গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন ২৪ হাজার টাকা মজুরি দাবি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বনিম্ন মজুরি ২৪ হাজার টাকা ও ৩টি গ্রেড নির্ধারণ এবং বাৎসরিক ১০ শতাংশ মজুরি বাড়ানোসহ ছয় দফা দাবিতে মানবন্ধন করেছে গার্মেন্টস শ্রমিক পরিষদ।

গার্মেন্টস শ্রমিক পরিষদের নেতারা দাবি তুলে বলেন, গার্মেন্টসের উৎপাদন ও রপ্তানি দুটোই বিপুল পরিমাণে বেড়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক পরিষদ আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানানো হয়।

সভাপতির বক্তব্যে মো. আলাউদ্দিন মিয়া বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকদের মজুরি দিয়ে জীবনযাপন করা দুর্বিসহ হয়ে উঠেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে খাদ্য, নিত্যপণ্য, চিকিৎসা, শিক্ষা ব্যয়, বাড়িভাড়া, যাতায়াত ভাড়া ব্যাপক হারে বাড়ায় অবিলম্বে নিম্নতম মঞ্জুরি বোর্ড গঠন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠন ও জোটের পক্ষ থেকেও মজুরি বোর্ড গঠনের দাবি করে আসছে।

সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক পরিষদের আহ্বায়ক ও মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. আলাউদ্দিন মিয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক পরিষদের যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি জাহানারা বেগম, বাংলাদেশি গার্মেন্টস ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোরশেদ আলম, বাংলাদেশ ন্যাশনাল লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক মরিয়ম আক্তার, সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. নাহিদুল হাসান নয়ন, বাংলাদেশ ন্যাশনাল লেবার ফেডারেশনের সহ-সভাপতি মাহবুব আলম আকনসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা।

স্টকমার্কেটবিডি.কম////

‘খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় সকল কৃষিবিদ কাজ করে যাবে’

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের ১৭ কোটি মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় সকল কৃষিবিদ নিরলসভাবে কাজ করে যাবে। বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতির কল্যাণে কৃষিবিদ ও কৃষকের অবদানে দেশের কৃষি আজ নতুন উচ্চতায় উন্নীত হয়েছে।

সোমবার ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে পুষ্পার্ঘ্য অর্পণ, পায়রা ও বেলুন উড়িয়ে, আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ ও কেক কেটে কৃষিবিদ দিবসের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

৫০ বছর আগে ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চত্বরে এসে কৃষিবিদদের সরকারি চাকরিতে প্রথম শ্রেণির পদমর্যাদার ঘোষণা দিয়েছিলেন। ঐতিহাসিক ওই ঘোষণার সময়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের তরুণ ছাত্রনেতা, বর্তমান কৃষিমন্ত্রী কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষিক্ষেত্রে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে- সকল কৃষিবিদ আজকের এই উৎসাহ-উদ্দীপনা ধারণ করে তা অব্যাহত রাখবেন। চাল, ভুট্টা, শাকসবজি, আলু, মাছ, মাংস, দুধ, ডিমসহ কৃষি উৎপাদনের সাফল্যকে আরও বৃদ্ধি করা হবে।

ড. রাজ্জাক বলেন, স্বাধীনতার পর সাড়ে সাত কোটি মানুষের খাদ্য যোগান সম্ভব হতো না। খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল থাকতে হতো। আর এখন ১৭ কোটি মানুষের খাদ্য আমরা উৎপাদন করছি। বিগত ৫০ বছরে চালের উৎপাদন চারগুণ বৃদ্ধি পেয়েছে। এই ৫০ বছরে উৎপাদনশীলতাও বেড়েছে সাড়ে চার গুণ।

স্টকমার্কেটবিডি.কম////

লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস; ২য় সি পার্ল বিচ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বতীয় কার্যদিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৩৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা  লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৩০ কোটি ৭১ লাখ টাকার।

বাংলাদেশ শিপিং কর্পােরেশন ২৮ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-শাইন পুকুর সিরামিক্সের  ২৩ কোটি ২৩ লাখ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ২১ কোটি ৭৬ লাখ,  এ্যাপেক্স ফুটওয়ারের ১৯ কোটি ৮০ লাখ, সোনালী পেপার এন্ড বোর্ড মিলসের ১৯ কোটি ৩১ লাখ, ওরিয়ন ইনফিউশনের ১২ কোটি ৭৮ লাখ, আমরা নেটওয়ার্কের ১২ কোটি ৬৩ লাখ ও ইষ্টার্ণ হাউজিং লিমিটেডের ১২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

  1. জেনেক্স ইনফোসিস
  2. সী পার্লস স্পা
  3. বাংলাদেশ শিপিং কর্পােরেশন
  4. শাইনপুকুর সিরামিক্স
  5. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  6. এ্যাপেক্স ফুটওয়ার
  7. সোনালী পেপার
  8. ওরিয়ন ইনফিউশন
  9. আমরা নেটওয়ার্ক
  10. ইষ্টার্ণ হাউজিং লিমিটেড।

দিনশেষে সূচক বাড়লেও কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দিন শেষে সূচক বেড়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও কমেছে লেনদেন । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৭০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৫.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৭১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২৩২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩৫ কোটি ৪১ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৭০ কোটি ৮৪ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩১৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৫৬টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১৩টির, আর দর অপরিবর্তিত আছে ১৪৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –জেনেক্স ইনফোসিস, সী পার্লস স্পা এন্ড রিসোর্ট, বাংলাদেশ শিপিং কর্পােরেশন, শাইনপুকুর সিরামিক্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এ্যাপেক্স ফুটওয়ার, সোনালী পেপার এন্ড বোর্ড মিলস, ওরিয়ন ইনফিউশন, আমরা নেটওয়ার্ক ও ইষ্টার্ণ হাউজিং লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২০.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৪৯৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৫টির, কমেছে ৩৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৬৬ লাখ টাকা। গতকাল রবিবার  সেখানে লেনদেন হয়েছে ৮ কোটি টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে শাইনপুকুর সিরামিক্স ও প্রাইম ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম////

অগ্রণী ইন্স্যুরেন্সের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিমাটির দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ২’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ  ‘এসটি-২’ এসেছে।

উক্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যন্ত নিরীক্ষিত প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/আর

মাথাপিছু বৈদেশিক ঋণ ৭ বছরে বেড়ে দ্বিগুণ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশে মাথাপিছু বৈদেশিক ঋণ ৭ বছর আগের তুলনায় দ্বিগুণ হয়েছে। এই সময়ের মধ্যে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই বৈদেশিক ঋণ বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু বৈদেশিক ঋণ ছিল ৫৫৮ ডলার, যা ২০২০-২১ অর্থবছরে ছিল ৪৮২ ডলার।

২০১৫-১৬ অর্থবছরে দেশের মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ ছিল ২৫৭ ডলার।

গত অর্থবছরে দেশের মোট বৈদেশিক ঋণ ছিল ৯৫ দশমিক ২৩ বিলিয়ন ডলার, যা ২০১৫-১৬ অর্থবছরে ছিল ৪১ দশমিক ১৭ বিলিয়ন ডলার।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘এক দশকেরও বেশি সময় ধরে সরকার রূপপুর বিদ্যুৎকেন্দ্র, ঢাকা মেট্রোরেল, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র এবং কর্ণফুলী টানেলসহ বিদেশি অর্থায়নে বেশ কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের জন্য বৈদেশিক ঋণ প্রায় ১২ বিলিয়ন ডলার।’

তিনি বলেন, ‘এর ফলে সাম্প্রতিক বছরগুলোতে বৈদেশিক ঋণের পরিমাণ ব্যাপকভাবে বেড়েছে।’

তিনি জানান, তারপরেও বাংলাদেশ এখনো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সরকারি খাতের ঋণ ও জিডিপি অনুপাতের সীমার নিচেই আছে।

তিনি বলেন, ‘জিডিপির ৪০ শতাংশ পর্যন্ত বৈদেশিক ঋণ নেওয়ায় কোনো ঝুঁকি নেই।’

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে সরকারি খাতে বৈদেশিক ঋণ ও জিডিপির অনুপাত ছিল ১৪ দশমিক ৯ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/////

বিডার অনলাইন সেবায় যুক্ত হলো বাংলাদেশ ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন প্ল্যাটফর্ম থেকে সেবা দেওয়ার প্রক্রিয়ায় যুক্ত হলো বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিডার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের আটটি সেবা দেওয়া হবে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিডার মাধ্যমে ১৫০টি সেবা চালুর প্রক্রিয়ার অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সংস্থাটির একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া। এ দুই সংস্থা ছাড়াও তিনটি ব্যাংকের সঙ্গে বিডার চুক্তি হয়েছে। চুক্তিতে অংশ নেওয়া মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান, অগ্রণী ব্যাংকের এমডি মুর্শেদুল কবির এবং কমার্শিয়াল ব্যাংক অব সিলনের কান্ট্রি ডিরেক্টর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক অনুযায়ী, এখন থেকে অফশোর ব্যাংকিং ইউনিট থেকে বৈদেশিক মুদ্রায় ঋণের অনুমতি, পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানি বিক্রির অর্থ বিদেশে নেওয়া, বিদেশ থেকে মুনাফা দেশে আনা, শেয়ারবাজারে তালিকাভুক্ত নয় এ রকম কোম্পানির শেয়ার হস্তান্তর, পরামর্শক ফি বিদেশে পাঠানোর অনুমতি, বাংলাদেশে অবস্থিত বিদেশি কোম্পানির অর্থ পুনরায় বিদেশি কোম্পানিতে পরিশোধ এবং বাংলাদেশে বিদেশি কোনো প্রতিষ্ঠান বন্ধ হলে অবশিষ্ট অর্থ বিদেশে পাঠানো। এ ছাড়া সুবিধাজনক স্থানে বসেই অগ্রণী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও কমার্শিয়াল ব্যাংক অব সিলনের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন বিদেশি বিনিয়োগে আগ্রহীরা।

অনুষ্ঠানে গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, নগদ টাকার ব্যবহার যত কমবে, অর্থনৈতিক কর্মকাণ্ড তত গতি পাবে। আগামী চার বছরের মধ্যে পুরোপুরি না হলেও ৭৫ শতাংশ লেনদেন ক্যাশলেস করার চেষ্টা চলছে।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে অনলাইন ওয়ানস্টপ সার্ভিস কার্যক্রম চালু করেছে বিডা। আগামী ছয় মাসের মধ্যে বিডার মাধ্যমে ১৫০টি সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

জেনারেশন নেক্সটের ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের এক কর্পোরেট পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এ জে কর্পোরেশন লিমিটেড নামে কোম্পানিটির এই পরিচালক ১০ লাখ শেয়ার শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

তবে এই পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে ব্লক মার্কেটে হতে ক্রয় করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম.

কালো টাকা বিনিয়োগসহ শেয়ারবাজার নিয়ে চার প্রস্তাব

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে শেয়ারবাজারে তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির করহারের পার্থক্য কমানো, মার্চেন্ট ব্যাংকগুলোর করপোরেট করহার কমানো, লভ্যাংশের ওপর কর প্রত্যাহার, তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির ভ্যাটহার কমানো এবং অপ্রদর্শিত আয় শুধুমাত্র শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ রাখার প্রস্তাব করেছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)।

গতকাল রবিবার আগারগাঁওয়ে প্রাক-বাজেট আলোচনাসভায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের কাছে এসব প্রস্তাব উপস্থাপন করেছে সংগঠনটি। এ সময় বিএমবিএর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বিএমবিএ জানিয়েছে, ২০১১ সাল থেকে শেয়ারবাজার বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে। শেয়ারবাজারের মাধ্যমে কর্মসংস্থান ও রাজস্ব বৃদ্ধি হয়। তাই শেয়ারবাজারের গতিশীলতা বাড়াতে পদক্ষেপ নেওয়া জরুরি।

বিএমবিএ জানিয়েছে, বর্তমানে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির করহার এবং অ-তালিকাভুক্ত কোম্পানির করহারের পার্থক্য মাত্র ৭.৫০ শতাংশ। তবে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, টেলিকম, টোব্যাকো ইত্যাদি খাত ব্যতীত। অর্থাৎ তালিকাভুক্ত কোম্পানির জন্য কর রেয়াত ৭.৫ শতাংশ আছে। ফলে এ সুবিধা উদ্যোক্তাদের শেয়ারবাজারে তালিকাভুক্তির জন্য উৎসাহিত করে না। তাই তালিকাভুক্ত কোম্পানির করহারের পার্থক্য ১৫ শতাংশ করার জন্য সুপারিশ করছি।

বর্তমানে মার্চেন্ট ব্যাংকের করহার ৩৭.৫০ শতাংশ, ব্রোকারের করহার ২৭.৫০ শতাংশ এবং সম্পদ ব্যবস্থাপক কোম্পানির করহার ১৫ শতাংশ। তাই মার্চেন্ট ব্যাংকগুলোর করপোরেট করহার ২৫ শতাংশ করার সুপারিশ করেছি। শেয়ারবাজারের গতিশীলতা আনয়নে লভ্যাংশের ওপর কর প্রত্যাহারের সুপারিশ করেছে সংগঠনটি। তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির ভ্যাটহার একই অর্থাৎ ১৫ শতাংশ। তাই তালিকাভুক্ত কোম্পানির ভ্যাটহার হ্রাস করে ১০ শতাংশ করার জন্য সুপারিশ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////