৯৮ কোটি টাকার লটারি জিতলেন এক বাংলাদেশি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এক প্রবাসী বাংলাদেশি সাড়ে তিন কোটি দিরহাম (৯৮ কোটি ১৭ লাখ টাকা) মূল্যের লটারি জিতে নিয়েছেন। খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে বিগ টিকিট নামের লটারির প্রথম র‌্যাফেল ড্রতে তিনি জয়ী হন। খালিজ টাইমসের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মোহাম্মদ রায়ফুল আবুধাবির আল আইন এলাকার বাসিন্দা। সেখানকার একটি কোম্পানিতে পিকআপের চালক হিসেবে কাজ করেন তিনি। ৯ বছর ধরে লটারির টিকিট কিনে আসছেন তিনি। রায়ফুল যে টিকিট জিতেছেন, সেটি গত বছরের ১০ ডিসেম্বর অনলাইন থেকে কিনেছিলেন। এর নম্বর ০৪৩৬৭৮। ২০ বন্ধু মিলে ভাগাভাগি করে লটারি কেনার টাকা দিয়েছিলেন। এখন সব বন্ধু মিলে পুরস্কারের অর্থ ভাগাভাগি করে নেবেন।

র‌্যাফেল ড্রয়ের আয়োজকেরা শুরুতে ৩৯ বছর বয়সী রায়ফুলের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। বেশ কয়েকবার ফোন করেও তাঁকে পাওয়া যাচ্ছিল না। তিনি তখন গাড়ি চালাচ্ছিলেন। শেষ পর্যন্ত তাঁরা তাঁকে পুরস্কার জয়ের খবরটি জানাতে সক্ষম হন।

রায়ফুল বলেন, ‘আমি ১২ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে আছি। বিশ্বাসই হচ্ছিল না যে জিতে গেছি। অত্যন্ত উত্তেজনা ও আনন্দ বোধ করছি।’

খালিজ টাইমসের পক্ষ থেকে রায়ফুলের কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি পুরস্কারের অর্থ দিয়ে কী করবেন। জবাবে রায়ফুল বলেন, তিনি ধারণাই করতে পারেননি পুরস্কার জিতবেন। এ কারণে এ নিয়ে কোনো পরিকল্পনা করা হয়নি।

‘বিগ টিকিট মিলিয়নিয়ার’ নামের এ লটারি টিকিটের মূল্য ৫০০ দিরহাম। বিগ টিকিটের ওয়েবসাইট থেকে অনলাইনে কিংবা আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর ও আল আইন বিমানবন্দরের কাউন্টার থেকে সশরীর এ টিকিট কেনা যায়।

স্টকমার্কেটবিডি.কম/////

লভ্যাংশ কম দেওয়ায় পেপার প্রসেসিংয়ের ক্যাটাগরি পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ শিল্প খাতের কোম্পানি পেপার প্রসেসিং কোম্পানি লিমিটেড লভ্যাংশ ১০ শতাংশের কম দেওয়ায় ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

আগামীকাল বৃহস্পতিবার থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে।

জানা গেছে, কোম্পানটি সর্বশেষ অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

এর আগে কোম্পানিটি লেনদেন এ ক্যাটাগরিতে লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি বছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ধারা অনুযায়ী, আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিতব্য এই বোর্ড সভায় বিমাটির ২০২২ সালের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে বিমাটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বিমাটির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/

স্টক ব্রোকার ও ডিলারের অনুমোদন পেল চেলেশিয়াল সিকিউরিটিজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

চেলেশিয়াল সিকিউরিটিজ লিমিটেডকে স্টক ব্রোকার ও ডিলারের অনুমোদন দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৪ আগষ্ট চেলেশিয়াল সিকিউরিটিজ লিমিটেডকে স্টক ব্রোকার ও ডিলারে অনুমোদন প্রদান করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

চেলেশিয়াল সিকিউরিটিজ লিমিটেডের থ্রি ডিজিটের আইডি CCI । আর সিক্স ডিজিটের আইডি DLRCCI ।

স্টকমার্কেটবিডি.কম/বি

ই-ভিসা ও অন-অ্যারাইভাল ভিসা চালুর দাবি ব্যবসায়ীদের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে ই-ভিসা এবং অন-অ্যারাইভাল ভিসা চালুসহ ওয়ান স্টপ সার্ভিস চালুর দাবি জানিয়েছেন পর্যটন খাতের উদ্যোক্তারা।

মঙ্গলবার বিকেলে এফবিসিসিআইয়ের ট্যুরিজম ডেভেলপমেন্ট (ইনবাউন্ড, আউটবাউন্ড, ডোমেস্টিক অ্যান্ড সিভিল এভিয়েশন) বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চতুর্থ সভায় ব্যবসায়ীরা এই দাবি জানান।

এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘বাংলাদেশের পর্যটন শিল্প অনেক গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় একটি খাত। কিছুদিন আগে এইচএসবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সাল নাগাদ বাংলাদেশ বিশ্বের নবম বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত হবে। মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে, দেশের অর্থনীতি বড় হচ্ছে। এই প্রেক্ষিতে পর্যটন শিল্পও আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী পর্যটন খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। এর অংশ হিসেবে কক্সবাজারের পর্যটনকে কেন্দ্র করে নানা অবকাঠামোগত উন্নয়নের কাজ চলছে। পদ্মা সেতুর উদ্বোধন বাংলাদেশের পর্যটন শিল্পে নতুন সম্ভাবনা এনে দিয়েছে। পদ্মা সেতুর উদ্বোধনের পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পর্যটক সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে।’

‘এফবিসিসিআইয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে চলতি বছরের মার্চে অনুষ্ঠিতব্য ৩ দিনব্যাপী বাংলাদেশ বিজনেস সামিটের প্রদর্শনীতে অনেকগুলো খাত প্রাধান্য পাবে, পর্যটন তার মধ্যে একটি,’ বলেন তিনি।

সামিটে পর্যটন শিল্পের সম্ভাবনা তুলে ধরতে একটি বিশেষ স্টল করার কথাও জানান তিনি।

এছাড়া, বাংলাদেশের পর্যটন শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে সামিটে ট্যুরিজমের ওপর একটি প্ল্যানারি সেশন থাকবে বলেও জানান তিনি।

পর্যটন খাতের উন্নয়নে ইতিবাচক উদ্যোগে এফবিসিসিআই সব সময় পাশে থাকবে বলে মন্তব্য করেন মো. জসিম উদ্দিন।

এফবিসিসিআইয়ের সহসভাপতি মো. আমিন হেলালী বলেন, ‘বাংলাদেশে পর্যটন খাতে বিদেশিদের আকৃষ্ট করা ছাড়াও দেশের বৃহৎ জনগোষ্ঠীর জন্যও এটি একটি বড় বাজার। সম্ভাবনাময় এ খাতের শৃঙ্খলা নিশ্চিতে পর্যটন সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনসহ সরকারি বেসরকারি সবার অংশগ্রহণ জরুরি।

প্রধানমন্ত্রী পর্যটন খাতের উন্নয়নে বিশেষ নজর দিয়েছেন বলে মন্তব্য করেন কমিটির ডিরেক্টর ইনচার্জ এম জি আর নাসির মজুমদার।

স্টকমার্কেটবিডি.কম///

মুন্নু সিরামিকসের ৪ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের কোম্পানি মুন্নু সিরামিকস লিমিটেডের এক কর্পোরেট পরিচালক ৪ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে এই কর্পোরেট পরিচালক কোম্পানিটির ৪ লাখ শেয়ার বিক্রি করবে। ঘোষণার সময় এই পরিচালকের হাতে কোম্পানিটির মোট ১ কোটি ৫ লাখ ৩৯ হাজার ৭৭ টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ব্লক মার্কেটে বিক্রি করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

লংকাবাংলা সিকিউরিটিজ নিয়ে এটিবির যাত্রা শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আজ অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) লেনদেন শুরু করতে যাচ্ছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ বোর্ডে প্রথম কোম্পানি হিসাবে লেনদেন করবে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, ডিএসইতে প্রথম কোম্পানি হিসাবে আজ বুধবার সকাল ১০টায় লেনদেন শুরু করবে লংকাবাংলা সিকিউরিটিজ। কোম্পানিটি ‘স্টক ব্রোকার’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। এর ট্রেডিং কোড ‘এলবিএসএল’ আর কোম্পানি কোড হবে ‘৫৯০০১’। গত বছরের ২৪ নভেম্বর কোম্পানিটি এটিবিতে তালিকাভুক্ত হয়েছে।

অতালিকাভুক্ত ও তালিকাচ্যুত সিকিউরিটিজসহ করপোরেট বন্ড, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, বেমেয়াদি মিউচুয়াল ফান্ড এটিবিতে তালিকাভুক্ত হতে পারবে। মূলত এখানে তালিকাভুক্তির মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে শেয়ার ও ইউনিট লেনদেন করার সুযোগ পাওয়া যাবে। এ প্লাটফর্মে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা লেনদেন করতে পারবেন। এটিবিতে লেনদেনের ক্ষেত্রে কোম্পানিগুলোর কোনো ন্যূনতম মূলধনি সীমা বেঁধে দেয়া হয়নি।

যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে (আরজেএসসি) নিবন্ধিত যেকোনো অতালিকাভুক্ত কোম্পানি এ প্লাটফর্মে শেয়ার লেনদেনের সুযোগ পাবে। তবে এ প্লাটফর্মের মাধ্যমে মূলধন বাড়ানোর সুযোগ থাকবে না। এখানে লেনদেনের ক্ষেত্রে টি+২ নিষ্পত্তি হবে। বেমেয়াদি মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনার ক্ষেত্রে ঋণ সুবিধাও পাওয়া যাবে। এ প্লাটফর্মে তালিকাভুক্ত হলে কোম্পানিগুলোকে বছরে একবার মূল্যসংবেদনশীল তথ্য প্রকাশ করতে হবে।

লংকাবাংলা সিকিউরিটিজ ছাড়াও বেঙ্গল মিট, এএফসি হেলথ ও প্রাণ এগ্রো এ প্লাটফর্মে তালিকাভুক্তির প্রক্রিয়ায় রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

প্রাণ এগ্রো বন্ডের লেনদেন শুরু আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত প্রাণ এগ্রো লিমিটেড আন সিকিউরড গ্রান্টেড বন্ড ১ ‘র লেনদেন শুরু হবে আজ বুধবার (৪ জানুয়ারি) থেকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কোম্পানির লেনদেন।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা বন্ডটির ট্রেডিং কোড- “PALUGB1” এবং ডিএসইতে বন্ডের কোড নাম্বার- ৫৫০০১ নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি বন্ডটি প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করেছে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া বন্ডের ইউনিট সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

স্ক্যোয়ার নিটিংয়ের নাম পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্ক্যোয়ার নিটিং কম্পোজিট লিমিটেডের নাম পরিবর্তন করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির নতুন নাম হবে স্ক্যোয়ার নিটিং কম্পোজিট পিএলসি।

সূত্রটি জানায়, কোম্পানিটির নাম পরিবর্তনের পাশাপাশি মেমোরেনডামও পরিবর্তন করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এজন্য শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে বিষয়টি উত্থাপন করা হবে আসন্ন বার্ষিক সাধারণ সভা (এজিএম)।

অনলাাইনে অনুষ্ঠিত এই ইজিএমের দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ জানুয়ারি।

স্টকমার্কেটবিডি.কম/এম