1. বেক্সিমকো লিমিটেড
  2. জেনেক্স ইনফোসিস
  3. ওয়ান ব্যাংক
  4. এশিয়া ইন্স্যুরেন্স
  5. সেনা কল্যাণ ইন্স্যুরেন্স
  6. আইএফআইসি ব্যাংক
  7. ফরচুন সুজ
  8. জিএসপি ফাইন্যান্স
  9. প্যারামাউন্ট টেক্সটাইল
  10. ফার্ষ্ট সিকিরিটিজ ব্যাংক লিমিটেড।

দিনশেষে সূচক কমলেও বেড়েছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের পতন হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৬.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৭৩৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১০.৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৩২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২৫২৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮০৭ কোটি ১৬ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৭৮৬ কোটি ২১ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৪১টির, আর দর অপরিবর্তিত আছে ৩৩টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, জেনেক্স ইনফোসিস, ওয়ান ব্যাংক, এশিয়া ইন্স্যুরেন্স, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক, ফরচুন সুজ, জিএসপি ফাইন্যান্স, প্যারামাউন্ট টেক্সটাইল ও ফার্ষ্ট সিকিরিটিজ ব্যাংক লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৪২.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৫৯৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৯৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৭টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৯১ কোটি ৬৯ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ৫৫ কোটি ৪ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্স ফার্মা ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি নিয়োগ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকারি খাতের তিন ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার।

এর মধ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) এমডিকে বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) এমডি করা হয়েছে। আর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি করা হয়েছে কর্মসংস্থান ব্যাংকের এমডিকে। পাশাপাশি কর্মসংস্থান ব্যাংকের এমডি করা হয়েছে বিকেবির সদ্যবিদায়ী এমডি শিরীন আখতারকে।

গতকাল রবিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ নিয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিকেবির নতুন এমডি হবেন মো. ইসমাইল হোসেন, তিনি এখন রাকাবের এমডি। আর রাকাবের নতুন এমডি হবেন মো. আবদুল মান্নান, তিনি এখন কর্মসংস্থান ব্যাংকের এমডি।

আর সদ্য অবসরে যাওয়া বিকেবির এমডি শিরীন আখতারকে দুই বছরের জন্য কর্মসংস্থান ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

পদ্মা ওয়েলের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতে কোম্পানি পদ্মা ওয়েল লিমিটেডের সর্বশেষ বছরের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৮ ডিসেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা পৌনে ৬টায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

একইদিন কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভাও অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

এটলাস বাংলার এজিএমের দিন পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এটলাস বাংলা লিমিটেড বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পরিবর্তন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৩৭তম এজিএমটি আগামী ২৬ ডিসেম্বর বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। পরিচালনা বোর্ডের সভায় এই এজিএমটির দিন ও সময় অনিবার্যকারণ বশত পরিবর্তন করা হয়। এজিএমটি অনলাইনে অনুষ্ঠিত হবে।

এর আগে এই এজিএম তারিখ ও সময় নির্ধারণ করা হয় ২৩ ডিসেম্বর বেলা সাড়ে ৩টা। তবে এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/

রানার অটোর ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এ১’।

২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও চলতি হিসাব বছরের ৩১ অক্টোবর পর্যন্ত অনিরীক্ষিত প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরএবি।

স্টকমার্কেটবিডি.কম/বি

নাভানা ফার্মাসিউটিক্যালসের রোড শো আগামীকাল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলণ করবে নাভানা ফার্মাসিউটিক্যালস। এ জন্য কোম্পানিটির রোড শো’ আগামীকাল মঙ্গলবার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এ দিন সন্ধ্যা সাতটায় রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটনে এই রোড শো অনুষ্ঠিত হবে।

রোড শো’তে মার্চেন্ট ব্যাংকার্স এবং পোর্ট ফলিও ম্যানেজার, এসেট ম্যানেজার, মিউচ্যুয়াল ফান্ড অ্যান্ড কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিম, স্টক ডিলার, ব্যাংকস, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, ফান্ড ম্যানেজার, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, বিদেশী বিনিয়োগকারীসহ যোগ্য বিনিয়োগকারীদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার ইনভেস্টমেন্ট লিমিটেড ও ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং রেজিষ্ট্রার টু দ্যা ইস্যুারের দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/