ইউনিয়ন ক্যাপিটালের দর বাড়ার কোনো কারণ নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক বর্হিভূত আর্থিক খাতের ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কতৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

জানা যায়, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এআর/

ইন্টারন্যাশনাল লিজিংয়ের বাৎসরিক বোর্ড সভা ২৫ আগষ্ট 

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৫ আগষ্ট আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৪টায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/

ফারইস্ট ফাইন্যান্সের নো ডিভিডেন্ড ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১.৭৪ টাকা। ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি ঋণাত্মক সম্পদ দাঁড়িয়েছে ১.১১ টাকায়।

লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ সেপ্টেম্বর।

স্টকমার্কেটবিডি.কম///

আবার বাড়ল স্বর্ণের দাম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তিন দিন কম থাকার পর দেশের বাজারে স্বর্ণের দর আবার বেড়েছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ৮৩ হাজার ২৮১ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের ভরি ৭৯ হাজার ৪৯০ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণের ভরির দাম দাঁড়িয়েছে ৬৮ হাজার ১১৮ টাকা।

এ ছাড়া সনাতনী স্বর্ণ প্রতি ভরির নতুন দাম ৫৬ হাজার ২২০ টাকা। আজ সোমবার থেকে নতুন দাম কার্যকর হচ্ছে বাজারে। স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) রবিবার এ তথ্য জানায়।

এর আগে গত বৃহস্পতিবার স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। অর্থাৎ মাত্র তিন দিন স্বর্ণের দর কম থাকার পর আবার বাড়ানো হলো। গতকাল পর্যন্ত ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দর ছিল ৮২ হাজার ৫৬ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের দর ছিল ৭৮ হাজার ৩২৩ টাকা। আর ১৮ ক্যারেট স্বর্ণের দর ছিল ৬৭ হাজার ১২৬ টাকা ও সনাতনী স্বর্ণ প্রতি ভরির দাম ছিল ৫৫ হাজার ২৮৭ টাকায়।

তবে নতুন দরে রুপার দর অপরিবর্তিত রাখা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম//