সুয়েজ খাল থেকে রেকর্ড ৬.৩ বিলিয়ন ডলার আয়

সুয়েজ খাল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

২০২১ সালে মিসরে রেকর্ড ৬.৩ বিলিয়ন রাজস্ব আয় হয়েছে সুয়েজ খাল থেকে। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ২০২০ সালে এ খাত থেকে আয় হয় ৫.৬ বিলিয়ন ডলার।

সুয়েজ খাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, গত বছর তারা সবচেয়ে বেশি রাজস্ব আয় করেছেন। ২০২০ সালের তুলনায় গত বছর এ খাতে রাজস্ব আয় বেড়েছে ৭২০ মিলিয়ন ডলার অর্থাৎ ১২.৮ শতাংশ।

সুয়েজ খাল কর্তৃপক্ষের চেয়ারম্যান ওসামা রাবি জানান, ২০২০ সালের চেয়ে ২০২১ সালে দুই পাশ থেকে ১০ শতাংশ বেশি জাহাজ চলাচল করেছে।

মিসরের রাজস্বের একটি গুরুত্বপূর্ণ অংশ আসে সুয়েজ খাল থেকে। বিশ্ব বাণিজ্যের ১০ ভাগ মালামাল সরবরাহ করা হয় এই চ্যানেল দিয়ে ।

গত মার্চে এভারগ্রিন নামে একটি বড় জাহাজ আটকে ছয় দিনের জন্য জলপথটি অবরুদ্ধ থাকে। প্রায় ২ লাখ টনের এই নৌযানটি আটকে থাকায় এশিয়া ও ইউরোপের গুরুত্বপূর্ণ সংযোগপথটি অচল হয়ে পড়ে।

স্টকমার্কেটবিডি.কম/

ইসলামী উইংয়ের অনুমোদন পেল বাংলাদেশ ফাইন্যান্স

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডকে ইসলামী শরীয়াহ বেসড উইং চালু করার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বাংলাদেশ ফাইন্যান্সের প্রিন্সিপাল শাখা, বংশাল শাখা, উত্তরা শাখা, গাজীপুর শাখা, চট্টগ্রাম শাখা ও যশোর শাখায় এই শরীয়াহ বেসড উইং খোলার অনুমোদন দেওয়া হয় কোম্পানিটিকে।

স্টকমার্কেটবিডি.কম/

ওরিয়ন ইনফিউশনের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি ইনফিউশন লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এ৩’।

২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও চলতি হিসাব বছরের ৩০ নভেম্বর পর্যন্ত অনিরীক্ষিত প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরএবি।

স্টকমার্কেটবিডি.কম/বি

ওরিয়ন ফার্মার ঋণমান ‘এ১’

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এ১’।

২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও চলতি হিসাব বছরের ৩০ নভেম্বর পর্যন্ত অনিরীক্ষিত প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরএবি।

স্টকমার্কেটবিডি.কম/

বেক্সিমকোর ৩ কোটি শেয়ার ক্রয় সম্পন্ন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বেক্সিমকো লিমিটেডের এক কর্পোরেট পরিচালক ৩ কোটি শেয়ার ক্রয় সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, বেক্সিমকো হোল্ডিংস লিমিটেড নামে এই কর্পোরেট পরিচালক কোম্পানিটির ৩ কোটি শেয়ার ক্রয় করলো।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেট হতে ক্রয় করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি