ফার কেমিক্যালসকে মার্জারের অনুমোদন দিলেন হাইকোর্ট

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি ফার কেমিক্যালস লিমিটেড অন্য একটি কোম্পানির সাথে মার্জার করার সিদ্ধান্ত নিয়েছে। এই মার্জারের অনুমোদন দিয়েছেন হাইকোর্ট। ডিএসই সূত্রে জানা গেছে।

কোম্পানিটি ফার কেমিক্যালস ও এস এফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ মিলস লিমিটেডের সাথে এই মার্জার করবে। বিষয়টি শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহবান করা হয়েছে।

আগামী ১১ মে বেলা সাড়ে ১১টায় এই বিশেষ সাধারণ সভা (ইজিএম) কুমিল্লা জেলায় শংকর পুরে জমজম হোটেল এন্ড রিসোর্টে অনুষ্ঠিত হবে।

এজন্য রেকর্ডডেট নির্ধারণ করা হয়েছে ১২ এপ্রিল। আর ক্রেডিটরস সভা অনুষ্ঠিত হবে আগামী ১১ মে।

স্টকমার্কেটবিডি.কম/

সাভার রিফ্রাক্টরিজের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি সাভার রিফ্রাক্টরিজ লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি।

ডিএসই সূত্র জানা গেছে, গত ৮ মার্চ এ শেয়ারের দর ছিল ১৯৪.৫০ টাকা এবং গতকাল ২৩ মার্চ এ শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ২৫৭.৬০ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে সাভার রিফ্রাক্টরিজ লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

এনভয় টেক্সটাইলের ৩ পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেডের তিনজন পরিচালক ২ কোটির বেশি শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

কোম্পানির পরিচালক কুতুবউদ্দিন আহমেদ ৪৩ লাখ ৭৯ হাজার ৫৬৪ টি শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। কোম্পানির আরেক উদ্যোক্তা পরিচালক তানভীর আহমেদ ১ কোটি ১৯ লাখ ৫১ হাজার ১০৪টি শেয়ার ক্রয় সম্পন্ন করলেন।

এছাড়া কোম্পানির পরিচালক সুমাইয়া আহমেদও ৪৩ লাখ ৭৯ হাজার ৫৬২টি শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।

ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হয়েছে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

কোম্পানিটির এসব শেয়ার চলমান বাজার দরে ব্লক মার্কেট হতে ক্রয় করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/মো

এনভয় টেক্সটাইলের ইজিএম আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলস লিমিটেডের পরিচালনা বোর্ড কোম্পানিটির অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মূলধন বাড়ানোর জন্য শেয়ারহোল্ডারদের সমর্থন নিতে এ সংক্রান্ত একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহবান করেছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই জানায়, ইজিএমটি ১২ মে বেলা ১১ টায় অনলাইনে অনুষ্ঠিত হবে।

সূত্র মতে, কোম্পানিটির মূলধন বাড়ানোর জন্য প্রিফারেন্স শেয়ার ছেড়ে ৮৭ কোটি টাকা সংগ্রহ করবে। এ কারণে একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয় ১৩ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/

ড্রাগন সোয়েটারের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার এন্ড স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি।

ডিএসই সূত্র জানা গেছে, গত ৭ মার্চ এ শেয়ারের দর ছিল ১৭.৬০ টাকা এবং গতকাল ২৩ মার্চ এ শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ২১.৯০ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে ড্রাগন সোয়েটার স্পিনিং মিলস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

সোনালী আঁশের ২য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভূক্ত পাট শিল্প খাতের কোম্পানি সোনালী আঁশ লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এসময় কোম্পানিটির আয় বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৩ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১২ পয়সা। এই সময় কোম্পানিটির আয় বেড়েছে।

আর ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৭ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.২৬ টাকা।

এই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২৬.৯৩ টাকা। যা গত বছরের ৩০ জুন ছিল ২২৫.৭৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/