ডিজেল-পেট্রল-অকটেনের দাম লিটারে ৫ টাকা কমছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডিজেল-পেট্রল ও অকটেনের দাম লিটারে ৫ টাকা কমানো হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ সোমবার সন্ধ্যায় গলমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

এসময় মন্ত্রী বলেন, ‘আজ মধ্যরাত থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।’

স্টকমার্কেটবিডি.কম////

ন্যূনতম শেয়ার না থাকলে আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক নয়

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে পরিচালক নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু শর্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২৯ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, পরিচালক নির্বাচন বা মনোনয়নের পর নিযুক্তি বা পদায়ন বা পুনঃনিযুক্তি বা পুনঃপদায়নের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে। এ রূপে নিযুক্ত, পুনঃনিযুক্ত বা পদায়নকৃত পরিচালককে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ব্যতিরেকে পদ থেকে অব্যাহতি দেওয়া, বরখাস্ত বা অপসারণ করা যাবে না।

এছাড়া আর্থিক প্রতিষ্ঠানের পরিচালকদের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিধানানুযায়ী ন্যূনতম শেয়ার ধারণ করতে হবে। অন্যূন ১০ বছরের ব্যবস্থাপনা, ব্যবসায়িক বা পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। পরিচালকের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ঋণ খেলাপি হবে না।

স্টকমার্কেটবিডি.কম////

পি কে হালদারসহ ১৪ জনের মামলায় চার্জ শুনানি শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় প্রশান্ত কুমার হালদারসহ (পি কে হালদার) ১৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি শুরু হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে দুদকের পক্ষ থেকে চার্জ গঠনের শুনানি শেষ হয়। পরে আসামিপক্ষ থেকে অবন্তিকা বড়াল ও সুকুমার মৃধার পক্ষে শুনানি শেষ হয়। এরপর শংখ বেপারী ও অনিন্দিতা মৃধার পক্ষে আংশিক শুনানি শেষ করেন আসামিপক্ষ। তাই তাদের দুই জনের শুনানির জন্য আগামী ৮ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।

আজ এ মামলার চার আসামি- অবন্তিকা বড়াল, শংখ বেপারী, সুকুমার মৃধা ও অনিন্দিতা মৃধাকে আদালতে হাজির করা হয়।

স্টকমার্কেটবিডি.কম////

প্রভাতী ইন্স্যুরেন্স লভ্যাংশ বিওতে জমা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রভাতী ইন্স্যুরেন্সের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা দেয় কোম্পানিটির পরিচালনা বোর্ড।

তথ্য মতে, কোম্পানিটি তাদের নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে প্রভাতী ইন্স্যুরেন্স।

স্টকমার্কেটবিডি.কম////

ধর্মঘট স্থগিত করলো পেট্রোল পাম্প মালিকরা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন চেয়ারম্যান এ বি এম আজাদের আশ্বাসের প্রেক্ষিতে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত পেট্রোল পাম্প ধর্মঘট স্থগিত করা হয়েছে।

অন্যদিকে দাবি পূরণ না হলে ১৩ সেপ্টেম্বর ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত সারাদেশে পাম্প বন্ধ রাখার ঘোষণাও দিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউশন, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

রবিবার (২৮ আগস্ট) বিকেলে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত বদলানো হয়েছে বলে সোমবার (২৯ আগস্ট) দুপুরে বিপিসির ঢাকার লিয়াজোঁ অফিসে এক সংবাদ সম্মেলনে জানান সংগঠনটির সভাপতি মো. নাজমুল হক।

সংবাদ সম্মেলনে বিপিসির চেয়ারম্যান এবিএম আজাদ বলেন, তাদের দাবিগুলোর বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে সিদ্ধান্ত নিতে হবে। আমরা তাদের বলেছি, আপনারা কিছু দিন সময় দেন। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করেন।

নাজমুল হক বলেন, বিপিসির সঙ্গে বৈঠকের পর আমাদেরও মনে হয়েছে, এই বিষয়গুলোতে একাধিক মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা রয়েছে। সিদ্ধান্ত নিতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক প্রয়োজন। তাই আমরা ১২ সেপ্টেম্বর পর্যন্ত কর্মসূচি স্থগিত ঘোষণা করছি। এ সময়ের মধ্যে আমাদের দাবি পূরণ না হলে ১৩ সেপ্টেম্বর থেকে আমাদের পূর্বঘোষিত কর্মসূচি শুরু করা হবে।

স্টকমার্কেটবিডি.কম////

দুই-একদিনের মধ্যে জ্বালানি তেলের দাম সমন্বয় করব : নসরুল হামিদ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জ্বালানি তেলের উপর ভ্যাট-ট্যাক্স কমেছে। তার কি প্রভাব পড়বে হিসাব-নিকেশ চলছে। দুই-একদিনের মধ্যে দাম সমন্বয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

এ সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, অগ্রিম আয়কর কমেছে, আমরা কতটুকু কমাতে পারবো তা বিশ্লেষণ করা হচ্ছে। ৫ শতাংশ ট্যাক্স কমেছে খুচরা পর্যায়ে কতটুকু প্রভাব পড়বে। আমরা বড় আকারে আশা করেছিলাম, কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম আবার ঊর্ধ্বমূখী। পরিশোধিত ডিজেলের ব্যারেল প্রতি দাম উঠেছে ১৫০ ডলারে।

তেলের দাম কমানোর ইঙ্গিত দিয়ে তিনি জানান, ডিজেলের দাম ১১৪ টাকায় ৮ টাকার মতো ভর্তুকি রয়েছে। ভর্তুকি আরও বাড়বে।

এর আগে গত ৫ আগস্ট রাত ১২টার পর থেকে দেশে সব ধরনের জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়। সেদিন প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের মূল্য ১৩০ টাকা নির্ধারণ করা হয়। তার আগে ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা এবং পেট্রোলের দাম ছিল এক লিটার ৮৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম////

ফারইষ্ট নিটিংয়ের শেয়ার দর বৃদ্ধির কোনো তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি ফারইষ্ট নিটিং এন্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের সাম্প্রতিক দরবৃদ্ধির নেপথ্যে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, গত ১৮ আগষ্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ১৮.৯০ টাকা। আজ ২৯ আগষ্ট তা বেড়ে সর্বশেষ ২৪.৫০ টাকায় লেনদেন হয়।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে ফারইষ্ট নিটিং এন্ড ডায়িং লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

দিনশেষে সূচকের সামান্য উত্থান হলেও কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সবগুলো সূচকের সামান্য উত্থান হয়েছে। তবে এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৪০৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৯৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২৭৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৭৪৪ কোটি ৮৭ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২০৯২ কোটি ৭৪ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৮৮টির, আর দর অপরিবর্তিত আছে ৭১টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, ফরচুন সুজ, ওরিয়ন ফার্মা, আইপিডিসি ফাইন্যান্স, সোনালী পেপার এন্ড বোর্ড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, মালেক স্পিনিং মিলস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৭.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৮৩১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ১৩২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪২ কোটি ২ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছিল ৫৮ কোটি ২১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও স্কয়ার ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় বাংলাদেশ শিপিং

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৮৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৬৭ কোটি ২৯ লাখ টাকার।

ফরচুন সুজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৬৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ফার্মার ৫৬ কোটি ৬২ লাখ, আইপিডিসি ফাইন্যান্সের ৫৩ কোটি ৪৬ লাখ, সোনালী পেপার এন্ড বোর্ডের ৪০ কোটি ৬১ লাখ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৪০ কোটি ৯০ লাখ, মালেক স্পিনিং মিলসের ৩৮ কোটি ১২ লাখ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৩৫ কোটি ২৪ লাখ ও বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৩১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. বাংলাদেশ শিপিং করপোরেশন
  3. ফরচুন সুজ
  4. ওরিয়ন ফার্মা
  5. আইপিডিসি ফাইন্যান্স
  6. সোনালী পেপার এন্ড বোর্ড
  7. ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
  8. মালেক স্পিনিং মিলস
  9. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  10. বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড।