বিএসইসি কর্মকর্তার লাশ উদ্ধার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীর পান্থপথ এলাকার নিজ বাসা থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সহকারী পরিচালক মেহেদী হাসানের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার রাতে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মেহেদী হাসানের সহকর্মীরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই মেহেদীর মানসিক অবস্থা ভালো ছিল না।

মেহেদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের ফিন্যান্স বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। থাকতেন বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে। তাঁর বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।

শেরে বাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) বিজন ভট্টাচার্য রাত সাড়ে ১২টার দিকে গণমাধ্যমকে বলেন, ‘আমরা পরিবারের সঙ্গে কথা বলেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

স্টকমার্কেটবিডি.কম//

আমান কটনের জামানত বাতিলের নির্দেশ দিল বিএসইসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত আমান কটন ফাইবার্স লিমিটেডের জামানত বাতিলে ৩ ব্যাংককে নির্দেশ দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্যাংক ৩টি হচ্ছে-মেঘনা ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও ব্যাংক অব সিলন। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সম্প্রতি বিএসইসি ব্যাংকগুলোকে এই নির্দেশ দিয়েছে। বিনিয়োগকারী ও শেয়ারবাজারের স্বার্থে নিয়ন্ত্রক সংস্থা এই নির্দেশ দেওয়া হয়েছে।

তথ্যমতে, কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে টাকা তুলে তা জামানত রেখে উদ্যোক্তাদের ব্যক্তিগত মালিকানার ২ কোম্পানির জন্য ঋণ নিয়েছিল। কোনো কারণে এই ঋণ খেলাপী হয়ে গেলে আইন অনুসারে ব্যাংক ৩টি জামানতের অর্থ থেকে তা সমন্বয় করে নেবে। তাতে ক্ষতিগ্রস্ত হবেন আমান কটনের সাধারণ বিনিয়োগকারীরা।

সম্প্রতি যমুনা ব্যাংকের একটি মামলায় ঋণের জামানত নিয়ে প্রতারণার অভিযোগে আমান গ্রপের কর্ণধার মো. রফিকুল ইসলাম, পরিচালক মো. শফিকুল ইসলাম ও মোঃ তৌফিকুল ইসলামকে জেলে পাঠিয়েছেন রাজশাহীর একটি আদালত। এই ঘটনার পর আমান কটনের রাখা জামানতের ভাগ্য নিয়ে উদ্বেগ আরও বেড়ে গেছে।

আমান কটন ফাইবার্স ২০১৮ সালে আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৮০ কোটি টাকা উত্তোলন করে। কোম্পানিটির প্রসপেক্টাসে বলা হয়েছিল, ব্যাংক ঋণ পরিশোধ ও উৎপাদনক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নতুন মেশিনারিজ কেনার জন্য ওই অর্থ ব্যাবহার করা হবে।

কিন্তু এর কোনোটা-ই না করে কোম্পানিটি আইপিওর ৭৩ কোটি টাকা ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে জমা রাখে। আর ওই এফডিআরকে জামানত হিসেবে রেখে আমান কটনের উদ্যোক্তাদের ব্যক্তিগত মালিকানার ২ কোম্পানি একিন ক্যারিজ লিমিটেড ও আমান ফুড লিমিটেডের নাম ঋণ নেওয়া হয়।

ওই ঘটনায় বিএসইসি আমান কটনের ৪ পরিচালকের প্রত্যেককে তিন কোটি টাকা করে জরিমানা করে। পাশাপাশি পরবর্তী ৭ দিনের মধ্যে এফডিআর ভেঙ্গে ওই টাকা আমান কটনের অ্যাকাউন্টে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়।

কোম্পানিটি বিএসইসির ওই নির্দেশ পরিপালন না করে উল্টো আইপিওর অর্থ ব্যবহারের সময়সীমা ২০২৩ সালের জুন পর্যন্ত বাড়ানোর আবেদন করে। কমিশন ওই আবেদনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

তবে ওই আবেদনে সম্মতি দেওয়ার সম্ভাবনা যে একেবারেই কম তা আলোচিত তিন ব্যাংককে জামানত বাতিলের নির্দেশের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেছে।

স্টকমার্কেটবিডি.কম//

সোনালী আশেঁর ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট খাতের শিল্প খাতের কোম্পানি সোনালী আশঁ লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ+’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-৩’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস (এনসিআর) লিমিটেড।

২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ইসলামী ইন্স্যুরেন্সের ১ম প্রান্তিকে প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল রবিবার (৩০মে) অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি অর্থবছরে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিমাটি।

বিমাটির ১ম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (জানুয়ারি-মার্চ,২২) বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭১ টাকা। গত বছরের এ সময়ের বিমাটির শেয়ার প্রতি আয় ছিল ০.৬৩ টাকা।

এই প্রান্তিকে বিমাটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮.১৬ টাকা। যা গত বছরের ৩১ মার্চ ছিল ১৭.৫১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বিমা তহবিল কমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পদ্মা লাইফ ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকে বিমা তহবিল কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই জানায়, চলতি ২০২২ সালের জানুয়ারি হতে মার্চ পর্যন্ত বীমাটির মোট তহবিল দাঁড়িয়েছে ১৩ কোটি ১৭ লাখ ১০ হাজার টাকা। আগের বছর একই সময় এই তহবিল ছিল ১৪ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকার বেশি।

এসময় বিমাটির রিভিনিউ হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ লাখ ৮০ হাজার, যা গত বছর একই সময়ে ছিল ১ কোটি ১ লাখ ২০ হাজার।

স্টকমার্কেটবিডি.কম/এম