নিউইয়র্কে ৯৮ মিলিয়ন ডলারে হোটেল কিনলেন এশিয়ার শীর্ষ ধনী

স্টকমার্কেটবিডি ডেস্ক :

এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানি সম্প্রতি কিনে নিয়েছেন নিউইয়র্কের বিলাসবহুল ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেল।

এই ভারতীয় ধনকুবেরের মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হোটেলে ইনভেস্টমেন্ট করপোরেশন অব দুবাইয়ের ৭৩.৪ শতাংশ শেয়ার ছিল। সেই অংশ কিনে নিয়েছে রিলায়েন্স। হোটেলের বাকি অংশের শেয়ারও কিনে নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

এখন পর্যন্ত যে অংশ রিলায়েন্সের মালিকানায় এসেছে তার জন্য খরচ করতে হয়েছে ৯৮ মিলিয়ন ডলারেরও বেশি।

সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, হোটেলটির ২০০৭ সালের একটি বার্ষিক প্রতিবেদন অনুযায়ী এর মূল্য ৩৪০ মিলিয়ন ডলার। সে অনুপাতে ৯৮ মিলিয়ন ডলারে প্রায় তিন-চতুর্থাংশ শেয়ার কেনার অর্থ, বেশ সস্তায় হোটেলের মালিকানা পেলেন মুকেশ আম্বানি।

মূলত, করোনা মহামারির কারণে বড় ধাক্কা খেয়েছে ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলটি। ২০১৮ এবং ২০১৯ সালে তাদের ব্যবসা যেখানে ছিল যথাক্রমে ১১৫ ও ১১৩ মিলিয়ন ডলার, সেখানে ২০২০ সালে তাদের ব্যবসা হয়েছে শুধুমাত্র ১৫ মিলিয়ন ডলার।

জ্বালানি ও প্রযুক্তি ব্যবসায় সফল উদাহরণ মুকেশ আম্বানি হসপিটালিটি ব্যবসার দিকে বেশ মনোযোগ দিয়েছেন। তার মালিকানাধীন প্রতিষ্ঠানের হাতে এরই মধ্যে রয়েছে ওবেরয় হোটেল। এই পাঁচ তারকা হোটেলের শাখা ভারত ছাড়াও বিশ্বের আরও ৬টি দেশে রয়েছে।

ব্লুমবার্গ বিলিয়নিয়ারর্স ইনডেক্স অনুযায়ী, সম্প্রতি মুকেশের সম্পদের পরিমাণ ৯২.৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এই সম্পদ নিয়ে তিনি ভারত ও এশিয়ার ধনীদের তালিকায় শীর্ষে এবং বিশ্বের ধনীদের তালিকায় ১১তম স্থানে রয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম/

ট্রেনের মোট আসনের অর্ধেক টিকিট বিক্রির সিদ্ধান্ত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনার কারণে ট্রেনের মোট আসনের অর্ধেক টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১২ জানুয়ারি) থেকে ১৫ জানুয়ারির টিকিটের ২৫ শতাংশ অনলাইনে এবং ২৫ শতাংশ কাউন্টারে বিক্রি করা হবে।

মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (টিসি) মো. নাহিদ হাসান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) বিস্তাররোধে সার্বিক কার্যাবলি/চলাচলে সরকার কর্তৃক বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে ট্রেন, বাস ও লঞ্চে সক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে মর্মে নির্দেশনা প্রদান করা হয়েছে।

এমতাবস্থায় যাত্রীবাহী ট্রেন পরিচালনার ক্ষেত্রে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও যাত্রীদের স্বাস্থ্যগত নিরাপত্তার স্বার্থে শারীরিক দূরত্ব ও মাস্ক পরিধান নিশ্চিতকরণের মাধ্যমে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রয়ে নিম্নে বর্ণিত সংশোধনী আনা হলো।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

হাওড় দ্বীপ চর ভাতা পাবেন রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মকর্তারা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

হাওড়, দ্বীপ ও চর ভাতা পাবেন সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

রবিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে গেল বছরের ৯ ডিসেম্বর একটি প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সে নির্দেশনায় হাওড়, দ্বীপ ও চর হিসাবে ঘোষিত ১৬টি উপজেলায় রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোতে স্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদের নির্দিষ্ট হারে ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে মূল বেতনের সঙ্গে সর্বনিম্ন ১ হাজার ৬৫০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা ভাতা দিতে নির্দেশনা দেওয়া হয়। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২০তম গ্রেডের কর্মচারীরা এসব ১৬টি উপজেলায় কর্মরত থাকলে এক হাজার ৬৫০ টাকা ভাতা পাবেন। ১৯তম গ্রেড ১ হাজার ৭০০, ১৮তম গ্রেড ১ হাজার ৭৬০ এবং ১৭তম গ্রেড ১ হাজার ৮০০ টাকা করে পাবেন বলে নির্দেশনায় জানানো হয়। এ ছাড়া ১৬ গ্রেডের কর্মীরা ১ হাজার ৮৬০, ১৫ গ্রেডের ১ হাজার ৯৪০, ১৪ গ্রেডের ২ হাজার ৪০, ১৩ গ্রেডের ২ হাজার ২০০, ১২ গ্রেডের ২ হাজার ২৬০, ১১ গ্রেডের কর্মকর্তারা ২ হাজার ৫০০ টাকা হারে এ ভাতা পাবেন। অপরদিকে ১০ম গ্রেডের ৩ হাজার ২০০, ৯ম গ্রেডের ৪ হাজার ৪০০, ৮ম গ্রেডের ৪ হাজার ৬০০ ও ৭ম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা সর্বোচ্চ ৫ হাজার টাকা হারে ভাতা পাবেন।

এ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে অর্থাৎ ৯ ডিসেম্বর থেকে এ ভাতা কার্যকর হবে বলেও জানানো হয়। হাওড় দ্বীপ ও চরাঞ্চলের ১৬টি উপজেলায় নাগরিক সুবিধা কিছুটা কম বলে জানায় ব্যাংক-সংশ্লিষ্ট কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বলেন, প্রত্যন্ত অঞ্চল হওয়ায় এখানকার শাখাগুলোর কর্মকর্তা ও কর্মচারীরা এসব এলাকায় কাজ করতে চান না। বদলি হওয়ার জন্য তদবির করে বিভিন্ন পর্যায় থেকে। কেউ যদি এসব এলাকায় না থাকে তবে শাখাগুলো চলবে কি করে? তাই বাড়তি এ ভাতা দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের কাজ করতে উৎসাহিত করল সরকার।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

জাপানে পোশাক রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পারস্পরিক সুবিধা পাওয়ার জন্য বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পােশাক প্রস্ততকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।

সোমবার (১০ জানুয়ারি) গুলশানের বিজিএমইএ পিআর অফিসে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি সাক্ষাৎ করতে গেলে এ কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএর সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, মিরান আলী, পরিচালক আসিফ আশরাফ ও জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হারুতা হিরোকি।

তারা বাণিজ্য সম্প্রসারণ ও দুই দেশের সম্পর্ক আরও গভীরতর করার সম্ভাব্য উপায়গুলো নিয়ে আলোচনা করেন। আলোচনাকালে তারা বাণিজ্য বাধাগুলো অপসারণে জোর দেন।

ব্যবসার সুযোগ তৈরির জন্য বাংলাদেশ ও জাপানের ব্যবসায়ী, বিশেষ করে যারা ফ্যাশনশিল্পে জড়িত, তাদের মধ্যে যোগাযোগ শুরুর বিষয়ে তারা আগ্রহ প্রকাশ করেন।

বিজিএমইএ সভাপতি বলেন, বাংলাদেশ জাপানের বাজারে তৈরি পোশাকের শেয়ার বাড়াতে চায়। তিনি এক্ষেত্রে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।

তিনি বাংলাদেশের সম্ভাবনাময় বিনিয়োগের খাতগুলো, বিশেষ করে নন-কটন টেক্সটাইল খাতে জাপানের ব্যবসায়ীদের এগিয়ে আসার ব্যাপারে উৎসাহিত করতে জাপানি রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।

ফারুক হাসান বলেন, বিশ্ববাজারে ক্রমবর্ধমান চাহিদার কারণে বাংলাদেশের পোশাকশিল্প সিনথেটিক ফাইবার দিয়ে পোশাক তৈরির দিকে মনোযোগ বাড়াচ্ছে।

আলোচনাকালে জাপানের রাষ্ট্রদূত রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেডে) অবস্থিত তৈরি পোশাক কারখানাগুলোর জন্য নতুন বাজারে রপ্তানির বিপরীতে প্রণোদনা সুবিধা সম্প্রসারণের বিষয়টি নিয়ে কথা বলেন।

তিনি বাংলাদেশে অধিক জাপানি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশে ব্যবসা পরিচালনা আরও সহজীকরণের ওপরও গুরুত্বারোপ করেন।

বিজিএমইএ সভাপতি আশা প্রকাশ করেন, জাপান বাংলাদেশের সমৃদ্ধির পথে অগ্রযাত্রায় সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

তাল্লু স্পিনার্সকে এজিএমের অনুমোদন দিলেন হাইকোর্ট

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তাল্লু স্পিনার্স লিমিটেড ২০১৯ বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার জন্য অনুমোদন দিলেন হাইকোর্ট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানির এই আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালত এই বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুমোদন দিয়েছেন।

লক ডাউনের সময় কোম্পানিটির কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এ

ইউনিয়ন ইন্স্যুরেন্সের লেনদেন শুরু বৃহস্পতিবার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে আইপিও প্রক্রিয়াধীন ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে আগামী বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কোম্পানির লেনদেন।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা কোম্পানিটির ট্রেডিং কোড- “UNIONINS” এবং ডিএসইতে কোম্পানি কোড নাম্বার- ২৫৭৫৩ নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি কোম্পানিটি আইপিও প্রক্রিয়া সম্পন্ন করে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস