এনআরবি ব্যাংক সিকিউরিটিজের স্টক ব্রোকার অনুমোদন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

এনআরবি ব্যাংক সিকিউরিটিজ পিএলসিকে স্টক ব্রোকারের অনুমোদন দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এনআরবি ব্যাংক সিকিউরিটিজ পিএলসি ডিএসই সদস্য। এর সদস্য নম্বর-২৬৬।

গত ২৬ মে এই সিকিউরিটিজটিকে এই স্টক ব্রোকারের অনুমোদন প্রদান করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ।

ডিএসইতে এনআরবি ব্যাংক সিকিউরিটিজ পিএলসির থ্রি ডিজিটের আইডি নম্বর NBS.

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. বেক্সিমকো লিমিটেড
  2. ওরিয়ন ফার্মা
  3. ইষ্টার্ণ হাউজিং
  4. জেনেক্স ইনফোসিস
  5. লূব রেফ বিডি
  6. নাভানা ফার্মা
  7. বাংলাদেশ শিপিং করপোরেশন
  8. লাফার্জ হোলসিম বিডি
  9. বসুন্ধরা পেপার মিলস
  10. ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড।

দিনশেষে বেড়েছে সূচক ও লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সবগুলো সূচকই বেড়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। তবে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২২.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৪১০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪০১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২৫২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৫১২ কোটি ৪৪ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৪৬১ কোটি ৫৭ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৭০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৮৪ টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৮২টির, আর দর অপরিবর্তিত আছে ২০২টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা, ইষ্টার্ণ হাউজিং, জেনেক্স ইনফোসিস, লূব রেফ বিডি, নাভানা ফার্মা, বাংলাদেশ শিপিং করপোরেশন, লাফার্জ হোলসিম বিডি, বসুন্ধরা পেপার মিলস ও ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৪০.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৯৪৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ৫৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ১১৭টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৯৩ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ২৪ কোটি ১৩ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ওরিয়ন ফার্মা ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম////

ঢাকা-মুম্বাই রুটে ইন্ডিগোর ফ্লাইট শুরু

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ভারতের বেসরকারি এয়ারলাইনস ইন্ডিগো ঢাকা-মুম্বাই রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। গত রবিবার বেলা ২টা ৩৫ মিনিটে ১৭৭জন যাত্রী নিয়ে ইনডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট মুম্বাইয়ের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

ইনডিগো এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, সপ্তাহে চারদিন ঢাকা-মুম্বাই রুটে ইনডিগোর বিমান চলাচল করবে। সপ্তাহের শনিবার, রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বেলা ২টা ৩৫ মিনিটে ইনডিগোর ফ্লাইট মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে। মুম্বাই থেকে স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় ঢাকার উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে এবং দুপুর ১টা ৩৫মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। ঢাকা-মুম্বাই রুটে ভাড়া (আসা-যাওয়া) ধরা হয়েছে ২৪ হাজার টাকা এবং ওয়ানওয়ে ১৫ হাজার টাকা।

এছাড়া ঢাকা-চেন্নাই, ঢাকা-কলকাতা এবং ঢাকা-দিল্লি রুটে ইনডিগোর ফ্লাইট চলাচল করছে। প্রতিদিন ইনডিগোর ১৮’শ ফ্লাইট ৯৬টি গন্তব্যে চলাচল করে। এর মধ্যে ৭১টি অভ্যন্তরীন এবং ২৫টি আন্তজার্তিক রুট।

স্টকমার্কেটবিডি.কম////

এস্ক্যোয়ার নিটের বোর্ড সভা আহবান 

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি এস্ক্যোয়ার নিট কম্পোজিট লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিক বোর্ড সভা আগামী ১৪ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩ টায় রাজধানীর তেজগাঁও এলাকায় অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

এ্যারামিট সিমেন্টের বোর্ড সভা ১৪ নভেম্বর 

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি এ্যারামিট সিমেন্ট লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১৪ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৪ টায় চট্টগ্রামে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটি।

একইদিন অনুষ্ঠিত আরেক বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

টানা দুই মাস কমল দেশের রপ্তানি আয়

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বৈশ্বিক মন্দার প্রভাবে দুই মাস ধরে দেশের রপ্তানি আয়ে নেতিবাচক প্রভাব পড়ছে। গত সেপ্টেম্বরে পণ্য রপ্তানি কমেছিল ৬.২৫ শতাংশ আর অক্টোবরে কমেছে ৭.৮৫ শতাংশ। সদ্যোবিদায়ি অক্টোবরে ৪৩৫ কোটি ৬৬ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যা দেশি মুদ্রায় ৪৪ হাজার ৮৭৩ কোটি ১৮ লাখ টাকা (প্রতি ডলার ১০৩ টাকা ধরে)। গত বছরের একই সময়ে ৪৭২ কোটি ৭৫ লাখ টাকা রপ্তানি আয় হয়েছিল।

গতকাল বুধবার রপ্তানি আয়ের এই তথ্য প্রকাশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

ইপিবির পরিসংখ্যানে দেখা যায়, বিদায়ি অক্টোবরে সরকারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৫০০ কোটি মার্কিন ডলার। সেখানে আয় হয়েছে ৪৩৫ কোটি ৬৬ লাখ ২০ হাজার ডলার। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে আয় কম হয়েছে ৬৪ কোটি ৩৩ লাখ ৮০ হাজার ডলার বা প্রায় ১৩ শতাংশ। এর ফলে ১৩ মাস টানা রপ্তানি আয়ে প্রবৃদ্ধির পর চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবর টানা দুই মাস এর আগের বছরের তুলনায় রপ্তানি আয় কমল।

রপ্তানি আয় কমার কারণ হিসেবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে দায়ী করে সংশ্লিষ্ট সবাই বলছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে মূল্যস্ফীতি অস্বাভাবিক বেড়েছে। এ কারণে তারা পোশাক কেনা কমিয়ে দিয়েছে। খাদ্যের পেছনেই অনেক বেশি খরচ করতে হচ্ছে তাদের। সে কারণে বাংলাদেশের রপ্তানি আয় কমছে।

অবশ্য তৈরি পোশাক মালিকসহ অন্য ব্যবসায়ীরা আগেই শঙ্কা প্রকাশ করছিলেন যে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজার থেকে ক্রয়াদেশ কমে যাবে। ফলে দেশের রপ্তানি আয়ও কমে আসবে। লক্ষ্যমাত্রার চেয়ে কম আয় হলেও চলতি অর্থবছরের প্রথম চার মাসের হিসাবে তৈরি পোশাকের রপ্তানি বেড়েছে ১০.৫ শতাংশ।

ইপিবির তথ্য মতে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই থেকে অক্টোবর) পণ্য রপ্তানি হয়েছে এক হাজার ৬৮৫ কোটি ৩৫ লাখ ১০ হাজার ডলারের।

স্টকমার্কেটবিডি.কম///

বিডিথাই ফুডের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি বিডিথাই ফুড এন্ড বেভারেজ লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১০ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৪টায় রাজধানীর বনানীতে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

শেয়ারবাজারে তালিকাভুক্তির পরে এবারই প্রথম শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/বি

বিডিথাই এলুমিনিয়ামের নো ডেভিডেন্ড ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বিডিথাই এলুমিনিয়াম লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য নো ডেভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (২ নভেম্বর) অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০২২ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.০২ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ২৮.৩৩ টাকা।

আগামী ২৭ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

ওয়েষ্টার্ণ মেরিণ শিপইয়ার্ডের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি ওয়েষ্টার্ণ মেরিণ শিপইয়ার্ড লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৬ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৪টায় চট্টগ্রামে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/বি