ডিএসই’র পরিচালক পদ-প্রার্থী আহমেদ রশিদ লালী ও শরীফ আনোয়ার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে দুজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। তারা হলেন- মো: শহীদুল্লাহ সিকিউরিটিজ লিমিটেডর ব্যবস্থাপনা পরিচালক শরীফ আনোয়ার হোসেন ও রাশিদ ইনভেষ্টমেন্ট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ রশিদ লালী।

আহমেদ রশিদ লালী

ডিএসই সূত্রে জানা যায়, শরীফ আনোয়ার হোসেনের প্রার্থী নাম প্রস্তাব করেছেন আরেক পরিচালক শাকিল রিজভী। আর আহমেদ রশিদ লালীর প্রস্তাবক হলেন গ্রিনল্যান্ড ইক্যুইটি লিমিটেডের রাজিব আহসান।

জানা গেছে, এই নির্বাচনে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। আর ১৯ ডিসেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর ২৬ ডিসেম্বর খিলক্ষেত নিকুঞ্জতে অবস্তিত ডিএসই নতুন ভবনে সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত নির্বাচন হবে।

ভোট শেষে ওইদিনই ফলাফল জানানো হবে। পরে ডিএসই’র আসন্ন বার্ষিক সাধারণ সভায় দাফতরিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

শরীফ আনোয়ার হোসেন

এবারের নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের কমিশন গঠন করা হয়েছে। কমিটির প্রধান সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুস সামাদ। অন্য দুই সদস্য হলেন- হারুন সিকিউরিটিজ লিমিটেডর ব্যবস্থাপনা পরিচালক হারুন-উর-রশিদ এবং রফিকুল ইসলাম।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ইভ্যালি কেলেঙ্কারি; আগাম জামিন পেলেন ফারিয়া-মিথিলা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতারণামূলক কর্মকাণ্ডে সহযোগিতা ও অর্থ আত্মসাতের অভিযোগে এক গ্রাহকের মামলায় হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন মডেল ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও শবনম ফারিয়া।

গত ৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা, শবনম ফারিয়াসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেন। এই নয়জনের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়।

ওই মামলার নথি সূত্রে জানা গেছে, তাহসান, মিথিলা ও শবনম ফারিয়া ছাড়া আগেই গ্রেফতার হয়ে জেলে থাকা ই-কমার্স প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল, তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনসহ ইভ্যালির ঊর্ধ্বতন কর্মকর্তা আকাশ, আরিফ, তাহের ও মো. আবু তাইশ কায়েসকে মামলায় আসামি করা হয়েছে।

তাহসান, মিথিলা ও ফারিয়া ইভ্যালির ভিন্ন ভিন্ন দায়িত্বে ছিলেন। ই-কমার্স প্রতিষ্ঠানটির শুভেচ্ছা দূত ছিলেন তাহসান। মিথিলা ছিলেন ইভ্যালির ফেস অব ইভ্যালি লাইফস্টাইলের শুভেচ্ছা দূত। শবনম ফারিয়া প্রধান জনসংযোগ কর্মকর্তা ছিলেন। তারা ইভ্যালির প্রতারণায় সহযোগিতা করেছেন বলে মামলার অভিযোগে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

‘‌পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইন-২০২১’ অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে আগামীতে যে কোনও কোম্পানিকে অর্থ লেনদেন কিংবা পরিশোধের ব্যবসা করার সুযোগ রেখে ‘‌পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইন-২০২১’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে ব্যাংক লেনদেনের ক্ষেত্রে মিথ্যা তথ্য দিলে অনধিক ৩ বছরের কারাদণ্ড, ৫০ লাখ টাকা জরিমানা অথবা উভয়দণ্ডের বিধান রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে ভিডিও কনফারেন্সে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, ব্যাংকে যেসব পেমেন্ট এবং সেটেলমেন্ট আছে, সেগুলোতে আইন ছিল না। এখন আইন করা হয়েছে। এর ফলে ব্যাংকের পেমেন্ট এবং সেটেলমেন্ট সিস্টেম ডিজিটাল মাধ্যমে হবে। কেউ সে আইন না মেনে লেনদেন করলে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে খসড়া আইনে।

খন্দকার আনোয়ারুল আরও বলেন, খসড়া আইনের ৩৮ নম্বর ধারায় যারা বিভিন্ন রকমের অপরাধ করবে, তাদেরকে শাস্তির ব্যবস্থা রয়েছে। আর ৩৯ ধারাতে ব্যাংক, কোম্পানির মাধ্যমে গৃহীত বা সংগঠিত অপরাধের ক্ষেত্রে এ কোম্পানির মালিক, পরিচালক, কোম্পানির প্রধান নির্বাহী, ব্যবস্থাপক, সচিব বা অন্য কোন কর্মকর্তার সংশ্লিষ্টতা থাকলে তাদেরকে পদ থেকে বাংলাদেশ ব্যাংক কর্তৃক অপসারণের বিধান রাখা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

লেনদেনের শীর্ষে জিএসপি ফাইন্যান্স; ২য় বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জিএসপি ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৪৮ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো লিমিটেড লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৪৪ কোটি ৫১ লাখ টাকার।

৪১ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ওয়ান ব্যাংক লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সাইফ পাওয়ারটেকের ১৭ কোটি ৯২ লাখ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ১৪ কোটি ১ লাখ, ইষ্টার্ণ লূব্রিকেন্টসের ১৩ কোটি ৬৯ লাখ, আইএফআইসি ব্যাংকের ১৩ কোটি ৩০ লাখ, সােনালী পেপার মিলসের ১২ কোটি ৮৬ লাখ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ১০ কোটি ৬৩ লাখ ও ফার্ষ্ট সিকিউরিটিজ ব্যাংক লিমিটেডের ৯ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. জিএসপি ফাইন্যান্স
  2. বেক্সিমকো লিমিটেড
  3. ওয়ান ব্যাংক
  4. সাইফ পাওয়ারটেক
  5. সেনা কল্যাণ ইন্স্যুরেন্স
  6. ইষ্টার্ণ লূব্রিকেন্টস
  7. আইএফআইসি ব্যাংক
  8. সােনালী পেপার মিলস
  9. ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
  10. ফার্ষ্ট সিকিউরিটিজ ব্যাংক লিমিটেড।

ডিএসই’র লেনদেন ৬’শ কোটির ঘরে নেমেছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমে ৬’শ কোটি ঘরে নেমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৮.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৮৮২ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৭.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৬০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২৫৮৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৯৬ কোটি ৬৭ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১১৪৮ কোটি ২৩ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২২৮টির, আর দর অপরিবর্তিত আছে ৪৮টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- জিএইচপি ফাইন্যান্স, বেক্সিমকো লিমিটেড, ওয়ান ব্যাংক, সাইফ পাওয়ারটেক, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, ইষ্টার্ণ লূব্রিকেন্টস, আইএফআইসি ব্যাংক, সােনালী পেপার মিলস, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও ফার্ষ্ট সিকিউরিটিজ ব্যাংক লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১০৭.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ১৫৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৬০টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৩৪ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৩ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্স ফার্মা ও সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

মুন্নু সিরামিকসের ১২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের কোম্পানি মুন্নু সিরামিকস লিমিটেডের একজন কর্পোরেট পরিচালক ১২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে এই কর্পোরেট পরিচালক কোম্পানিটির ১২ লাখ বোনাস শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় পরিচালকের হাতে কোম্পানিটির ১ কোটি ৫৬ লাখ ৩৯ হাজার ৭৭ টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ব্লক মার্কেটে বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

অ্যারামিট সিমেন্টের ৫% অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি অ্যারামিট সিমেন্ট লিমিটেড চলতি হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য অন্তবর্তীকালীন ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, তবে ঘোষিত এই লভ্যাংশ শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য।

লভ্যাংশের জন্য কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ জানুয়ারি।

স্টকমার্কেটবিডি.কম/

আশুগঞ্জ পাওয়ার বন্ডের ইউনিটহোল্ডারদের কুপন রেট ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আশুগঞ্জ পাওয়ার স্টেশন বন্ডের ইউনিটহোল্ডারদের জন্য কুপন রেট ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বন্ডটি (জুলাই ৫,২১ থেকে জানুয়ারি ০৪,২২) দ্বিতীয় অর্থবছরের জন্য ৮.৫০ শতাংশ কুপন রেট ঘোষণা করেছে।

সূত্র জানায়, বন্ডটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৪ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

সান লাইফ ইন্স্যুরেন্সের এজিএমের দিন ও সময় পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত বিমা খাতের কোম্পানি সান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সাধারন সভার (এজিএম) দিন ও সময় পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির এজিএম ২৯ ডিসেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। এর আগে এজিএমের দিন ও সময় ২৩ ডিসেম্বর বেলা ১১ টায় নির্ধারণ করেছিল কোম্পানিটি।

অনিবার্যকারণ বশত বিমাটির এই ২১তম এজিএমের দিন ও সময় পরিবর্তন করা হয়েছে। অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/