জলবায়ু প্রভাবে বাংলাদেশের অর্থনীতি ক্ষতির সম্মুখীন হতে পারে : বিএসইসি চেয়ারম্যান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে বাংলাদেশের সরকারি এবং বেসরকারি অপশনগুলো আলোচনা করতে গিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, “আমরা ব্লু এবং গ্রীন বন্ডকে উৎসাহিত করছি”।

ইন্দোনেশিয়ার জাকার্তায় ৬-৭ সেপ্টেম্বর ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) কর্তৃক আয়োজিত ‘SOUTH SOUTH EXCHANGE: Integrating gender equality and social inclusion in climate budgeting and planning processes and innovative climate finance in the Asia-Pacific Region’ শীর্ষক সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইউএনডিপির ক্লাইমেট ফাইনেন্স নেটওয়ার্ক এবং UNWOMEN -এর উদ্যোগে সম্মেলনটি আয়োজনে সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেছে ইন্দোনেশিয়া সরকারের ‘Ministry of Women’s Empowerment and Child Protection’ ও ‘Ministry of Finance।

এই সম্মেলনে ইউএনডিপির আমন্ত্রণে বিএসইসির চেয়ারম্যান অংশগ্রহণ করেছেন। সম্মেলনে ডেভেলপমেন্ট পার্টনার অর্গানইজেশনগুলো ও সিভিল সোসাইটি অর্গানইজেশনগুলোসহ এ অঞ্চলের ১০ টি দেশ অংশগ্রহণ করে। ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ফিজি ও কম্বোডিয়া নিজ নিজ প্রেক্ষিত থেকে জলবায়ু ও লিঙ্গসমতার সাথে সামঞ্জস্যপূর্ণ বাজেটিং এবং জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে নিজস্ব সমন্বিত অভিজ্ঞতা সম্পর্কে তুলে ধরে।

সম্মেলনে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ‘Impact of Climate Change and Inclusive Financing : Perspective Bangladesh’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।

দেশের বর্তমান জলবায়ু এবং বর্তমান বিশ্বমন্দা, জলবায়ু অর্থায়নের কার্যক্রম ইত্যাদি সম্পর্কে বিশদ আলোচনা করে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে আফ্রিকা ও তৃতীয় বিশ্বের দেশগুলোর সাথে সাথে ইউরোপ-আমেরিকাতেও প্রাকৃতিক দুর্যোগের ঘটনা থেকেই বোঝা যায় প্রকৃতি কতটা শক্তিশালী। মানবসৃষ্ট নানা কর্মকাণ্ড, জীবাশ্ম জ্বালানীর অত্যাধিক ব্যবহার, বন ধ্বংস, পানিসম্পদ বিনষ্টসহ নানাভাবে প্রকৃতি বিনষ্ট হচ্ছে এবং প্রকৃতি এসব থেকে নিজেকে রক্ষার চেষ্টা করছে। বাংলাদেশ সপ্তম মোস্ট ভালনারেবল দেশ এবং বাংলাদেশকে বলা যায় জলবায়ু পরিবর্তনের গ্রাউন্ড জিরো। বন্যাপ্রবণ বাংলাদেশের দুই তৃতীয়াংশই সমুদ্রে পৃষ্ঠা থেকে মাত্র ১৫ ফুট উচ্চতায় রয়েছে। আমাদের দেশের প্রায় ৩ কোটি মানুষ গৃহহীন হয়েছেন অথবা হওয়ার শঙ্কায় আছেন। মাটির লবণাক্ততা এবং পানির অভাবসহ জলবায়ু পরিবর্তনের নানা প্রভাবে বাংলাদেশের কৃষি এবং অর্থনীতি ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারে।

তিনি বাংলাদেশের জলবায়ু সংশ্লিষ্ট পলিসি সমূহ যেমন ১৯৯৫ এর পরিবেশ রক্ষা আইন, ২০১০ এর জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইনসহ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের বিভিন্ন পদক্ষেপসমূহের অর্থায়ন ও বাস্তবায়নের তথ্য-উপাত্ত তুলে ধরেন। এছাড়াও তিনি বৈদেশিক এবং নিজস্ব অর্থ সহায়তায় সম্পাদিত কার্যক্রমগুলো এবং এর বর্তমান ও ভবিষ্যত পরিকল্পনাসমূহ ব্যাখ্যা করেন।

স্টকমার্কেটবিডি.কম/

পর্যটন খাতে সহযোগিতা চুক্তি করতে যাচ্ছে ইরান-রাশিয়া

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে ইরান ও রাশিয়া। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হবে এবং একটি চুক্তির জোরালো সম্ভাবনা রয়েছে।

ইরানের পর্যটন মন্ত্রণালয়ের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এ তথ্য দিয়েছেন। খবর-পার্সটুডের।

গতকাল সোমবার ইরানি মন্ত্রণালয়ের মার্কেটিং ও আন্তর্জাতিক পর্যটন কার্যালয়ের প্রধান লেয়লা আহজারি জানান, ইরান ও রুশ কর্তৃপক্ষ একটি টেকনিক্যাল মিটিংয়ে খসড়া চুক্তির কপি বিনিময় করতে একমত হয়েছে। যার প্রেক্ষাপটে দু’দেশের মধ্যে পর্যটন খাতে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক বা এমওইউ সই হবে।
আহজারি জানান, এমওইউয়ের আওতায় ইরান ও রাশিয়ার মধ্যে প্রশিক্ষণ ও শিক্ষাসফর বিনিময় এবং প্রদর্শনীসহ অনেক কিছু থাকবে। রাশিয়ার ফেডারেল এজেন্সি ফর ট্যুরিজমের কাছে ইরান এমওইউয়ের খসড়া হস্তান্তর করবে।

এ বিষয়ে গত ৩১ আগস্টের বৈঠকে একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানান। এ আলোচনার ভিত্তিতে ইরান ও রাশিয়া দুই দেশের কিছু পর্যটকের ক্ষেত্রে ভিসামুক্ত সফরের চুক্তি বাস্তবায়ন করবে। ২০১৭ সালে দুই দেশের মধ্য এ বিষয়ে একটি চুক্তি হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম///

নগর পরিবহনের নতুন দুই রুট চালু হচ্ছে ১৩ অক্টোবর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ১৩ অক্টোবর ঢাকা নগর পরিবহনের ২২ ও ২৬ নম্বর রুট হিসেবে আরও দুটি নতুন রুট চালু হচ্ছে বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার ডিএসসিসির নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৪তম সভা শেষে এ তথ্য জানান বাস রুট রেশনালাইজেশন কমিটির প্রধান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র।

মেয়র তাপস বলেন, আমাদের বাস রুট রেশনালাইজেশনের আওতায় নতুন বাস দিয়ে ২২ ও ২৬ নম্বর নতুন রুট চালু হবে আগামী ১৩ অক্টোবর। একই সময় ২৩ নম্বর আরও একটি রুট চালু হওয়ার কথা থাকলেও সেই রুটে আরও কাজ বাকি থাকায় সেটি প্রস্তুত করার জন্য আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আমাদের নতুন এ রুটে সব নতুন বাস দিয়ে সেবা চালু হবে। এছাড়া আমাদের পুরনো ২১ নম্বর রুটে নতুন নতুন বাস আমরা সংযুক্ত করবো। বাসের শৃঙ্খলা ফেরাতে আগামী ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত আমাদের চিরুনি অভিযান চলবে।

২২ নম্বর রুট হলো- ঘাটারচর, ওয়াশপুর, বসিলা, বসিলা সিএনজি স্ট্যান্ড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, টাউন হল, আসাদগেট, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ, কাকরাইল, ফকিরাপুল, মতিঝিল, টিকাটুলি, কাজলা, কোনাপাড়া ও স্টাফ কোয়ার্টার পর্যন্ত।

এছাড়া টিকাটুলি থেকে কাজলা পর্যন্ত ফ্লাইওভারের ওপর দিয়ে বাস চলাচল করবে।

২৬ নম্বর রুট হলো-ঘাটারচর, ওয়াশপুর, বসিলা, বসিলা সিএনজি স্ট্যান্ড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, টাউন হল, আসাদগেট, সোবহানবাগ, কলাবাগান, সায়েন্সল্যাব, নিউ মার্কেট (নীলক্ষেত), আজিমপুর, পলাশী, চাঁনখারপুল, পোস্তগোলা, পাগলা (কদমতলী থানা) পর্যন্ত।

এছাড়া এ রুটে চাঁনখারপুল থেকে পোস্তগোলা পর্যন্ত ফ্লাইওভারের ওপর দিয়ে বাস চলাচল করবে।

স্টকমার্কেটবিডি.কম///

মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা ও সর্বোচ্চ ১০০ টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার রাজধানীর উত্তরায় মেট্রো রেলের ডিপো এলাকায় মেট্রো রেল প্রদর্শনী ও তথ্যকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।

ওবায়দুল কাদের, মেট্রো রেলে প্রতি কিলোমিটারের ভাড়া করা হয়েছে পাঁচ টাকা। রাজধানীর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ভাড়া হবে ১০০ টাকা।

তবে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, মেট্রো রেলে মাসিক, সাপ্তাহিক কার্ডে ভাড়া দেওয়ার বিশেষ সুবিধা থাকবে। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা প্রতিবার ভ্রমণে বিশেষ ছাড় পাবেন। আহত বীর মুক্তিযোদ্ধাদের মেট্রো রেলে ভাড়া দিতে হবে না।

স্টকমার্কেটবিডি.কম///

বিআইএফসির বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্খিক খাতের বিআইএফসি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১৩ সেপ্টেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা তিনটায় রাজধানী মতিঝিলে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী কোম্পানিটির ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গতবছর কোম্পানিটি কোনো লভ্যাংশ প্রদান করেনি।

একই দিনে কোম্পানিটি চলতি বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আহবান করা হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/রি

মূলধন বাড়াতে ইজিএম করবে ন্যাশনাল টী

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি ন্যাশনাল টী কোম্পানি লিমিটেডের বিশেষ সাধারণ সভার (ইজিএম) দিন নির্ধারণ করেছে। কোমপানিটির ইজিএমটি অনলাইনে আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় এই ইজিএমের দিন নির্ধারণ করা হয়। এদিন বেলা ১১টায় এই সভাটি অনুষ্ঠিত হবে।

এই ইজিএমে কোম্পানিটি অথরাইজড মূলধন ২৫ কোটি টাকা হতে বাড়িয়ে ৪০ কোটি টাকার করার সম্মতি নিবে। এ জন্য রেকর্ড নির্ধারণ করা হয়েছে ২৬ সেপ্টেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বি

ফারইষ্ট লাইফ জমি বিক্রি করবে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা বোর্ড ৪ কোটি ৮৬ লাখ টাকার সম্পদ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি রংপুর কতোয়ালি থানায় ১৩ ডেসিমিল জমি বিক্রি করবে। যার মূল্য ৪ কোটি ৮৬ লাখ ৯৯ হাজার টাকা।

এই জমিটি বিক্রি করতে আইডিআরএ’র অনুমোদন নেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডিকম//

লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা; ২য় বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৭৬ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৭৫ কোটি ৪৮ লাখ টাকার।

জেএমআই হসপিটাল রিকুইজিটি লিমিটেড ৪৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ শিপিং করপোরেশনের ৪৬ কোটি ৩৬ লাখ, ইষ্টার্ণ হাউজিংর ৪২ কোটি ৮০ লাখ, নাহি এলুমিনাম কম্পোজিট প্যানেলের ৩৩ কোটি ১৮ লাখ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ৩০ কোটি ১৭ লাখ, লাফার্জ হোলসিম বিডির ২৯ কোটি ৯২ লাখ , বসুন্ধরা পেপারস মিলসের ২৯ কোটি ৫১ লাখ ও ওরিয়ন ইনফিউশনের ২৮ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম

  1. ওরিয়ন ফার্মা
  2. বেক্সিমকো লিমিটেড
  3. জেএমআই হসপিটাল রিকুইজিটি
  4. বাংলাদেশ শিপিং করপোরেশন
  5. ইষ্টার্ণ হাউজিং
  6. নাহি এলুমিনাম কম্পোজিট প্যানেল
  7. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  8. লাফার্জ হোলসিম বিডি
  9. বসুন্ধরা পেপারস মিলস
  10. ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সবগুলো সূচক বেড়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৯.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৪৭০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১৪.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪১৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২০.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৩০৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৩১৫ কোটি ৪ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৪০০ কোটি ৬৬ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৬৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪৬টির, আর দর অপরিবর্তিত আছে ৯৪টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ওরিয়ন ফার্মা, বেক্সিমকো লিমিটেড, জেএমআই হসপিটাল রিকুইজিটি, বাংলাদেশ শিপিং করপোরেশন, ইষ্টার্ণ হাউজিং, নাহি এলুমিনাম কম্পোজিট প্যানেল, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, লাফার্জ হোলসিম বিডি, বসুন্ধরা পেপারস মিলস ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৮৬.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৯৮৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১২১টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪৫টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩০ কোটি ৪৭ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছিল ২২ কোটি ৬৫ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ওরিয়ন ফার্মা ও জেনেক্স ইনফোসিস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//