কন্যাদের শেয়ার দিবেন এশিয়া ইন্স্যুরেন্সের পরিচালকরা

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের দুইজন উদ্দ্যোক্তা পরিচালক নিজের শেয়ার তাদের দুই কন্যাকে প্রদান করার ঘোষণা দিয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

আবুল বাশার চৌধুরী নামে বিমাটির এক পরিচালক তার কন্যা রূবাইয়া তাসনিম চৌধৃরীকে ৯ লাখ ৪১ হাজার ২৯৩টি শেয়ার প্রদান করবে। তার হাতে বিমাটির মোট ১৮ লাখ ৮২ হাজার ৭৯৩টি শেয়ার রয়েছে।

মাহবুবুল আলম নামে বিমাটির আরেক পরিচালক তার কন্যা মুনাল মাহবুলকে ৯ লাখ ৪১ হাজার ২৯৩টি শেয়ার প্রদান করবে। তার হাতে বিমাটির মোট ১৮ লাখ ৮২ হাজার ৭৯৩টি শেয়ার রয়েছে।

ডিএসইর অনুমোদন সাপেক্ষে এসব শেয়ার উপহার সরূপ তাদেরকে প্রদান করবে।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার হস্থান্তর করা হবে বলে বিমাটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এম

লংকা বাংলা ফাইন্যান্সের ২২ লাখ শেয়ার বিক্রির ঘোঘণা

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ২২ লাখ শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তাহসিনুল হক নামে প্রতিষ্ঠানটির এই পরিচালক প্রতিষ্ঠানটির ২২ লাখ ২৫ হাজার ৯৬টি শেয়ার বিক্রয় করবেন। তার হাতে মোট ২ কোটি ৯ লাখ ৯৩ হাজার ৭০৩ টি শেয়ার রয়েছে।

এই উদ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে উভয় মার্কেটে বিক্রয় করবেন।

তিনি এই ঘোষণার পর আগামী ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এম

জমি বিক্রি করবে ইন্দো বাংলা ফার্মা

স্টকমার্কটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের ইন্দো বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেড বরিশালে অবস্থিত কোম্পানির জমি বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি এক বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি বরিশাল জেলার বাকেরগন্জে রাণীক্ষেত এলাকায় অবস্থিত ১.৫৯ একর জমি বিক্রি করবে। এ জমির দর পড়বে ২৭ লাখ টাকার উপরে।

কোম্পানিটির এই সব জমি বিক্রি করে গাজীপুর জেলায় কালিয়াকৈরে ব্যবসা বাড়ানো উদ্দেশ্যে জমি কিনবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ