৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে এনসিসি ব্যাংক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এনসিসি ব্যাংক লিমিটেড নন কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ড-২ ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটি ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে। ব্যাংকের পরিচালনা পর্ষদ বন্ড ইস্যুর সম্মতি দিয়েছে। ব্যাংকটি মূলধন সহয়তার জন্য ব্যাসেল-৩ এর টিয়ার-২ এর অধীনে বন্ড ইস্যু করবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করতে পারবে এনসিসি ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম///

জিএসপি ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের জিএসপি ফাইন্যান্সের পলিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ২.৫০ শতাংশ নগদ এবং ৭.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪৪ টাকা। ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.৩৫ টাকায়।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৪ সেপ্টেম্বর।

স্টকমার্কেটবিডি.কম///

ডিএসই’র পরিচালক হাবিবুল্লাহ বাহার মারা গেছেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক হাবিবুল্লাহ বাহার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৯ আগস্ট) সকালে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে, গত ৪ আগস্ট ব্রেন স্ট্রোক হলে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

হাবিবুল্লাহ বাহার ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের একজন সাবেক অর্থনৈতিক উপদেষ্টা।

এছাড়া তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এ অগ্রণী ব্যাংক চেয়ার প্রফেসর পদে দায়িত্ব পালন করেন। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) সিনিয়র অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্বও পালন করেন।

তিনি অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও মিউনিসিপাল ডেভেলপমেন্ট ফান্ডের পরিচালনা পর্ষদ এবং বাংলাদেশ ব্যাংকের স্টিয়ারিং কমিটি ও বিনিয়োগ কমিটির সদস্য ছিলেন।

তিনি ফাইন্যান্সিয়াল এনালাইসিস অ্যান্ড কন্ট্রোল, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, ম্যানেজেরিয়াল ইকোনমিক্স, মনিটরি থিওরি অ্যান্ড প্র্যাকটিস, ব্যাংক ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়ে খণ্ডকালীন অধ্যাপক হিসেবে বাংলাদেশ ইউনিভার্সিটি, সাউথইস্ট ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এ দায়িত্ব পালন করেছেন।

হাবিবুল্লাহ বাহার ১৯৫৩ সালে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ (অনার্স) ও এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের উইলিয়ামস কলেজের সেন্টার ফর ডেভেলপমেন্ট ইকোনোমিক্স (সিডিই) থেকে এমএ ডিগ্রি এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, আরভাইন, থেকে ইকোনোমেট্রিক্স, টাইম সিরিজ অ্যান্ড ফাইন্যান্সিয়াল এনালাইসিসে সার্টিফিকেট কোর্স অর্জন করেন। তিনি বাংলাদেশ ইকোনোমিক অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য।

স্টকমার্কেটবিডি.কম////

বিএসইসি ও সিএসই’র প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) উদ্যোগে দুই দিনব্যাপী সিকিউরিটিজ আইন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৭ ও ৮ আগস্ট সিএসই’র চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ পরিচালনা করেন বিএসইসির এসআরআই বিভাগের পরিচালক মো. মনসুর রহমান, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ গোলাম কিবরিয়া ও সহকারী পরিচালক আলি আহসান।

এতে উপস্থিত ছিলেন সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক, চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) মোহাম্মদ মাহাদি হাসান, ক্লিয়ারিং, সেটলমেন্ট ও লিস্টিং বিভাগের প্রধান এ কে এম শাহরোজ আলম, সারভেইলেন্স ও মার্কেট অপারেশন্স বিভাগের প্রধান মো. নাহিদুল ইসলাম খান প্রমুখ। মূল অনুষ্ঠান পরিচালনা করেন সিএসই-র ট্রেনিং ও এওয়ারনেস বিভাগের প্রধান এম সাদেক আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা সিকিউরিটিজ আইন মেনে চলার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। আইনের সমূহ বিষয় অনুধাবনের জন্য তারা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু প্রতারনামূলক দুর্ঘটনার উল্লেখ করে বলেন, ব্রোকারেজ হাউসের মালিক ও ব্যবস্থাপনা পক্ষ গ্রাহকদের অর্থ আত্মসাত করায় শেয়ারবাজারের ব্যাপারে অনেক গ্রাহকের আস্থা নষ্ট হয়েছে । এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর জন্য এবং গ্রাহকের অর্থ ও সিকিউরিটিজ এর নিরাপত্তা প্রদানের জন্যে বক্তারা সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান । এ ব্যাপারে বর্তমান কমিশন ও স্টক এক্সচেঞ্জ এর তদারকি ও নজরদারি যে আরো বেগবান হয়েছে তাও অংশগ্রহণকারীদের অবহিত করা হয় । একটি স্বচ্ছ ও বেগবান শেয়ারবাজারের জন্য যথাযথ সিকিউরিটিজ আইনের যথাযথ জ্ঞান অর্জন ও প্রয়োগের গুরুত্তারোপ উক্ত অনুষ্ঠানটি যথেষ্ট উপকারি ও সহায়ক বলে সংশ্লিষ্টরা মনে করেন ।

দু’দিনের উক্ত অনুষ্ঠানে সিএসই’র চট্টগ্রাম ভিত্তিক প্রায় ৬০টি ব্রোকারেজ হাউসের শতাধিক অথরাইজড রেপ্রেজেনটেটিভ ও কমপ্লায়েন্স অফিসারেরা যোগদান করেন। অনুষ্ঠানটি খুবই ফলপ্রসূ ও সময়োপযোগী হয়েছে বলে অংশগ্রহণকারীরা অভিমত পোষণ করেন। তারা এ ধরনের অনুষ্ঠান নিয়মিত বিরতিতে আয়োজন করার জন্য সিএসই’র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন।

স্টকমার্কেটবিডি.কম////