ইসলামিক ফাইন্যান্স উইন্ডো করবে আইডিএলসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারের তালিকাভূক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ইসলামিক ফাইন্যান্স উইন্ডো চালু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি চলমান ব্যবসার পাশাপাশি এই ইসলামিক ফাইন্যান্সিং চালু করবে।

বাংলাদেশ ব্যাংকসহ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন স্বাপেক্ষে এই শরীয়াহ ভিত্তিক ব্যবসাটি পরিচালনা করা হবে বলে ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

স্টকমার্কেটবিডি.কম/

বিশ্ববাজারে ২% বেড়েছে জ্বালানি তেলের দাম

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো রাশিয়া থেকে দুই-তৃতীয়াংশ জ্বালানি তেল আমদানি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এমন ঘোষণায় আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম।

গতকাল মঙ্গলবার তেলের দাম প্রায় ২ শতাংশ বেড়ে ১৪ বছরে সর্বোচ্চ হওয়ার কাছাকাছি চলে এসেছে। গত সোমবার সমঝোতায় আসা ইইউ নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত সমুদ্রপথে আসা রাশিয়ার তেল আমদানি বন্ধ হবে, যা মোট আমদানির দুই-তৃতীয়াংশ।

বছর শেষে পাইপলাইনে আমদানিও বন্ধ করবে একাধিক দেশ। এতে রাশিয়া থেকে দেশগুলোর তেল আমদানি কমবে ৯০ শতাংশের মতো। বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিংইকোনমিকসের হিসাবে, এমন খবরে গতকাল আন্তর্জাতিক বাজারে যুক্তরাষ্ট্রের ডাব্লিউটিআই অশোধিত জ্বালানি তেলের দাম ১.৫৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল হয় ১১৯.৭০ ডলার। লন্ডনের ব্রেন্ট জ্বালানি তেলের দাম ১.৭২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল হয় প্রায় ১২৪ ডলার।

স্টকমার্কেটবিডি.কম/

ইন্দো-বাংলা ফার্মার শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেডের দুই উদ্দ্যোক্তা পরিচালক শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মো: বেলাল হোসেন নামে এক উদ্দ্যোক্তা কোম্পানিটির ৩৪ লাখ ৪৮ হাজার ৩০৬টি শেয়ার বিক্রি করেছেন।

অন্যদিকে আরেক উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ৩৪ লাখ ৪৮ হাজার ৩০৬টি শেয়ার ক্রয় করেছেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এসব পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ব্লক মার্কেটে ক্রয় বিক্রয় সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

নর্দার্ণ ইন্স্যুরেন্সের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের ঋণমান প্রকাশ করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

সূত্রটি জানায়, বিমাটির দীর্ঘ মেয়াদি ঋণমান এসেছে ‘এএ+’। আর স্বল্প মেয়াদি ঋণমাণ এসেছে এসটি-২।

২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ফার্ষ্ট সিকিউরিটিজ ব্যাংকের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ফার্ষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ঋণমান প্রকাশ করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

সূত্রটি জানায়, ব্যাংকটির দীর্ঘ মেয়াদি ঋণমান এসেছে ‘এ+’। আর স্বল্প মেয়াদি ঋণমাণ এসেছে এসটি-২।

২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

এবি ব্যাংকের এজিএমের সময় ও স্থান পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত ব্যাংকিং শিল্প খাতের কোম্পানি এবি ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারন সভার (এজিএম) সময় ও স্থান পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ব্যাংকটির এজিএম ৬ জুলাই বেলা সাড়ে ১২ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

এর আগে এজিএমটি সময় সকাল সাড়ে ১১টায় নির্ধারণ করেছিল ব্যাংকটি।

আর ৪০তম এই এজিএমটির অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/

প্রাইম ইন্স্যুরেন্সের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৮ জুন আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

উক্ত বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। গত বছর বিমাটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন পোশাককর্মী পারভিন

গাজীপুরের পারভিন আকতারের হাতে ওয়ালটন ফ্রিজ কিনে পাওয়া ২০ লাখ টাকার চেক তুলে দেয়া হচ্ছে।

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৫। এর আওতায় ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেয়েছেন গাজীপুর সদরের কাশিমপুরের লতিফপুর এলাকার পোশাককর্মী পারভিন আকতার। মাত্র ৪ হাজার ৫৫০ টাকা ডাউনপেমেন্ট দিয়ে কিস্তি সুবিধায় ওয়ালটন ফ্রিজ কিনে বিশাল অংকের এই টাকা পেলেন পারভিন। ওয়ালটনের একটি ফ্রিজ কিনেই বদলে গেলো সিঙ্গেল মাদার পারভিন এবং তার দুই সন্তানের কঠিন সংগ্রামী জীবন।

উল্লেখ্য, অনলাইন অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের আরও দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। এর মাধ্যমে ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নাম্বার এবং বিক্রি করা পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাচ্ছেন গ্রাহক।

এ কার্যক্রমে স্বতস্ফূর্ত অংশগ্রহণে উৎসাহিত করতে ঈদ উৎসবে ক্রেতারা ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, গ্যাস স্টোভ, রাইস কুকার ও ফ্যান কিনে ২০ লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক এবং কোটি কোটি টাকার পণ্য ফ্রি পাচ্ছেন।

সোমবার বিকেলে (৩০ মে, ২০২২) গাজীপুর সদরের পানিশাইল ওয়ালটন প্লাজায় পারভিন আকতারের হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার এবং প্লাজা ট্রেডের সিইও মোহাম্মদ রায়হান।

সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর নাজনিন আক্তার, মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার, ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, চিফ মার্কেটিং অফিসার ফিরোজ আলম, হেড অব বিজনেস ইন্টেলিজেন্স আরিফুল আম্বিয়া, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান, প্লাজা ট্রেডের ডিসিইও আবুল কালাম আজাদ, সিনিয়র অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর মীর মোহাম্মদ গোলাম ফারুক প্রমুখ।

ক্রেতা পারভিন আকতার জানান, তার বাড়ি ফরিদপুর সদরপুরের লালমিয়া সরকারের কান্দি গ্রামে। ১ ছেলে এবং ১ মেয়ের মা তিনি। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয় অনেক আগেই। গাজীপুরের ‘বিগ বস’ নামের একটি পোশাক কারখানায় কাজ করে দুই সন্তান নিয়ে কঠোর জীবন সংগ্রাম চলছে সহায়-সম্বলহীন পারভিনের। বাসার পুরনো ফ্রিজটি নষ্ট হয়ে যাওয়ায় কষ্ট করে সামান্য কিছু টাকা জমিয়ে ওয়ালটন থেকে কিস্তিতে ফ্রিজটি কেনেন তিনি। ওয়ালটনের ফ্রিজ কেনাটাই ভাগ্য বদলে দেয় পারভিন ও তার দুই সন্তানের।

অনুষ্ঠানে নজরুল ইসলাম সরকার বলেন, ওয়ালটনের কাছে সব ক্রেতাই সমান গুরুত্বপূর্ণ। ২০ লাখ টাকার এই চেক হস্তান্তর প্রমাণ করে ওয়ালটন ক্রেতাদের দেয়া প্রতিশ্রুতি সঠিকভাবে পালন করে। ক্রেতারা ওয়ালটনের পণ্য সাদরে গ্রহণ করছেন বলেই আমরাও মানুষকে এই ধরনের সুবিধা দিতে পারছি। ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে লক্ষ লক্ষ ক্রেতার ভাগ্য পরিবর্তনের সহযোগী হতে পেরে আমরা আনন্দিত।

কর্তৃপক্ষ জানায় ওয়ালটন ফ্রিজে ১ বছরের রিপ্লেসমেন্টসহ কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি, ৫ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা, দেশব্যাপী বিস্তৃত ৭৭টি সার্ভিস সেন্টার থেকে দ্রুত বিক্রয়োত্তর সেবা পাওয়ার নিশ্চয়তা এবং সর্বোচ্চ ৩৬ মাসের সহজ কিস্তি সুবিধা রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম//

 

জনতা ইন্স্যুরেন্সের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৮ জুন আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর গুলশানে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। গত বছর বিমাটি ৬ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/রিমা