সরকারি–বেসরকারি সব ব্যাংকেই সমস্যা আছে : সালমান এফ রহমান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, সরকারি–বেসরকারি সব ব্যাংকেই সমস্যা আছে। এটা এই খাতের রীতি। গুরুত্বপূর্ণ বিষয় হলো, সমস্যা তৈরি হলে দ্রুত সমাধান করা।

রাজধানীর সোনারগাঁও হোটেলে রবিবার রাতে জনতা ব্যাংকের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সালমান এফ রহমান। ২০২১ সালে সর্বোচ্চ রপ্তানিকারক ও সেরা গ্রাহকদের সম্মাননা দেওয়ার জন্য ওই অনুষ্ঠানের আয়োজন করে জনতা ব্যাংক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সোহেল এফ রহমান ও জনতা ব্যাংকের চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে সালমান এফ রহমান বলেন, ‘অনেকে বলে যে আমাদের ব্যাংকে অনেক সমস্যা আছে। কিন্তু আমি জানতে চাই, কোন দেশের ব্যাংকে সমস্যা নেই? ভারত ও চীনের মতো বড় অর্থনীতির দেশেও এই সমস্যা আছে। সমস্যা থাকা স্বাভাবিক। তবে গুরুত্বপূর্ণ হলো, সমস্যা হলে দ্রুত তার সমাধান করে ফেলা, যেটা আমরা করছি।’

সালমান এফ রহমান আরও বলেন, প্রধানমন্ত্রীর কাছে অনেক সময় পরামর্শ আসে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো একীভূত করা হোক। কিন্তু দেশের অর্থনৈতিক স্থিরতার কথা ভেবে প্রধানমন্ত্রী তা করেন না। এ সময় তিনি সরকারি ব্যাংকের কর্মকর্তাদের ব্যাংকিং খাতের নতুন নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের বিষয়ে নিয়মিত খবর রাখার পরামর্শ দেন।

অনুষ্ঠানে জনতা ব্যাংকের চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান বলেন, ‘সরকারি ব্যাংকের অনেক ভালো দিক আছে। কিন্তু অপ্রিয় হলেও সত্য এই যে আমাদের (সরকারি ব্যাংকের) মধ্য থেকেই অনেকে সরকারি ব্যাংকগুলোকে যে অবস্থায় নিয়ে গেছে, যার জের আমাদের অনেক দিন টানতে হবে। এর বেশি কিছু বলতে চাই না।’

অনুষ্ঠানে তিনটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করে জনতা ব্যাংক। এদের মধ্যে সর্বোচ্চ রপ্তানিকারক ও সেরা গ্রাহকের সম্মাননা পায় বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সোহেল এফ রহমান ও ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের হাতে ক্রেস্ট তুলে দেন জনতা ব্যাংকের চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান।

এ ছাড়া দ্বিতীয় সেরা গ্রাহক হিসেবে মাল্টিফ্যাবস লিমিটেড ও তৃতীয় সর্বোচ্চ রপ্তানি ও সেরা গ্রাহক হিসেবে অর্গানিক শ্রিম্পস এক্সপোর্ট লিমিটেডকে সম্মাননা দেয় জনতা ব্যাংক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আব্দুছ ছালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংকের চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান।

স্টকমার্কেটবিডি.কম/

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভারতের পশ্চিমবঙ্গে ১০৮টি পৌরসভায় নির্বাচনের কারণে আজ রোববার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ২ দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ আছে। ফলে উভয় বন্দরে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে।

আগামীকাল সোমবার সকাল থেকে আবারও স্বাভাবিক নিয়মে আমদানি-রপ্তানি শুরু হবে বলে জানিয়েছেন বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, পৌরসভা নির্বাচন উপলক্ষে ভারত সরকারি ছুটি ঘোষণা দেওয়ায় আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ আছে। তবে ২ দেশের মধ্যে যাত্রী যাতায়াত স্বাভাবিক আছে। বেনাপোল বন্দর ও কাস্টমস হাউসের কাজও স্বাভাবিকভাবে চলছে। বন্দর থেকে মালামাল ডেলিভারি হচ্ছে। ভারতীয় ট্রাক থেকে পণ্য উঠানামাও অব্যাহত আছে।

স্টকমার্কেটবিডি.কম/

দেশে উৎপাদিত পণ্যে সম্পূরক শুল্ক থাকা উচিত নয় : এফবিসিসিআই

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশীয় শিল্পের উন্নয়নে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যে কোনো সম্পূরক শুল্ক থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত বাজেট, আমদানি শুল্ক, আয়কর, মূসক ও অন্যান্য কর বিষয়ক এফবিসিসিআই’র স্ট্যান্ডিং কমিটির প্রথম সভায় এ মন্তব্য করেন তিনি।

এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, এলডিসি উত্তরণের পর দেশীয় শিল্পকে এখনকার মতো সুরক্ষা দেওয়া সম্ভব হবে না। তাই ২০২৬ সালের আগে কর ও শুল্কছাড় দিয়ে স্থানীয় শিল্পকে শক্তিশালী করার উদ্যোগ নিতে হবে। এজন্য আগামী বাজেটে দেশীয় পণ্যের ওপর কোনো সম্পূরক শুল্ক আরোপ না করার পক্ষে মত দেন এফবিসিসিআই সভাপতি।

তিনি বলেন, কোভিড পরিস্থিতির মধ্যেও রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। মূলত বিশ্ববাজারে কাঁচামালের দাম বাড়ার কারণে মোট রপ্তানি আয় বেড়েছে। কিন্তু ব্যবসায়ীদের মুনাফা বাড়েনি। এমন পরিস্থিতিতে আগামী বাজেটে নতুন করে কোনো শুল্ক-কর আরোপ না করার আহ্বান জানান তিনি।

রাজস্ব ব্যবস্থাপনায় সরকারের নেওয়া বিভিন্ন অটোমেশন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তার মূল্যায়নের দাবি জানান এফবিসিসিআই সভাপতি।

এফবিসিসিআই’র প্যানেল উপদেষ্টা ও এনবিআর এর সাবেক সদস্য মো. ফরিদ উদ্দিন বলেন, ২০১৯ সালে নানা সংশোধনের কারণে, ২০১২ সালের ভ্যাট আইনটি এখন সেলস ট্যাক্স আইনে পরিণত হয়েছে। তিনি এ আইনের মৌলিক সংস্কারের সুপারিশ করেন।

ব্যবসায়ীরা যেন কর কর্মকর্তাদের হয়রানির শিকার না হন, এজন্য অবশ্যই রাজস্ব বোর্ডকে জবাবদিহিতার আওতার আনার আহ্বান জানান তিনি।

বৈঠকে বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন আগামী বাজেটে ম্যান মেড ফাইবারের ওপর শুল্ক প্রত্যাহার, স্পেয়ার পার্টস আমদানিতে শুল্কের একক হার, এবং ২০৩০ সাল পর্যন্ত বস্ত্রখাতে ১৫ শতাংশ কর্পোরেট কর বহাল রাখার দাবি জানান।

আগামী বাজেটে আগাম করের হার যৌক্তিকীকরণ ও ভ্যাটের একক হার প্রণয়নের পরামর্শ দেন কমিটির সদস্য ও ফিকির পরামর্শক স্নেহাশীষ বড়ুয়া।

এছাড়াও বিভিন্ন সমিতি ও চেম্বারের প্রতিনিধিরা ভ্যাট কর্মকর্তাদের অনিয়ম ও হয়রানি নিয়ে অভিযোগ করেন। ভ্যাট আদায় প্রক্রিয়াকে সম্পূর্ণরূপে অটোমেশনের আওতার নিয়ে আসার দাবিও জানান তারা।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি সালাহউদ্দীন আলমগীর, মো. হাবীব উল্লাহ ডন, এম এ রাজ্জাক খান রাজ, পরিচালক হারুন অর রশীদ, আমজাদ হোসাইন, মো. নাসের, ড. নাদিয়া বিনতে আমীন, সৈয়দ সাদাত আলমাস কবীর, আবুল কাশেম খান ও এফবিসিসিআই’র মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক।

স্টকমার্কেটবিডি.কম/

ইউক্রেনকে ৮.৭ মিলিয়ন ডলার দান করছেন এক জাপানি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

জাপানি ধনকুবের হিরোশি মিকিতানি আজ রবিবার বলেছেন, ইউক্রেন সরকারকে ৮.৭ মিলিয়ন ডলার দান করবেন। রাশিয়ার আগ্রাসন গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন তিনি।

ই-কমার্স জায়ান্ট রাকুটেন-এর এই প্রতিষ্ঠাতা ইউক্রেনের পেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে লেখা চিঠিতে বলেছেন, এক বিলিয়ন ইয়েন (৮.৭ মিলিয়ন ডলার) তিনি পাঠাতে চান। ইউক্রেনের যেসব মানুষ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের মানবিক সহায়তার জন্য এই অর্থ তিনি পাঠাবেন।

তিনি আরো বলেছেন, ২০১৯ সালে কিয়েভ গিয়েছিলেন। ওই সময় জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল।

চিঠিতে তিনি লিখেছেন, আমার ভাবনাতে আপনি (ইউক্রেনের পেসিডেন্ট) এবং আপনার দেশের জনগণ রয়েছে। আমি বিশ্বাস করি যে, অযৌক্তিকভাবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ইউক্রেনকে পদদলিত করা গণতন্ত্রের জন্য হুমকি হবে।

তিনি আরো লিখেছেন, আমি আন্তরিকভাবে আশা করি যে- রাশিয়া এবং ইউক্রেন এই সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধান করতে পারবে এবং ইউক্রেনের জনগণ যত দ্রুত সম্ভব আবারো শান্তি ফিরে পাবে।
সূত্র: এনডিটিভি।

স্টকমার্কেটবিডি.কম/

‘বছরে ৫ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি’

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে সকল পণ্য সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্যে বিক্রি হলেও সিগারেট ও বিড়ির ক্ষেত্রে তা অনুসরণ করছে না উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। সিগারেট কম্পানিগুলো খুচরা মূলে বিক্রেতাদের কাছে সিগারেট বিক্রি করছে, আর বিক্রেতারা তারা চেয়ে বেশি মুল্যে ক্রেতাদের নিকট সিগারেট বিক্রি করছে। সর্বত্র প্যাকেটের গায়ে উল্লিখিত সর্বোচ্চ দামের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। বিক্রয় মূল্যের ওপর কর আদায় সম্ভব হলে চলতি অর্থবছরেই প্রায় ৫ হাজার কোটি টাকা রাজস্ব আয় হতো।

আর এভাবে বছরের পর বছর তামাকজাত দ্রব্যে বিক্রয়ে বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকি দিচ্ছে উৎপাদনকারী কম্পানিগুলো।

“তামাকজাত দ্রব্যের (সিগারেট ও বিড়ি) খুচরা ও পাইকারি বিক্রয়মূল্যে জাতীয় বাজেটে মূল্য ও কর পরিবর্তনের প্রভাব নিরূপণে একটি সমীক্ষা” শীর্ষক একটি গবেষণায় এ তথ্য উঠে এসেছে। রবিবার ২৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের অর্থনৈতিক গবেষণা ব্যুরো (বিইআর) এর সম্মেলন কক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিইআর ও বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি) যৌথভাবে এ গবেষণার ফল প্রকাশ করে।

এ গবেষণার ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক। তিনি বলেন, মাঠ পর্যায় থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, অতিউচ্চ স্তরের সিগারেটের ২০ শলাকার প্যাকেটে মুদ্রিত সর্বোচ্চ খুচরা মূল্য ২৭০ টাকা হলেও বিক্রি করা হয় গড়ে ২৯৪.২৯ টাকায়। উচ্চ স্তরের সিগারেট ২০৪ টাকার পরিবর্তে গড়ে প্রায় ২২৯.৮৮ টাকায়, মধ্যম স্তরের সিগারেট ১২৬ টাকার পরিবর্তে ১৩৫.৮৬ টাকায় এবং নিম্ন স্তরের সিগারেট ৭৮ টাকার পরিবর্তে ৯৫.১৫ টাকায় বিক্রি হচ্ছে। বিড়ির ক্ষেত্রেও এভাবে সর্বোচ্চ মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে। ফলে এভাবে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্যের চেয়ে বেশি দামে সিগারেট-বিড়ি বিক্রি অব্যাহত থাকায় প্রতিবছরই হাজার হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার।

পাইকারি দোকানেও সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে বেশি দামে সিগারেট ও বিড়ি বিক্রি হয় বলেও এ গবেষণায় উঠে এসেছে। প্রকাশিত এ গবেষণাটি মূলত পরিমাণগত পদ্ধতিতে সম্পন্ন করা হয়েছে। ঢাকা, বরিশাল, খুলনা ও ময়মনসিংহ বিভাগ থেকে বিভাগীয় শহরসহ আরো দুটি জেলা শহর মিলে মোট ১২টি শহর থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। এক্ষেত্রে প্রতিটি শহর থেকে চারটি করে মোট ৪৮টি খুচরা বিক্রয়কেন্দ্র থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনে সংজ্ঞায়িত পাবলিক প্লেসের খুচরা বিক্রয়কেন্দ্র থেকে এ তথ্য নেওয়া হয়েছে। এ ছাড়া উল্লিখিত ১২টি শহর থেকে দুটি করে মোট ২৪টি পাইকারি বিক্রয়কেন্দ্রের তথ্য নেওয়া হয়েছে।

গবেষণার সুপারিশে বলা হয়েছে, সরকারের রাজস্ব বাড়াতে এবং ফাঁকি বন্ধ করতে অ্যাড ভ্যালোরেম করারোপ পদ্ধতির পরিবর্তে সুনির্দিষ্ট করারোপ পদ্ধতি আরোপ করতে হবে। পাশাপাশি প্রতিটি দ্রব্যের বাজার ও বিক্রয় পর্যবেক্ষণে এবং কর আদায়ে ডিজিটাল ব্যবস্থা চালু করতে হবে; সিগারেটের চার স্তরভিত্তিক কর কাঠামো ধারাবাহিকভাবে এক স্তরে নিয়ে আসতে হবে; সিগারেট ও বিড়ির খুচরা শলাকা বিক্রি নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি কর ফাঁকি রোধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে; এ ছাড়া তামাক নিয়ন্ত্রণ সংক্রান্ত সামগ্রিক সমস্যা মোকাবেলা করতে এবং ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে একটি জাতীয় তামাক কর নীতি প্রণয়ন করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় বিএসসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৫৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ৫২ লাখ টাকার।

২৫ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বিএটিবিসি লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ফরচুন সুজের ২৫ কোটি ২৫ লাখ, ওরিয়ন ফার্মার ২১ কোটি ৯৪ লাখ, আইএফআইসি ব্যাংকের ১৭ কোটি ৫৪ লাখ, ইউনিয়ন ব্যাংকের ১৭ কোটি ৮ লাখ, লাফার্জ হোলসিম বিডির ১৫ কোটি ৯২ লাখ, সাইফ পাওয়ারটেকের ১৫ কোটি ৩৭ লাখ ও ড্রাগন সোয়েটার স্পিনিং লিমিটেডের ১৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. বাংলাদেশ শিপিং করপোরেশন
  3. বিএটিবিসি
  4. ফরচুন সুজ
  5. ওরিয়ন ফার্মা
  6. আইএফআইসি ব্যাংক
  7. ইউনিয়ন ব্যাংক
  8. লাফার্জ হোলসিম বিডি
  9. সাইফ পাওয়ারটেক
  10. ড্রাগন সোয়েটার স্পিনিং লিমিটেড।

ডিএসইতে ১৬৩.২৯ পয়েন্ট সূচকের পতন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের বড় পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ৪৯০ পয়েন্ট কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৬৩.২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৬৭৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৩০.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৪৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪৭.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২৪৬৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৯১৬ কোটি ২৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১০৫০ কোটি ২৮ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩৬৫টির, আর দর অপরিবর্তিত আছে ৪টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, বিএটিবিসি, ফরচুন সুজ, ওরিয়ন ফার্মা, আইএফআইসি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, লাফার্জ হোলসিম বিডি, সাইফ পাওয়ারটেক ও ড্রাগন সোয়েটার স্পিনিং লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৫০০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯টির, কমেছে ২৮৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ১১টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৩ কোটি ৫৩ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইউনিয়ন ব্যাংক ও বিএটিবিসি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

সুইফট থেকে বাদ পড়ছে কয়েকটি রুশ ব্যাংক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ইউক্রেইনের আগ্রাসনের জবাবে রাশিয়ার কয়েকটি ব্যাংককে বিশ্বের প্রধান আর্থিক লেনদেন পরিষেবা সুইফট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং তাদের মিত্ররা।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বিদেশে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদও অবরুদ্ধ করা হবে। সেক্ষেত্রে রাশিয়া চাইলেও বিদেশের ব্যাংকে থাকা নিজেদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবহার করতে পারবে না।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, কানাডা ও যুক্তরাষ্ট্রের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে,রাশিয়াকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে একঘরে করে ফেলতেই এ পদক্ষেপের উদ্দেশ্য।

সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন বা সুইফট হল আন্তঃব্যাংক লেনদেনের বার্তা আদানপ্রদানের একটি দ্রুত ও নিরাপদ আন্তর্জাতিক পরিকাঠামো। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ও ব্যাংক অব ইংল্যান্ডসহ বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতায় ন্যাশনাল ব্যাংক অব বেলজিয়াম এই পরিষেবার দেখভাল করে থাকে।

১৯৭০ এর দশকে যাত্রা শুরু করা এ সমবায় পরিষেবা এখন আন্তর্জাতিক বাণিজ্যে লেনদেনের প্রধান মাধ্যম হয়ে উঠেছে। দুইশর বেশি দেশের ১১ হাজার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এখন সুইফটে যুক্ত। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে ২০২০ সালে প্রতিদিন প্রায় ৩৮ মিলিয়ন লেনদেন হয়েছে, যা ট্রিলিয়ন ডলার মূল্যের লেনদেন সুবিধা দিয়েছে।

বিবিসি লিখেছে, রাশিয়াও তাদের জ্বালানি তেল ও গ্যাস রপ্তানির দাম পাওয়ার ক্ষেত্রে সুইফটের ওপর নির্ভরশীল।

স্টকমার্কেটবিডি.কম/

ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়নি কে অ্যান্ড কিউ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউয়ের পরিচালনা বোর্ড নিজেদের ব্যবসা সম্প্রসারণের কোনো সিদ্ধান্ত নেয়নি।

গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক চিঠির জবাবে এ তথ্য জানায় কোম্পানিটি।

ডিএসই সূত্র জানায়, একটি অনলাইন সংবাদপত্র কোম্পানিটির ২০২০-২১ বার্ষিক প্রতিবেদনে চেয়ারম্যানের বক্তব্য উল্লেখ করে নতুন ব্যবসার তথ্যটি দিয়েছে। এ সম্পর্কে কোম্পানিটি জানায়, কথাটি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কোম্পানির আকাঙ্খার কথা জানানো হয়েছে।

কোম্পানিটির পরিচালনা বোর্ড বর্তমানে এলপিজি সম্প্রসারণ এবং খাদ্য ব্যবসা সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানায় কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/জেড