পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বনিম্ন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৪৩০ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে দেশটিতে রিজার্ভ সর্বনিম্নে নেমে যাওয়ার ঘটনা এটাই প্রথম।

দেশটির কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, কিছু বৈদেশিক ঋণ পরিশোধ করার পর দেশটির রিজার্ভ আরও কমে গেছে।
গত বৃহস্পতিবার স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি) রিজার্ভের তথ্য দিয়ে জানায়, দেশটির বাণিজ্যিক ব্যাংকগুলোতে এখনো ৫৮০ কোটি মার্কিন ডলার আমানত রয়েছে। সব মিলিয়ে দেশটির রিজার্ভ ১ হাজার ১০০ কোটি মার্কিন ডলার।

তবে পাকিস্তান বর্তমান অচলাবস্থার অবসানের আশা করছে। কারণ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল ১১০ কোটি মার্কিন ঋণ ছাড় করবে বলে আশা করছে তারা।

গত বছর ভয়াবহ বন্যার শিকার হয় পাকিস্তান। সরকারি হিসাবে, বন্যায় দেশটির ৩০ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হয়েছিল। সূত্র: আল জাজিরা

স্টকমার্কেটবিডি.কম/জেড

এশিয়াটিক ল্যাবরেটরিজের সাবস্ক্রিপশন শুরু কাল

এশিয়াটিক ল্যাবরেটরিজের লোগো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য এশিয়াটিক ল্যাবরেটরিজের আইপিও সাবস্ক্রিপশন শুরু হবে আগামীকাল। এই আবেদন গ্রহণ শেষ হবে আগামী ২২ জানুয়ারি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির এক বিডিংয়ে মোট ২২১টি প্রতিষ্ঠান তাদের সুবিধা মতাে দর প্রস্তাব করে। এই বিডিংয়ে কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দর আসে ৫০ টাকা। আর একটি মাত্র প্রতিষ্ঠান ২০ টাকায় সর্বনিম্ন দর আহবান করে।

কোম্পানিটির কাট-অব প্রাইস ৫০ টাকা নির্ধারণ করা হয়। এই কাট-অব প্রাইস নির্ধারণের জন্য কোম্পানিটির বিডিং (নিলাম) শুরু হয় গত ১০ অক্টোবর বিকাল ৩ টায়। আর এই বিডিং ১৩ অক্টোবর বিকেল ৩টা পর্যন্ত চলে।

এই বিডিংয়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শেয়ারের দর প্রস্তাব করে। এসব প্রস্তাবিত দরের উপর ভিত্তি করে কাট-অব প্রাইস নির্ধারণ করা হয়।

গত ৩১ আগষ্ট এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ার ছেড়ে ৯৫ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির ৮৩৭তম কমিশন সভায় বুকবিল্ডিং পদ্ধতিতে এই আইপিওটির অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটির কাট অফ প্রাইস থেকে ৩০ শতাংশ ডিসকাউন্টে অথবা ২০ টাকা; দুটোর মধ্যে কম মূল্যে সাধারণ বিনিয়োগকারী এই আইপিও শেয়ার কিনতে পারবেন।

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ভবন নিমার্ণ, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০২১ সময়ের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৬.৬১ টাকা। আর বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.২১ টাকা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে শাহজালাল ইক্যুইকিটি ম্যানেজমেন্ট লিমিটেড।

আইপিওতে আসতে কোম্পানিটি ২০২১ সালের ২৪ অক্টোবর রবিবার সন্ধা ৭ টায় রেডিসন ব্লু হোটেলে ওয়াটার গার্ডেন বলরুমে একটি রোড শো’র আয়োজন করে। রোড শোতে শেয়ারবাজারের খ্যাতমান ইলিজিবল ইনভেষ্টরদের উপস্থিত হোন।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ভেঞ্চুরা অ্যাসেট ম্যানেজমেন্টে বিনিয়োগ বাড়াবে ক্রিস্টাল ইন্স্যুরেন্স

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড ভেঞ্চুরা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের মালিকানার অর্ধেক নিজেদের দখলে নিতে চায়। এ লক্ষ্যে কোম্পানিটিতে বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের বোর্ড।

তথ্য অনুসারে, ভেঞ্চুরা অ্যাসেট ম্যানেজমেন্টে আরো ৩ কোটি টাকা বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের বোর্ড।

এ বিনিয়োগ করা হলে কোম্পানিটিতে ক্রিস্টাল ইন্সুরেন্সের মোট বিনিয়োগ দাঁড়াবে ৫ কোটি টাকা। যা কোম্পানিটির মোট পরিশোধিত মূলধনের ৫০ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/বি

সোনার দাম বেড়ে ৯৩ হাজার ৪২৯ টাকা ভরি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশ্ববাজারে সোনার দাম প্রতিদিনই বাড়ছে। তাতে গতকাল শুক্রবার প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ১ হাজার ৯২০ ডলারে পৌঁছায়, যা গত আট মাসের মধ্যে সর্বোচ্চ। সেই উত্তাপে আজ শনিবার দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৬৮৩ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এতে এক ভরি সোনার অলংকার কিনতে ৯৩ হাজার ৪২৯ টাকা লাগবে। আজ রবিবার থেকে সারা দেশের সোনার এই নতুন দর কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গতকাল শনিবার সোনার দাম বাড়ানোর বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়। এর আগে গত ৮ জানুয়ারি প্রতি ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়েছিল সমিতি। তার আগে ৩০ ডিসেম্বর দাম বাড়ে ১ হাজার ১৬৬ টাকা। তার মানে গত ১৭ দিনে তিনবারে সোনার দাম ভরিতে ৬ হাজার ১৮২ টাকা বেড়েছে। জুয়েলার্স সমিতি গত তিন দফা সোনার দাম বাড়ানোর সময় বলেছে, স্থানীয় বুলিয়ন মার্কেটে খাঁটি সোনার দাম বেড়েছে। মূলত বিশ্ববাজারে সোনার মূল্যবৃদ্ধির কারণে বুলিয়ন মার্কেটেও বেড়েছে।

নতুন করে দাম বাড়ায় আজ থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৯৩ হাজার ৪২৯ টাকা। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি ৮৯ হাজার ১৭১ টাকা, ১৮ ক্যারেট ৭৬ হাজার ৪৫৮ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরির দাম হবে ৬৩ হাজার ৬৮৫ টাকা।

শনিবার পর্যন্ত হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনা ৯০ হাজার ৭৪৬ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট ৮৬ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেট ৭৪ হাজার ২৪১ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৬১ হাজার ৮৭৮ টাকায় বিক্রি হয়।

সমিতির তথ্যানুযায়ী, রবিবার থেকে ২২ ক্যারেট সোনার ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৫৬৬ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ২১৭ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ১ হাজার ৮০৭ টাকা বাড়ছে।

এ দফায় সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেট ১ হাজার ৪০০ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম বেড়ে ১ হাজার ৫০ টাকা হবে।

স্টকমার্কেটবিডি.কম////

আজ নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংক আজ রবিবার ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য মুদ্রানীতি বিবৃতি (এমপিএস) ঘোষণা করবে।

গভর্নর আব্দুর রউফ তালুকদার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এমপিএস ঘোষণা করবেন বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গভর্নর মুদ্রাস্ফীতি ব্যবস্থাপনা, বেসরকারি খাতের ঋণের প্রবাহ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার ক্ষেত্রে বর্তমান এমপিএসের ফলাফল সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করবেন।

এর আগে ২০২২ সালের জুনে, বাংলাদেশ ব্যাংক ২০২২-২৩ (অর্থবর্ষ ২৩) অর্থবছরের জন্য একটি ‘সতর্কতা’ এমপিএস প্রকাশ করেছিল।

এমপিএসে কেন্দ্রীয় ব্যাংক ২০২০-২৩ অর্থ-বছরে অভ্যন্তরীণ ঋণ প্রবৃদ্ধির সর্বোচ্চ সীমা ১৮ দশমিক ২ শতাংশ এবং বেসরকারি খাতে ১৪ দশমিক ১ শতাংশ এবং সরকারি খাতে ৩৬ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

নিটল ইন্স্যুরেন্সের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি নিটল ইন্স্যুরেন্স লিমিটেড ঋণমান প্রকাশ করেছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, উক্ত সময় বিমাটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এএ+’।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/বি