ডিএসইর পিই রেশিও ১.৬৯ শতাংশ বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ১.৬৯ শতাংশ বেড়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.২১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১৪.৪৫ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.২৪ পয়েন্ট বা ১.৬৯ শতাংশ বেড়েছে।

এর আগের সপ্তাহের (২২ থেকে ২৬ জানুয়ারি) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.১৮ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১৪.২১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.০৩ পয়েন্ট বা ০.২১ শতাংশ বেড়েছিল।

স্টকমার্কেটবিডি.কম////

১০১ টাকায় ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রথমবারের মতো অন্যান্য ব্যাংকের কাছে ১০১ টাকা দরে মার্কিন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংক গত ১ ফেব্রুয়ারিতে অন্যান্য ব্যাংকগুলোর কাছে ৮৯ মিলিয়ন ডলার বিক্রি করেছে। যাতে আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের ক্লায়েন্টদের পক্ষে আমদানি ব্যয় পরিশোধ করতে পারে।’

সরকার ও ব্যবসায়ীদের আমদানি বিল পরিশোধের সুবিধার্থে প্রায় ১ মাস আগেও প্রতি ডলার ১০০ টাকায় বিক্রি করেছিল বাংলাদেশ ব্যাংক।

আন্তঃব্যাংকের মধ্যে বৃহস্পতিবার প্রতি ডলার ১০৭ টাকা করে লেনদেন হয়েছে, যা এক বছর আগে ছিল ৮৬ টাকা। এতে ডলারের বিপরীতে টাকার মূল্য কমেছে ২৪ দশমিক ৪ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম///

বাড়ানো হবে রাজস্ব আদায়, কমবে খেলাপি ঋণ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত পূরণের অংশ হিসেবে আগামী অর্থবছর থেকেই নির্দিষ্ট হারে রাজস্ব আদায় বাড়াবে সরকার। প্রথম বছর বাড়বে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) শূন্য দশমিক ৫ শতাংশ। এ ছাড়া ২০২৬ সালের মধ্যে সরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার কমিয়ে ১০ শতাংশের মধ্যে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে এটি হবে ৫ শতাংশের কম।

এ ঋণ বিষয়ে বৃহস্পতিবার প্রকাশিত আইএমএফের স্টাফ রিপোর্ট থেকে এসব তথ্য জানা গেছে। প্রায় ছয় মাস ধরে চলা নানা বৈঠক আর আলোচনার পর গত সোমবার বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন করে আইএমএফের নির্বাহী বোর্ড। বৃহস্পতিবার সেই ঋণের প্রথম কিস্তি হিসাবে ৪৭ কোটি ৬২ লাখ ডলার পেয়েছে বাংলাদেশ।

এতে বলা হয়েছে, আইএমএফ প্রতিনিধি দলের আলোচনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভিন্ন খাতে সংস্কারে পদক্ষেপ নেওয়ার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে। সরকারের আগ্রহপত্র এবং অর্থনীতি ও আর্থিক নীতিসম্পর্কিত স্মারকেও এ বিষয়গুলো আছে।

প্রতিবেদনে বলা হয়, রাজস্ব আদায় বাড়াতে কর-নীতি এবং প্রশাসনিক সংস্কারের পদক্ষেপ নেওয়া হবে। আগামী অর্থবছরের বাজেটেই সুর্নিদিষ্ট কিছু উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে সরকার। এর পরের দুই অর্থবছরে রাজস্ব আদায় বাড়ানো হবে জিডিপির শূন্য দশমিক ৫ এবং শূন্য দশমিক ৭ শতাংশ হারে। সেই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) একটি ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট প্রতিষ্ঠা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম///

পাকিস্তানি মুদ্রার রেকর্ড দরপতন অব্যাহত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পাকিস্তানকে ‘কঠিন সময়’ বেঁধে দেওয়ার মধ্যেই দেশটির মুদ্রার ঐতিহাসিক দরপতন হয়েছে।

আজ শুক্রবার দেশটির আন্তঃব্যাংক বাজারে ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রার মূল্য দাঁড়িয়েছে ২৭৬.৫৮ রুপি।
সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।

স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের (এসবিপি) বরাত দিয়ে জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

এদিকে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, ঋণ পেতে পাকিস্তান সরকারকে ‘কঠিন সময়’ বেঁধে দিয়েছে আইএমএফ।

পেশোয়ারে এক বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘আইএমএফের প্রতিনিধি দল ইসলামাবাদে আছে (ঋণের বিষয়ে আলোচনা করছে)। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় অকল্পনীয় শর্ত দিয়ে তারা অর্থমন্ত্রীকে কঠিন সময়ের মধ্যে রেখেছে।’

বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক মন্দা মোকাবিলা করতে এবং খেলাপি হওয়া থেকে বাঁচতে পাকিস্তানকে আইএমএফের বেলআউট প্যাকেজ পেতে হবে। আইএমএফ সরকারকে যেসব শর্ত দিয়েছে, সেগুলোর ভিত্তিতে বাজারে প্রভাব পড়েছে।

আইএমএফের শর্ত পূরণ করতে ইতোমধ্যে বেশ কিছু ব্যবস্থা পাকিস্তান সরকার। এগুলোর মধ্যে আছে-ডলারের বিনিময় হারের সর্বোচ্চ সীমা তুলে নেওয়া, জ্বালানির মূল্য ১৬ শতাংশ বাড়ানো এবং এলপিজির দাম ৩০ শতাংশ বাড়ানো।

স্টকমার্কেটবিডি.কম/এস

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে জেনেক্স; ২য় বসুন্ধরা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৩০০ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বসুন্ধরা পেপার মিলস লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১৬৯ কোটি ২১ লাখ টাকার।

ইষ্টার্ণ হাউজিং লিমিটেড ১৪৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আমরা নেটওয়ার্কসের ১৩৯ কোটি ৪৬ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) ১৩২ কোটি ৫৫ লাখ, ওরিয়ন ফার্মার ১১০ কোটি ৩৫ লাখ, অলিম্পিকের ১০০ কোটি ৭৫ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকসের ৯৭কোটি ৭৫ লাখ, সী পার্লস রিসোর্ট এন্ড ম্পার ৯০ কোটি ৬৯ লাখ ও ইন্ট্রাকো রি-ফুয়েলিংয়ের ৬২ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

সপ্তাহের ব্যবধানে সূচক কমলেও বেড়েছে মূলধন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে। এই সপ্তাহে সেখানে মোট লেনদেন আগের সপ্তাহের চেয়ে কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ২ হাজার ৮৩৯ কোটি টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫০ কোটি টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৬.৯১ শতাংশ কমেছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ৫৬৭ কোটি ৯১ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬১০ কোটি ৩ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ৬.৯১ শতাংশ কমেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৯৪ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ০.৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২২৩০ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ০.৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৭৩ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৪০০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৩টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৮টির শেয়ার ও ইউনিটের দর। আর ১৫টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৭ হাজার ২৬ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৭ হাজার ৩৩৮ কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৩০০ কোটি টাকা বা ০.০৪ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম///