লেনদেনের শীর্ষে সোনালী পেপার; ২য় বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১৫৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৬২ কোটি ৫৫ লাখ টাকার।

৬১ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ শিপিং করপোরেশনের ৫১ কোটি ৩২ লাখ, ইষ্টার্ণ ইন্স্যুরেন্সের ২১ কোটি ৫৭ লাখ, ইষ্টার্ণ লূব্রিকেন্টসের ১৩ কোটি ৩১ লাখ, বিএটিবিসির ১৩ কোটি ১ লাখ, ওয়ান ব্যাংকের ১২ কোটি ৮৮ লাখ, ফরচুন সুজের ১২ কোটি ৬০ লাখ ও এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স লিমিটেডের ১১ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. সোনালী পেপার মিলস
  2. বেক্সিমকো লিমিটেড
  3. এশিয়া ইন্স্যুরেন্স
  4. বাংলাদেশ শিপিং করপোরেশন
  5. ইষ্টার্ণ ইন্স্যুরেন্স
  6. ইষ্টার্ণ লূব্রিকেন্টস
  7. বিএটিবিসি
  8. ওয়ান ব্যাংক
  9. ফরচুন সুজ
  10. এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স লিমিটেড।

প্রথম দিনেই সূচকের বড় পতন হলেও বেড়েছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সব গুলো সূচক কমেছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭২.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৬২৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১৪.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪০৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৩.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২৪৮৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮৮৫ কোটি ৬১ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৮০১ কোটি ৭৮ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৪৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩০০টির, আর দর অপরিবর্তিত আছে ৩১টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- সোনালী পেপার মিলস, বেক্সিমকো লিমিটেড, এশিয়া ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং করপোরেশন, ইষ্টার্ণ ইন্স্যুরেন্স, ইষ্টার্ণ লূব্রিকেন্টস, বিএটিবিসি, ওয়ান ব্যাংক, ফরচুন সুজ ও এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৬১.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ২৬৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ২৩২টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৭টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫৮ কোটি ১৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ৪৮ কোটি ৯৬ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বিবিএস ক্যাবলস ও এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

আবুল বারকাত আবারও অর্থনীতি সমিতির সভাপতি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাত আবারও বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। এর ফলে তিনি টানা দ্বিতীয়বারের মতো অর্থনীতি সমিতির সভাপতি হলেন। নতুন কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মো. আইনুল ইসলাম। অর্থনীতির সমিতির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

শনিবার (২৫ ডিসেম্বর) বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে আবুল বারকাত ও আইনুল ইসলামের ‘শোভন সমাজের লক্ষ্যে অর্থনীতি’ প্যানেলে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৯টি পদের মধ্যে ২৮টি জয়ী হয়েছে। নতুন কমিটি আগামী দুই বছর সমিতির দায়িত্ব পালন করবে।

অর্থনীতি সমিতির নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক হান্নানা বেগম, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মো. আলমগীর হোসেন ভূঁইয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন খান, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান সরদার এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের শিক্ষক মো. সাইদুর রহমান।

কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ওয়ান ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ জেড এম সালেহ। এ ছাড়া যুগ্ম সম্পাদক পদে সেন্ট্রাল ইনস্যুরেন্স কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক বদরুল মুনির ও এইচডিআরসির উপপরিচালক শেখ আলী আহমেদ নির্বাচিত হয়েছেন। সহসম্পাদক পদ পেয়েছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রথম সহকারী সহসভাপতি পার্থ সারথী ঘোষ, রাঙ্গুনিয়া প্রেসের ব্যবস্থাপনা পরিচালক মনছুর এম ওয়াই চৌধুরী, খুলনার ফুলতলা মহিলা কলেজের শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের কর্মী সৈয়দ এসরারুল হক এবং দিনাজপুরের কলেজিয়েট গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হাবিবুল ইসলাম।

সদস্যপদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (অব.) মো. লিয়াকত হোসেন মোড়ল, ইমার্জিং ক্রেডিট রেটিংয়ের পরিচালক জামালউদ্দিন আহমেদ, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার অর্থনীতি বিভাগের শিক্ষক মো. জহিরুল ইসলাম সিকদার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. সাদেকুন্নবী চৌধুরী, নড়াইলের সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষক শাহানারা বেগম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. মোরশেদ হোসেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মো. শামিমুল ইসলাম, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানির প্রথম সহকারী সহসভাপতি মো. মোজাম্মেল হক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক শাহেদ আহমেদ, নারী উদ্যোক্তা মেহেরুননেছা, ওয়াগ্গাছড়া টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী, ব্যাংক এশিয়ার কর্মকর্তা নেছার আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ আকবর কবীর এবং সরকারি ব্রজমোহন কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক মো. আখতারুজ্জামান খান।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

বিবিএস ক্যাবলসের ২৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেডের এক কর্পোরেট পরিচালক ২৫ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড নামে এই কর্পোরেট পরিচালক কোম্পানিটির ২৫ লাখ শেয়ার বিক্রয় করবে। এই কর্পোরেট পরিচালকের হাতে কোম্পানিটির মোট ৩ কোটি ৯ লাখ ৪ হাজার ৫০০টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ব্লক মার্কেটে বিক্রয় করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

কুইন সাউথ টেক্সটাইলের এজিএমের দিন পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পরিবর্তন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ১৯তম এজিএমটি আগামী ২৯ ডিসেম্বর বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। পরিচালনা বোর্ডের সভায় এই এজিএমটির সময় অনিবার্যকারণ বশত পরিবর্তন করা হয়। এজিএমটি অনলাইনে অনুষ্ঠিত হবে।

এর আগে এই এজিএম তারিখ ও সময় নির্ধারণ করা হয় ২৭ ডিসেম্বর বেলা ৩টা। তবে এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/

ঢাকা ডায়িংয়ের বোর্ড সভার দিন পূণ:নির্ধারণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি ঢাকা ডায়িং এন্ড মেনুফেকচারিং লিমিটেডের বাৎসরিক ও চলতি বছরের প্রথম প্রান্তিক বোর্ড সভার দিন পূণ:নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৬ ডিসেম্বর আহবান করা হয়েছিল। এখন তা ৬ জানুয়ারি পূণ:নির্ধারণ করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি বাৎসরিক ও চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৬টায় রাজধানীর গুলশানে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির বাৎসরিক ও প্রথম প্রান্তিকের লভ্যাংশ, এজিএম, ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

যমুনা ওয়েলের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতে কোম্পানি যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের সর্বশেষ বছরের বাৎসরিক বোর্ড সভা আগামী ৩০ ডিসেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৪টায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি ১২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

একইদিন কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভাও অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বাংলাদেশ শিপিংয়ের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড গত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সম্প্রতি অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০২১ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৭২ টাকা। আর এবছর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৬০.২৮ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ জানুয়ারি।

স্টকমার্কেটবিডি.কম/এ

ইষ্টার্ণ লূব্রিকেন্টসের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি ইষ্টার্ণ লূব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেড গত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৪০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সম্প্রতি অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০২১ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫২.১৮ টাকা। আর এবছর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ২২৭.৬৩ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ জানুয়ারি।

স্টকমার্কেটবিডি.কম/এ