স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দিনশেষে সবগুলো সূচকের সামান্য উত্থান হয়েছে। তবে এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৪০৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৯৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২৭৫ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৭৪৪ কোটি ৮৭ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২০৯২ কোটি ৭৪ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৮৮টির, আর দর অপরিবর্তিত আছে ৭১টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, ফরচুন সুজ, ওরিয়ন ফার্মা, আইপিডিসি ফাইন্যান্স, সোনালী পেপার এন্ড বোর্ড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, মালেক স্পিনিং মিলস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৭.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৮৩১ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ১৩২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫৮টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪২ কোটি ২ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছিল ৫৮ কোটি ২১ লাখ টাকা।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও স্কয়ার ফার্মা লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম//