বিনিয়োগ টানতে শ্রীলঙ্কায় নতুন ভিসা চালু

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শ্রীলঙ্কার মন্ত্রিসভা বিদেশিদের জন্য বিনিয়োগ, কর্মসংস্থান ও আবাসিক ভিসা চালুর অনুমোদন দিয়েছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণই এর মূল লক্ষ্য। মন্ত্রিসভার মুখপাত্র বান্দুলা গুণবর্ধন মঙ্গলবার এসব কথা জানান।

কলম্বোয় এক সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রস্তাবটি জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী তাইরান এলেস উত্থাপন করেন। তিনি আরও বলেন, কলম্বো পোর্ট সিটিকে সচল ও সক্রিয় রাখতে এ ধরনের ভিসা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, শ্রীলঙ্কা আশা করছে, আগামী বছরগুলোতে পোর্ট সিটি বিদেশি বিনিয়োগের মূল কেন্দ্র হয়ে উঠবে।

সমুদ্র থেকে পুনরুদ্ধার করা ২৬৯ হেক্টর এলাকা নিয়ে বিস্তৃত পোর্ট সিটিতে ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট, সেন্ট্রাল পার্ক লিভিং, দ্য মারিয়ানা ও ইন্টারন্যাশনাল আইল্যান্ডসহ মোট পাঁচটি অঞ্চল থাকবে।

উল্লেখ্য, কোভিড মহামারি এবং ইউক্রেন যুদ্ধের জেরে ব্যাপক ধাক্কা লাগে দেশটির অর্থনীতিতে। বৈদেশিক মুদ্রার আয় কমার সঙ্গে সঙ্গে বৈদেশিক ঋণ পরিশোধে হিমশিম খেতে থাকে শ্রীলঙ্কা। একপর্যায়ে নিজেকে দেউলিয়া ঘোষণা করে দেশটি। সূত্র: ডেইলি মিরর, বিজনেস স্ট্যান্ডার্ড

স্টকমার্কেটবিডি.কম/

লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিকস; ২য় ওরিয়ন ফার্মা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিকস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৩৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ফার্মা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ২৯ লাখ টাকার।

সী পালর্স রিসোর্ট লিমিটেড ১৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-  মুন্নু এগ্রোর ১৩ কোটি ৯ লাখ, বসুন্ধরা পেপার মিলসের ১৩ কোটি ৭ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিংর ১০ কোটি ৫৪ লাখ, এ্যাডভেন্ট ফার্মার ১০ কোটি ৩৯ লাখ, জেনেক্স ইনফোসিসের ৯ কোটি ৯৩ লাখ, ওরিয়ন ইনফিউশনের ৭ কোটি ২১ লাখ ও বেক্স ফার্মা লিমিটেডের ৬ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. মুন্নু সিরামিকস
  2. ওরিয়ন ফার্মা
  3. সী পালর্স রিসোর্ট
  4. মুন্নু এগ্রো
  5. বসুন্ধরা পেপার মিলস
  6. ইন্ট্রাকো রি-ফুয়েলিং
  7. এ্যাডভেন্ট ফার্মা
  8. জেনেক্স ইনফোসিস
  9. ওরিয়ন ইনফিউশন
  10. বেক্স ফার্মা লিমিটেড।

ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) সবগুলো সূচক কমেছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৭.৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬১৯৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৮.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৫৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৯৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩২২ কোটি ৪১ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ২৮৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৯টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৭৩টির, আর দর অপরিবর্তিত আছে ২০৩টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – মুন্নু সিরামিকস, ওরিয়ন ফার্মা, সী পালর্স রিসোর্ট, মুন্নু এগ্রো, বসুন্ধরা পেপার মিলস, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, এ্যাডভেন্ট ফার্মা, জেনেক্স ইনফোসিস, ওরিয়ন ইনফিউশন ও বেক্স ফার্মা লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৭৫.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৩০৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭টির, কমেছে ৫২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৮২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৬১ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ৮ কোটি ৮০ লাখ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো ও ওরিয়ন ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম////

আর্গন ডেনিমসের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আর্গন ডেনিমসের ঋণমান প্রকাশ করেছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এ+’। আর স্বল্প মেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-৩’।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও চলতি হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/বি

ডরিন পাওয়ারের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন এন্ড সিস্টেমসের ঋণমান প্রকাশ করেছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এএ’। আর স্বল্প মেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-২’।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও চলতি হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/বি

এপেক্স ফুটওয়্যারের শেয়ার কিনবেন উদ্দোক্তা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেডের একজন উদ্দোক্তা পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

সৈয়দ মন্জুর এলাহী নামে এই উদ্দোক্তা পরিচালক কোম্পানিটির ৩৯ হাজার ৩৬১টি শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন।

ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

এ কোম্পানিটি এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে ক্রয় করবেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/এ

বছরে ১৬ লাখ টন চাল নষ্ট হয়ে যাচ্ছে : খাদ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি ডেস্ক :

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে বছরে চার কোটি টন ধান ক্রাসিং হয়। মিল মালিকদের হিসাবে, চাল চিকন করতে গিয়ে ৪-৫ শতাংশ হাওয়া হয়ে যায়। সে হিসাবে বছরে ১৬ লাখ টন চাল হাওয়া বা নষ্ট হয়ে যায়। এটা না করলে বিদেশ থেকে হয়তো চাল আমদানি করতে হতো না।

গেইন ও হার্ভেস্টপ্লাসের সহযোগিতায় গতকাল দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন কনফারেন্স হলে খাদ্য অধিদপ্তর আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, বায়োফর্টিফায়েড জিংক রাইসের মাধ্যমে দেশের মানুষের জিংকের ঘাটতি পূরণ সম্ভব। পুষ্টিহীনতা দূর করতে জিংকসমৃদ্ধ ধানের আবাদ বাড়াতে কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি। এ ছাড়া জিংকসমৃদ্ধ চালে ভোক্তাকে আকৃষ্ট করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘আজকাল আমরা রাসায়নিকভাবে তৈরি করা জিংক খাচ্ছি; কিন্তু ভাতের মাধ্যমে যে এই উপাদানটি আমরা প্রাকৃতিকভাবে পেতে পারি, তা জানি না। এই বিষয়ে জনসচেতনতা তৈরি করা দরকার। ’ তিনি বলেন, দেশের মিল মালিকরা ভোক্তাদের চাহিদা অনুযায়ী চিকন চাল বাজারে সরবরাহ করে থাকে। কারণ গ্রাহকরা জিংক চালের জন্য উৎসাহ দেখান না এবং কৃষকরাও এই ধান চাষ করতে আগ্রহী হন না। কারণ জিংকসমৃদ্ধ ধানের চাল একটু মোটা হয়ে থাকে। গ্রাহক চিকন আর চকচকে চাল পছন্দ করে। সাধারণ চালেও পুষ্টি থাকে, তবে চাল চিকন করতে গিয়ে পুষ্টির অংশ ছেঁটে ফেলা হচ্ছে।

খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. সাখাওয়াত হোসেন, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. শাহজাহান কবীর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজির আহম্মদ, হার্ভেস্টপ্লাসের কান্ট্রি ডিরেক্টর এ কে এম খায়রুল বাশার, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের (গেইন) কান্ট্রি ডিরেক্টর রুদাবা খন্দকার অনুষ্ঠানে বক্তব্য দেন।

অনুষ্ঠানে বায়োফর্টিফায়েড জিংক রাইস উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১১ জন কৃষক, তিনজন রাইস মিলার এবং খাদ্য বিভাগের ১০ কর্মকর্তাকে পুরস্কার দেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম///

টুইটারের সিইও পদ থেকে সরে যাবেন, জানালেন ইলন মাস্ক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

‘টুইটারের প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ানো উচিত কি না’- সম্প্রতি এমন একটি জরিপ চালিয়েছেন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্কিন ধনকুবের ইলন মাস্ক।

ওই জরিপে অংশ নেওয়া সংখ্যাগরিষ্ঠ মানুষই তাকে পদ ছেড়ে দেওয়ার পক্ষে মত দেন।

এবার জরিপের ফল মেনে নিজেও টুইটারের সিইও পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। ঘোষণা দিয়ে বলেছেন- যোগ্য উত্তরসূরি পেলেই এই পদ ছেড়ে দেবেন তিনি।

মঙ্গলবার এক টুইটবার্তায় ইলন মাস্ক বলেন, “এই চাকরি নেওয়ার মতো ‘যথেষ্ট বোকা’ কাউকে পেলেই আমি সিইও পদ থেকে পদত্যাগ করব! এরপর, আমি কেবল সফ্টওয়্যার এবং সার্ভার টিম দেখাশোনা করব।” সূত্র: দ্য গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট, রয়টার্স

স্টকমার্কেটবিডি.কম///

মতিন স্পিনিংয়ের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলসের ঋণমান প্রকাশ করেছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এএ’। আর স্বল্প মেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-২’।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও চলতি হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/বি