1. বেক্সিমকো লিমিটেড
  2. ফরচুন সুজ
  3. আরএকে সিরামিকস
  4. প্যারামাউন্ট টেক্সটাইল
  5. পাওয়ার গ্রিড কোম্পানি
  6. ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্স
  7. জিপিএইচ ইস্পাত
  8. দ্যা পেনিনসুলা চিটাগাং
  9. তাওফিকা ফুডস
  10. তিতাস গ্যাস লিমিটেড।

ক্রেতা টানতে ছাড়ের ছড়াছড়ি এবারের বাণিজ্য মেলায়

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দোকান অসম্পূর্ণ থাকাসহ নানা প্রতিবন্ধকতায় শুরু থেকে কিছুটা জৌলুসহীন ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তবে সপ্তাহ না পেরোতেই চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে দেশের সবচেয়ে বড় এই বাণিজ্য মেলা। বাড়ছে দর্শক সমাগম। আর দর্শকদের মেলামুখী করতে ব্যবসায়ীরাও আকর্ষণীয় অফারে বিভিন্ন পণ্য বিক্রি করছেন। গত মঙ্গলবার মেলার ১১তম দিন বিপুল দর্শক সমাগম দেখা গেছে।

পূর্বাচলের বাণিজ্য মেলা সফল করতে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সব রকম চেষ্টা করে যাচ্ছে। এখনো মেলায় কোনো প্রকার বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। পণ্য মূল্যে ছাড় দিয়ে দর্শনার্থীদের আকর্ষণ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা।

ইস্পাহানি মির্জাপুর (ট্রেড মার্কেটিং) এক্সিকিউটিভ মো. মুন রহমান বলেন, ‘ইস্পাহানি মির্জাপুরের পণ্য আকর্ষণীয় মূল্যে বিক্রি করা হচ্ছে। মির্জাপুর ৪০০ গ্রামের চায়ের প্যাকেটের মূল্য ২১০ টাকা। মেলায় ছাড়ে বিক্রি হচ্ছে ১৮৫ টাকায়। পার্বণ চিনিগুঁড়া চাল এক কেজি ১৩০ টাকা, মেলায় বিক্রি হচ্ছে ৯৫ টাকা। ৭৫০ গ্রামের আইস ইসপি ড্রিংকস পাউডার ৪১০ টাকা, মেলায় বিক্রি হচ্ছে ৩৫০ টাকা।’

নাবিক্সো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টার লিমিটেডের সিনিয়র শ্রমকল্যাণ কর্মকর্তা মো. জাহান আলী বলেন, ‘দর্শকদের মেলামুখী করতে বিভিন্ন প্যাকেজ ঘোষণা করা হচ্ছে। বালিং গোল্ডেন বাইট, সুগার ফ্রি পাইনাপেল, বাটার কুকিজ, সুগার ফ্রি বিস্কুট, অলটাইম, এলাচি, ক্লাঞ্চি, নাট কুকিজসহ ১৪টি আইটেম বিক্রি হচ্ছে ২০০ টাকা। এ ছাড়া ঝাল-টক নামে আরেকটি প্যাকেজ ২০০ টাকায় বিক্রি হচ্ছে। সেখানে ১৩টি আইটেমের বিস্কুট রয়েছে।’

এবারের বাণিজ্য মেলায় ১১টি দেশের ২২৭টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় বিভিন্ন ক্যাটাগরির ২৩টি প্যাভিলিয়ন, ২৭টি মিনি প্যাভিলিয়ন, ১৬২টি স্টল এবং ১৫টি খাবারের দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। মেলার গেট ইজারাপ্রাপ্ত প্রতিষ্ঠানের (মেসার্স মীর ব্রার্দাস) অপারেশন ম্যানেজার মো. সাইদুর রহমান জানান, মেলা উদ্বোধনের দিন থেকে এ পর্যন্ত এক লাখ ১২ হাজার টিকিট বিক্রি হয়েছে। ১১তম দিনে প্রায় ২২ হাজার টিকিট এ পর্যন্ত বিক্রি হয়েছে। টিকিট বিক্রি আরো বাড়তে পারে।

স্টকমার্কেটবিডি.কম/এস

জাপান থেকে ওয়েল ট্যাংকার কিনবে সিভিও পেট্রো

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি সিভিও পেট্রো কেমিক্যালস রিফাইনারি লিমিটেড একটি ওয়েল ট্যাংকার কিনবে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এই ওয়েল ট্যাংকার ক্রয়ের জন্য মেসার্স এম এ বাশার এন্ড ব্রাদার্সের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

জাপান থেকে এই ওয়েল ট্যাংকার কিনবে সিভিও পেট্রো কেমিক্যালস রিফাইনারি লিমিটেড।

এই ট্যাংক কিনলে ইষ্টার্ণ রিফাইনারি লিমিটেডের নিকট কেনা নাফতা পরিবহবনে খরচ কমে আসবে বলে দাবি করছে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এম

শেফার্ড ইন্ডাস্ট্রিজের ঋণমান প্রকাশ

স্টকমার্কেবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঋণমান প্রকাশ করা হয়েছে । সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং)। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এসময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘বিবিবি’ । আর স্বল্প মেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-৩’ ।

২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের ১২ জানুয়ারি পর্যন্ত হালনাগাদ আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আলফা রেটিং।

স্টকমার্কেটবিডি.কম/এম

পেনিনসুলার শেয়ার কিনবে সায়মান বিচ রিসোর্ট

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও প্রণোদনা খাতের কোম্পানি দ্যা পেনিনসুলা চিটাগং লিমিটেডের শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে সায়মান বিচ রিসোর্ট। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

সায়মান বিচ রিসোর্ট লিমিটেড নামে কোম্পানিটি ২৫ লাখ শেয়ার শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে। সায়মান বিচ রিসোর্টের এমডি মাহবুবর রহমান এসব শেয়ার কিনবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

তবে এ এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে বিক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/এম.

আজিজ পাইপসের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আজিজ পাইপস লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ১৯ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় রাজধানী মতিঝিলে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ওয়ালটন হাইটেকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়ালটন হাইটেক লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ১৯ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানী বসুন্ধরাতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি