ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছিল।

একই দিনে কোম্পানিটির চলতি বছরের প্রথম প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. লাফার্জ হোলসিম বিডি
  2. ওরিয়ন ফার্মা
  3. বেক্সিমকো লিমিটেড
  4. পাওয়ার গ্রিড কোম্পানি
  5. বেক্স ফার্মা
  6. লংকা বাংলা ফাইন্যান্স
  7. সাইফ পাওয়ারটেক
  8. বিবিএস ক্যাবল
  9. বারাকা পতেঙ্গা পাওয়ার
  10. শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।

শেষদিনে উত্থানে উভয় শেয়ারবাজার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের উত্থান লক্ষ্য করা গেছেছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৬.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭৩২৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৮.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫৯২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৭১০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৫০২ কোটি ৩০ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২২৬৯ কোটি ৪৬ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৬৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৬৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭১টির, আর দর অপরিবর্তিত আছে ৩৯টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- লাফার্জ হোলসিম বিডি, ওরিয়ন ফার্মা, বেক্সিমকো লিমিটেড, পাওয়ার গ্রিড কোম্পানি, বেক্স ফার্মা, লংকা বাংলা ফাইন্যান্স, সাইফ পাওয়ারটেক, বিবিএস ক্যাবলস, বারাকা পতেঙ্গা পাওয়ার ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৫৩.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২১ হাজার ৩৩৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১৪৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৯টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১২২ কোটি ৯৮ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ৯১ কোটি ৩৮ লাখ টাকা। ।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্স ফার্মা ও ফনিক্স ফাইন্যান্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস

৬টি কোম্পানি নিয়ে শুরু হলো ডিএসই’র এসএমই মার্কেট

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথমবারের মতো এসএমই মার্কেটের উদ্বােধন হয়েছে। এদিন নতুন ৬টি কোম্পানি নিয়ে চালু হয়েছে এই এসএমই প্ল্যাটফর্মে।

আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) নিকুঞ্জে অবস্থিত ডিএসই ভবনে এই এসএমই মার্কেটের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ডিএসইর এই নতুন যাত্রার উদ্ভোধন করবেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত উল ইসলাম।

এসএমই খাতের উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমান, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডিএসইর পরিচালক অধ্যাপক ড. মাসুদুর রহমান।

ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া ও মুল প্রবন্ধ উপস্থাপন করবেন ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা সাইফুর রহমান মজুমদার।

লেনদেন শুরু হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মাস্টার ফিড, মোস্তফা মেটাল, অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিসিং মিলস,ওয়ান্ডারল্যান্ড টয়েস, হিমাদ্রি লিমিটেড ও বেঙ্গল বিস্কুট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

ইন্দো-বাংলা ফার্মা জমি কিনবে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্দো-বাংলা ফার্মার পরিচালনা পর্ষদ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি গাজীপুরের ফুলবারি, কালিয়াকৈর ১.৬১২ একর জমি কিনবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির জমি কিনতে ৪ কোটি ২০ লাখ ৬৮ হাজার ৩২০ টাকা ব্যয় হবে। এর মধ্যে রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচসহ ৪৫ লাখ ৭ হাজার টাকা ব্যয় হবে।

ইন্দো-বাংলা ফার্মা ভবিষ্যৎে ব্যবসা সম্প্রসারণের জন্য জমি কিনবে। কোম্পানিটি নিজস্ব তহবিলের অর্থ জমি কেনার কাজে ব্যবহার করবে।

স্টকমার্কেটবিডি.কম/

প্যারামাউন্ট টেক্সটাইল শেরপুরে জমি কিনবে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইলের পরিচালনা পর্ষদ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি গাজীপুরের শেরপুরে ১৪১ ডেসিমেল জমি কিনবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির জমি কিনতে ২ কোটি ৮০ লাখ টাকা ব্যয় হবে।

প্যারামাউন্ট টেক্সটাইল উৎপাদন ও অন্যান্য কাজে জমিটি ব্যবহার করবে।

স্টকমার্কেটবিডি.কম/

 

প্রগতি লাইফের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ+’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-১’। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে আলফা রেটিং এজেন্সি লিমিটেড (আলফারেটিং)।

২০২০ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আলফারেটিং।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইষ্টার্ণ ইন্স্যুরেন্সের ৩ পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইষ্টার্ণ ইন্স্যুরেন্স লিমিটেডের এক করপোরেট পরিচালকসহ ৩ পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সুনমান সোয়েটার, উম্মে কুলসুম মান্নান, মেজর আবদুল মান্নান নামে এই ৩ পরিচালক বিমাটির যথাক্রমে ৩ লাখ ৮০ হাজার, ৫ লাখ ৭০ ও ১৮ লাখ ৭৫ হাজার বেচবে।

এই পরিচালক আগামী ৩১ অক্টোবরের মধ্যে চলমান বাজার দরে পাবলিক/ব্লক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/

ডিএসই’র এসএমই মার্কেটের উদ্বোধন আজ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথমবারের মতো এসএমই মার্কেটের উদ্বােধন হতে যাচ্ছে। এদিন নতুন ৬টি কোম্পানি নিয়ে চালু হবে এই এসএমই প্ল্যাটফর্ম।

আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) নিকুঞ্জে অবস্থিত ডিএসই ভবনে এই এসএমই মার্কেটের উদ্বোধন অনুষ্ঠিত হবে।

ডিএসইর এই নতুন যাত্রার উদ্ভোধন করবেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত উল ইসলাম।

এসএমই খাতের উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমান,এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডিএসইর পরিচালক অধ্যাপক ড. মাসুদুর রহমান।

ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখবেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া ও মুল প্রবন্ধ উপস্থাপন করবেন ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা সাইফুর রহমান মজুমদার।

লেনদেন শুরু হতে যাওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মাস্টার ফিড, মোস্তফা মেটাল, অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিসিং মিলস,ওয়ান্ডারল্যান্ড টয়েস, হিমাদ্রি লিমিটেড ও বেঙ্গল বিস্কুট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

বে-লিজিংয়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান বে-লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চলতি বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই’র সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৯ পয়সা। এ হিসাবে চলতি বছরে প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় বেড়েছে।

৩১ মার্চ ২০২১ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০.১০ টাকা। যা গতবছর ২০২০ সালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ন্যাভ ছিল ১৯.৮০ টাকা।

অন্যদিক এপ্রিল-জুন এই তিন মাসে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৯ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২ পয়সা। এ হিসাবে চলতি বছরে প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় বেড়েছে।

৩০ জুন ২০২১ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০.৫৩ টাকা। যা গতবছর ২০২০ সালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ন্যাভ ছিল ১৯.৮০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম