কলকাতায় শুরু হল আন্তর্জাতিক বাণিজ্য মেলা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

কলকাতার সায়েন্সসিটি ময়দানে শুরু হল ২১তম ‘ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার’। ভারতের ‘দ্য বেঙ্গল চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (বিসিসিআই) এর উদ্যোগে এই মেলা চলবে আগামী ২ জানুয়ারি পর্যন্ত। এটি পূর্ব ভারতের বৃহত্তম এবং গোটা ভারতে দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য মেলা।

শনিবার (১৭ ডিসেম্বর) প্রদীপ জ্বালিয়ে কলকাতার সায়েন্সসিটি অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ১৮ দিনের এই বাণিজ্য মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়, বিসিসিআই সভাপতি সুবীর চক্রবর্তী, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস, আফগানিস্তান দূতাবাসের কাউন্সেলর কাদির শাহ, ভারতের বীমা সংস্থা লাইফ ইন্সুরেন্স অফ ইন্ডিয়া এর আঞ্চলিক ম্যানেজার অজয় কুমার, ভারত সরকারের এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল ফর হ্যান্ডিক্যাপস’এর পূর্বাঞ্চলীয় কনভেনার ওপি প্রহ্লাদ, ভারতের ন্যাশনাল জুট বোর্ড’এর কমিশনার মলয় চন্দন চক্রবর্তী প্রমুখ।

কলকাতাকে ব্যবসা ও বাণিজ্যের পছন্দের গন্তব্য ও যাব হিসাবে তুলে ধারায় এই মেগা ট্রেড ফেয়ার আয়োজনের মূল উদ্দেশ্য। এবারের এই মেলায় অংশ নিচ্ছে পাকিস্তান, তুরস্ক, মিশর, মিয়ানমার, ভুটান, চিন, তাইওয়ান, নেদারল্যান্ড, যুক্তরাষ্ট্র, শ্রীলংকা, নেপালসহ ১৬টির বেশি দেশ। এছাড়াও রয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, কর্ণাটক, মধ্যপ্রদেশ, উত্তরাখন্ড, অন্ধ্রপ্রদেশ, জম্মু কাশ্মীর, হরিয়ানা, তেলেঙ্গানা, অরুণাচল প্রদেশ, কেরালাসহ ভারতের প্রায় সব অঙ্গরাজ্যই।
এবারের মেলার পার্টনার কান্ট্রি হয়েছে ‘থাইল্যান্ড ও আফগানিস্তান’। ফোকাস কান্ট্রি ‘ইরান ও বাংলাদেশ’। স্বাভাবিকভাবেই মেলায় উপস্থিত থাকবেন ওই সমস্ত দেশের শিল্পপতি, ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা, আন্তর্জাতিক সংস্থা, সরকারের শীর্ষ কর্মকর্তারা।

গত বছর এই বাণিজ্য মেলায় স্টলের সংখ্যা প্রায় ৫০০ টি, এবং করোনা স্বাস্থ্য বিধি মেনেও প্রতিদিন ৪৫ হাজার থেকে ৫০ হাজার মানুষ এই মেলায় পা রেখেছিল। চলতি বছর প্রায় ৬০০ স্টল করা হয়েছে। গোটা বিশ্বের বিভিন্ন ধরনের খাবারের স্টল ছাড়াও থাকছে পোশাক, আসবাবপত্র ইন্টেরিয়ার, ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স, হেলথ কেয়ার, কসমেটিক্স, লাইফ স্টাইল, হান্ডিক্রাফটের আইটেম। সাবেক ভাবেই চলতি বছরে আরও বেশি সংখ্যক মানুষ এই মেলায় যোগদান করবে বলে আশা করছেন মেলা কর্তৃপক্ষ।

দুই দশক সব আগে মেলা যখন শুরু হয়, সে সময় মেলায় আগত বিদেশী প্রতিনিধিদের সংখ্যা ছিল হাতে গোনা কিন্তু সেই সংখ্যা এখন পৌঁছেছে এক হাজারের বেশি।

বিসিসিআই সভাপতি সুবীর চক্রবর্তী জানান, করোনা অতিমারির পরে, এই ধরনের বাণিজ্য মেলা বা বিশাল প্রদর্শনীর মাধ্যমে শিল্প জগতের কাছে তাদের পণ্যগুলিকে প্রদর্শন করাটা অত্যন্ত প্রয়োজনীয়। এই মেলায় শিল্প উদ্যোক্তা, সরকারের শীর্ষ কর্মকর্তা, কর্পোরেট সংস্থার নীতি নির্ধারকরা, প্রস্তুতকারী সংস্থা, ব্যবসায়ী এবং অবশ্যই বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত থাকবেন। সেক্ষেত্রে একই জায়গায় বিভিন্ন শিল্প সংস্থার অংশগ্রহণের ফলে সকলের জন্যই বিশাল ব্যবসার সুযোগ থাকবে।

সুবীর চক্রবর্তী আরো বলেন, বছরের পর বছর ধরে আমি আইআইএমটিএফ’কে বেড়ে উঠতে দেখেছি, আমাদের ২১ তম সংস্করণে আমি প্রত্যেককে তাদের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাতে চাই। এই মেলা সবার জন্য উন্মুক্ত। তাই অনুগ্রহ করে আসুন-দেখুন-বাণিজ্য করুন এবং এটিকে সফল করুন।

স্টকমার্কেটবিডি.কম/

হামিদ ফেব্রিকসের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি হামিদ ফেব্রিকস লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এএ৩। আর স্বল্প মেয়াদে ঋণমান এসেছে ‘এসটি-২’।

২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন এবং চলতি বছরের ৩০ অক্টোবর পর্যন্ত অনিরীক্ষিত প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরএবি।

স্টকমার্কেটবিডি.কম/বি

বেঙ্গল উইন্ডসরের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বেঙ্গল উইন্ডসর থার্মােপ্লাস্টিক লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এএ২’। আর স্বল্প মেয়াদে ঋণমান এসেছে ‘এসটি-২’।

২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন এবং চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত অনিরীক্ষিত প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরএবি।

স্টকমার্কেটবিডি.কম/বি

লিব্রা ইনফিউশনের বোর্ড সভা আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান লিব্রা ইনফিউশন লিমিটেডের তিন প্রান্তিকের বোর্ড সভা আজ অনুুষ্ঠিত হবে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, আজ ১৮ ডিসেম্বর এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২০ ও ২০২১ সালের ১ম, ২য় ও ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টা থেকে ৪টায় রাজধানীর মিরপুরে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির এই তিনটি প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/

শেয়ারবাজারের কোম্পানিগুলোকে পুরস্কার দিল আইসিএসবি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কর্পোরেট সুশাসনের জন্য শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোকে ১৩টি ক্যাটাগরিতে পুরস্কার দিয়েছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)।

শনিবার (১৭ ডিসেম্ব) সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে কোম্পানিগুলোকে নবম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড- ২০২১ তুলে দেওয়া হয়।

২০২১ সালের সামগ্রিক কর্পোরেট সুশাসন মানদণ্ড অনুসারে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিকে বিভিন্ন ক্যাটাগরিতে সুশাসন প্রতিপালনের জন্য গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ পদক দেওয়া হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ।

আইসিএসবি সূত্রে জানা গেছে, দেশি বিদেশি যেসব প্রতিষ্ঠান কর্পোরেট গভর্নেন্স (প্রাতিষ্ঠানিক সুশাসন) মেনে চলে এবং যাদের পারফরমেন্স তুলনামূলক ভালো সেসব প্রতিষ্ঠানকেই অ্যাওয়ার্ড প্রদানের জন্য নির্বাচন করা হয়।

প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগেুলোর করপোরেট গভর্নেন্স প্রতিষ্ঠা, কার্যকরী স্বতন্ত্র পরিচালক নিয়োগ, সিএসআর, ক্ষুদ্র বিনিয়োগকারীসহ সকল বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার মানদণ্ডের ভিত্তিতে এ অ্যাওয়ার্ড দিয়ে আসছে আইসিএসবি।

স্টকমার্কেটবিডি.কম////

ইসলামি কমার্শিয়াল ইন্স্যুরেন্সের লেনদেন শুরু

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত ইসলামি কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন আজ শুরু হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ বুধবার থেকে দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এ কোম্পানির লেনদেন।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা কোম্পানিটির ট্রেডিং কোড- “ICICL” এবং ডিএসইতে কোম্পানি কোড নাম্বার- ২৫৭৫৬ নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি কোম্পানিটি আইপিও প্রক্রিয়া সম্পন্ন করে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস