1. বেক্সিমকো লিমিটেড
  2. আরএকে সিরামিকস
  3. শাইনপুকুর সিরামিকস
  4. জেএমআই হসপিটাল রিকুইজিটি
  5. আইপিডিসি
  6. বাংলাদেশ শিপিং করপোরেশন
  7. বাংলাদেশ ফাইন্যান্স
  8. ওরিয়ন ফার্মা
  9. কাসেম ইন্ডাস্ট্রিজ
  10. বিডিকম অনলাইন লিমিটেড।

ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) সবগুলো সূচক বেড়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে।এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতূর্থ কার্যদিসে আজ বুধবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৩.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৩৭৪ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৮৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৩০১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৯৪৩ কোটি ৮৮ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৮৭৪ কোটি ৯১ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৭৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬১টির, আর দর অপরিবর্তিত আছে ৪৬টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, আরএকে সিরামিকস, শাইনপুকুর সিরামিকস, জেএমআই হসপিটাল রিকুইজিটি, আইপিডিসি, বাংলাদেশ শিপিং করপোরেশন, বাংলাদেশ ফাইন্যান্স, ওরিয়ন ফার্মা, কাসেম ইন্ডাস্ট্রিজ ও বিডিকম অনলাইন লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬১.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৭৭২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১২৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪২ কোটি ৬০ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫৫ কোটি ৫৪ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ব্যাংক এশিয়া ও জেএমআই হসপিটাল রিকুইজিটি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

ন্যাশনাল ব্যাংকের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ- এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-২’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ইমিজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

২০২১ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এসিআরএসএল।

স্টকমার্কেটবিডি.কম/এম

উৎসে কর বাড়ানোর প্রস্তাবে পোশাকশিল্পমালিকদের ‘না’

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থমন্ত্রীরা গত ১০ বছরের মধ্যে যতবারই রপ্তানিতে উৎসে কর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, ততবারই নানা সংকট দেখিয়ে তা কমানোর দাবি তুলেছেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। এবারও তার ব্যতিক্রম হয়নি। বর্তমান পরিস্থিতিতে উৎসে কর বৃদ্ধির প্রস্তাব পোশাকশিল্পের টিকে থাকার সংগ্রাম আরও কঠিন করে তুলবে বলে মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি মো. ফারুক হাসান।

বিজিএমইএর সভাপতি বলেন, ‘প্রস্তাবিত বাজেটে উৎসে কর দশমিক ৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ১ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে, যা বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে শিল্পের জন্য খুবই দুরূহ হবে। পোশাকশিল্প মহামারি থেকে ঘুরে দাঁড়াচ্ছে। আমরা মনে করি, উৎসে কর বাড়ানোর জন্য এটি সঠিক সময় নয়।’

রাজধানীর গুলশানের একটি হোটেলে গত সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। তিনি বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে একদিকে যেমন জ্বালানি তেলসহ খাদ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে ইউরোপসহ বিশ্বের বেশ কিছু দেশে অর্থনৈতিক মন্দার আশঙ্কাও বাড়ছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দেশগুলো সুদের হার বাড়াচ্ছে। ফলে আন্তর্জাতিক বাজারে আমাদের পণ্যের চাহিদা ও ক্রয়ক্ষমতা কমেছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি এস এম মান্নান ও শহিদউল্লাহ আজিম, পরিচালক আবদুল্লাহ হিল রাকিব, আসিফ আশরাফ, তানভীর আহমেদ, নাভিদুল হক প্রমুখ।

বিজিএমইএর সভাপতি বলেন, ‘করোনার কারণে গত দুই বছর আমাদের তেমন কোনো কর্মসংস্থান তৈরি হয়নি। সাম্প্রতিক সময়ে আমাদের প্রবাসী আয়ে মন্দাভাব ও আমদানি খরচ বেড়ে যাওয়ায় লেনদেন ভারসাম্যে চাপ তৈরি হয়েছে।

তিনি বলেন, আর ইউরোপ ও যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক মন্দার যে পূর্বাভাস আমরা পাচ্ছি, সেটি মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকতে হবে। এমন পরিস্থিতিতে পোশাকশিল্পের অগ্রযাত্রা যেকোনোভাবেই মসৃণ রাখা দরকার।’ তিনি আরও বলেন, ‘রপ্তানির বিপরীতে উৎসে কর বর্তমানের মতো অর্থাৎ দশমিক ৫ শতাংশ আগামী পাঁচ বছর পর্যন্ত কার্যকর রাখলে শিল্পটি বর্তমান সংকটকালে স্বস্তিতে থাকবে।’

নন-কটন পোশাক রপ্তানিতে ১০ শতাংশ বিশেষ প্রণোদনা দেওয়ার দাবি করেন ফারুক হাসান।

স্টকমার্কেটবিডি.কম///

ফুয়াং সিরামিকসের ৩য় প্রান্তিকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি ফুয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২০ জুন আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০২২ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩ টায় রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএ

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের নো ডেভিডেন্ট ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেড গত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য নো ডেভিডেন্ট ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার (১৪ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের এই ঘোষণা দেওয়া হয়।

সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১২.২০ টাকা করে লোকসান হয়েছে। এবছর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের দায়ের (এনএভি) পরিমাণ দাঁড়িয়েছে ৯৪.২৭ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন ও স্থান পরে জানানো হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ জুলাই।

স্টকমার্কেটবিডি.কম/

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের বাৎসরিক বোর্ড সভা আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আজ বুধবার বেলা ৩টায় রাজধানীর পল্টনে বিমাটির প্রধান কার্যালয়ে এই বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। গতবছর বিমাটি ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

একই দিনে বিমাটি চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আহবান করা হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৪ জুন) অনুষ্ঠিত বিমাটির পরিচালনা বোর্ডের সভায় গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে বিমাটি।

এ সময়ে বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩৭ টাকা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৩.৩৭ টাকা।

বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ সেপ্টেম্বর অনলাইনে অনুষ্ঠিত হবে । এর জন্য রেকর্ড নির্ধারণ করা হয়েছে ২৫ জুলাই।

স্টকমার্কেটবিডি.কম/এ