জুয়েলারিখাতে বিপ্লব আনবে বসুন্ধরার বিনিয়োগ: এফবিসিসিআই সভাপতি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন-এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, জুয়েলারিখাতে বিপ্লব আনবে বসুন্ধরা গ্রুপের বিনিয়োগ।

তিনি বলেন, বসুন্ধরা গ্রুপ যে গোল্ড রিফাইনারি নিয়ে আসছে তাতে দেশের জুয়েলারি ব্যবসার আরও প্রসার হবে।

আমাদের বাজার অনেক বড় হবে। মানুষ কেনাকাটা বেশি করবে। স্থানীয়ভাবে উৎপাদন করতে পারলে দেশের চাহিদা মিটিয়ে জুয়েলারি পণ্য রপ্তানি হবে। জুয়েলারি শিল্পের বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর এই খাতকে আরও উন্নত করবেন। তার হাত ধরে বিশাল একটা পরিবর্তন আসবে জুয়েলারিখাতে। বসুন্ধরা গ্রুপ জুয়েলারিখাতে অনেক বড় বিনিয়োগ নিয়ে এসেছে, এটা দরকার ছিল। বিদেশে কেনাকাটা করতে গিয়ে দেখেছি, তারা কিভাবে ডিজাইনের পরিবর্তন এনেছেন, বিদেশে রপ্তানি করছেন।

শুক্রবার (২৯ অক্টোবর) রাতে রাজধানীর ওয়েস্টিন হোটেলে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস আয়োজিত গুণীজন সংবর্ধনা- ২০২১ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দেশের শীর্ষ শিল্প উদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপ, বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেড ও আরিশা জুয়েলার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বলেন, প্রাচীনকাল থেকেই সোনার গহনা মানুষের কাছে মূল্যবান সম্পদ। অনেকের কাছে আভিজাত্যের অংশ। ধনী বা গরীব কম-বেশি আমরা সবাই ব্যবহার করি সোনার গহনা। অনেকে ভবিষ্যতের সম্পদ হিসেবেও রাখেন সোনার গহনা।

আরিশা জুয়েলার্স লিমিটেডের এ ব্যবস্থাপনা পরিচালক বলেন, বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোতে সোনার অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব রয়েছে। এই শিল্পে মূল্য সংযোজন অনেক বেশি হয়। হাতে তৈরি গহনার প্রায় ৮০ শতাংশ বাংলাদেশ ও ভারতে প্রস্তুত হয়। কিন্তু সোনার গহনা রপ্তানিতে বাংলাদেশ পিছিয়ে আছে। অথচ রপ্তানিতে রয়েছে বিশাল সম্ভাবনা।

বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেডের এ কর্ণধার বলেন, বিশ্ববাজারে হাতে তৈরি সোনার গহনার কদর বাড়ছে। এশিয়ার অনেক দেশ বিলিয়ন বিলিয়ন ডলার সোনার গহনা রপ্তানি করে। ইউরোপ, মধ্যপ্রাচ্য, আমেরিকা ও কানাডার মতো উন্নত দেশে বাংলাদেশি গহনা রপ্তানির চাহিদা রয়েছে। বাংলাদেশি কারিগরদের হাতে তৈরি গহনা রপ্তানির বিশাল সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজন নতুন নতুন উদ্যোগ। পাশাপাশি সোনার গহনা রপ্তানিতে সরকারের নীতি সহায়তা প্রয়োজন।

সায়েম সোবহান আনভীর বলেন, বর্তমানে সারাদেশে প্রায় ২০ হাজার নিবন্ধিত জুয়েলারি ব্যবসায়ী আছেন। এখন জুয়েলারি শিল্প গড়ে ওঠা উচিত। যা দেশের মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধি বা জিডিপি’তে ইতিবাচক অবদান রাখবে। বিদেশে আমাদের পোশাকশিল্পের যেমন সুনাম, তেমনি জুয়েলারি শিল্পেও সুনাম অর্জন করতে হবে। পোশাকশিল্পের চাইতে সোনার গহনা তৈরিতে মূল্য সংযোজন অনেক বেশি হয়।

তিনি আরও বলেন, সারাদেশের জুয়েলারি ব্যবসায়ীদের হাতে হাত রেখে এক সাথে কাজ করতে হবে। এটা করতে পারলে, এই শিল্প বিকাশের পথে যে কোন সমস্যা সমাধান সম্ভব হবে। আগামী দিনে নবীন ও প্রবীণ মিলে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন এফবিসিসিআই সহসভাপতি আমিন হেলালী, রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ- রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল। এতে স্বাগত বক্তব্য দেন বাজুস সভাপতি এনামুল হক খান দোলন ও ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা।

এফবিসিসিআই সহসভাপতি আমিন হেলালী বলেন, আমরা এখন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। আদিকাল থেকেই জুয়েলারি ব্যবসা চলে আসছে। আগামীতে ব্যবসার সম্প্রসারণে বসুন্ধরা গ্রুপের এমডিকে নির্বাচিত করতে যাচ্ছেন। আমি মনে করি জুয়েলারি শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেড।

রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল বলেন, বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর এর কাছে স্বর্ণ ব্যবসায়ীদের অনেক বেশি প্রত্যাশা। স্বর্ণ ব্যবসার প্রসারে নতুন কমিটি এসে সব ধরনের সমস্যা দূর করবে বলে আশা করি।

বাজুস সভাপতি এনামুল হক খান দোলন বলেন, স্বাধীনতার ৫০ বছরে আমাদের সবচেয়ে বড় অর্জন স্বর্ণ নীতিমালা। যারা স্বর্ণ ব্যবসা সম্প্রসারণ করে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিতে বিগত সময় থেকে আজ পর্যন্ত অবদান রেখেছেন তাদের জন্য আমরা এই সম্মাননা প্রদানের আয়োজন করেছি। আমাদের পরবর্তী প্রজন্মের ব্যবসায়ীরাও জুয়েলারি ব্যবসায় অবদানের স্বীকৃতি দিবে বলে আমি আশা করি। স্বর্ণালঙ্কার তৈরির ব্যয় আমাদের প্রতিবেশী দেশের তুলনায় তিনগুণ। স্বর্ণালঙ্কার তৈরিতে ওয়েস্টেজ কমিয়ে আনতে হবে। বাজুসের আগামী কমিটি আমাদের জন্য একটি ভবন ও একটি জুয়েলারি ব্যাংক প্রতিষ্ঠা করবেন বলে আশা করি। জুয়েলারি মালিক সমিতি মহামারীর মধ্যে এক পয়সার প্রণোদনা পায়নি। এটা আমাদের জন্য অতি কষ্টের।

বাজুসের সাবেক সভাপতি ডা. দিলীপ রায় বলেন, বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর আগামী কমিটির দায়িত্ব নিয়ে জুয়েলারি মালিক সমিতির অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন বলে আমি আশা করি। জুয়েলারি ব্যবসার উন্নয়নে আমরা একেকজন একেক কাজ করছি। আমরা আগামীতে আর স্বর্ণের বার আমদানি করবো না। বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেডে তৈরি হবে মেড ইন বাংলাদেশ লেখা বার রপ্তানি করবো।

বাজুসের সাবেক সাধারণ সম্পাদক এমএ হান্নান আজাদ বলেন, আগামী কমিটি জুয়েলারি ব্যবসা সম্প্রসারণে ভ্যাট- ট্যাক্স সম্পর্কিত জটিলতাগুলো দুর করবেন বলে আশা করছি।

বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, বড় বিনিয়োগের মাধ্যমে দেশে প্রথম এবং একমাত্র গোল্ড রিফাইনারি “বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেড” করার সাহস দেখানোর জন্য গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে ধন্যবাদ। এতে শুধু বাংলাদেশ নয় এশিয়ায় জুয়েলারি শিল্পের বিপ্লব ঘটবে।

ওই অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের হাতে ক্রেস্ট তুলে দেন বাজুস সভাপতি এনামুল হক খান দোলন। এছাড়াও অনুষ্ঠানের অতিথিরা গুণীজন সংবর্ধনা পাওয়া দেশের খ্যাতনামা জুয়েলারি ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে বাজুস গুণীজন সংবর্ধনা- ২০২১ এর সম্মাননা স্মারক তুলে দেন।

বাজুস সম্মাননা পাওয়া তিন প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- ঢাকা স্বর্ণ শিল্পী শ্রমিক সংঘ, ঢাকা গোল্ড লিমিটেড ও বাংলা গোল্ড (প্রাঃ) লিমিটেড। আর জুয়েলারি খাতে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বাজুস সম্মাননা পাওয়া ১১ জন হলেন- আলী আকবর খান (মরণোত্তর), এ জেড এম ছানাউল্ল্যা (মরণোত্তর), শামসুল আলম (মরণোত্তর), এম. এ. হান্নান আজাদ, দিলদার আহমেদ সেলিম, ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, দিলীপ কুমার আগরওয়ালা, এম. এ. ওয়াদুদ খান, ডা. দিলীপ কুমার রায়, কাজী সিরাজুল ইসলাম এবং গঙ্গা চরন মালাকার।
স্টকমার্কেটবিডি.কম/

শামসুদ্দিন চৌধুরী মানিকের অপসারণ দাবি ইভ্যালির মার্চেন্টদের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির পরিচালনা নিয়ে হাইকোর্ট গঠিত কমিটির চেয়ারম্যান শামসুদ্দিন চৌধুরী মানিকের অপসারণের দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির গ্রাহক ও মার্চেন্টরা।

শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ‘ইভ্যালির গ্রাহক ও মার্চেন্টবৃন্দ’র ব্যানারে এ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচি থেকে শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে ইভ্যারি সম্পর্কে ভিত্তিহীন বক্তব্য দেওয়ার অভিযোগ তোলা হয়। পাশপাশি ইভ্যালির সিইও ও এমডি মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান মোছা. শামীমা নাসরিনের মুক্তিসহ ৭ দফা দাবি জানানো হয়।

কর্মসূচি আয়োজকদের প্রধান সমন্বয়ক মো. নাসির উদ্দিন বলেন, ‘ইভ্যালি পরিচালনা করার জন্য হাইকোর্টের গঠিত কমিটির চেয়ারম্যান শামসুদ্দিন চৌধুরী মানিক কোনো বোর্ড মিটিং করার আগে ইভ্যালি সম্পর্কে ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্য দিচ্ছেন। তিনি ই-কমার্স ব্যাকগ্রাউন্ডের নয়। ইভ্যালি নিয়ে ভিত্তিহীন ও মনগড়া বক্তব্য দেওয়া ব্যক্তি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে কোনোভাবেই দায়িত্বে থাকতে পারে না। আমরা শামসুদ্দিন চৌধুরী মানিকের অপসারণ দাবি করছি।’

তিনি বলেন, ‘ইভ্যালির এমডি ও চেয়ারম্যানের মুক্তি ছাড়া এ ব্যবসা পরিচালনা করা সম্ভব না। তাদের মুক্তি দিয়ে নজরদারির মাধ্যমে ব্যাবসা পরিচালনা করার সুযোগ করে দিতে হবে।

ইভ্যালির গ্রাহক নাসির উদ্দিন বলেন, ‘ইভ্যালির এমডি, চেয়ারম্যানরা প্রতিষ্ঠানটিকে আবারও দাড় করাতে পারবে বলে আমরা বিশ্বাস করি। মোহাম্মদ রাসেল তার আইনজীবী মাধ্যমে জানিয়েছেন, চার মাস সময় দিলে ইভ্যালি তার দেনা পরিশোধ করতে পারবেন। ইভ্যালির আইনজীবী এক টকশোতে দাবি করেছেন, পাঁচজন বিনিয়োগকারীও ইভ্যালিতে বিনিয়োগ করতে রাজি আছেন।’

মানববন্ধনে অংশ নেওয়াদের আরও কয়েকটি দাবির কথা জানান। সেগুলো হল- বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ইক্যাব, পেমেন্ট গেটওয়ে, মার্চেন্ট এবং ভোক্তা প্রতিনিধিদের সমন্বয় কমিটি গঠন করা, করোনাকালীন বিভিন্ন খাতের মতো ই-কমার্স প্ল্যাটফর্মগুলোকে প্রণোদনা দেওয়া, ই-কমার্স প্ল্যাটফর্মগুলোকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে পরিচালনা বাধ্যতামূলক করা, ই-কমার্স উদ্যোক্তাদের সরকারিভাবে সুরক্ষা দেওয়া।

স্টকমার্কেটবিডি.কম/

ই-কমার্স সাইট আদিয়ান মার্টের সিইওসহ আটক ৪

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বর্তমানে ই-কমার্স সাইটগুলোর বিরুদ্ধে ভোক্তাদের ক্ষতিগ্রস্ত ও হয়রানির অসংখ্য অভিযোগ আসছে। এমনই একটি সাইট আদিয়ান মার্ট। তাদের বিরুদ্ধেও অভিযোগ এসেছে।

এরই পরিপ্রেক্ষিতে আদিয়ান মার্ট এর সিইও জুবায়ের সিদ্দিকীসহ সহ ৪ জনকে আটক করেছে র‌্যাব-৬। গতকাল শুক্রবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে তাদেরকে চুয়াডাঙ্গা জেলা থেকে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ক্যাম্পের অফিসার ইনচার্জ মেজর মোহাম্মদ শরীফুল আহসান।

স্টকমার্কেটবিডি.কম/