নিয়ালকো এলুয়েসের শেয়ার দর বৃদ্ধির কারণ নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে এসএমই প্লাটফর্মে তালিকাভুক্ত নিয়ালকো এলুয়েস লিমিটেডের শেয়ারের ধারাবাহিক দর বাড়ার পেছনে কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির শেয়ার দর এই অস্বাভাবিকভাবে বৃদ্ধির আলোকে সিএসই কর্তৃপক্ষ তদন্ত শুরু করে । এসময় কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, কোনো কারণ ছাড়াই বাড়ছে নিয়ালকো এলুয়েস লিমিটেডের শেয়ার দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্সে কোম্পানি লিমিটেডের একজন পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জাহানারা আরজু নামে বীমার এ পরিচালক বিমাটির এই ১ লাখ শেয়ার ক্রয় করবেন।

এই উদ্যোক্তা এসব শেয়ার বাজার দরে ক্রয় করবেন।

তিনি এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন বলে বীমাটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এম

প্রাইম ব্যাংকের ২০২১ সালের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-২’। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ইমাজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/বি

পি কে হালদারসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ভারতে গ্রেপ্তার হওয়া প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) বিরুদ্ধে দায়ের মামলার প্রাথমিক চার্জশিট দাখিল করেছে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ মঙ্গলবার কলকাতার নগর দায়রা আদালতে চার্জশিট দাখিল করেন ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী।

সমকালকে তিনি জানান, বাংলাদেশের এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারসহ ছয় অভিযুক্তের বিরুদ্ধে আদালতে প্রাথমিক চার্জশিট জমা দেওয়া হয়েছে। ভারতে তাদের ব্যাংক অ্যাকাউন্ট, বাড়ি ও জমিসহ প্রায় পাঁচ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে এতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অভিযুক্তদের দুটি সংস্থার নামও চার্জশিটে রয়েছে।

অর্থপাচার সংক্রান্ত মামলায় ইতোমধ্যেই পি কে হালদারের অন্যতম সহযোগী স্বপন মৈত্রর স্ত্রী পূর্ণিমা মৈত্রকে জিজ্ঞাসাবাদ করেছেন ইডির কর্মকর্তারা। এই মামলায় বাংলাদেশের দুদকের এজাহারভুক্ত আসামি পূর্ণিমার ভূমিকা খতিয়ে দেখছে তদন্তকারী কর্মকর্তারা। সেক্ষেত্রে তার গতিবিধির উপর নজর রাখা হচ্ছে।

পি কে হালদারের আরেক সহযোগী সুকুমার মৃধার বড় মেয়ে অতসী মৃধা এবং তার স্বামী সঞ্জীব হাওলাদারকেও পৃথকভাবে জেরা করেছে ইডি।

এদিকে অভিযুক্তদের আইনজীবী শেখ আলী হায়দার দাবি করেছেন, চার্জ গঠনের পরে তার মক্কেলদের জামিন পেতে বেশি সময় লাগবে না। চার্জের কপি হাতে এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও দুর্নীতি দমন কমিশনের অনুরোধে গত ১৪ মে অশোকনগরসহ পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় পি কে হালদারকে। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয় তার ভাই প্রাণেশ হালদার, স্বপন মিস্ত্রি ওরফে স্বপন মৈত্র, উত্তম মিস্ত্রি ওরফে উত্তম মৈত্র, ইমাম হোসেন ওরফে ইমন হালদার এবং আমানা সুলতানা ওরফে শর্মী হালদারকে।

স্টকমার্কেটবিডি.কম///

দুই বছরের মধ্যে সর্বনিম্ন দেশের রিজার্ভ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (এসিইউ) আমদানির অর্থ পরিশোধের পর রিজার্ভ কমে গেছে। এদিকে আমদানির অর্থ ব্যাংকগুলো নিয়মিত কেন্দ্রীয় ব্যাংকে জমা করে, এর দুই মাস পরপর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে বিল পরিশোধ করে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ গত সপ্তাহে ১ দশমিক ৯৯ বিলিয়ন ডলার মূল্যের আমদানি দায় শোধ করেছে। ফলে প্রায় দুই বছরের মধ্যে এই প্রথম রিজার্ভ ৩৯ দশমিক ৮০ বিলিয়ন ডলারে নেমে এসেছে। গত বছরের ডিসেম্বরে রিজার্ভের পরিমাণ ছিল ৪৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার।

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আঞ্চলিক লেনদেনের জন্য আমদানি লেনদেন নিষ্পত্তি করে থাকে।
বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা এসিইউর সদস্য। ইরানের রাজধানী তেহরানে এর সদর দপ্তর। এই ব্যবস্থায় দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলোকে প্রতি দুই মাস অন্তর আমদানির অর্থ পরিশোধ করতে হয়।

রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহের তুলনায় আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় কয়েক মাস ধরে কেন্দ্রীয় ব্যাংকের ডলারের মজুতে চাপ আছে।

স্টকমার্কেটবিডি.কম///

শেয়ার বিক্রি করলো বিডি মনোস্পুলের উদ্যোক্তা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি মনোস্পুল পেপারের উদ্যোক্তা পার্ল পেপার অ্যান্ড বোর্ড মিলস শেয়ার বিক্রি সম্পন্ন করেছে। এই উদ্যোক্তা কোম্পানির ১ লাখ শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিল । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পার্ল অ্যান্ড পেপারের কাছে কোম্পানির মোট ১ লাখ ৬৩ হাজার ৫২৬টি শেয়ার ছিল।

এর মধ্যে থেকে ১ লাখ শেয়ার আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে বিক্রি করলো কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম////

এনসিসি ব্যাংকের ৮১ হাজার শেয়ার বিক্রি সম্পন্ন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা ৮১ হাজার শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, নিসার কাদের নামে এই উদ্যোক্তা পরিচালক ৮১ হাজার শেয়ার বিক্রি করলেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ২০ লাখ ৪৫ হাজার ১০৩টি শেয়ার ছিল।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেটে বিক্রি করলেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

পিপলস লিজিংয়ের হেড অফিস পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি পিপলস লিজিং এন্ড ফাইন্যান্সিং সার্ভিসেস লিমিটেডের হেড অফিস পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির হেড অফিস রাজধানী মতিঝিলের পুরানা পল্টনে প্যারামাউন্ট হাইটস ভবনে স্থানান্তর করা হয়েছে।

এখন থেকে এই নতুন অফিস সকল স্টেক হোল্ডার ও গ্রাহকদের যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি