আইডিয়া প্রকল্পের অনুদান পেল স্টার্টআপ ইপাইকার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন অ্যাকাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প থেকে ১০ লাখ টাকা অনুদান পাচ্ছে স্টার্টআপ প্রতিষ্ঠান ইপাইকার এক্সটেন্সিভ লিমিটেড। উদ্ভাবনী সেবা প্রদানের স্বীকৃতি স্বরূপ স্টার্টআপ প্রতিষ্ঠানের সম্প্রসারণে উৎসাহ ও সহযোগিতা প্রদানের লক্ষ্যে এই অনুদান দিচ্ছে আইডিয়া প্রকল্প। সম্প্রতি অনুদানের প্রথম কিস্তির ৩ লাখ টাকার চেক হাতে পেয়েছে ইপাইকার। এই অর্থ প্রতিষ্ঠানের প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়নে কাজে লাগিয়ে সেবা সম্প্রসারণের মাধ্যমে পাইকারি ক্রেতা-ভোক্তার চাহিদা ও প্রত্যাশা পূরণে আরেক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ পাবে এই স্টার্টআপ প্রতিষ্ঠানটি।

অনুদানপ্রাপ্তির বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে ইপাইকার এক্সটেন্সিভ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শেখ শাফায়াত হোসেন বলেন, ‘দেশের প্রচলিত পাইকারি বাজারকে ডিজিটাল প্লাটফর্মে রূপান্তরের মাধ্যমে এ ধরনের কেনাবেচার প্রক্রিয়াকে সহজ ও ব্যয় সাশ্রয়ী করার কাজ করছে ইপাইকার এক্সটেন্সিভ লিমিটেড। স্টার্টআপ এই প্রতিষ্ঠানটির বেড়ে ওঠায় আইডিয়া প্রকল্পের এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।

২০২০ সালের ২৭ ডিসেম্বর আরজেএসসি থেকে নিবন্ধনপ্রাপ্তির মধ্য দিয়ে প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করে দেশের প্রথম বাংলা ভাষায় অনলাইন মার্কেটপ্লেস। প্ল্যাটফর্মটি পাইকারি বা বিটুবি ই-কমার্স সেবা প্রদানের মাধ্যমে সব অঞ্চলে গুণগত মানের পণ্য উৎপাদক ও পাইকারি বিক্রেতার কাছ থেকে ন্যায্য দামে খুচরা বিক্রেতার কাছে পৌঁছে দিচ্ছে। ই-পাইকার বাণিজ্য মন্ত্রণালয়ের ডিবিআইডি নম্বর ও ই-ক্যাব সদস্য।

স্টকমার্কেটবিডি.কম//

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রাইট বাতিল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মনোনয়ন এবং পারিশ্রমিক কমিটি (এনআরসি) গঠনে ব্যর্থতার কারণে ২০২১ সালের স্টক ডিভিডেন্ড প্রদানের জন্য বকেয়া শেয়ারের সংখ্যা বৃদ্ধি এবং ২০২২ সালের আগস্টে শেয়ারের দাম ফেস ভ্যালুর কাছাকাছি আসার কারণে কোম্পানিটির রাইট শেয়ার ইস্যুর আবেদন বাতিল করেছে।

এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে কোম্পানিটি ১আর:২ অনুপাতে অর্থাৎ দুইটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যুর ঘোষণা দেয়। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছিল ১০ টাকা।

কোম্পানিটি পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য রাইট শেয়ার ইস্যু সিদ্ধান্ত নিয়েছিল

স্টকমার্কেটবিডি.কম/রিমা

শেয়ার বিক্রি নিয়ে ব্যাখ্যা দিল লাফার্জ হোলসিম

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের শেয়ার বিক্রি নিয়ে সম্প্রতি সংবাদপত্রে একটি খবর প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদ প্রসঙ্গে ডিএসইর প্রশ্নের ব্যাখ্যা দিয়েছে লাফার্জহোলসিম।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, “লাফার্জহোলসিম শেয়ারের দাম ডিল স্পেকুলেশনের মধ্যে বেড়েছে” শীর্ষক এই শিরোনামে একটি পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। এই সংবাদের কোনো তথ্য কোম্পানির কাছে নেই। বাজারে গুজব ছড়াবে এমন কোনো মন্তব্য লাফার্জহোলসিম করে না।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

সন্ধ্যানী লাইফের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান সন্ধ্যানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৩১ আগষ্ট আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সোয়া ২টায় রাজধানীর বাংলামোটরে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। গতবছর বিমাটি ১২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

একই দিনে বিমাটি চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আহবান করা হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

তিনটি বিদ্যুৎ কেন্দ্রের সাথে একীভূতকরণের সিদ্ধান্ত নিয়েছে ইউনাইটেড পাওয়ার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত জ্বালানী ও শক্তি খাতের ইউনাউটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নিজেদের অন্য তিনটি বিদ্যুৎ কেন্দ্রের সাথে একীভূতকরণের এ সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এই তিন বিদ্যুৎ কেন্দ্র হলো : ইউনাউটেড আনোয়ার বিদ্যুৎ লিমিটেড, ইউনাইটেড এনার্জি লিমিটেড ও ইউনাইটেড জামালপুর বিদ্যুৎ লিমিটেড।

এই তিনটি বিদ্যুৎ কেন্দ্রের সাথে একীভূতকরণের সিদ্ধান্তটি সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের এক সভায় অনুমোদন দেওয়া হয়েছে।

ব্যাংক ও অন্যান্য ক্রেডিটরসদের অনুমোদনসাপেক্ষে একীভূতকরণের বিষয়টি কার্যকর করা হবে।

কোম্পানি আইন ১৯৯৪ এর ২২৮ ও ২২৯ ধারা অনুযায়ী, হাইকোর্টের অুনুমতি স্বাপেক্ষে একীভূতকরণের প্রক্রিয়া শুরু করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এল