1. বেক্সিমকো লিমিটেড
  2. ওরিয়ন ফার্মা
  3. আইএফআইসি ব্যাংক
  4. বিএটিবিসি
  5. ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
  6. লাফার্জ হোলসিম বিডি
  7. কাট্টালী টেক্সটাইল
  8. সাইফ পাওয়ারটেক
  9. আলিফ ইন্ডাস্ট্রিজ
  10. বেক্স ফার্মা লিমিটেড।

ডিএসইতে ১১৫৪ ও সিএসইতে ৩২ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৬.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৮৯৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৭.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪৬১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২০.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৫৮৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১১৫৪ কোটি ৪৩ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১২৯৫ কোটি ১১ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৮৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৪৬টির, আর দর অপরিবর্তিত আছে ৪০টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা, আইএফআইসি ব্যাংক, বিএটিবিসি, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, লাফার্জ হোলসিম বিডি, কাট্টালী টেক্সটাইল, সাইফ পাওয়ারটেক, আলিফ ইন্ডাস্ট্রিজ ও বেক্স ফার্মা লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২১৬.৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ১৮৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ২০১টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩২ কোটি ২৬ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৫২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বিএটিবিসি ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস

ই-জেনারেশনের ১ম প্রান্তিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি ই-জেনারেশন লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিক বোর্ড সভা আগামী ৮ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় রাজধানীর গুলশানে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বাংলাদেশে কাজের পরিধি বাড়াতে চায় গেটস ফাউন্ডেশন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশে কাজের পরিধি আরো বাড়াতে চায় বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। গত সোমবার রাতে স্কটল্যান্ডের গ্লাসগোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিল গেটস এ কথা জানান।

বিশ্ব জলবায়ু সম্মেলন কেন্দ্রের বৈঠক কক্ষে শেখ হাসিনা ও বিল গেটস বৈঠক করেন। আধাঘণ্টার বেশি সময় ধরে চলা এ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহিরয়ার আলম।

বৈঠকের পর সাংবাদিকদের জানানো হয়েছে, বাংলাদেশের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়েছে গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে। গেটস ফাউন্ডেশন বর্তমানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সঙ্গে কাজ করছে। এ দেশে তারা কাজের ক্ষেত্র আরো বাড়াতে চায়। সূত্র: সংবাদ সংস্থা

স্টকমার্কেটবিডি.কম/

আফগানিস্তানে বিদেশি মুদ্রা নিষিদ্ধ করল তালেবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

আফগানিস্তানে বিদেশি মুদ্রা ব্যবহারের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, তালেবানের এই পদক্ষেপে পতনের দ্বারপ্রান্তে থাকা আফগান অর্থনীতি আরো খারাপের দিকে যাওয়ার শঙ্কা রয়েছে।

তালেবান এক ঘোষণায় জানিয়েছে, দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং জাতীয় স্বার্থের জন্য সকল আফগান তাদের প্রতিটি বাণিজ্যিক লেনদেনে আফগান মুদ্রা ব্যবহার করবে।

এদিকে আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার ফলে আন্তর্জাতিক সহায়তা বন্ধ হয়ে গেছে সে দেশে। এতে করে আফগানিস্তানের অর্থনীতি চরম খারাপ অবস্থায় পড়েছে।

আফগানিস্তানে ব্যাপকভাবে মার্কিন ডলার ব্যবহার হয়। এমনকি আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাতে ডলার ব্যবহার হয়। কিন্তু তালেবানের এই নির্দেশনার পর কেউ আফগানিস্তানের অভ্যন্তরে বিদেশি মুদ্রা ব্যবহার করতে পারবে না।

তালেবানের এই নিষেধাজ্ঞা অমান্য করলে কঠিন শাস্তির মুখোমুখি হওয়ার শঙ্কা রয়েছে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেছেন, এখন থেকে দেশীয় ব্যবসায় কেউ বিদেশি মুদ্রা ব্যবহার করলে শাস্তির মুখোমুখি হতে হবে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং জাতীয় স্বার্থের জন্য প্রত্যেক লেনদেনে আফগান মুদ্রা ব্যবহার করা উচিত।
সূত্র: বিবিসি।

স্টকমার্কেটবিডি.কম/

লন্ডনে আগামীকাল ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১’

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বৃহস্পতিবার লন্ডনে রানী এলিজাবেথের চার্চিল অডিটোরিয়ামে হবে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১ : বিল্ডিং সাসটেইনেবল গ্রোথ পার্টনারশিপ’। এরপর ৮ নভেম্বর বাণিজ্যিক শহর ম্যানচেস্টারের সেন্টার কনভেনশন কমপ্লেক্সে হবে ‘রাইজ অব বেঙ্গল টাইগার : ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পোটেনশিয়ালস উইথ দ্য ইউকে’।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ) ও বাংলাদেশ হাইকমিশনের এ যৌথ আয়োজনে অংশ নিতে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল ইতোমধ্যে যুক্তরাজ্যে পৌঁছেছেন। প্রবাসী উদ্যোক্তা ও যুক্তরাজ্যের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও যোগ দেবেন বাংলাদেশের এ আয়োজনে। জলবায়ু সম্মেলন উপলক্ষে বর্তমানে গ্লাসগোতে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনারও এ বিনিয়োগ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মুখপাত্র রেজাউল করিম বলেন, পাঁচটি কারণে যুক্তরাজ্যে এ বিনিয়োগ মেলা হচ্ছে। এই মেলার মাধ্যমে বাংলাদেশের ব্র্যান্ডিং হবে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের তথ্য তুলে ধরা যাবে। দ্বিতীয় লক্ষ্য বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ আনা। তৃতীয় লক্ষ্য বাংলাদেশের অন্যান্য খাতেও বিনিয়োগ নিয়ে আসা, চতুর্থ লক্ষ্য বাংলাদেশের যে ছয় লাখের মতো মানুষ যুক্তরাজ্যে থাকে, তাদেরকে বাংলাদেশের পুঁজিবাজারে সম্পৃক্ত করা। আর পঞ্চম লক্ষ্য হলো বাংলদেশে কর্মরত যেসব কোম্পানির মূল অফিস যুক্তরাজ্যে, তাদেরকে বাংলাদেশের পুঁজিবাজারে আনা। রেজাউল করিম বলেন, আমাদের সঙ্গে এবার বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যাচ্ছেন। বাংলাদেশে কেউ বিনিয়োগ করতে এলে যারা সিদ্ধান্ত দেবেন তারা আমাদের সঙ্গে যাচ্ছেন।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্রমন্ত্রী আবুল কালাম আব্দুল মোমেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক থাকছেন এ সম্মেলনে।

বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানা আফরোজ, বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মো. নজরুল ইসলাম এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান মো. কিসমাতুল আহসানও থাকছেন।

বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ‘যুক্তরাজ্যে সফর আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ সেখান থেকে বাংলাদেশ বরাবরই ভালো বিনিয়োগ পেয়ে থাকে। বাংলাদেশের ছয় লাখ মানুষ যুক্তরাজ্যে থাকে। যুক্তরাজ্যের অনেক কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করেছে। এই সম্পর্ক যেন আমরা আরও বাড়াতে পারি সেজন্য আমরা চেষ্টা করব।’ এর আগে বাংলাদেশে বিনিয়োগ টানতে দেশের বাইরে আরও তিনটি মেলা করেছে বিএসইসি, যার প্রথমটি হয় গত ফেব্রুয়ারি মাসে দুবাইয়ে। পরে জুলাই ও আগস্ট মাসে যুক্তরাষ্ট্রে রোড শো হয়। সর্বশেষ সেপ্টেম্বর মাসে বিনিয়োগ মেলা হয় সুইজারল্যান্ডে।

স্টকমার্কেটবিডি.কম/

আলিফ ম্যানুফেকচারিংয়ের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলিফ ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিক, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৯ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তিন প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৪টায় রাজধানীতে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির এই তিন প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

আলিফ ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিক, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৯ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তিন প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় রাজধানীতে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির এই তিন প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

সূচক বেড়ে শেয়ারবাজারে লেনদেন চলছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৩ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৬৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৪৭০ ও ২৬০৬ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৪২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বুধবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৩টির, কমেছে ৭৩টির এবং অপরির্বতিত রয়েছে ৬২টি কোম্পানির শেয়ারদর।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১০ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৪১৪ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ে ৪১টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ২২টি কোম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির শেয়ারের দর।

স্টকমার্কেটবিডি.কম/