দিনশেষে সূচক কমলেও লেনদেন সামান্য বেড়েছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সবগুলো সূচকে কমেছে। তবে এদিন সেখানে লেনদেন বেড়ে আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬১২৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৪৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২২০০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৭৬ কোটি ৯৩ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬৬৫ কোটি ৫৮ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৮১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২১৯টির, আর দর অপরিবর্তিত আছে ৪৭টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সোনালী পেপার এন্ড বোর্ড মিলস, রবি আজিয়াটা, বেক্সিমকো লিমিটেড, কেডিএস এক্সেসরিজ, তিতাস গ্যাস, আইপিডিসি, প্রাইম ইন্স্যুরেন্স, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস, ওরিয়ন ইনফিউশন ও লাফার্জ হোলসিম বিডি লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬২.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৯৬৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১৫৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫৩টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ১১ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছিল ১৬ কোটি ৩৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড ও রবি আজিয়াটা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

২০ প্রকল্পের ৪৩ বিলিয়ন ডলারই বৈদেশিক ঋণ: দেবপ্রিয় ভট্টাচার্য

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশে ২০টি মেগা প্রকল্প চলমান। এসব প্রকল্পের মোট ব্যয় ৭০ দশমিক শূন্য ৭ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ লাখ ৫৬ হাজার ৯৫৬ কোটি টাকা। এর মধ্যে বিদেশি ঋণই ৪৩ বিলিয়ন ডলার। প্রকল্পগুলোর বাস্তবায়নের যে হার, তাতে অনেকগুলো ২০৩০ সালেও শেষ হবে না। কিন্তু ২০২৪ সাল থেকেই এসব প্রকল্পের ঋণ পরিশোধ শুরু করতে হবে। প্রথম চাপটা আসবে চীন থেকে। এরপর রাশিয়া, তারপর জাপান।

এখন থেকে প্রস্তুতি না নিলে অর্থনৈতিক বিপর্যয় আসার আশঙ্কা রয়েছে বলে জানান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

বৃহস্পতিবার (২১ জুলাই) ‘বাংলাদেশের বৃহৎ ২০টি মেগা প্রকল্প: প্রবণতা ও পরিস্থিতি’ শীর্ষক এক ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে তিনি কথা বলেন।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আমরা ৭০ বিলিয়ন ডলারের আলোচনা করছি, যা দিয়ে ২০টি মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এসব প্রকল্পের মোট দায় দেনা পরিস্থিতি কতো? এতে দেখা যায় স্থানীয়ভাবে আছে ২৭ বিলিয়ন ডলার ও বিদেশি অর্থায়ন আছে ৪৩ বিলিয়ন ডলার। এর দুই তৃতীয়াংশ অর্থে এসেছে বিদেশ থেকে। আর বাকি ২৫ শতাংশের কম দেশীয় টাকা।

২০ প্রকল্পের ১৫টাই ভৌত অবকাঠামো উল্লেখ করে সিপিডির ফেলো বলেন, এর মধ্যে ৫০ শতাংশ ব্যয় হয়েছে রাস্তাঘাটে। আর ৩৫-৭০ শতাংশ বিদ্যুতে খাতে ব্যয় হয়েছে। বাকি অর্থ স্বাস্থ্যসহ অন্যখাতে দেওয়া হয়। এসব প্রকল্পে বড় ধরনের ধাক্কা দেওয়ার প্রবণতা আছে। আমাদের সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। এজন্যই ২০টি মেগা প্রকল্প বেছে নিয়েছি। ২০২২-২৩ সালে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বেশি বরাদ্দ দেওয়া হয়।

২০ মেগা প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হলো- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট লাইন-১, মাতাবাড়ি ১২০০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ প্রজেক্ট, ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট লাইন-৫, লাইন-৬, পদ্মা ব্রিজ রেল সংযোগ, ফোর্থ প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এক্সপানশন হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রকল্প, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ডিপিডিসি’র পাওয়ার সিস্টেম শক্তিশালীকরণ প্রকল্প, যমুনা নদীতে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে ব্রিজ প্রকল্প, কর্ণফুলী টানেল প্রকল্প, সেফ ওয়াটার সাপ্লাই প্রকল্প ও কোভিড ইমারজেন্সি রেসপন্স ও প্যানডেমিক প্রিপারেডেন্স প্রকল্প ইত্যাদি।

এ প্রসঙ্গে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রকল্পগুলোর মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বড় বিনিয়োগ। বাজেটের ৩০ শতাংশ অর্থাৎ এক-তৃতীয়াংশ গেছে মেগা প্রকল্পখাতে। মেগা প্রকল্পগুলো যতই যৌক্তিক হোক শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষাখাতকে অবহেলার সুযোগ নেই। ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে সবচেয়ে বেশি মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ২০২১ সাল পর্যন্ত ১১টি প্রকল্পের বাস্তবায়নের হার ১০ শতাংশের কাছাকাছি। ২০১৮ সালের পর নেওয়া প্রকল্প বাস্তবায়নের হার দুর্বল। ওই প্রকল্প বাস্তবায়নের হার ১০ এর নিচে।

স্টকমার্কেটবিডি.কম//

পপুলার লাইফের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৮ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। গতবছর বিমাটি শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

একই দিনে বিমাটি চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আহবান করা হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

ইউরোপে গ্যাস সরবরাহ শুরু করল রাশিয়া

স্টকমার্কেটবিডি ডেস্ক :

নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের মাধ্যমে ইউরোপে ফের গ্যাস সরবরাহ শুরু করেছে রাশিয়া। এর আগে রক্ষণাবেক্ষণের জন্য এ পাইপলাইন হয়ে গ্যাস সরবরাহ বন্ধ ছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

ইউক্রেন যুদ্ধের প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে ক্ষিপ্ত হয়ে রাশিয়া এ পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ শুরু করবে না বলে শঙ্কা দেখা দিয়েছিল।

এদিকে বুধবার রাশিয়া ইউরোপে সরবরাহ বন্ধ করলে আগামী সাত মাসে গ্যাসের ব্যবহার ১৫ শতাংশ কমানোর জন্য দেশগুলোকে আহ্বান জানিয়েছিল ইউরোপীয় কমিশন।

রাশিয়া গত বছর ইউরোপের গ্যাসের মোট চাহিদার ৪০ শতাংশ সরবরাহ করেছে।

২০২০ সালে জার্মানি ছিল মহাদেশটিতে রাশিয়ার কাছ থেকে শীর্ষ গ্যাস আমদানিকারক। কিন্তু দেশটি বর্তমানে মস্কো নির্ভরতা ৫৫ শতাংশ থেকে ৩৫ শতাংশে নামিয়েছে। দেশটি রাশিয়া থেকে গ্যাস আমদানি সম্পূর্ণরূপে বন্ধ করতে চায়।

স্টকমার্কেটবিডি.কম/////

সুদহারের সীমা প্রত্যাহার চায় বিএবি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বড় ঋণ বাদে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে সুদহারের সীমা প্রত্যাহার চায় ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বিএবি। এ ছাড়া বিলাসবহুল পণ্য উৎপাদন ও আমদানি, অনুৎপাদনশীল ও আমদানিনির্ভর শিল্প ঋণ এবং ভোক্তা ঋণেও ৯ শতাংশ সুদহারের সীমা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। অন্যদিকে, ব্যাংকের আমানতের সঙ্গে সামঞ্জস্য আনতে সঞ্চয়পত্রে সুদহার কমানোর প্রস্তাব করেছে সংগঠনটি।

গতকাল বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে বিএবি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে এসব সুপারিশ করেছে।

সাক্ষাৎকালে গভর্নরকে দেওয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, চলমান মূল্যস্ম্ফীতির প্রেক্ষাপটে ব্যাংকের আমানত প্রবাহ বৃদ্ধি এবং ঋণের সুদহারের বিষয়টি পুনর্বিবেচনা প্রয়োজন।

সিএমএসএমই ও রিটেইল ঋণের সুদহারের সীমা প্রত্যাহারের যৌক্তিকতা তুলে ধরে এতে বলা হয়েছে, এ খাতে তহবিল ব্যবস্থাপনায় গড়ে সাড়ে ৪ শতাংশ ব্যয় হয়। প্রশাসনিক ও অন্যান্য ব্যয় আড়াই শতাংশ। শূন্য দশমিক ২৫ শতাংশ হারে সাধারণ প্রভিশন রাখতে হয়। ঋণের শ্রেণিমান বিবেচনায় প্রভিশন বাদ দিয়েই সাড়ে ৭ থেকে ৯ শতাংশ ব্যয় হয়। ফলে ৯ শতাংশ সুদে ঋণ দিয়ে ব্যাংকের টিকে থাকা কঠিন। কোনো কারণে ব্যাংক ঋণ দিতে নিরুৎসাহিত হলে এ খাত ক্ষতিগ্রস্ত হবে।

বিএবির চিঠিতে আরও বলা হয়েছে, কম্পিউটার বাদে গাড়ি, ফ্রিজসহ ইলেকট্রনিক পণ্য, কসমেটিকসের মতো বিলাসপণ্য ও যন্ত্রাংশের কাঁচামাল আমদানি, উৎপাদন ও কেনায় ঋণের সুদহার বাড়াতে হবে। ট্রেডিংসহ অনুৎপাদনশীল ও আমদানিনির্ভর শিল্প ঋণের সুদহার বাড়ানো যেতে পারে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, কেন্দ্রীয় ব্যাংক বিএবির দাবি পর্যালোচনা করবে বলে জানিয়েছে। তিনি বলেন, ক্রেডিট কার্ড ছাড়া সব ঋণে ৯ শতাংশ সুদহারের সীমা দেওয়া আছে। অন্যদিকে, ব্যক্তি পর্যায়ের আমানতেও মূল্যস্ম্ফীতির কম সুদ না দিতে বলা হয়েছে। এটা ঠিক, মুক্তবাজার অর্থনৈতিক ব্যবস্থায় এভাবে সুদহার বেঁধে দেওয়া যায় না। তবে ঋণের সুদহার ১৭ থেকে ১৮ শতাংশে উঠে গিয়েছিল। এত সুদ দিয়ে ব্যবসা করা কঠিন ছিল বলে কেন্দ্রীয় ব্যাংক সীমা বেঁধে দিতে বাধ্য হয়।
এদিকে ঋণ পুনঃতপশিলের নতুন নীতিমালাকে স্বাগত জানিয়ে নজরুল ইসলাম মজুমদার সাংবাদিকদের বলেন, নতুন গভর্নর আসার পরে ঋণ পুনঃতপশিলের ভার ব্যাংকের ওপর দেওয়া হয়েছে, যা সবার জন্য মঙ্গলজনক।

স্টকমার্কেটবিডি.কম//

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৭ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মহাখালীতে বিমাটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০২২ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে বিমাটির পরিচালনা বোর্ড।

সভাশেষে বিমাটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইউনিয়ন ব্যাংকের ২য় প্রান্তিকের বোর্ড সভা ২৫ জুলাই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইউনিয়ন ব্যাংক লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৫ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৫টায় রাজধানী গুলশানে ব্যাংকটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০২২ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে ব্যাংকটির পরিচালনা বোর্ড।

সভাশেষে ব্যাংকটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ডাচ-বাংলা ব্যাংকের ২য় প্রান্তিকের বোর্ড সভা ২৬ জুলাই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৬ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩টায় রাজধানী মতিঝিলে ব্যাংকটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০২২ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে ব্যাংকটির পরিচালনা বোর্ড।

সভাশেষে ব্যাংকটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

প্রভাতী ইন্স্যুরেন্সের ২য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল- জুন, ২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এই প্রান্তিকে বিমাটির প্রতি শেয়ারে আয় হয়েছে ০.৫৪ টাকা । আগের বছর একই সময়ে যা ছিল ০.৭৪ টাকা ।

অনিরীক্ষিত আর্থিক এই প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ৬ মাসে বিমাটির প্রতি শেয়ারে আয় হয়েছে ১.৯৩ টাকা। যা গত বছর একই সময়ে যা ছিল ১.৮২ টাকা ।

এই প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি মোট সম্পদ দাঁড়িয়েছে ২৩.৯৯ টাকা । যা গত ২০২১ সালের ৩০ জুন ছিল ছিল ১৯.৮৬ টাকা ।

স্টকমার্কেটবিডি.কম/এস