২ লাখ ৪৬ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০২২-২৩ অর্থবছরের জন্য ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা ব্যয় সম্বলিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া স্বায়ত্তশাসিত সংস্থা বা করপোরেশনের প্রায় ৯ হাজার ১৩০ কোটি টাকার এডিপিও অনুমোদিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রী ও এনইসির চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনের সঙ্গে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষ ও সচিবালয়স্থ মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এ অনুমোদন দেয়া হয়।

সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ২ লাখ ৪৬ হাজার কোটি টাকা ব্যয়ে নতুন এডিপি অনুমোদন হয়েছে। দেশের সামগ্রিক উন্নয়নের কথা চিন্তা করেই এই অনুমোদন। মেগা প্রকল্প বাস্তবায়নসহ নানা উন্নয়নকে প্রাধান্য দেওয়া হয়েছে।

অন্যান্য বছরের ন্যায় এ বছরেও দেশের সম্পদ, বৈদেশিক অর্থায়ন ও সামষ্টিক অর্থনৈতিক অবস্থা বিবেচনা নিয়ে ২০২২-২৩ অর্থবছরের এডিপি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির সফল বাস্তবায়ন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার, কোভিড -১৯ মোকাবিলা, অধিক কর্মসংস্থান সৃষ্টি , শিক্ষা-স্বাস্থ্য সেবার মানোন্নয়ন , মানব সম্পদ উন্নয়ন , খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, দারিদ্র্য বিমোচন তথা দেশের সামগ্রিক আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে ।

সভায় পরিকল্পনা মন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পরিকল্পনা কমিশনের সদস্য এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

ইউক্রেনকে ১০০ মিলিয়ন ডলারের ঋণ দিবে জাপান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জন্য ১৩ বিলিয়ন ইয়েন (একশ’ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ অনুমোদ করল জাপান।

সোমবার এই ঋণ অনুমোদন দেওয়া হয় বলে দাবি করেছে ইউক্রেনের অর্থ মন্ত্রণালয়।
আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা ও রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে রাশিয়ার অভিযানে ইউক্রেনের ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তায় এই ঋণ ব্যয় করা হবে। ৩০ বছর মেয়াদী এই ঋণের জন্য আরও ১০ বছরের ‘গ্রেস পিরিয়ড’র সুযোগ রাখা হয়েছে।

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জানিয়েছে, এই ঋণ সহায়তা বিশ্বব্যাংকের সঙ্গে সহ-অর্থায়ণে করা হবে এবং ইউক্রেন সরকারের বাজেটে অন্তর্ভুক্ত করা হবে। তবে ইউক্রেন এই অর্থ সামরিক কাজে ব্যবহার করতে পারবে না। সূত্র: আল-জাজিরা, রয়টার্স

স্টকমার্কেটবিডি.কম/

ভোক্তাকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিলেন বাণিজ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটায় ভোক্তাদের সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে খাদ্যপণ্যের দাম আরও বাড়তে পারে। ভবিষ্যতে সংকট তৈরি হতে পারে। এ জন্য সবাইকে মিতব্যয়ী ও সতর্ক হতে হবে।

গতকাল সোমবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, অনেকেই বলছেন, বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হবে। এটা রাজনৈতিক উদ্দেশ্যে বলা। বাংলাদেশের অর্থনৈতিক সংকট কখনোই শ্রীলঙ্কার মতো হবে না। আমরা তাদের ঋণ দিয়েছি।

সংলাপে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাসউদুল হক।

বাজার কে নিয়ন্ত্রণ করে, সরকার নাকি ব্যবসায়ী? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার বাজার নিয়ন্ত্রণ করে না। ব্যবসায়ীরাও নিয়ন্ত্রণ করে না। বাজারে পণ্যের সরবরাহ ঠিক আছে কি না, সরকার সেটা তদারক করে।

সংলাপে বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতের গম রপ্তানি বন্ধের ঘোষণার পর সরকার আরও পাঁচটি দেশ থেকে গম আমদানির পথ খুঁজছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘কানাডার হাইকমিশনারের সঙ্গে গম আমদানির বিষয়ে কথা হয়েছে। এ ছাড়া প্রতিবেশী দেশ হিসেবে ভারত আমাদের গম দেবে। গমের বিষয়ে চিন্তার কারণ নেই।’

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের কারণে খাদ্যপণ্যে ইতিমধ্যে প্রভাব পড়তে শুরু হয়েছে। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। ভোক্তাকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেওয়ার অর্থ কী এই যে ভবিষ্যতে ভোগ্যপণ্যের দাম আরও বাড়ছে—এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, এ যুদ্ধ সবার ওপর প্রভাব ফেলছে; ভোক্তা, সরকার, সাংবাদিক, ব্যবসায়ী বা মন্ত্রী—সবাইকে সমানভাবে চিন্তা করতে হবে। এই যুদ্ধ শোভন নয়, এর প্রভাবে জাহাজের ভাড়া বাড়তে শুরু করেছে। তবে ব্যয় সংকোচনে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ বন্ধ করা হয়েছে।

মন্ত্রী বলেন, ‘যিনি ৫ লিটার বা ১০ লিটার তেল কেনেন, তাঁকে চিন্তা করতে হবে। আমরা সবাই জানি, যখন সংকট যখন তৈরি হয়, তখন কোথাও না কোথাও বাজেট কাটছাঁট করতে হয়। যুদ্ধ যদি দীর্ঘ মেয়াদে হয়, সমস্যা আসবেই। আমরা যে যেখানে আছি, সেখান থেকেই সাশ্রয়ী হতে হবে। সতর্ক হতে হবে।

সোমবার থেকে টিসিবির মাধ্যমে ভোজ্যতেলসহ অন্যান্য পণ্য বিতরণ কেন স্থগিত করা হয়েছে জানতে চাইলে টিপু মুনশি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, শহরের এই মানুষদের দেওয়া হচ্ছে, গ্রামের মানুষকে দেওয়া হচ্ছে না। তোমরা একটু সময় নিয়ে দাও।’

স্টকমার্কেটবিডি.কম/

পিকে হালদার টাকার সর্বশেষ অবস্থা জানতে চান হাইকোর্ট

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাত করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া পিকে (প্রশান্ত কুমার) হালদার কোন কোন দেশে টাকা রেখেছেন এবং তার মামলা তদন্তের সর্বশেষ অবস্থা জানাতে দুদককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে তাকে দেশে ফিরিয়ে আনা সংক্রান্ত রুলের শুনানির জন্য আগামী ১২ জুন দিন ধার্য করা হয়েছে।

হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

আদালতে আজ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান।

এর আগে সোমবার এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদারকে ভারতে গ্রেফতারের তথ্য আদালতকে জানায় রাষ্ট্রপক্ষ।

পি কে হালদারকে গ্রেফতার ও দেশে ফিরিয়ে আনা প্রশ্নে দেড় বছর আগে স্বপ্রণোদিত রুল দিয়েছিলেন হাইকোর্ট। এ রুলের চূড়ান্ত নিষ্পত্তি এখনও হয়নি। এর মধ্যেই গত শনিবার ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার হন পিকে হালদার।

গত শনিবার ভারতের কেন্দ্রীয় অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) পশ্চিমবঙ্গ থেকে পলাতক পিকে হালদারকে গ্রেফতার করে। ইডির বরাত দিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যম জানায়, পিকে হালদার রেশন কার্ড, ভারতের জাতীয় পরিচয়পত্র, আয়কর দপ্তরের পরিচয়পত্র পিএএন (প্যান) ও আধার কার্ডের মতো ভারতীয় বিভিন্ন সরকারি পরিচয়পত্র জালিয়াতি করে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে অবস্থান করছিলেন। সেখানে তিনি শিব শংকর হালদার নাম নিয়েছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

এস এস স্টিলের বোর্ড সভা হবে সন্ধ্যায়

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি কোম্পানি এস এস স্টিল লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিক বোর্ড সভা আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, আজ ১৭ মে অনুষ্ঠিত এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

সিলকো ফার্মার আর্থিক প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সোমবার (১৬ মে) অনুষ্ঠিত এক বোর্ড সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৩২ পয়সা। তিন মাসে কোম্পানিটির আয় বেড়েছে।

এ বছরের ৯ মাসে কোম্পানিটির (ইপিএস) হয়েছে ০.৮০ টাকা। গত বছরের এই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ০.৭৭ টাকা।

এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২১.৯৮ টাকা। যা গত বছর ৩০ জুন ছিল ২১.৮৫ টাকা।

স্টকমার্কেটবিডি/