দিনশেষে লেনদেনের সাথে সূচকের বড় পতন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে প্রধান সূচকের বড় পতন লক্ষ করা গেছে। তবে এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে সামান্য কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬১.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭০০০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৮.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৭০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ২৬২০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৬৩৭ কোটি ২ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৭২৪ কোটি ৪৮ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২২৬টির, আর দর অপরিবর্তিত আছে ২৭টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, আইএফআইসি ব্যাংক, সাইফ পাওয়ারটেক, ওরিয়ন ফার্মা, ফরচুন সুজ, বিএটিবিসি, মালেক স্পিনিং মিলস, জিপিএইচ ইস্পাত, জেনেক্স ইনফোসিস ও লাফাজার্জ হোলসিম বিডি লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৪৮.৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৪৮০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১৭৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫৬ কোটি ৫৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ৬৩ কোটি ৬৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে আইএফআইসি ব্যাংক ও লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস

এবি ব্যাংকের রাইট আবেদন বাতিল করল বিএসইসি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর আবেদন বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এবি ব্যাংকের লভ্যাংশ প্রদানের ইতিহাস এবং বর্তমান আর্থিক অবস্থা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, ইক্যুইটি মূলধন শক্তিশালী করতে রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে এবি ব্যাংকের পরিচালনা পর্ষদ। ব্যাংকটির পরিচালনা পর্ষদ, ৬টি শেয়ারের বিপরীতে ১টি করে রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছিল।

স্টকমার্কেটবিডি/

কনফিডেন্স সিমেন্টের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের সর্বশেষ বছরের বাৎসরিক বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আগামী ১০ নভেম্বর অক্টোবর বেলা সাড়ে ৩টায় রাজধানীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বঙ্গজ ইন্ডাস্ট্রিজের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বঙ্গজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সর্বশেষ বছরের বাৎসরিক বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আগামী ৭ নভেম্বর অক্টোবর বেলা সাড়ে ৩টায় রাজধানীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারে সাউথ বাংলা ব্যাংকের কম্বল প্রদান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের দুস্থ ও শীতার্তদের জন্য সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারে কম্বল প্রদান করেছে।

গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাউথ বাংলা ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা এবং ব্যাংকের অন্যতম পরিচালক এজেডএম শফিউদ্দিন (শামীম) এর নিকট থেকে কম্বল গ্রহণ করেন।

এ সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়াল প্লাট ফর্মে সংযুক্ত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস-এর চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

বারাকা পতেঙ্গা পাওয়ারের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারতালিকাভুক্ত কোম্পানি বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড সর্বশেষ হিসাববছরের শেয়ারহোল্ডারদের ১২.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ৩০ জুন ২০২১ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.৪৭ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ২৮.৪৮ টাকা।

আগামী ১৮ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

রিপাবলিক ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ শনিবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৭০ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৫৬ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮৬ পয়সা। গত বছরের একই সময়ে তা ১ টাকা ৪১ পয়সা ছিল।

সর্বশেষ প্রান্তিকে কোম্পানিটির ইপিএস বেড়েছে ২৫ শতাংশ। আর তিন প্রান্তিক মিলিয়ে ইপিএস বেড়েছে ৩২ শতাংশ।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৬ টাকা ৩২ পয়সা

স্টকমার্কেটবিডি/

শেষ হচ্ছে ‘১০-১০’ অনলাইন শপিং উৎসব

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

১০ অক্টোবর থেকে শুরু হওয়া অনলাইন শপিং উৎসব ‘১০-১০’ শেষ হচ্ছে আজ। ২০ দিনব্যাপী এই অনলাইন উৎসবে অংশ নিয়েছে সুপরিচিত দেশীয় ২০টি ই-কমার্স, পেমেন্ট ও লজিস্টিকস প্রতিষ্ঠান। প্রথম আলো ডট কমের সহযোগিতায় এবারের আয়োজনের পেমেন্ট পার্টনার ‘বিকাশ’ ও ডেলিভারি পার্টনার ‘ডেলিভারি টাইগার’। দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠানগুলো অর্জনকে তুলে ধরার জন্য টানা চতুর্থ বছরের মতো এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

উৎসবের সব আয়োজন একসঙ্গে জানার জন্য প্রথম আলো বিশেষ ওয়েব পেজ পাবলিশ করে-ayojon.prothomalo.com।

সাম্প্রতিক সময়ে ই-কমার্স ব্যবসার অস্থিরতার পরিপ্রেক্ষিতে এবারের আয়োজন বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। কিছুসংখ্যক অসাধু ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার জন্য অনেক অনলাইন গ্রাহক এখন অনলাইন শপিংকে সন্দেহের চোখে দেখা শুরু করেছেন। কিন্তু ই-কমার্স মানেই যে প্রতারণা নয়, এখানে অনেক ভালো প্রতিষ্ঠান সততার সঙ্গে ব্যবসা করছে, কাস্টমারদের সন্তুষ্টির জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, সেটি তুলে ধরাই এবারের আয়োজনের প্রধান উদ্দেশ্য। একই সঙ্গে অনলাইন কেনাকাটার ব্যাপারে গ্রাহকের সচেতনতা তৈরি করা ছিল আরেকটি বড় লক্ষ্য। এবারের উৎসবের স্লোগান ছিল ‘জেনে-শুনে-বুঝে, শপিং হবে অনলাইনে’।

উৎসবে অংশগ্রহণকারী প্রতিটি ই-কমার্স প্রতিষ্ঠান নানান ধরনের বিশেষ অফার নিয়ে আসে। উৎসবের ২০ দিনে যেকোনো অর্ডার করেই পাওয়া গেছে ‘ফ্রি’ ডেলিভারির সুবিধা। বিকাশে পেমেন্ট করলে পাওয়া গেছে ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এ ছাড়া প্রতিটি ই-কমার্স সাইট বিশেষ কিছু নিজস্ব অফার দিয়েছে। যেমন জনপ্রিয় গ্রোসারি ই-কমার্স প্রতিষ্ঠান চালডাল মেলার ২০ দিন ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও যশোরে গ্রাহকদের জন্য ফ্রি ডেলিভারি সুবিধা দিয়েছে। আজকের ডিলের অফার ছিল একটা কিনলে একটা ফ্রি অফার! সেই সঙ্গে শার্ট, প্যান্ট, টি-শার্টের ক্ষেত্রে কম্বো অফার। বিকাশে ১০ % ক্যাশব্যাক ও সারা দেশে ফ্রি ডেলিভারি অফার। দেশীয় ফুড ডেলিভারি কোম্পানি পাঠাও ফুডের অফার ছিল বিকাশে পেমেন্ট করলেই ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কম্পিউটার বিক্রির প্রতিষ্ঠান স্টারটেক ফেস্টিভ্যাল চলাকালীন সময়ে অনলাইনে অর্ডারে দিয়েছে নানান উপহার, দেশজুড়ে ফ্রি হোম ডেলিভারি, ইনস্ট্যান্ট ক্যাশব্যাকের মতো বিভিন্ন আকর্ষণীয় অফার।
বিজ্ঞাপন

গৃহস্থালি প্রোডাক্টের অনলাইন সাইট আইফেরি ডট কম দিচ্ছে হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স, হোম ডেকোর ও থালা–বাসনের আইটেমে বিশেষ ছাড় ও ২০০০ টাকার অর্ডারে সারা দেশে ফ্রি শিপিং সুবিধা। গ্যাজেট অ্যান্ড গিয়ার দিয়েছে ফ্রি গিফট, ফ্রি ডেলিভারি ও বিশেষ কাস্টমার সেবা। দেশি ফ্যাশন পণ্যের সাইট আদিতে ৫০% পর্যন্ত ছাড় এবং ১০০০ টাকার বেশি অর্ডারে ফ্রি ডেলিভারি সুবিধা ছিল। সেই সঙ্গে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অরিজিনাল জার্সি, যা একটি কিনলে আরেকটা ফ্রি পাওয়া গেছে। বাসাবাড়ির প্রয়োজনীয় সার্ভিস বুক করুন ৬১% পর্যন্ত ছাড়ে বুক করা গেছে সেবা ডট এক্সওয়াইজেডে। বই বিক্রির নামকরা অনলাইন সাইট প্রথমা ডট কম উৎসব উপলক্ষে দিয়েছে সর্বোচ্চ ৩০% পর্যন্ত ছাড় এবং ১০০০ টাকার বেশি অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি।

স্টকমার্কেটবিডি.কম/