ওরিয়ন ফার্মার ৩য় প্রান্তিকের আয় বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত এক বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের এই প্রান্তিকে (জানুয়ারি – মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৫ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৯৫ টাকা। এই প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে।

চলতি বছরের ৯ মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.০৭ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২.৯৮ টাকা।

এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮১.৯৬ টাকা। যা গত ২০২১ সালের ৩০ জুন এই এনএভি ছিল ৭৮.৭৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

শেয়ারবাজারে আসছে গ্রামীণ ব্যাংক-এইমস ফার্স্ট ইউনিট ফান্ড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গ্রামীণ ব্যাংকের উদ্যোগে দেশের শেয়ারবাজারে আসছে গ্রামীণ ব্যাংক-এইমস ফার্স্ট ইউনিট ফান্ড। গ্রামীণ ব্যাংকের উদ্যোগে এটি দ্বিতীয় মিউচুয়াল ফান্ড। ফান্ডটিতে প্রাথমিকভাবে গ্রামীণ ব্যাংক ১০০ কোটি টাকা বিনিয়োগ করছে। নতুন ফান্ডটির মাধ্যমে এইমসের বেমেয়াদি ফান্ড পরিচালনার যাত্রা শুরু হতে যাচ্ছে। এর আগে গ্রামীণ ব্যাংক গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ানের অধীনে দুটি স্কিম বাজারে ছাড়ে। যার সম্পদ ব্যবস্থাপনায় আছে এইমস।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রামীণ ব্যাংক-এইমস ফার্স্ট ইউনিট ফান্ডের নথি নিবন্ধন এরই মধ্যে শেষ হয়েছে। উদ্যোক্তা গ্রামীণ ব্যাংক ও ট্রাস্টি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে একটি ট্রাস্ট চুক্তি হয়েছে। একই সঙ্গে গ্রামীণ ব্যাংক ও দেশের প্রথম বেসরকারি মিউচুয়াল ফান্ড প্রবর্তনকারী প্রতিষ্ঠান এইমস অব বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি বিনিয়োগ ব্যবস্থাপনা চুক্তি সই হয়।

গ্রামীণ ব্যাংক ভবনে অনুষ্ঠিত ওই চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদ, এমডি মো. আবদুর রহিম খান, এইমসের এমডি ইয়াওয়ার সায়ীদ, পরিচালক ড. আখতার হোসেন ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি সচিব মো. মিজানুর রহমান।

স্টকমার্কেটবিডি.কম/

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে নেপালের জ্বালানিমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে নেপালের জ্বালানি, পানিসম্পদ ও সেচ মন্ত্রণালয়ের মন্ত্রী পাম্পা ভুসালের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

নেপালের মন্ত্রী পাম্পা ভুসালের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধিদল এবং বাংলাদেশের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেয়। এ সময় তারা দ্বিপক্ষীয় বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানো সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪০ সালের মধ্যে ৫০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি ও ক্লিন এনার্জি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বিদ্যুৎ বিভাগ কাজ করছে। এ ক্ষেত্রে প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানের সহযোগিতা নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে বড় ভূমিকা রাখবে।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ আরো বলেন, গ্রীষ্ম-বর্ষা মৌসুমে নেপালের উদ্বৃত্ত বিদ্যুৎ আমরা আমদানি করতে পারি এবং শীত মৌসুমে যখন তাদের বিদ্যুৎ উৎপাদন কমে যায় তখন আমাদের দেশ থেকে তারা বিদ্যুৎ নিলে দুই দেশই লাভবান হবে।

উল্লেখ্য, গ্রীষ্ম-বর্ষা মৌসুমে নেপালের জলবিদ্যুৎ সক্ষমতা দাঁড়ায় ৪৩ হাজার মেগাওয়াট। নেপালের জ্বালানি, পানিসম্পদ ও সেচ মন্ত্রণালয়ের মন্ত্রী পাম্পা ভুসাল নেপালের জলবিদ্যুতের সম্ভাবনাকে কাজে লাগতে বাংলাদেশকে সে দেশে বিনিয়োগের আহ্বান জানান। এ সময় তিনি বিদ্যুৎ খাতের উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।

বাংলাদেশ ভারত থেকে বিদ্যুৎ আমদানি করছে, নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির প্রক্রিয়া প্রায় চূড়ান্ত, ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর প্রক্রিয়াধীন রয়েছে। দ্বিপক্ষীয় এ বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন।

নেপালের প্রতিনিধিদলের মধ্যে ছিলেন জাতীয় পরিকল্পনা কমিশনের সদস্য ড. সুরেন্দ্র লাব কারনা, নেপালের জ্বালানি, পানিসম্পদ ও সেচ মন্ত্রণালয়ের সচিব দেবেন্দ্র কারকিসহ প্রতিনিধিদলের সদস্যরা।

স্টকমার্কেটবিডি.কম/

ম্যাকসন স্পিনিংয়ের আয় বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি ম্যাকসন স্পিনিং মিলস লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত এক বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের এই প্রান্তিকে (জানুয়ারি – মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮২ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৬৪ টাকা। এই প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে।

চলতি বছরের ৯ মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৫৯ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১.১৫ টাকা।

এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১.৫৬ টাকা। যা গত ২০২১ সালের ৩০ জুন এই এনএভি ছিল ২০.০৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

  1. বেক্সিমকো লিমিটেড
  2. জেএমআই হসপিটাল রিকুইজিটি
  3. বাংলাদেশ শিপিং করপোরেশন
  4. ওরিয়ন ফার্মা
  5. সোনালী পেপার এন্ড বোর্ড
  6. ইউনিক হোটেল এন্ড রিসোর্ট
  7. লাফার্জ হোলসিম বিডি
  8. ডরিন পাওয়ার
  9. আইপিডিসি
  10. প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসইতে লেনদেন অনেকটা বাড়লেও সিএসইতে সামান্য কমেছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১০.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৬৭৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪৫৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২৪৭৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭৬৬ কোটি ১৪ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫৯৩ কোটি ১ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৮১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৬০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬৩টির, আর দর অপরিবর্তিত আছে ৫৮টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো-বেক্সিমকো লিমিটেড, জেএমআই হসপিটাল রিকুইজিটি, বাংলাদেশ শিপিং করপোরেশন, ওরিয়ন ফার্মা, সোনালী পেপার এন্ড বোর্ড, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট, লাফার্জ হোলসিম বিডি, ডরিন পাওয়ার, আইপিডিসি ও প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২০.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৫৭৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ১২৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ৯৪ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ২০ কোটি ৪ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে জেএমআই হসপিটাল রিকুইজিটি ও সাইফ পাওয়ারটেক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

ইউনিক হোটেলের ৩ মাসের ইপিএস ২.৮৩ টাকা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত ভ্রমণ ও প্রণোদণা শিল্প খাতের কোম্পানি ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের এই প্রান্তিকে (জানুয়ারি – মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৮৩ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ০.১৪ টাকা। এই প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে।

চলতি বছরের ৯ মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.০৬ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ০.২৬ টাকা।

এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯৬.৫৭ টাকা। যা গত ২০২১ সালের ৩০ জুন এই এনএভি ছিল ৮৮.০৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/