1. বেক্সিমকো লিমিটেড
  2. ওয়ান ব্যাংক
  3. প্যারামাউন্ট টেক্সটাইল
  4. আইএফআইসি ব্যাংক
  5. জেনেক্স ইনফোসিস
  6. ফার্ষ্ট সিকিউরিটিজ ব্যাংক
  7. ফরচুন সুজ
  8. এনআরবিসি ব্যাংক
  9. সাইফ পাওয়ারটেক
  10. ওরিয়ন ফার্মা লিমিটেড।

ডিএসইতে লেনদেন কমে ৮’শ কোটির ঘরে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের বড় পতন হয়েছে। তবে এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬৫.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৮৫২ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৯.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৪২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৮.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ২৬০২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮৪৯ কোটি ৭৭ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১১২৯ কোটি ৫৫ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৬২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৮৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৪১টির, আর দর অপরিবর্তিত আছে ৩২টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, ওয়ান ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, আইএফআইসি ব্যাংক, জেনেক্স ইনফোসিস, ফার্ষ্ট সিকিউরিটিজ ব্যাংক, ফরচুন সুজ, এনআরবিসি ব্যাংক, সাইফ পাওয়ারটেক ও ওরিয়ন ফার্মা লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২১১.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৫৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ১৮২টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৩টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৫৪ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ৫৮ কোটি ৬০ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে মার্কেন্টাইল ব্যাংক ও আইএফআইসি ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস

ডিএসইর পরিচালক নির্বাচনের তফসিল ঘোষণা

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একজন শেয়ারহোল্ডার পরিচালক বাছাইয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পরিচালক পদে নির্বাচন করতে আগ্রহী প্রার্থীদের আগামী ৫ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবে। মনোনয়ন ফরম ৯ ডিসেম্বর জমা দেয়া যাবে। আর মনোনয়ন ফরম ১৫ ডিসেম্বর প্রত্যাহার করা যাবে।

রাজধানীর নিকুঞ্জে ডিএসই ভবনের অডিটরিয়ামে ২৬ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে।

 

এস এস স্টিলের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি এস এস স্টিল লিমিটেড গত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০২১ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৩১ টাকা। আর এ বছর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ২৩.৫৮ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ