অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ইউনিয়ন ইনস্যুরেন্স ও বিডি থাই ফুডের শেয়ার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে নতুন তালিকাভুক্তির দুই কোম্পানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির গতি যেন থামছেই না। কোম্পানি দুটি হচ্ছে ইউনিয়ন ইনস্যুরেন্স ও বিডি থাই ফুড। এর মধ্যে মাত্র ১৯ কার্যদিবসে ইউনিয়ন ইনস্যুরেন্সের শেয়ারের দাম প্রায় ছয় গুণ এবং বিডি থাই ফুডের দাম মাত্র ১৩ কার্যদিবসে প্রায় সাড়ে তিন গুণ বেড়েছে।

ইতিমধ্যো এই দুই কোম্পানির শেয়ার দর বৃদ্ধির কারণ জানাতে একাধিকবার নোটিসও দিয়েছে ডিএসই ও সিএসই। কোম্পানি ২টির এই দাম বৃদ্ধিকে অস্বাভাবিক মনে করছে এই দুই নিয়ন্ত্রক সংস্থা।

তালিকাভুক্তির পর থেকে প্রতিদিনই কোম্পানি দুটির শেয়ারের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি ঘটছে। প্রতিদিনই লেনদেনের শুরুতেই কোম্পানি দুটির শেয়ারের দাম দিনের সর্বোচ্চ পর্যায়ে উঠে যায়। একপর্যায়ে শেয়ার দুটি বিক্রেতাশূন্য হয়ে পড়ে। অন্যদিকে বিপুলসংখ্যক ক্রেতা এ শেয়ার কিনতে ক্রয়াদেশ দিয়েও শেয়ার পান না। তালিকাভুক্তির পর থেকে প্রতিদিনই এ অবস্থা চলছে। তাতে বাজারে কোম্পানি দুটির শেয়ারের একধরনের কৃত্রিম সংকট দেখা দিয়েছে।

ইউনিয়ন ইনস্যুরেন্স ও বিডি থাই ফুড প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে প্রতিটি শেয়ার ১০ টাকা অভিহিত মূল্যে বিক্রি করেছে। এর মধ্যে ইউনিয়ন ইনস্যুরেন্সের লেনদেন শুরু হয় গত ১৬ জানুয়ারি।

বিডি থাই ফুডের লেনদেন শুরু হয়েছে ২৪ জানুয়ারি। তাতে ১৯ কার্যদিবসে ইউনিয়ন ইনস্যুরেন্সের শেয়ারের দাম প্রায় ৫০ টাকা বেড়ে গতকাল বুধবার দিন শেষে দাঁড়িয়েছে ৬০ টাকায়। একইভাবে মাত্র ১৩ কার্যদিবসে বিডি থাই ফুডের ১০ টাকার শেয়ারের দাম ২৪ টাকা বেড়ে হয়েছে ৩৪ টাকা।

প্রতিদিন লেনদেনের শুরুতে ১০ শতাংশ করে দাম বাড়তে থাকায় কোম্পানি দুটির আইপিও শেয়ার যাঁরা পেয়েছেন, তাঁদের বড় অংশই হাতে থাকা শেয়ার বিক্রি না করে ধরে রেখেছেন। এ কারণে প্রতিদিন অল্প কিছু শেয়ারের হাতবদল হচ্ছে আর হু হু করে দাম বাড়ছে।

নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের দাম এক দিনে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। সেটিই ঘটছে এ দুই কোম্পানির ক্ষেত্রে। এ কারণে বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ ধরনের পরিস্থিতিতে শেয়ারের দামের ওপর থেকে মূল্যসীমা বা সার্কিট ব্রেকার তুলে নিলে তাতে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির এ প্রবণতা রোধ হতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/বি

দ্যা পেনিনসুলার আরেকজন উদ্দ্যোক্তার শেয়ার ক্রয় সম্পন্ন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত ভ্রমণ ও প্রণোদনা খাতের কোম্পানি দ্যা পেনিনসুলা চিটাগাং লিমিটেডের আরেক জন উদ্দ্যোক্তা পরিচালক শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, ইন্জি: মোশাররফ হোসেন নামে এই উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ১ লাখ ৭৩ হাজার শেয়ার ক্রয় করেছেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেট হতে ক্রয় করেছেন।

একই সময় আরেক পরিচালক মিসেস আয়েশা সুলতানাও ১ লাখ ১৭ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিযেছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

বাংলাদেশের শিপিংয়ের আয় ৪গুণ বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভূক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশের শিপিং করপোরেশন লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৯৪ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১.০৮ টাকা। এ সময় কোম্পানিটির আয় প্রায় ৪গুণ বেড়েছে।

আর ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮.২৮ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১.৬৬ টাকা।

এই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৮.৫৬ টাকা। যা গত বছরের ৩০ জুন ছিল ৬০.২৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

বিএটিবিসির ২৭৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিএটিবিসি লিমিটেড গত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ২৭৫ শতাংশ নগদ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সম্প্রতি অনুষ্ঠিত বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০২১ সালের জন্য এ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা বোর্ড। প্রথমবার কোম্পানি ১২৫ শতাংশ অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছিল।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭.৭২ টাকা। আর এবছর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৬৮.১৩ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/এ