এক্সপ্রেস ইন্স্যুরেন্সের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান এক্সপ্রেস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১৫ জুন আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর পল্টনে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি।

একই দিনে বিমাটি চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আহবান করা হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

২৬ জুনই সবার জন্য খুলে দেওয়া হবে পদ্মা সেতু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সেতু বিভাগের সচিব মঞ্জুর হোসেন জানিয়েছেন, পদ্মা সেতু উদ্বোধনের দিন সর্বসাধারণের যানচলাচলের জন্য উন্মুক্ত করা হবে না। উদ্বোধনের পর দিন সকাল ৬টা থেকে যান চলাচল শুরু হবে।

আজ বুধবার (৮ জুন) বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেতু বিভাগ আয়োজিত পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

মঞ্জুর হোসেন বলেন, ২৫ জুন সকাল ১০টায় মাওয়া প্রান্তে সুধী সমাবেশের পরে পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেতু পার হয়ে জাজিরা প্রান্তে গিয়ে নামফলক উদ্বোধন করবেন তিনি। সেখানে কাঁঠালবাড়ী ঘাটে আওয়ামী লীগ আয়োজিত জনসমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

স্টকমার্কেটবিডি///

মূল্যস্ফীতির চাপে বাংলাদেশ : বিশ্বব্যাংক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতির চাপে পড়েছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার বিশ্বের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান বিশ্বব্যাংক প্রকাশিত ‘বৈশ্বিক অর্থনৈতিক পূর্বাভাস’ প্রতিবেদনে এসব কথা বলা হয়।

প্রতিবেদনে বলা হয়, চলতি ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধি আসবে ৬.৪ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবছরে কিছুটা বেড়ে হবে ৬.৭ শতাংশ। সংস্থার জানুয়ারিতে দেওয়া প্রতিবেদনেও একই পূর্বাভাস ছিল।

বিশ্বব্যাংক জানায়, এপ্রিল পর্যন্ত চলতি অর্থবছরে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি ২৫ শতাংশের বেশি হয়েছে। এমনকি শিল্পোৎপাদনেও গত চার বছরের চেয়ে ভালো গতি এসেছে। কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে শিল্পোৎপাদন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে খাদ্য ও জ্বালানির দাম বাড়ায় মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। অনিশ্চয়তাও তৈরি হয়েছে অর্থনীতিতে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো জ্বালানিতে বিপুল ভর্তুকি দিলেও মূল্যস্ফীতির চাপ তৈরি হচ্ছে অর্থনীতিতে। চলতি হিসাবের বড় ঘাটতি দেখা দিয়েছে। এতে করে জিডিপি প্রবৃদ্ধি দুর্বল হচ্ছে, দারিদ্র্য বাড়ছে। সরকার বাজেটের অর্থ উৎপাদনশীল খাত থেকে সামাজিক সুরক্ষায় নিয়ে যেতে হচ্ছে।

বিশ্বব্যাংক তাদের সর্বশেষ প্রতিবেদনে আরো জানায়, এ বছর বিশ্ব প্রবৃদ্ধি আসবে ২.৯ শতাংশ, যা সংস্থার জানুয়ারির পূর্বাভাসের চেয়ে ১.২ শতাংশীয় পয়েন্ট কম। জিডিপি প্রবৃদ্ধির এ অবনতি ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে, যা মারাত্মক নিম্নমুখী প্রবণতা তৈরি করেছে। সংস্থার মতে, বিশ্ব অর্থনীতি ৮০ বছরের মধ্যে সবচেয়ে মন্থর হবে এ বছর। যদিও ২০২১ সালে বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি এসেছিল ৫.৭ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়, চলতি ২০২১-২২ অর্থবছরে ভারতের প্রবৃদ্ধি আসবে ৮.৭ শতাংশ এবং আগামী অর্থবছরে আসবে ৭.৫ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/////

মেঘনা ইন্স্যুরেন্সের লেনদেন শুরু আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে আজ বুধবার (৮জুন) থেকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কোম্পানির লেনদেন।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা কোম্পানিটির ট্রেডিং কোড- “MEGHNAINS” এবং ডিএসইতে কোম্পানি কোড নাম্বার- ২৫৭৫৪ নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি কোম্পানিটি আইপিও প্রক্রিয়া সম্পন্ন করে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস