রেনউইক জাজন্বেশর এজিএমের সময় পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রেনউইক জাজন্বেশর এন্ড কোং লিমিটেড বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় পরিবর্তন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৩৩তম এজিএমটি আগামী ২৫ ডিসেম্বর বেলা ৬টায় অনুষ্ঠিত হবে। পরিচালনা বোর্ডের সভায় এই এজিএমটির সময় অনিবার্যকারণ বশত পরিবর্তন করা হয়। এজিএমটি অনলাইনে অনুষ্ঠিত হবে।

এর আগে এই এজিএম তারিখ ও সময় নির্ধারণ করা হয় এদিন সকাল সোয়া ১১ টা। তবে এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/

কোম্পানিগুলোকে মূলধন বৃদ্ধির সময় বেঁধে দিল বিএসইসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারের মূল বোর্ডে ৩০ কোটি টাকার কম মূলধনের কোনো কোম্পানি আর থাকতে পারবে না। এ জন্য তালিকাভুক্ত যেসব কোম্পানির পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকার নিচে, সেসব কোম্পানিকে মূলধন বাড়াতে ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির নির্দেশনা অনুযায়ী, যেসব কোম্পানির পরিশোধিত মূলধন ২০ কোটি টাকার বেশি, সেসব কোম্পানিকে ৩০ জুনের মধ্যে এবং যাদের মূলধন ২০ কোটি টাকার কম, তাদের আগামী ডিসেম্বরের মধ্যে মূলধন বাড়িয়ে ৩০ কোটি টাকা করতে হবে। গত বৃহস্পতিবার সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে এ–সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। বিএসইসির সহকারী পরিচালক মোহাম্মদ মিনহাজ বিন সেলিম এ চিঠি ইস্যু করেন।

বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, স্বল্প মূলধনি কোম্পানির শেয়ার নিয়ে প্রায়ই নানা ধরনের কারসাজির অভিযোগ পাওয়া যায়। এ কারণে স্বল্প মূলধনি কোম্পানিগুলোকে মূল বাজার থেকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যারা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধিত মূলধন বাড়াতে পারবে, তারা মূল বাজারে থাকবে। আর যেসব কোম্পানি ব্যর্থ হবে, সেগুলোকে মূল বাজার থেকে সরিয়ে নেওয়া হবে।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বর্তমানে তালিকাভুক্ত অর্ধশতাধিক কোম্পানি রয়েছে, যাদের পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকার কম। এসব কোম্পানিকে আগামী ৩০ জুনের মধ্যে মূলধন বাড়ানোর সময় বেঁধে দিয়েছে বিএসইসি।

স্টকমার্কেটবিডি.কম/এ

আলিফ মেনুফেকচারিংয়ের ১ম প্রান্তিকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলিফ মেনুফেকচারিং লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিক বোর্ড সভা আগামী ১৫ ডিসেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩:৩০ টায় রাজধানীর গুলশানে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

আলিফ ইন্ডাস্ট্রিজের ১ম প্রান্তিকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিক বোর্ড সভা আগামী ১৫ ডিসেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর গুলশানে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বীকন ফার্মার ১ম প্রান্তিকের বোর্ড সভা পিছালো

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি বীকন ফার্মাসিটিক্যালস লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিক বোর্ড সভার দিন পিছোনো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১৪ ডিসেম্বর এই বোর্ড সভাটি আহবান করা হয়েছে। এর আগে ১২ ডিসেম্বর এই বোর্ড সভাটি আহবান করা হয়েছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

এবার মালেক স্পিনিংয়ে অগ্নিকান্ড; কারখানা বন্ধ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মালেক স্পিনিং মিলস লিমিটেডের কারখানায় এবার অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ১০ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় গাজীপুরের শফিপুরে মালেক স্পিনিং মিলসের ফেব্রিক্স ইউনিটে আগুন লাগে। গতকাল শনিবার থেকে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

আগুন নিয়ন্ত্রনে কাজ করে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। এর মধ্যে কারখানায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়ে যায়। ফ্যাক্টরি মেশিনারি, ফ্যাক্টরি শেড, এসি প্ল্যান্ট, সুতা ও ফেব্রিক্স ইত্যাদি আগুনে পুড়ে গেছে। তবে ফ্যাক্টরিতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে একজন গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানাটি ফায়ার ইন্স্যুরেন্সের আওতায় রয়েছে বলে ডিএসইকে জানানো হয়।

গত ৬ এপ্রিল মালেক স্পিনিং মিলসের সাবসিডিয়ারি কোম্পানি সালেক টেক্সটাইল লিমিটেডের ফেব্রিক্স ইউনিটে আগুন লাগে। সালেক টেক্সটাইল লিমিটেডের ৯৭.৯২৫ শতাংশ শেয়ার মালিকানায় রয়েছে মালেক স্পিনিং মিলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

১৬ কোটি টাকার ফ্লোর স্পেস কিনবে এক্সিম ব্যাংক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এক্সিম ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড একটি ভবনের ফ্লোর স্পেস কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটি চট্টগ্রামে কতোয়ালিতে জামাল ইদ্দিন রোডে অবস্থিত একটি ভবনের ১ম, ২য় ও গ্রাউন্ড ফ্লোর স্পেস কিনবে। ৮৮৮৯ বর্গফুটের এইসব ফ্লোরের জন্য ব্যয় ধরা হয়েছে মোট ১৬ কোটি টাকা।

ব্যাংকটি বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে ফ্লোর স্পেস গুলো কিনবে।

স্টকমার্কেটবিডি.কম/এম