1. বসুন্ধরা পেপার মিলস
  2. জেনেক্স ইনফোসিস
  3. ইস্টার্ন হাউজিং
  4. আমরা নেটওয়ার্কস
  5. সি পার্ল বিচ রিসোর্ট
  6. ইউনিক হোটেল
  7. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  8. বাংলাদেশ শিপিং
  9. সামিট এলায়েন্স পোর্ট
  10. শাইনপুকুর সিরামিক্স লিমিটেড।

প্রথম কার্যদিবসে কমেছে লেনদেন ও সূচক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দিনের শেষে সূচক কমেছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৮৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৭১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২৩১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮৯ কোটি ১৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫০৫ কোটি ৫৩ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৬টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪২টির, আর দর অপরিবর্তিত আছে ১৭৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –বসুন্ধরা পেপার মিলস, জেনেক্স ইনফোসিস, ইস্টার্ন হাউজিং, আমরা নেটওয়ার্কস,  সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ শিপিং কর্পােরেশন, সামিট এলায়েন্স পোর্ট ও শাইন পুকুর সিরামিক্স লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৫.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫৭০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ৫৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ৬২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৫৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ২১ কোটি ৩৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস ও বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম////

বারাকা পতেঙ্গা পাওয়ারের বোর্ড সভা আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি বারাকা পতেঙ্গা পাওয়ার কোম্পানি লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আজ ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন সাড়ে ৩টায় রাজধানীর কাকরাইলে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। উক্ত সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

গোল্ডেন গার্ভেষ্ট এগ্রোর শেয়ার অফিস পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি গোল্ডেন গার্ভেষ্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার অফিস পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির শেয়ার অফিস গুলশান-তেজগাঁ লিংক রোডে অবস্হিত শান্তা ওয়েষ্টার্ণ টাওয়ারে নেওয়া হয়েছে।

এখন থেকে সকল শেয়ারহোল্ডারদের নতুন অফিসে যোগাযোগের করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

আর্থিক অনিয়ম ঠেকাতে সব ব্যবস্থাই রয়েছে: অর্থ সচিব

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আর্থিক খাতে অনিয়ম ঠেকাতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থাই রেখেছে। অনিয়ম ও দুর্নীতি বন্ধে জোরালো ভূমিকা রাখছে বাংলদেশ ব্যাংক, দুদক, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয়, সুশীল সমাজসহ গণমাধ্যম। এ মন্তব্য করেছেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন।

গতকাল শনিবার রাজধানীর হোটেল শেরাটনে বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন আয়োজিত আন্তর্জাতিক হিসাববিজ্ঞান সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফাতিমা ইয়াসমিন আরও বলেন, আর্থিক খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের বিভিন্ন সংস্থার পাশাপাশি সুশীল সমাজ, গণমাধ্যম প্রতিনিয়ত এসব কার্যক্রম প্রত্যক্ষ করছে এবং মতামত দিচ্ছে। এসব মতামতকে গুরুত্ব দিয়ে আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভাপতিত্বের বক্তব্যে বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, হিসাবরক্ষকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আগামীতে তাঁরা অ্যাসোসিয়েশনের মাধ্যমে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ পাবেন।

আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি প্রফেসর ড. শ্যাম সুন্দর বলেন, আর্থিক খাতের অনিয়ম এবং অস্বচ্ছতা দূর করতে হিসাবরক্ষকদের আরও গবেষণামূলক কাজে সম্পৃক্ত হতে হবে। গবেষণায় সহায়ক হিসেবে কাজ করবে বাংলাদেশে অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের সভাপতি ড. এম হারুনুর রশিদ বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার মাধ্যমে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যেতে হিসাবরক্ষকরা আরও বেশি অবদান রাখবেন।

এতে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. সায়াদুজ্জামান, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহম্মাদ শহিদুল হক, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম////

জিপিএইচ ইস্পাতের বোর্ড সভার দিন পূণ:নির্ধারণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভার দিন পূণ:নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৭ ফেব্রুয়ারি এই বোর্ড সভাটি আহবান করা হয়েছে। এর আগে ৩০ জানুয়ারি এই বোর্ড সভার দিন নির্ধারণ করে পরে তা বাতিল করা হয়।

এদিন বেলা ৩ টায় চট্টগ্রামে অবস্থিত নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/আর

ফরচুন সুজের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ট্যানারি শিল্প খাতের কোম্পানি ফরচুন সুজ লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩১ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ৪টায়  রাজধানীর গুলশানে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/আর

রহিমা ফুডের বোর্ড সভা আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আজ ২৯ জানুয়ারি অনুষ্ঠিত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে ৩ টায় কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। উক্ত সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

ইস্টার্ন ক্যাবলসের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি ইস্টার্ন ক্যাবলস লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ৩টায়  রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/আর///

ওরিয়ন ইনফিউশনের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ৫টায়  রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/আর